Tag: রাউজান

  • রাউজানে অনুমোদনহীন ডায়গনস্টিক সেন্টার সিলগালা

    রাউজানে অনুমোদনহীন ডায়গনস্টিক সেন্টার সিলগালা

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানাসহ সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।

    সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সদরের মুন্সিরঘাটা এলাকায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরে আলম দ্বীন উপস্থিত ছিলেন। রাউজান থানা পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

    অভিযানে লাইসেন্স,পরিবেশ অধিদফতরের ছাড়পত্রসহ বৈধ কোনো কাগজপত্র না থাকায় রাউজান হেলথ কেয়ার সেন্টারকেসিলগালাসহ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে কেয়ার ল্যাব নামে আরেকটি প্রতিষ্ঠানের লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হওয়ায় এক্স-রে কক্ষ সিলগালা করে ৫ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।সেন্ট্রাল পয়েন্ট নামে অপর একটি ডায়াগনস্টিক সেন্টারকে সতর্ক করা হয়।

    অবৈধ ডায়গনস্টিক সেন্টার বন্ধে উপজেলা প্রশাসনেরঅভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা।

  • ওমানে রাউজান প্রবাসীর আত্মহত্যা

    ওমানে রাউজান প্রবাসীর আত্মহত্যা

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানে উজ্জ্বল দাশ (৩৭) নামের চট্টগ্রামের রাউজানের এক প্রবাসী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

    রবিবার (৫ জুন) দেশটির আল সোহার নামক স্থানে বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত প্রবাসী উজ্জ্বল দাশ উপজেলার ৮নং কদলপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দাশ পাড়া গ্রামের মাদল দাশের পুত্র।

    উজ্জ্বল দাশের স্ত্রী শিবু দাশ জানান, ঘটনার দিন সকাল ১০টার দিকে স্বামীর সাথে মুঠোফোনে আলাপ হয়। কি কারণে আমার স্বামী আত্মহত্যা করেছে আমি কিছুই বুঝতে পারছিনা।

    স্থানীয়রা জানান, বিগত ১১ বছর ধরে ওমানে প্রবাস জীবনে ছিলেন উজ্জল দাশ। দেশে ছুটি কাটিয়ে ৫ মাস পূর্বে ওমানে পাড়ি জমান।

    উজ্জল দাশের স্ত্রী জানান, উজ্জ্বল বেশকিছু রোগে ভোগছিলেন। চিকিৎসা করতে সেই দেশে আসার জন্য বার বার চেষ্টা করেন। কিন্তু তিনি প্রতিষ্ঠানে চাকরি করতেন সেই প্রতিষ্ঠানের পরিচালক বিজন কর উজ্জ্বলকে ছুটি দেননি। ধারণা করা হচ্ছে ছুটি না দেওয়ার কারণে তিনি আত্মহত্যা করেন। বিজন করের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বলে জানা গেছে।

    প্রবাসী উজ্জ্বল দাশের পিতা মাদল দাশ জানান, ছেলের উপার্জনে পুরো সংসার চলতো। তার দুটি সন্তান রয়েছে। এখন তাদের নিয়ে ভিক্ষা করা ছাড়া আর কিছু নেই। নিহত প্রবাসী উজ্জ্বল দাশের ঘরে দুই সন্তান রয়েছে বড় ছেলে তন্ময় দাশ ও ছোট মেয়ে রাশি দাশ। বড় ছেলে বাবা উজ্জ্বলের মৃত্যু বিষয়টি বুঝতে পারলেও কিন্তু ছোট অবুঝ মেয়ে রাশি দাশ অহনা বুঝে উঠতে পারছেনা তার বাবা আর দুনিয়াতে নেই।

    জানা যায়, প্রবাসী উজ্জ্বল দীর্ঘ ১১ বছর ধরে ওমানে আছেন, পরিবারের সুখের আশায় কিছু করতে পারেনি। এখনো বাবার করা সেই বাঙা ঘরে সংসার করেছেন। প্রবাসে থেকে ৬টি বোনকে বিয়ে দিয়েছেন উজ্জ্বল। এখন একমাত্র সন্তানকে হারিয়ে নিঃস্ব পরিবারটি।

  • ফজলে করিম চৌধুরীর মেঝ ভাই ফজলে রাব্বী চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী পালিত

    ফজলে করিম চৌধুরীর মেঝ ভাই ফজলে রাব্বী চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী পালিত

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর মেঝ ভাই রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবিএম ফজলে রাব্বী চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

