Tag: রাউজান

  • রাউজানে মঙ্গল শোভাযাত্রাসহ বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

    রাউজানে মঙ্গল শোভাযাত্রাসহ বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

    রাউজান প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজানে মঙ্গল শোভাযাত্রাসহ বর্ণাঢ্য আয়োজনে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করা হয়। ১৪ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে
    রাউজান সরকারি কলেজ মাঠে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাউজানের সাংসদ, রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী।

    এরপর রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন সংগঠনসহ সর্বস্থরের মানুষের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের মুন্সিরঘাটা প্রদক্ষিণ করে। এ সময় শোভাযাত্রায় অংশ নেওয়া হাজারো মানুষ নতুন বছরকে স্বাগত জানান।

    মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন রাউজান উপজেলা চেয়ারম্যান এ কে এম এহছানুল হায়দার চৌধুরী (বাবুল), উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ,রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুণ, উপজেলা আওয়ামীলীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, উপজেলা প্রকৌশলী আবুল কালাম,রাউজান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজসহ রাউজানের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর প্যানেল মেয়র, কাউন্সিলরসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

    এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন নেতাকর্মীসহ উপজেলার বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।

  • মাথা গোঁজার ঠাঁই পেলেন রাউজানের ভূমিহীন নাজমা

    মাথা গোঁজার ঠাঁই পেলেন রাউজানের ভূমিহীন নাজমা

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: রিকশার প্যাডেলে পা চালিয়ে যা উপার্জন হয় তা দিয়ে কোনো রকমে সংসার চলে রাউজানের ভূমিহীন দিনমজুর আকতার হোসেন ও নাজমা দম্পতির। রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্রপাড়ার মেয়ে নাজমার সঙ্গে পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের জানালীহাট এলাকার দিনমজুর আকতার হোসেনের বিবাহীত জীবনে একটি ভাড়া বাসা নিয়ে থাকলেও সংসারে যেখানে নুন আনতে পান্তা পুরানোর অবস্থা সেখানে বাসার ভাড়ার টাকা যোগাগ করতে হিমশিম খেতে হতো তাদের। এতদিন এটা নিয়ে দুশ্চিন্তার অন্ত ছিলনা নাজমা আর আকতার দম্পত্তির। পরিবারের টানাপোড়েনের কঠিন দুঃসময়ে নাজমার দুশ্চিন্তাগ্রস্থ চেহেরায় ফিলে এলো হাসির ঝিলিক।

    মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেন গৃহহীন সকল মানুষকে দেওয়া হবে জায়গাসহ পাকা বাড়ি। তারই অংশ হিসাবে বাংলাদেশ পুলিশের আইজির সার্বিক সহযোগিতায় ও রাউজান থানার ব্যাস্থাপনায় গৃহহীন তালিকায় উঠে আসে রিকশা চালক আকতার হোসেন ও নাজমা দম্পতির।

    রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন তাঁদের জন্য রাউজান সদর ইউনিয়নের কেউটিয়া গ্রামে ক্রয় করেন দুই শতক জমি। সেই জমিতে দুইটি বেড রুম, একটি বারান্দা, রান্নাঘরসহ নির্মাণ করা হয় আধাপাকা বাড়ি। বিদ্যুৎ সংযোগ প্রদানসহ বৈদ্যুতিক পাখা, বাতি লাগানো হয়। ঘরের পাশে স্বাস্থ্য সম্মত শৌচাগার স্থাপন করা হয়। এছাড়া বসানো হয়েছে একটি সুপেয় পানির টিউবয়েল। গত ১০ এপ্রিল সারা দেশে পুলিশ বাহীনির সহায়তায় নির্মিত বাড়ীগুলো উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    গতকাল ১১ এপ্রিল সোমবার রাউজানে রিকশা চালক আকতার হোসেন ও নাজমা দম্পতির জন্য নির্মিত প্রধানমন্ত্রীর উপহারের বাড়ির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

    রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন নাজমা আকতারের হাতে এসব দলিলপত্র ও চাবি হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

    রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন জানান, বুয়েটের বিশেষজ্ঞ প্রকৌশলীদের সমন্বয়নে মজবুত ও টেকসই বাড়ি নির্মাণ করে নাজমা দম্পতিকে দেওয়া হয়েছে।

