Tag: রাউজান

  • রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

    রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রামিম (১৭) নামে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে ।

    বুধবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নে এ ঘটনা ঘটে। সে ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সুজার বাড়ির আবদুস ছবুরের পুত্র। চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উরকিরচর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী। তার মৃত্যুতে স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

    স্থানীয়রা জানান, এলাকার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উরকিরচর জনতা সংঘের আয়োজনে উরকিরচর উচ্চ বিদ্যালয়ের মাঠে তিনদিনব্যাপী ঈদে মিলাদুন্নবী মাহফিলের সাজসজ্জার কাজ করার সময় রামিম বিদ্যুৎতায়িত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    উরকিরচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আজিম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সকাল ৯ টার দিকে নামাজে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

    এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন জানান, ঘটনাটি সম্পর্কে আমাদেরকে কেউ অবহিত করেনি।
    ২৪ঘণ্টা/বিআর

  • রাউজানে ২২তম বিশাল জসনে জুলুছ অনুষ্ঠিত

    রাউজানে ২২তম বিশাল জসনে জুলুছ অনুষ্ঠিত

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: আহলে সুন্নাত ওয়াল জামা’আত রাউজান হলদিয়া-ডাবুয়ার ২২তম জসনে জুলুছ মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। বিশাল এ জুলুছের নেতৃত্ব দেন পীরে ত্বরিকত আলহাজ্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ আহছান হাবিব (মা.জি.আ)।

    সকালে উত্তরসর্তা দরগাহ বাজার থেকে শুরু হয়ে পায়ে হেটে মাওলানা দোস্ত মোঃ সড়ক, আমিরহাট বাজার, হযরত এয়াছিনশাহ সড়ক, হযরত এয়াছিনশাহ চত্বর (সেবাখোলা), শহিদ জাফর সড়ক হয়ে প্রায় দীর্ঘ ৮ কিঃ মিঃ এলাকা জুড়ে জুলুছটি জানিপাথর জামে মসজিদ ময়দানে ওয়াজ, বক্তব্য, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে।

    সকালে ব্যানার, ফেস্টুন, কালেমা ও দরুদ সম্বলিত প্লেকার্ড, হাতে নিয়ে নারায়ে তাকবির, আল্লাহু আকবর, নারায়ে রেছালত এয়া রাসুলুল্লাহ (স.), নারায়ে গাউছ, এয়া গাউছুল আযম দস্তগীর, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী (স.) স্লোগানে স্লোগানে মূখরিত ছিল সমগ্র এলাকা। জাতীয় পতাকা ও কালেমা, দরুদ সম্ভলিত ব্যানার ফেস্টুন নেড়ে নেড়ে হালকায়ে জিকির ও নাতে মোস্তফার প্রকম্পিত আওয়াজে আগাতে থাকে জুলুছের রেলী। রাস্তার দাড়ে শত-শত মানুষ এমনকি পর্দার আড়াল বিভিন্ন বাড়ী, মহল্লা ও বিল্ডিং এর ছাদ থেকে মা-বোনরা জুলুসকে স্বাগত জানান।

    স্কুল, কলেজ মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ মানুষ সহ কয়েক হাজার আশেকে রাসুল জুলুছে যোগদান করে নবী প্রেমের বহিঃপ্রকাশ ঘটায়। গাউছিয়া কমিটি সহ বিভিন্ন ত্বরিকত সংগঠনের পক্ষ থেকে রাস্তার মোড়ে মোড়ে দেওয়া হয় শরবত বণ কলা পাউরুটি সহ খাদ্য সামগ্রী।

    জুলুছ শেষে ওয়াজ মাহফিল বাস্থবায়ন কমিটির আহবায়ক আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ আহছান হাবিবের সভাপতিত্বে এবং মহাসচিব আলহাজ্ব মাহবুবুল আলমের সঞ্চালনায় মুঠোফোনে  প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দর চৌঃ বাবুল।

    শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থায়ি কমিটির সদস্য সৈয়দ মুহাম্মদ আলী আকবর তৈয়বি। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আবু তাহের চৌঃ,আওয়ামীলীগ নেতা এস এম বাবর, আল্লামা সাইদুল আলম খাকী, আলহাজ্জ আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী, অধ্যাপক অহিদুল আলম জাফর, মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরী, অধ্যক্ষ হাফেজ আবু তৈয়ব হামিদী, আল্লামা ইদ্রিছ আনসারী, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী, আল্লামা মনসুর উদ্দিন নিজামি, মাওলানা তসলিম উদ্দিন ভান্ডারী, মাওলানা সৈয়দ তৈয়বুর রহমান, মাওলানা আহমদ হোসেন রেজভী, মাওলানা নাসির উদ্দিন, সাংবাদিক এম বেলাল উদ্দিন।

    উপস্থিত ছিলেন মুহাম্মদ আলী মেম্বার, শাহাজান মেম্বার, মেম্বার ফিরোজ, মেম্বার তহিদুল আনোয়ার, গিয়াস মেম্বার, মুঃ ফোরখান চৌঃ, যুবলীগ নেতা মোঃ মনসুর, হাসান মুরাদ রাজু, তসলিম উদ্দিন, সাইফুল ইসলাম, মাওলানা বাহাউদ্দিন মুহাম্মদ ওমর, মাওলানা জাফর আলম নুরী, আলহাজ্ব সোলায়মান চৌধুরী, সৈয়দ মুহাম্মদ লুৎফুর রহমান, সৈয়দ মুহাম্মদ গিয়াস উদ্দিন, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা জিয়াউল্লাহ, মাওলানা মোরশেদ রেযা, মোঃ মমতাজ, মাওলানা ছালামত রেযা কাদেরী, প্রবাসী মাওলানা সালাউদ্দিন, মাওলানা আব্দুল মাবুদ, মাওলানা জিলহাজ্ব, মাওলানা ইকবাল, মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা তাজ মুহাম্মদ রেজভী, মাওলানা মোজাম্মেল হোসাইন, মুহাম্মদ জাবেদ, মাওলানা ওসমান গণী কাদেরী, মাওলানা জোনায়েদ, নাজিম উদ্দিন ভান্ডারী প্রমুখ।

    এতে মিলাদ কিয়াম পরিবেশন করেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন। আখেরী মোনাজাত শেষে তাবরুক বিতরণ করা হয়।

  • রাউজানে প্রয়াত আওয়ামী লীগ নেতার স্মরণে দোয়া মাহফিল

    রাউজানে প্রয়াত আওয়ামী লীগ নেতার স্মরণে দোয়া মাহফিল

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আলহাজ্ব গোলাম কাদের চৌধুরীর স্মরণে এলাকা বাসীর আয়োজনে বাদে আসর জারুল তলা জামে মসজিদে খতমে কুরআন, দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বি এম জসিম উদ্দিন হিরু।

    পশ্চিম রাউজান সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাংবাদিক খোরশেদুল আলম শামীমের পরিচালনায় এতে মিলাদ ও বিশেষ মুনাজাত পরিচালনা করেন জামে মসজিদের খতিব মাওলানা নাজিম উদ্দীন।

    উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি গোলাম আকবর, সেক্রেটারী মো বখতিয়ার, মাওলানা রিদোয়ানুল হক, জি এম মোর্শেদ চৌধুরী, আহমদ সগীর,মো.তসলিম উদ্দিন, মো জাবের উদ্দিন, ইউপি সদস্য মো. জহির উদ্দীন, ইউ পি সদস্য মো.সরওয়ার আজাদ, মো খোরশেদ, মো জামাল উদ্দিন, হাফেজ মো রফিকুল ইসলাম, হাফেজ মাও আবুল বশর, মুসলেহউদ্দীন বেলাল, নুর হোসেন দুলাল, কামরুল হাসান লিটু, নাসিম সরওয়ার তালুকদার, মরহমের পুত্র গিয়াসউদ্দিন খসরু, মঈনুদ্দীন কাদের লাভলু, শাহাবুদ্দীন কাদের পেয়ারু,মো ইকবাল, মো সাজ্জাদ প্রমুখ।