    শনিবার (৪ জুন) সকাল ১০টায় মরহুমের গ্রামের বাড়ি গহিরাস্থ বক্স আলী চৌধুরী জামে মসজিদে খতমে কোরআন, দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

    দোয়া মাহফিলে অংশ নেন রাউজানের সাংসদ রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী, মরহুমের ছোট ভাই ব্যবসায়ী এবিএম ফজলে শহীদ চৌধুরী, সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদার, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, চেয়ারম্যান শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, সরোয়ার্দি সিকদার, নুরুল আবছার বাশি, বিএম জসিম উদ্দিন হিরু, ভুপেশ বড়ুয়া, আব্বাস উদ্দিন আহম্মদ, সাহাব উদ্দিন আরিফ,সৈয়দ আবদুল জব্বার সোহেল, বাবুল মিয়া, রোকন উদ্দিন, রাউজান কলেজের অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী, পৌর কাউন্সিলর কাজী ইকবাল, বশির উদ্দিন খান, শওকত হাসান চৌধুরী, জানে আলম জনি, আজাদ হোসেন, জসিম উদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাসের, হাসান মোহাম্মদ রাসেল, আবু সালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক সখাওয়াত হোসেন পিবলূসহ আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও মহিলা লীগ ও ছাত্রলীগের উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    খতমে কোরআন ও দোয়া মাহফিল শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন রাউজান সরকারী কলেজ জামে মসজিদের খতিব আল্লামা বোরহান উদ্দিন কাদেরী। মরহুমের কবরে পুস্পস্তবক অর্পন ও কবর জেয়ারত করেন মরহুমের ছোট ভাই রাউজানের সংসদ এবি এম ফজলে করিম চৌধুরী।

    এছাড়া শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, রাউজান প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সকল ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পক্ষ থেকে মরহুমের কবরে পুস্পস্তবক অর্পন করেন।

  • প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে রাউজানে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে রাউজানে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাউজান উপজেলা আওয়ামী যুবলীগ।

    শনিবার (৪ জুন) সকালে বিক্ষোভ মিছিলটি উপজেলার মুন্সিরঘাটা চত্বর থেকে বের হয়ে জলিলনগরে এসে শেষ হয়।

    মিছিল শেষে এক প্রতিবাদ সভা উপজেলা আওয়ামীলীগের কার্যালয় সন্মুখস্থ চত্বরে রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে অনুষ্টিত হয়।

    যুগ্ম সম্পাদক আহসান হাবিব চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়্যদ আব্দুল জব্বার সোহেল। প্রতিবাদ সভায় উপজেলা যুবলীগের সি. নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

  • সাংবাদিক সিদ্দিক আহমেদের আদর্শ অনুসরণ করলে নতুন প্রজন্ম পাবে আলোর পথ: ড. অনুপম সেন

    সাংবাদিক সিদ্দিক আহমেদের আদর্শ অনুসরণ করলে নতুন প্রজন্ম পাবে আলোর পথ: ড. অনুপম সেন

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও মুক্তিযুদ্ধের সংগঠক সিদ্দিক আহমেদ ফাউন্ডেশনের নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একুশে পদক পাওয়া সমাজবিজ্ঞানী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন বলেছেন, জ্ঞানের আলো জ্বালানোর একজন দক্ষ কারিগর ছিলেন প্রয়াত সাংবাদিক সিদ্দিক আহমেদ। তাঁর জ্ঞান আদর্শ অনুসরণ করলে নতুন প্রজন্ম পাবে আলোর পথ।

    তিনি আরও বলেন, তাঁকে চট্টগ্রামের সক্রেটিস বলা হলেও ভুল হবে না। সমাজ ও রাষ্ট্রে যেসব মানুষ আলোর পথ দেখায় তাঁদের মধ্যে সিদ্দিক আহমেদ একজন। তিনি কবি, গল্পের লেখক, সাংবাদিক ও অনুবাদক ছিলেন। তাঁর জ্ঞানের পিপাসা ছিল অসীম। বই ও অসাধারণ সাহিত্য জ্ঞানের অধিকারী ছিলেন তিনি।

    আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া পথেরহাটের দি কিং অব নোয়াপাড়া মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    কোরআন তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন শেষে শুরু হয় আলোচনা সভা। বক্তব্যের একফাঁকে উপস্থাপন করা হয় সিদ্দিক আহমদের সাংবাদিকতা ও সাহিত্য জীবনের নানা বিষয়ের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র।