    দৃষ্টিনন্দন বাড়ি পেয়ে খুশিতে আত্মহারা নাজমা আকতার বলেন, ঘর পেয়ে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী ও রাউজান থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ আমার দীর্ঘদিনের স্বপ্ন আলোর মুখ দেখেছে। তিন সন্তানকে নিয়ে মাথাগোঁজার ঠাঁই পেয়েছি, এর চেয়ে বড় প্রাপ্তি আর হতে পারেনা।

  • রাউজানে টমটম উল্টে স্কুল ছাত্র নিহত

    রাউজানে টমটম উল্টে স্কুল ছাত্র নিহত

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানে বাড়ির নির্মাণাধীন পাকা ঘরের জন্য বালি নিয়ে আসা টমটম গাড়ীর উপর উঠে পড়ে শহীদুল ইসলাম রাফি (১৪) সহ সমবয়সী কিছু ছেলে। এ সময় টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে গাড়ি থেকে ছিঁটকে পড়ে গুরুতর আহত হন স্কুল ছাত্র রাফি। মারাত্মক আহতাবস্থায় রাফিকে উদ্ধার করে রাউজানের নোয়াপাড়া পথেরহাটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এ সময় রাফির স্বজনদের বুকফাঁটা আর্তনাদে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতাড়না হয়। খেলার ছলে এভাবে শিশুটির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়।

    ৮ এপ্রিল (শুক্রবার) বিকেল সাড়ে ৫ টার দিকে
    মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের রাউজান উপজেলার ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নে।

    নিহত স্কুল ছাত্র শহীদুল ইসলাম রাফি এলাকার পালোয়ান পাড়া গ্রামের মোহাম্মদ রফিকের পুত্র।সে দক্ষিণ নোয়াপাড়া মুসলিম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। পরিবারে ২ ভাইয়ের মধ্যে রাফি বড় সন্তান।

    নিহত রাফির চাচা মুহাম্মদ আবু তাহের জানান, শুক্রবার বিকেলে নির্মাণাধীন ঘরের জন্য টমটম গাড়ীযোগে বালি আসে। বালি খালাস করে টমটম গাড়ীটি চলে যাওয়ার সময় সমবয়সী কিছু শিশুসহ রাফি গাড়ীতে উঠে পড়ে। চলন্তাবস্থায় গাড়ীটি গ্রামের সিকদার বাড়ির সামনে উল্টে গেলে রাফি গাড়ি থেকে পড়ে যায়। সেখান থেকে তাকে আমরা নোয়াপাড়া পথেরহাটে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

    শুক্রবার রাত ১১টায় স্থানীয় মসজিদে নামাজে জানাযা শেষে রাফিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

  • রাউজানের উর‌কিরচর ইউ‌নিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

    রাউজানের উর‌কিরচর ইউ‌নিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

    রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানের উর‌কিরচর ইউ‌নিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা সংগঠ‌নের ভারপ্রাপ্ত সভাপ‌তি, সা‌বেক চেয়ারম‌্যান এস এম আবদুল মজিদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন ইমনের সঞ্চালনায় স্থানীয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান প্রধান আলোচক ছিলেন উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আলম।

    বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের
    সহ সভাপতি বীর মুক্তিযোদ্বা সৈয়দ হারুনুর রশীদ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আইয়ুব,সরওয়ারুল আলম, আইন বিষয়ক সম্পাদক তাপস বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক উৎপল মহাজন অরুণ, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক কাজী মেজবাহ উদ্দিন, কার্য নির্বাহী রূপায়ণ বড়ুয়া কাজল, ইউ‌পি সদস্য আলহাজ্ব র‌ফিকুল ইসলাম, তাপস কুমার বড়ুয়া, মো: জানে আলম সওদাগর, ‌মো: সে‌লিম উ‌দ্দীন, জয়া রানী বড়ুয়া, নব নির্বাচিত ইউপি সদস্য যুবলীগ নেতা শেখ ম‌নিরুল ইসলাম, আরমান হো‌সেন,সাজ্জাদ শাহ, দিবস বড়ুয়া,
    ওয়ার্ড আওয়ামী লী‌গ নেতা রফিকুল আলম কন্ট্রাক্টর, শেখ আখতারুজ্জামান পারভেজ,শ্রীকান্ত চৌধুরী, মোঃ ইসমাইল, মোঃ নছিম,ছিদ্দিক আহমেদ, যুবলীগ নেতা শেখ জ‌হির উ‌দ্দিন, আ‌মিনুল ইসলাম জ‌নি, বোরহান উ‌দ্দিন চৌধুরী, মোঃ মামুন,মোঃ শফি, মোঃ সরোয়ার, এরফান শাহ, মো: মুছা সহ উর‌কিরচর ইউ‌নিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলী‌গের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