    আলোচনা শেষে মরহুম গোলাম কাদের চৌধুরীর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং মরহুমের আত্মার শান্তি কামনা করা হয়।

  • রাউজানে অবৈধ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার, অস্ত্র-কার্তুজ উদ্ধার

    রাউজানে অবৈধ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার, অস্ত্র-কার্তুজ উদ্ধার

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজানে পুলিশের অভিযানে মোঃ মানিক(৩৭) নামের এক অধৈব অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। ১৮ সেপ্টেম্বর রাত সাড়ে আট ঘটিকায় উপজেলার চিকদাইর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ চিকদাইর ইউনিয়ন আওয়ামীলীগ অফিসের সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি, দুইটি কার্তুজ উদ্ধার পূর্বক জব্দ করা হয়। সে ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নেওয়াজ গাজীর বাড়ির মৃত ফোরক আহাম্মদের পুত্র।

    রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল জানান, রাউজান থানার অফিসার ইনচার্জের নির্দেশে চিকদাইর ইউনিয়নে অভিযান চালিয়ে মানিক নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছি। এ সময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে রাউজান থানায় একাধিক মামলা রয়েছে।

    রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন,ধৃত অবৈধ অস্ত্র ব্যবসায়ী মানিকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা (মামলা নং-১৩ তারিখ-১৮/০৯/২২) রুজু শেষে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

    ২৪ঘণ্টা/এনআর

  • রাউজানের ২৫ পুকুরে ২৯৩ কেজি মাছের পোনা অবমুক্ত

    রাউজানের ২৫ পুকুরে ২৯৩ কেজি মাছের পোনা অবমুক্ত

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে ২শত ৯৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলার ২৫টি পুকুরে মাছের পোনা অবমুক্ত উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ফজলে করিম চৌধুরী বলেছেন, বেকারত্ব ঘুচাতে মাছচাষে যুবকদের উদ্বুদ্ধ করতে সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে। যার ফলে আজকে রাউজানে প্রতিটি এলাকার পুকুর জলাশয়ে মাছ চাষ করে নিজেদের ভাগ্য বদল করছেন অনেকেই। আগামীতেও আরো অধিকহারে মাছ চাষে মানুষদের উদ্বুদ্ধ করতে সব ধরনের সহযোগিতা করা হবে।

    ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে গহিরা কলেজ পুকুরে পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন সাংসদ।

    উপজেলা মৎস্য অফিসের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ শিকদার, আওয়ামীলীগ নেতা কাউন্সিলর কাজী ইকবাল, রাউজান পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, কাউন্সিলর জানে আলম জনি, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মুছা আলম খান, মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকর, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • রাউজানের কোনো এলাকায় জমি অনাবাদি রাখা যাবে না : ফজলে করিম চৌধুরী

    রাউজানের কোনো এলাকায় জমি অনাবাদি রাখা যাবে না : ফজলে করিম চৌধুরী

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, রাউজানের কোথাও জমি অনাবাদি রাখা যাবেনা। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সরকার কৃষকদের বিনামূল্যে বীজ, সার থেকে কৃষি উপকরণ প্রদান করছে। এসকল সুযোগ-সুবিধার সদ্যবহার করতে হবে। রাউজানের মানুষ নিদেজের উৎপাদিত মাছ-ফলমুল দ্বারা নিজেদের চাহিদা পূরণ করে বাইরে সরবরাহ করছে।

    ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাউজানের কৃষকদের মাঝে স্যালো পাম্প বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানের পর ফজলে করিম চৌধুরী এমপি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে আটটি ইউনিয়নের কৃষকদের মাঝে স্যালো পাম্প বিতরণ করেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।

    উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম,স্বপন দাশ গুপ্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন,¡ বশির উদ্দিন খান, জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী, সাহাবুদ্দিন আরিফ, বিএম জসিম উদ্দিন হিরু, প্রিয়োতোষ চৌধুরী,নিজাম উদ্দিন আহমদ চৌধুরী, বাবুল মিয়া, রবীন্দ্রলাল চৌধুরী প্রমুখ।

  • রাউজান উপজেলা পরিষদের উদ্যোগে এ কে এম ফজলুল কবির চৌধুরীর স্মরণ সভা অনুষ্ঠিত

    রাউজান উপজেলা পরিষদের উদ্যোগে এ কে এম ফজলুল কবির চৌধুরীর স্মরণ সভা অনুষ্ঠিত

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :চট্টগ্রামের রাউজানে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধীদলীয় নেতা আইন পরিষদের চেয়ারম্যান রাউজান কলেজের প্রতিষ্ঠাতা মরহুম এ কে এম ফজলুল কবির চৌধুরীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাউজান উপজেলা পরিষদের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    ৯ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাউজানের ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় প্রধানগন।

    বক্তারা বলেন, মরহুম এ কে এম ফজলুল কবির চৌধুরী আমৃত্যু শিক্ষা ও মানবসেবায় নিজেকে সম্পৃক্ত রেখে দেশ ও জাতির কল্যাণে নিজেকে উজার করে দিয়েছেন। উনার শূন্যতা কখনো পূরণ হবেনা। তারই আদর্শ ধারণ করে উনার সুযোগ্য সন্তান রাউজানকে সারা দেশের মধ্যে একটি মডেল উপজেলায় পরিণত করেছেন।

  • বিয়ের মাত্র ১৯ দিনের মাথায় রাউজানে শ্বশুরবাড়ীর শয়নকক্ষ থেকে গৃহবধূর লাশ উদ্ধার

    বিয়ের মাত্র ১৯ দিনের মাথায় রাউজানে শ্বশুরবাড়ীর শয়নকক্ষ থেকে গৃহবধূর লাশ উদ্ধার

    রাউজান প্রতিনিধি : বিয়ে হয়েছে মাত্র ১৯ দিন হয়েছে। হাত থেকে মেহেদীর রঙ এখনো মুছে যায়নি। দাম্পত্যজীবনের স্থায়ীত্বটা ১৯ দিনেই থেমে গেলো রাউজানের গৃহবধু জাহেদা
    বেগমের (২২)।

    ২ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল দশটার দিকে শ্বশুরবাড়ির শয়নকক্ষে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

    রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩নং ওয়াডের কমলার দিঘি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ একই এলাকার মো. ইসমাইলের স্ত্রী।

    নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, ঘটনার ১৯ দিন আগে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের সাপলেজা পাড়ার মো. ইউসুফের মেয়ে জাহেদা আফরিনের সাথে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কমলার দীঝি এলাকার আবু তাহেরের পুত্র মো. ইসমাইলের বিয়ে হয়। নিহতের শাশুড়ী ৪০ দিন আগে মারা যায়। বিয়ের পর বাপের বাড়ি যাওয়া নিয়ে দুই পরিবারের মাঝে মনমালিন্যেও সৃষ্টি হয়।

    নিহতের ভাই মো. ইব্রাহিম বলেন, আমার বোন আত্মহত্যা করেনি। এটি পরিকল্পিত হত্যা। বিয়ের ১৯ দিনের মধ্যে একবারও আমার বোনকে বাড়িতে নিয়ে যেতে দেয়নি। আমার বোনের জামাই নেশাগ্রস্ত ছিল। বোনকে মেরে ফেলা হয়েছে।

    নিহতের স্বামী ইসমাইল জানান, বৃহস্পতিবার রাত থেকে কয়েকবার রুম থেকে বের হয়ে যেতে চেয়েছিল তার স্ত্রী জাহেদা। সকালে ঘুম থেকে উঠে একসাথে নাস্তা করেছিলাম। কিন্তু এরপর কি হয়ে গেল বুঝতে পারছি না।