    ফাউন্ডেশনের সভাপতি প্রয়াতের ভাই মুহাম্মদ শামীম আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ জিয়াউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন প্রয়াত সাংবাদিক সিদ্দিক আহমেদের ছেলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান সিদ্দিকী।

    এতে উদ্বোধকের বক্তব্য দেন রাউজানের সংসদ সদস্যের ছেলে তরুণ রাজনীতিক ফারাজ করিম চৌধুরী।

    ফারাজ করিম চৌধুরী বলেন, তরুণ প্রজন্ম মনে করে দেশে রাজনীতিকরাই সবচে বেশী আলোকিত বা পরিচিত। এর বাইরেও যে, আরও যে বড় বড় গুণি মানুষ আছেন তা মানুষকে জানতে আরনপরিচিত করতে হবে। সিদ্দিক আহমেদ এরকম একজন গুণি মানুষ ছিলেন। তিনি অনুপ্রেরণা পাওয়ার মত একজন সাংবাদিক ছিলেন। তিনি আরও বলেন, ভালো কাজ করতে গেলে বাধা আসে। ভালো কাজ করলে এরকম হয়। তবুও এগিয়ে যেতে হবে। তিনি বলেন, শক্তি দেখানোর চেয়ে মেধার শক্তি ব্যবহার করার সময় এখন। এরকম পরিবর্তন আনতে হবে রাজনীতিতেও। তাহলে দেশের মানুষ আমাদের ভালোভাবে গ্রহণ করবে।

    অতিথি হিসেবে বক্তব্য দেন মাসিক আন্দরকিল্লা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ নুরুল আবসার, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন, নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ বাবুল মিয়া, পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ,
    বাগোয়ান ইউপি চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া, পূর্বগুজরা ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ, পাহাড়তলী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ রোকন উদ্দিন, উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার, দক্ষিণ রাউজান পূজা কমিটির সভাপতি প্রকাশ শীল, সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্ত্তী। বক্তব্য দেন সংগঠনের সমন্বয়ক উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহমেদ ও জ্যেষ্ঠ সহসভাপতি মুহাম্মদ মহিউদ্দিন ইমন, সৈয়দ আজম রাশেদ প্রমুখ।

    এতে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা জাফর আহমেদ, জাহাঙ্গীর সিকদার, শফিউল আলম, আরিফুল আলম, প্রধান শিক্ষক জানে আলম, বিলাশ কান্তি দাস, আবু মুসা সিদ্দিকী, নাসরিন আকতার, আবদুল গফুর, মোহাম্মদ নুর নবী, নান্টু বড়ুয়া, আহমেদ সৈয়দ, বেলাল উদ্দিন, রমজান আলী, আল মামুন, আনোয়ার হোসেন শাওন, নেজাম উদ্দিন রানা, মোহাম্মদ বেলাল, আবদুল্লাহ আল নোমান প্রমুখ।

  • রাউজানে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

    রাউজানে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ শিকদারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন রাউজান প্রেসক্লাব।

    বৃহস্পতিবার (২ জুন) সকালে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,সরকারের যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে এবং বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতায় করার জন্য আহ্বান জানান।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, ইউপি চেয়ারম্যান নুরুল আবছার বাশি।রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমের নেতৃত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ মীর আসলাম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সাধারণ সম্পাদক এম রমজান আলী, সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, সাংগঠনিক সম্পাদক এম কামাল উদ্দিন হাবিবি, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ, লোকমান আনছারী, আরফাত হোসাইন, আলাউদ্দিন, সাংবাদিক আবিদ মাহমুদ,রায়হান ইসলাম।

    উল্লেখ্য, আব্দুস সামাদ শিকদার বুধবার (৩১ মে) রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন।

  • রাউজানে কবি নজরুলের ১২৩ তম জন্মবার্ষিকী পালিত

    রাউজানে কবি নজরুলের ১২৩ তম জন্মবার্ষিকী পালিত

    জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিনে কবির স্মৃতিবিজড়িত রাউজান পৌরসভার ঢেউয়া হাজীপাড়াস্থ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে রাজনৈতিক, সামাজিক সংগঠন।

    আজ ২৫ মে বুধবার সকালে রাউজানের সংসদ সদস্য, রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিনসহ উপজেলা আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

    এ সময় পৌরসভার পক্ষ থেকে পৌর মেয়র স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা মরহুম ইউসুফ চৌধুরীর পরিবারবর্গের পক্ষে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

    শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আবু ছালেক, ইকবাল হোসেন, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন।