    প্রধান আলেচক উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধরন সম্পাদক মোঃ শফিউল আলম বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির পিতা। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী এই অবিসংবাদিত নেতা পাকিস্তানের কারাগারে ২৯০ দিন বন্দি থাকার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি লন্ডন ও নয়াদিল্লি হয়ে স্বাধীন বাংলাদেশের মাটিতে ফিরে আসেন। ১৯৭১ সালের ২৫ মার্চ কাল রাতে পাকিস্তান সেনাবাহিনী বঙ্গবন্ধুকে তাঁর ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করে পরদিন পশ্চিম পাকিস্তানের কারাগারে নিয়ে যায়। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে অমানবিক নিপীড়নের শিকার হন।

    তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জাতির পিতার আদর্শকে পরিপূর্ণ রূপ দিয়ে চলেছেন প্রতিনিয়ত। আমাদের মহান নেতা বঙ্গবন্ধুর আদর্শকে শ্রদ্ধা অনুসরণের মাধ্যমে বাংলাদেশকে একটি অধিকতর মর্যাদা সম্পন্ন দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে। যতদিন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ টিকে থাকবে ততদিন বঙ্গবন্ধুর আদর্শ এ জাতিকে পথ দেখিয়ে যাবে।

  • রাউজানে টুইজ্যা মইসং জ্ঞাতি সম্মেলন অনুষ্ঠিত

    রাউজানে টুইজ্যা মইসং জ্ঞাতি সম্মেলন অনুষ্ঠিত

    রাউজান ( চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজানে আনন্দ-আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে টুইজ্যা মইসং জ্ঞাতি সম্মেলন।

    অনুষ্ঠানে টুইজ্যা মইসং এর বংশধরেরা একই সামিয়ানার নিছে জ্ঞাতি সম্মেলনে মিলিত হয়ে স্মৃতিচারণ ও আনন্দ উৎসবে মেতে উঠেন।

    শনিবার (২৫ ডিসেম্বর) পশ্চিম রাউজানের ঐতিহ্যবাহী ধনেশ্বরী বাড়ী প্রাঙ্গনে ধর্মারত্ন জ্ঞাননন্দ মহাথের সভাপতিত্বে ও তাপস কুমার বড়ুয়ার সঞ্চালনায় এই সম্মেলন থেকে চারজন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা দেয়া হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভদন্ত বোদিমিত্র মহাথের, বিশেষ অতিথি ছিলেন ধর্মানন্দ মহাথের, ভদন্ত পূর্ণানন্দ মহাথের, অনুরুদ্ধ থেরো, তংহংকর থেরো, করুণা বংশ থেরো। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডা. হিমাদ্রি বড়ুয়া, অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ ধর্মানন্দ মহাস্থবির, ভদন্ত রাহুলানন্দ থেরো, ভদন্ত শান্তমিত্র ভিক্ষু, শাসনশ্রী ভিক্ষু বীর মোহন বড়ুয়া, রতন বিকাশ বড়ুয়া, প্রকৌশলী সৃগাংক প্রসাদ বড়ুয়া, ডা. সরোজ কুমার বড়ুয়া, নীলাদ্রি বড়ুয়া, শেষার্দ্রী বড়ুয়া, প্রকৌশলী তীর্থংকর বড়ুয়া, দীপক তালুকদার, ডা. শীতল বড়ুয়া, সাংবাদিক নীল রতন বড়ুয়া, সমীরণ বড়ুয়া, নীল রতন বড়ুয়া, অমলেন্দু বিকাশের বড়ুয়া, এডভোকেট কল্লোল বড়ুয়া, প্রীতিনন্দন বড়ুয়া, বিকাশ বড়ুয়া, প্রকৌশলী পংকজ বড়ুয়া প্রমুখ।

    দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানে শিক্ষাবিদ (মরনোত্তর) প্রকৃতি রঞ্জন বড়ুয়া, কবি হিমাংশু বিমল বড়ুয়া (মরনোত্তর), অধ্যক্ষ ডা. দেবপ্রসাদ বড়ুয়া, শিক্ষাবিদ মিনাল কান্তি বড়ুয়াকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

    এন-কে

  • রাউজানে ধার-দেনায় হতাশাগ্রস্ত সিএনজি চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

    রাউজানে ধার-দেনায় হতাশাগ্রস্ত সিএনজি চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে মমতাজুল হক (৪৫) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রাউজান থানা পুলিশ।

    বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২ টার দিকে রাউজান সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বটতলা স্টেশনের পূর্বে সিএনজি গ্যারেজ থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় লাশটি টিনের চালার এঙ্গেলের সঙ্গে দঁড়িতে ঝুলন্ত অবস্থায় ছিল।

    নিহত মমতাজ ওই ওয়ার্ডের মো. নুরুল আব্বাসের পুত্র৷ তিনি দুই মেয়ে এক ছেলে সন্তানের জনক।
    নিহতের পরিবারের দাবী, নারীঘটিত একটি বিষয় নিয়ে টাকা পরিশোধসহ ধার দেনা নিয়ে খুবই টেনশনে করতো মমতাজ৷

    নিহত মমতাজের স্ত্রী শামসুন নাহার বলেন, প্রতিদিনের মতো ভোর ৬টায় নিহতের ছেলে ফারুকের ব্যবসা প্রতিষ্ঠান শাহ আমানত ট্রেডার্স অ্যান্ড মামা গ্যারেজের জন্য অকটেন, ডিজেলসহ তেল আনার কথা বলে ঘর থেকে বের হন মমতাজ। তবে তার সেলফোনটি ঘরে ছিল। সকালে নিহতের (মমতাজুল হক) গাড়ি রাখার গ্যারেজে তার গাড়ির (চট্টগ্রাম-থ-১৩-৩১৭৫) এর পাশে ঝুলন্ত অবস্থায় লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। এসময় গ্যারেজের গ্রীল আংশিক খোলা ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশটি উদ্ধার করেন।

    নিহতের স্ত্রী শামসুন নাহার আরও বলেন, তার স্বামীর কাছ থেকে নারীঘটিত বিষয়ে স্থানীয় মো. জাহাঙ্গীর নামে এক ব্যক্তি ১ লাখ টাকা দাবি করেন। সেই টাকা পরিশোধ নিয়ে টেনশনে ছিল তার স্বামী।

    নিহতের ছেলে মো. ফারুক বলেন, আমার বাবার সাথে চিকদাইর ইউনিয়নের একটি মেয়ের সম্পর্কের কথা লোকমুখে শুনেছি। তবে আমার বাবার সাথে বিয়ে হয়েছে কি না আমরা জানি না। মেয়েটির দূর সম্পর্কের আত্মীয় জাহাঙ্গীর নামের একজন বিষয়টি সমাধান করার জন্যে টাকা দাবি করে। আমরা কিস্তির মেয়াদে ১লাখ টাকা দিবো বলেছি। সে টাকা পরিশোধের বিষয়ে বাবা অনেক টেনশনে ছিল।

    তবে টাকা দাবির বিষয়টি অস্বীকার মো. জাহাঙ্গীর বলেন, টাকার বিষয়টি সম্পর্কে আমি কিছু জানি না। আমি এ ঘটনার সাথে সম্পৃক্ত নই।

    রাউজান থানার উপ-পরিদর্শক (এস.আই) সাব্বির আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ বলতে পারবো।

    এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন।

    এন-কে

  • রাউজানে মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন উপলক্ষে স্মৃতিচারণ, মুক্তিযোদ্ধা সম্মাননা ও প্রতিবন্ধী সমাবেশ

    রাউজানে মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন উপলক্ষে স্মৃতিচারণ, মুক্তিযোদ্ধা সম্মাননা ও প্রতিবন্ধী সমাবেশ

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযোদ্ধা সম্মাননা ও প্রতিবন্ধী সমাবেশ অনুষ্ঠিত হয়। রাউজান মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরওয়ার কামাল (দুলু)।

    রবিবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাউজান সরকারি কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি,রাউজান মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে ও রাউজান মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের সচিব, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন

    বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, তরুন রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাস, অভিনেতা মীর সাব্বির,শাহ আলম চৌধুরী, রাউজান থানার পরিদর্শক (তদন্ত) কায়সার হামিদ।

    উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইরফান আহমদ, কামরুল ইসলাম বাহাদুর,বশির উদ্দিন খাঁন,জানে আলম জনি, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম,প্রিয়তোষ চৌধুরী,আব্দুর রহমান চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু, আব্বাস উদ্দিন আহম্মেদ,লায়ন শাহাবুউদ্দিন আরিফ,তছিলম উদ্দিন চৌধুরী, রবিন্দ্র লাল, বাবুল মিয়া, কাউন্সিলর আলমগীর আলী, শওকত হাসান, নজরুল ইসলাম চৌধুরী, শওকত হোসেন, হাসান মোঃ রাসেল, মুছা আলম খান চৌধুরী, যুবলীগ নেতা সুমন দে, তপন দে, সবুজ দে বানু, আবু ছালেক, সাবের হোসেন, দিপলু দে দিপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন পিবলু, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন, তানভীর হাসান চৌধুরী, অনুপ চক্রবর্তী, মোঃ আসিফ, আরমান সিকদার, ফয়সাল মাহমুদ।

    অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, পৌর কাউন্সিলর ও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে চলচ্চিত্র জগতের তারকা অভিনেত্রী অপূ বিশ্বাস, অভিনেতা মীর সাব্বিরকে এক নজর দেখতে হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

    রাউজান শিল্পকলা একাডেমী, বাংলার মুখসহ বেশ কিছু সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচে, গানে মাতিয়ে রাখেন শিল্পীরা। প্রতিবন্ধীদের অংশগ্রহনে অনুষ্ঠানের একটি পর্ব হাজার হাজার দর্শক উপভোগ করেন। মেলায় কয়েক নানা পণ্যের পসরা নিয়ে কয়েক শতাধিক স্টলে বিপুল সংখ্যক ক্রেতা সমাগম ছিল। এছাড়া বিজয় মেলাকে ঘিরে আশপাশে ব্যাপক সাজসজ্জা পরিলক্ষিত হয়।

    এন-কে

  • বিজয় দিবসে রাউজান ব্লাড ডোনার্স এর শ্রদ্ধা নিবেদন

    বিজয় দিবসে রাউজান ব্লাড ডোনার্স এর শ্রদ্ধা নিবেদন

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানের অন্যতম শিক্ষাবান্ধব স্বেচ্ছাসেবী যুব সংগঠন রাউজান ব্লাড ডোনার্স এর পক্ষ হতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নিহত সকল বীর শহীদদের সম্মানার্থে ও বিজয়ের ৫০বছর পূর্তি উপলক্ষে রাউজান মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

    এইসময় উপস্থিত ছিলেন রাউজান ব্লাড ডোনার্স এর প্রধান প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ এ.আর. রাশেদ উদ্দিন, কার্যকরী সদস্য মোঃ সাগর, সাংবাদিক ইরফাত হোসেন চৌধুরী, সহ কার্যকরী সদস্য কায়সামং মারমা, মিনহাজ উদ্দিন, ইমরান তালুকদার, মোঃ ফাহিম, মোঃ সুজন, আবু হাসনাত সহ আরো অনেকে।

    এন-কে

  • রাউজানের দক্ষিণ হিংগলায় বার্ষিক মাইজভান্ডারী সম্মেলন অনুষ্ঠিত

    রাউজানের দক্ষিণ হিংগলায় বার্ষিক মাইজভান্ডারী সম্মেলন অনুষ্ঠিত

    রাউজান ( চট্টগ্রাম) প্রতিনিধি: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, দক্ষিণ হিংগলা কলমপতি ৯নং ওয়ার্ড শাখার উদ্দ্যোগে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)”র ৯৩ তম খোজরোশ শরীফ উপলক্ষে বার্ষিক মাইজভান্ডারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    ১৭ডিসেম্বর (শুক্রবার) বাদে মাগরিব দক্ষিণ হিংগলা আবিদ আলী তালুকদার জামে মসজিদ সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম। উদ্বোধনী বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাঙ্গুনিয়া ও রাঙামাটি পার্বত্য জেলার সমন্বয়কারী মঞ্জুরুল ইসলাম চৌধুরী।