    স্থানীয় ইউপি সদস্য মাসুদ পারভেজ জানান, সকাল ৯ টার দিকে আমাকে নিহতের স্বামীর মোবাইল থেকে ফোন করে ঘটনাটি জানানো হয়। এরপর আমি গিয়ে দরজা খোলা অবস্থায় মরদেহ খাটে পরে থাকতে দেখলে আমি পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

    নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জয়নাল আবেদীন জানান, সকাল ৯ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দরজা খোলা অবস্থায় গৃহবধূর লাশ খাটে পরে থাকতে দেখি। এরপর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

  • রাউজানে যুবলীগ নেতা শহিদ হত্যা মামলার আসামী ফজু র‍্যাবের হাতে গ্রেপ্তার

    রাউজানে যুবলীগ নেতা শহিদ হত্যা মামলার আসামী ফজু র‍্যাবের হাতে গ্রেপ্তার

    রাউজান প্রতিনিধি: রাউজানে যুবলীগ নেতা শহিদুল আলম হত্যা মামলার আরও এক আসামী ফজলুল করিম প্রকাশ ফজু(৪৯)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এই আসামী গত সাত বছর ধরে পালাতক ছিল।

    শনিবার (১৬ জুলাই)  রাউজান সদর জলিল নগর বাস ষ্টেশনস্থ মালিক সমিতি অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার রাউজান সদর ইউনিয়নের হরিষখান পাড়ার মৃত জহুর মিয়ার পুত্র।

    র‌্যাব-৭ সূত্রে জানা যায়, গত ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি রাউজান চারাবটতল এলাকায় দিনে দুপুরে সিনেমা স্টাইলে মাইক্রোবাস থেকে নেমে গুলি করে মাথার খুলি উড়িয়ে দিয়ে যুবলীগ নেতা শহিদুলকে হত্যা করে।এ ঘটনায় পর রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিল নিহতের মা।মামলা নং- ১৪/২৮। মামলায় ১নং আসামী করা হয় রাউজানের র্শীষ সন্ত্রাসী আজিজ উদ্দিনকে।গত ১১ জানুয়ারি প্রধান আসামী আজিজ উদ্দিন ইমু র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিল।একই মামলায় গত ২৬ জুন র‌্যাবের হাতে গ্রেপ্তার হন অপর আসামী মো.ইউসূফ (৫০)।এরপর ২ জুলাই পুলিশের হাতে গ্রেপ্তার হন আরেক আসামী রনি মল্লিক।

    এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন জানান, যুবলীগ নেতা শহীদুল আলম হত্যা মামলার আসামী ফজলুল করিম প্রকাশ ফজুকে র‌্যাব-৭ আটকের পর থানায় সোপর্দ করেছে।

  • রাউজানে কোরবানির পশুরহাটে জমজমাট বিকিকিনি চলছে

    রাউজানে কোরবানির পশুরহাটে জমজমাট বিকিকিনি চলছে

    রাউজান প্রতিনিধি: আগামি ১০ জুলাই সারাদেশে উযাপিত হবে মুসলিমদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। এই ঈদকে ঘিরে চট্টগ্রামের রাউজানে জমে উঠেছে কোরবানি পশুর হাট-বাজার।

    সরেজমিনে উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকা ঘুরে দেখা গেছে কোরবানির ঈদকে ঘিরে মৌসুমি পশুর হাটগুলোতে প্রচুর পরিমান গরু-ছাগল বিক্রীর জন্য নিয়ে এসেছেন মৌসুমি ব্যবসায়ীরা।

    রাউজানের পিংক সিটি-২, লাম্বুরহাট, জিয়াবাজার, চৌধুরীহাট, রঘুনন্দন চৌধুরী হাট, মগদাই বাজার, পৌরসভার ৯নং ওয়ার্ডের চারাবটতল বাজার, গহিরা কালাচঁন্দ চৌধুরী হাট,হলদিয়া ভট্টপাড়া মাঠ, সোমবাইজ্জ্যা হাট, ডাবুয়ার মুছা শাহ বাজারসহ উপজেলার ১৬টি পশুরহাটে জমজমাট বিকিকিনি চলছে।