    উল্লেখ্য ১৯৩৩ সালে রাউজান পৌরসভার ঢেউয়া হাজীপাড়ায় দুই দিন অবস্থান করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সে সময় সাহিত্য সম্মেলনে কবিকে দেখতে রাউজানের ঢেউয়া হাজীপাড়া লোকে লোকারণ্যে পরিণত হয়েছিল।

    ২৪ ঘন্টা/নেজাম রানা/রাজীব

  • রাউজানে ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে অপচনশীল আবর্জনা সংগ্রহ কর্মসূচি

    রাউজানে ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে অপচনশীল আবর্জনা সংগ্রহ কর্মসূচি

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : ক্লিন রাউজান বাস্তবায়নে রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর দিক নির্দেশনায় রাউজান পৌরসভায় অপচনশীন আবর্জনা সংগ্রহ কর্মসূচির ব্যাপক সফলতার পর উপজেলার ১৪টি ইউনিয়নে শুরু হয়েছে এই কর্মসূচি। ২১ মে শনিবার সকালে রাউজানের পাহাড়তলী ইউনিয়নে ৮ হাজার ও বাগোয়ান ইউনিয়নে ৪ হাজারসহ সর্বমোট ১২ হাজার বস্তা আবর্জনা সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সবাইকে পরিবেশ রক্ষায় যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। আবর্জনা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। রাউজান পৌরসভার পর উপজেলা পর্যায়ে যে অপচনশীল আবর্জনা সংগ্রহ কর্মসূচি আমরা শুরু করেছি একদিন এই কর্মসূচি সারা দেশে ছড়িয়ে পড়বে। সাংসদ আরো বলেন, রাউজান যেটা শুরু করে, অন্যরা তা অনুসরণ করে। আমরা সব কিছুতেই এগিয়ে যেতে চাই।

    পৃথক দুটি অনুষ্ঠানে করেন ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন ও ভুপেষ বড়ুয়া সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান লায়ন শাহাবুদ্দীন আরিফ, নিজাম উদ্দীন আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রতিটি ইউনিয়নের ৯ টি ওয়ার্ড থেকে সর্বোচ্চ সংগ্রহকারীদের মধ্যে সেরা তিনজনকে পুরষ্কার প্রদান করা হয়।

    রাউজানে ইউনিয়ন পর্যায়ে অপচনশীন আবর্জনা সংগ্রহ কর্মসূচিতে জনপ্রতিনিধি ছাড়াও স্থানীয় সংগঠন ও এলাকার সর্বস্থরের মানুষ উৎসাহ সহকারে অংশ নিচ্ছেন। পর্যায়ক্রমে ১৪ টি ইউনিয়নে ধারাবাহিকভাবে এই কার্যক্রম চলমান থাকবে।

  • রাউজানে ১৪ ইউনিয়ন ও পৌরসভার ৯ ওয়ার্ডে আওয়ামীলীগের নিজস্ব বহুতল কার্যালয় হচ্ছে

    রাউজানে ১৪ ইউনিয়ন ও পৌরসভার ৯ ওয়ার্ডে আওয়ামীলীগের নিজস্ব বহুতল কার্যালয় হচ্ছে

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজান প্রেসক্লাবের নেতৃবৃন্দদের সাথে নিয়ে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর স্বপ্নের ইউনিয়ন ভিক্তিক বহুতল দলীয় কার্যালয় পরিদর্শন করেছেন উরকিচর ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুর জব্বার সোহেল।

    এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ রাউজানে কর্মরত সাংসদের ঘোষিত প্রকৃত সাংবাদিকদের সংগঠন রাউজান প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

    উপস্থিত নেতৃবৃন্দদের মধ্যে ছিল রাউজান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ১২ নং উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল। ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আয়ুব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এস এম জাহাঙ্গীর আলম সুমন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সরওয়ারুল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন ইমন, দপ্তর সম্পাদক শেখ মফিজুর রহমান, সাবেক ইউপি সদস্য রফিক মেম্বার, দক্ষিণ রাউজান ছাত্রলীগের প্রচার সম্পাদক মোহাম্মদ রায়হান, ইউনিয়ন যুবলীগের উপ প্রচার সম্পাদক মোহাম্মদ আজম, সেচ্ছাসেবক লীগ নেতা আবদুল্লাহ আল জাবেদ।