    প্রধান অতিথি ছিলেন ৭নং রাউজান ইউনিয়নের চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু। প্রধান বক্তা ছিলেন নোয়াখালী বুড়িশ্চর ইমামে আযম (র:) সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরতুলহাজ্ব আল্লামা এনাম রেজা, বিশেষ অতিথি ছিলেন মাওলানা আবু তৈয়ব আনচারী, মাওলানা কে এম বেলাল হোসাইন মাইজভান্ডারী, মাওলানা তরিকুল ইসলাম মমাইজভাণ্ডারী, হাফেজ মাওলানা রুহুল আমিন, হাফেজ মাওলানা জুনায়েদ।

    মাওলানা মহিম উদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন এস এম মহিবুল্লাহ্, জিয়াউর রহমান, নুরুল হক, আনিসউল খাঁন বাবর, মোহাম্মদ মামুন মিয়া, সাদিকুজ্জামান শফি,আক্কাস উদ্দিন মানিক, মোহাম্মদ আলী মাষ্টার,তছলিম উদ্দীন,জাহাঈীর মাষ্টার,নাছির উদ্দিন,আবু জাফর,ওবাইদুল হক চৌধুরী, নাছির উদ্দিন তালুকদার,শাহেদ আলী কোম্পানি,সাবের হোসেন,নাছির উদ্দিন,সংগঠনের সভাপতি কাজী আসলাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।আরো উপস্থিত ছিলেন কোরবান আলী, আনোয়ারুল হোসাইন, মাওলানা জামাল উদ্দিন, রাশেদ আলম, তৌহিদুল আলম,মাওলানা সাজ্জাদ হোসাইন, তৌহিদুল,সেলিম উদ্দিন প্রমুখ।

    মিলাদ কিয়াম শেষে দেশ জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

    এন-কে

  • উর‌কিরচর ইউ‌নিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ

    উর‌কিরচর ইউ‌নিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানের উর‌কিরচর ইউ‌নিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ, আলোচনা সভা সংগঠ‌নের ভারপ্রাপ্ত সভাপ‌তি, সা‌বেক চেয়ারম‌্যান এস এম আবদুল মজিদের সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক উৎপল মহাজন অরুণের সঞ্চালনায় মৈশকরম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নুরুল আবছার মিয়া প্রধান আলোচক ছিলেন উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আলম।বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপ‌তি হাজী রফিকুল ইসলাম, মো: আলী আকবর, সে‌লিম উ‌দ্দিন চৌধুরী মিয়া, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আইয়ুব,স‌রওয়ার উল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন ইমন, উপ‌জেলা আওয়ামী স্বেচ্ছা‌সেবক লী‌গের আহ্বায়ক এস এম জাহাঙ্গীর আলম সুমন, আইন বিষয়ক সম্পাদক তাপস বড়ুয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস এম আকতার হোসেন, সি‌নিয়র সদস‌্য আবদুল মান্নান খাঁন, মহিলা সম্পাদিকা ফাতেমা খাতুন, উপ- প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, চৌধুরী,কার্যনির্বাহী সদস্য রূপায়ণ বড়ুয়া কাজল, মহিউদ্দিন চৌধুরী, ইউ‌পি সদস্য আলহাজ্ব র‌ফিকুল ইসলাম, তাপস কুমার বড়ুয়া, মো: জানে আলম সওদাগর, ‌মো: সে‌লিম উ‌দ্দিন, মো; কাউছার আলম, মোঃ আবছার, জয়া রানী বড়ুয়া, নব নির্বাচিত ইউপি সদস্য শেখ ম‌নিরুল ইসলাম, আরমান হো‌সেন, সাজ্জাদ শাহ, ইউপি সদস্যা শাহীনুর আকতার, ওয়ার্ড আওয়ামী লী‌গের সভাপ‌তি ও সম্পাদকের মধ্যে জ‌সিম উ‌দ্দিন শাহ, র‌ফিকুল আলম কন্ট্রাক্টর, শেখ আখতারুজ্জামান পারভেজ, আলহাজ্ব ওসমান গনী, সত্যজিৎ চৌধুরী, মোঃ নছিম, প্রধান শিক্ষক আবদুল হক, যুবলীগ নেতা শেখ জ‌হির উ‌দ্দিন, মো: আ‌মিনুল ইসলাম জ‌নি, আবদুল হামিদ, উর‌কিরচর ইউ‌নিয়ন যুবলী‌গের যুগ্ম সম্পাদক মো বোরহান উ‌দ্দিন চৌধুরী, দক্ষিন রাউজান থানা ছাত্রলী‌গের ভারপ্রাপ্ত সভাপ‌তি মো: জা‌হেদ হো‌সেন, যুব‌নেতা মো: শহীদুল আলম, , মুরাদ উদ্দীন চৌধুরী, ছাত্র‌নেতা নাজমুল রায়হান, মোঃ মামুন, মোঃ শফি, মোঃ শাহেদ, মোঃ জনি, মোঃ সরোয়ার, মোঃ সৌরভ, মোর‌শেদ, মো: মুছা, রাসু নাথ সহ উর‌কিরচর ইউ‌নিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলী‌গের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