    ক্রেতাদের অভিযোগ, চলতি বছর কোরবানি পশুরহাট অনেকটা চড়া। তবে শেষের দিকে দাম কমতে পারে এই আশায় অনেকে শনিবার পশুরহাটে নিজেদের পছন্দসই কোরবানির পশু কেনার অপেক্ষায় আছেন।

    মৌসুমী কোরবানির পশু ব্যাবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, কোরবানির জন্য মজুদ রাখা পশুর খাদ্যে, ঔষদ থেকে শুরু করে সবকিছুর দাম উর্ধ্বমুখী। যার ফলে কোরবানির পশুর দাম অন্যান্য বারের চাইতে কিছুটা বেশী।

    অনেক বিক্রেতা জানান, লোকসান দিয়ে পশু ছেড়ে দিচ্ছেন তারা কারণ গো খাদ্যের দাম পূর্বের চেয়ে অনেক বেশী।

    উপজেলার বিভিন্ন হাট-বাজার ছাড়াও পাড়ায়-মহল্লায় গরুর খামারে কোরবানি পশু বেচাকেনা জমে উঠেছে। এছাড়া কোরবানির ঈদকে উপলক্ষ করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মৌসুমী ব্যবসায়ীরা কোরবানির গরু ক্রয় করে অস্থায়ী গোয়ালঘর তৈরি করে মজুদ করেছেন।ছোট-বড় ডেইরি ফার্মেও দেশীয় পদ্ধতিতে লালনপালন করা গরু কোরবানির জন্য প্রস্তুত করেছে খামারিরা।পাশাপাশি কৃষকরাও নিজেদের গৃহপালিত গরু-ছাগল কোরবানির ঈদ বাজারের জন্য মোটাতাজাকরণ করেছে। খামারিদের ডেইরি ফার্মে, মৌসুমী গরু ব্যবসায়ী অস্থায়ী গোয়ালঘরে, পাড়ায়-মহল্লায় কৃষকের গৃহপালিত গরু-ছাগল বিক্রি করা শুরু করেছে।

    সরেজমিনে দেখা গেছে, উপজেলার কোরবানি পশুর হাটগুলোতে ভিড় জমেছে ক্রেতা-বিক্রেতাদের। কোরবানির গরু-ছাগল বেচাকেনা হচ্ছে ভালো।হাট-বাজারে রয়েছে প্রচুর গরু-ছাগল।ব্যবসায়ী ও খামারিরা জানায়,নকোরবানির পশুর দামও ভালো হওয়ায় ক্রেতা-বিক্রেতাদের মধ্য চলছে দর কষাকষি। বুধ ও বৃহস্পতিবার বেশ কয়েকটি অস্থায়ী বাজার পরিদর্শনকালে দেখা গেছে, সত্তর, আশি হাজার টাকা থেকে শুরু করে
    দুই থেকে তিন লাখ টাকা দামের গরু এনেছেন বিক্রেতারা।

    মৌসুমি বাজারগুলোতে প্রচুর পরিমানে ছোট- বড় ও মাঝারী দামের গরু এসেছে। পৌর এলাকার সবচেয়ে বড় পশুরহাট চারাবটতল বাজারে চলতি মৌসুমে বেশী পরিমাণ গরু-ছাগল বিক্রি হয়েছে বলে জানান বাজার পরিচালক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী।

    গহিরা কালাচঁন্দ চৌধুরী হাটে ৪শতাধিক গরু-ছাগল বিক্রি হয়েছে বলে জানান বাজার পরিচালক স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরু আবছার বাঁশি। বসে অস্থায়ী দলইনগর হাই স্কুলের মাঠে প্রতিবছর জমজমাট হয়ে উঠে মৌসুমি পশুর হাট।