    রাউজান প্রেসক্লাব নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক শফিউল আলম, সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক মীর আসলাম, সাবেক সভাপতি সাংবাদিক প্রদীপ শীল, সহ সভাপতি সাংবাদিক নেজাম উদ্দিন রানা, সদস্য সাংবাদিক লোকমান আনছারী, সদস্য সাংবাদিক শাহাদাত হোসেন সাজ্জাদ।

    পরিদর্শন কালে ইউপি চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আবদুর জব্বার সোহেল বলেন, রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীআওয়ামী লীগের প্রাণ পুরুষ। উনার চিন্তা চেতনা আওয়ামী লীগকে এগিয়ে নেয়ার মুক্ত পরিকল্পনা। তিনি রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার নয়টি ওয়ার্ডে আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় প্রতিষ্ঠা করেছেন। যেটা দেশের ইতিহাসে বিরল। এমন নেতার চত্রছায়ায় থেকে এটাই উপলব্ধি করেছি তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনের মূল কারিগর। তিনি বলেন, উরকিরচর ইউনিয়ন একটি সমৃদ্ধ এলাকা। এখানে শহরের আদলে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এই সুযোগ সুবিধা সৃষ্টি করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার প্রতিনিধি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

  • রাউজানে সাংবাদিকের বাসায় দুর্বৃত্তের হামলা, চার মোটরবাইকসহ তিন সন্ত্রাসী আটক

    রাউজানে সাংবাদিকের বাসায় দুর্বৃত্তের হামলা, চার মোটরবাইকসহ তিন সন্ত্রাসী আটক

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ দৈনিক আজকের পত্রিকার রাউজান প্রতিনিধি রাউজান প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক আরফাত হোসাইনের ঘরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গত রবিবার (১৫ মে) রাত সাড়ে ৯টায় রাউজান উপজেলা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাউজান (মাঝিপাড়া) গ্রামে সাংবাদিক আরফাত হোসাইনের ঘরে এই হামলার ঘটনা ঘটে।

    সাংবাদিক আরফাত হোসাইন ও তার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদ বাজারে বকাটের উৎপাত নিয়ে সংবাদ পরিবেশনকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে। একই সাথে দুর্বৃত্তদের ফেলে যাওয়া চারটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

    জানা যায়, হামলাকারীদের ভিডিও ও ছবি ধারণ করার সময় স্মার্ট ফোন কেড়ে নেয় তারা।
    আরফাত হোসাইন রাউজান উপজেলা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাউজান
    মাঝিপাড়া গ্রামের আলহাজ্ব ইসহাক মিয়ার পুত্র।

    হামলার ঘটনায় সাংবাদিক আরফাত হোসাইন বাদী হয়ে রাউজান থানায় ১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞত ৭/৮ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। মামলা নং ১১, তাং (১৬-০৫-২২ইং) আটক তিন আসামীকে সোমবার (১৬ মে) দুপুর আড়াইটায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় বলে জানান রাউজান থানার ওসি জআবদুল্লাহ আল হারুণ।

    আটককৃতরা হলেন রাউজান পৌরসভার ৮ নং ওয়ার্ডের দলিলাবাদ এলাকার মাগন হাজীর বাড়ির মৃত আহম্মদ মোতালেবের ছেলে রবিউল হোসেন প্র. মাসুম (২২), পৌরসভার ৫ নং ওয়ার্ডে সুলতানপুর নাঈম মুন্সির বাড়ির আবদুর রউফের ছেলে আহম্মদ রহমান আরিফ (২১), রাউজান পৌরসভার ৭ নং ওয়ার্ডের শাহনগর শরিফ বাড়ির মোহাম্মদ জামাল উদ্দিন শরীফের ছেলে মোহাম্মদ ইমতিয়াজ জামান শরিফ প্র. রাব্বি (২২)।

    আরফাত হোসাইনের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি মীর আসলাম, প্রদীপ শীল, মাওলানা এম বেলাল উদ্দিন, সিনিয়র সহ সভাপতি নোজম উদ্দিন রানা, শাহেদুর রহমান মোরশেদ, সাধারণ সম্পাদক এম রমজান আলী, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক আমির হামজা, নির্বাহী সদস্য লোকমান আনসারী, শাহাদাত হোসেন সাজ্জাদ, মোহাম্মদ আলাউদ্দিন, ও সাংবাদিক রায়হান। রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সাংবাদিক আরফাত হোসাইনের বাসভবনে হামালার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

    হামলা প্রসঙ্গে সাংবাদিক আরফাত হোসাইন বলেন, পরিকল্পিতভাবে ১০/১২ টি মোটর সাইকেল নিয়ে আমার বাসায় প্রবেশ করে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। তারা বার বার বলছিল ঈদের আগে যে নিউজটা করেছি, সেটার জন্য চরম খেসারত দিতে হবে বলে হামলা চালায়। আমি তাৎক্ষনিক পুলিশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু ও রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে ফোন করে
    জানাই। সাথে সাথে রাউজান থানার পুলিশ ও চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ আমার বাসভবনে ছুটে আসে। এসময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেন পুলিশ।

    এই প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
    আবদুল্লাহ আল হারুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতে সোর্পদ করা হয়। বাকী হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যতদ্রুত সম্ভব তাদের আটক করা হবে।

  • রাউজানে ৮০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার জমি ও গৃহ হস্তান্তর

    রাউজানে ৮০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার জমি ও গৃহ হস্তান্তর

    রাউজান( চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজানে ৮০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠান উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্টিত হয়।

    প্রধানমন্ত্রীর পক্ষে ৮০টি ঘরের চাবি ও জমির দলিল গৃহনীন ও ভূমিহীন পরিবারের হাতে হস্তান্তর করেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

    মুজিববর্ষে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা কর্তৃক আশ্রয়-২ প্রকল্পের অধিনে গৃহনীন ও ভূমিহীন পরিবারকে তৃতীয় ধাপে ঘর ও ভূমি হস্তান্তর করা হয়।

    ২৬ এপ্রিল (মঙ্গলবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ৩২ হাজার ৯০৪টি ঘর উদ্বোধন করেন।

    প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ফজলে করিম চৌধুরী বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রী ভূমিহীনদের ঘর ও জমি উপহার দিয়ে সারা বিশ্বের মধ্যে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বঙ্গবন্ধু কন্যা এ দেশের মানুষের ভাগ্যউন্নয়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আগামীতে বাংলাদেশে একজন নাগরিকও গৃহহীন থাকবেনা।

    রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন,আশ্রয়-২ প্রকল্পের অধিনে তৃতীয় ধাপের এ ঘরগুলো প্রথম ও দ্বিতীয় ধাপের ঘরগুলোর তুলনায় উন্নতমানের হওয়ায় নির্মাণ ব্যয়ও বেড়েছে।রাউজানে প্রথম ও দ্বিতীয় ধাপে গৃহনীন ও ভূমিহীনদের মধ্যে ৪৮৮টি ঘর দেয়া হয়।

  • রাউজান সদর ইউনিয়নে মোয়াজ্জিম ও দুঃস্থ পরিবারে ঈদের উপহার বিতরণ

    রাউজান সদর ইউনিয়নে মোয়াজ্জিম ও দুঃস্থ পরিবারে ঈদের উপহার বিতরণ

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান সদর ইউনিয়নে ইফতার মাহফিল ও মসজিদের মোয়াজ্জিম ও দুঃস্থ পরিবারে ঈদের উপহার বিতরণ অনুষ্ঠান রবিবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে রাউজান সদর ইউনিয়ন পরিষদ পাশ্ববর্তী মাঠ প্রাঙ্গনে।

    আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী।

    ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিএম জসিম উদ্দিন হিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী।

    সাংসদ তার বক্তব্যে বলেন রাউজান উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ১০ কোটি টাকার প্রকল্পে নতুন করে নির্মাণ করে সব সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। ৬ কোটি টাকায় রমজান আলীহাটের চারতলা ভবনে আধুনিক মার্কেট নির্মাণ করা হবে। রাউজানে বিসিক শিল্প নগরীর কাজ চলছে। এখানে কর্মসংস্থান হবে ৭০ হাজার মানুষের।

    ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক প্যানেল মেয়র বশির উদ্দিন খান, সহ-সভাপতি স্বপন দাশ গুপ্ত, শাহ আলম চৌধুরী, ইরফান আহমদ চৌধুরী, শাহজান ইকবাল, চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, আব্বাস উদ্দিন আহমেদ, লায়ন সাহাবুদ্দিন আরিফ, সৈয়দ আবদুল জব্বার সোহেল, মোহাম্মদ রোকন উদ্দিন, নিজাম উদ্দিন আহমদ চৌধুরী, রবিন্দ্র লাল চৌধুরী, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ও ইউপি সচিব ও সদস্যগণ।

    অনুষ্ঠানে ইউনিয়নে বিভিন্ন সমজিদের মোয়াজ্জিম ও এলাকার দুস্থ পরিবারের মাঝে ঈদের উপহার প্রদান করেন সাংসদ ফজলে করিম চৌধুরী।