    রাউজান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন,রাউজানে ৪শত ৩৩টি ডেইরি ফার্মে প্রায় ৩৮হাজার গরু-ছাগল প্রস্তুত করেছে খামারিরা।দেশীয় পদ্ধতিতে লালন পালন করা গরু বিক্রি করবে তাঁরা।তবে মৌসুমী ব্যবসায়ীরাও দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর গরু-ছাগল এনেছে।তাই কোরবানি দাতাদের কোরবানি দিতে পশুর অভাব হবেনা আশা করছি।

    রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, রাউজানে কোরবানির পশুর হাট গুলোতে যাতে ক্রেতারা এসে নিরাপদে কোরবানির পশু কিনতে পারে সে জন্য সাংসদের নির্দেশে রাউজান থানা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

  • রাউজানে আ.লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    রাউজানে আ.লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    রাউজান প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাউজানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার সকাল ১০টায় রাউজান সদরের মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আলম চৌধুরী,স্বপন দাশ গুপ্ত, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, আওয়ামীলীগ নেতা, চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া, লায়ন শাহাবুদ্দীন আরিফ, শফিকুল ইসলাম,বিএম জসিম উদ্দিন হিরু, সৈয়দ আবদুল জব্বার সোহেল, নজরুল ইসলাম চৌধুরী, ত্রিদীব কুমার, শফিউল আলম, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, দীলিপ চৌধুরী, শওকত হাসান চৌধুরী, আজাদ হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, স্বেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন পিবলু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ প্রমুখ।

    আলোচনা সভায় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন রাউজান সরকারি কলেজ জামে মসজিদের খতিব মাওলানা বোরহান উদ্দিন কাদেরী।

  • রাউজানে হোমিওপ্যাথিক পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি সুজিত,সম্পাদক শেখর

    রাউজানে হোমিওপ্যাথিক পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি সুজিত,সম্পাদক শেখর

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে হোমিওপ্যাথিক পরিষদের রাউজান উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১৭ জুন) সকালে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় সংসদের মহাসচিব ডাঃ অঞ্জন কুমার দাশ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলার সহ সভাপতি ডাঃ এনামূল হক এনাম।

    রাউজান উপজেলা শাখার সভাপতি ডাঃ সুজিত কুমার পালের সভাপতিত্বে ও শিক্ষক ডাঃ শেখর ঘোষ আপনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার সহ সভাপতি ডা. এস এম ছালে জাহাঙ্গীর, মহানগর সভাপতি ডা. মৃদুল কান্তি দে, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জানে আলম, রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (হোমিও) ডা. শুভাশীষ দাশ, সংগঠনের চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক ডা. এম.এ গণি।

    বক্তব্যে রাখেন ডা. মোহাম্মদ মহসিন, ডা. রনজিৎ কুমার বিশ্বাস, ফটিকছড়ি উপজেলা শাখার সম্পাদক ডা. বঙ্কিম চন্দ্র নাথ, রাঙ্গুনিয়া উপজেলা শাখার সম্পাদক ডা.অসীম কুমার শীল। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন ডা.উত্তম কুমার চক্রবর্তী।
    স্বাগত বক্তব্য রাখেন ডা.তাপস ভট্টাচার্য্য। শুভেচ্ছা বক্তব্যে রাখেন ডা. সূপন বিশ্বাস শঙ্করেশ। অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন ডা.সামশুল আলম মাস্টার, ডা. পূর্বা দাশ গুপ্তা, ডা. দিদারুল আলম, ডা.শেলী রাণী দে, ডা. শিখল বড়ুয়া।

    দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সকলের সম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য সুজিত পালকে সভাপতি, শেখর ঘোষ আপনকে সাধারণ সম্পাদক, ডা.উত্তম কুমার চক্রবর্তীকে যুগ্ম সস্পাদক ও ডা. সূপন বিশ্বাস শঙ্করেশকে সাংগঠনিক সস্পাদক মনোনীত করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।

    নতুন কমিটিকে শপথবাক্য পাঠ করান
    বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় সংসদের মহাসচিব ডাঃ অঞ্জন কুমার দাশ।