    প্রধান অতিথি আলহাজ্ব নুর মোহাম্মদ বলেন,
    মুক্তিযুদ্ধ বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করতে গিয়ে আমাদের মনে পড়ছে ১৯৭১ সালের লাখ লাখ মানুষের আত্মাহুতি, স্বাধীনতার বেদিমূলে তারা তাদের বর্তমান উৎসর্গ করেছিলেন আমাদের ভবিষ্যৎ রচনার জন্য। ত্রিশ লাখ শহীদ আর কয়েক লাখ মা-বোন তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন এই স্বাধীনতার জন্য।

    বিশেষ অতিথি আলহাজ্ব নুরুল আবছার মিয়া বলেন, বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন-মুক্ত ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।

    প্রধান আলোচক উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আলম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে বায়ান্নর ভাষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পথ ধরে আসে একাত্তর। ৭ মার্চ রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে জাতির পিতার সেই উদ্দাত্ত কণ্ঠের আহ্বান— ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’— জাতিকে দেখায় স্বাধীনতার পথ। ২৫ মার্চের সেই ভয়াল রাতে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণায় বিশ্ব মানচিত্রে জন্ম নেয় নতুন এক দেশ। ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহিদ ও দুই লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে আসে কাঙ্ক্ষিত বিজয়। দিনটি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। মিত্র বাহিনীর কাছে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সেই বিজয়ের ৫০ বছর পূর্তির দিন আজ।

    তিনি বলেন, ৫০ বছরের রাজনীতির ইতিহাসে অন্ধকারের যুগ পেরিয়ে বাংলাদেশ আজ উন্নয়ন-সমৃদ্ধির মহাসোপানে। বিশ্ব দরবারে এক বিস্ময়। টানা মেয়াদে সরকার পরিচালনায় মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ। বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা তিন মেয়াদে সরকার পরিচালনা করছেন। দেশ এগিয়ে চলেছে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পথে। স্বাধীনতার পর যে দেশটিকে ‘তলাবিহীন ঝুড়ি’ বলে কটাক্ষ করা হয়েছিল, সেই বাংলাদেশ আজ গোটা বিশ্বের সামনে এক বিস্ময়ের নাম। যে দলটির নেতৃত্বে বাংলাদেশ স্থান পায় বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে, সেই দলটির হাত ধরেই গত এক যুগে বিস্ময়কর গতিতে ঘুরে দাঁড়ানো, উন্নয়নের রোলমডেল হিসেবে বিশ্ব স্বীকৃতি আদায়কারী দেশটির নাম এখন বাংলাদেশ।

    তিনি জননেতা এ বি এম ফজলে করিম চৌধুরী শিক্ষা, স্বাস্থ্য,অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সাজানো বাগান রক্ষা এবং তাঁর পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

    সভা শেষে অসহায় মানুষের মাঝে শাড়ি,লুঙ্গি এবং ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

    এন-কে

  • রাউজানে সড়ক দুর্ঘটনায় আহত স্কেভেটর চালকের মৃত্যু

    রাউজানে সড়ক দুর্ঘটনায় আহত স্কেভেটর চালকের মৃত্যু

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাদল নাথ (৪০) নামের এক স্কেভেটর চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে মৃত্যু হয়।

    গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাউজান পৌরভার ৯নং ওয়ার্ডের বাইন্যাপুকুর পাড় এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন বাদল নাথ। সে ৭ নং রাউজান সদর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের দেজন্দ্র লাল নাথের পুত্র।

    স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

    এন-কে

  • রাউজান প্রেসক্লাবে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীত উপলক্ষ্যে আলোচনা সভা

    রাউজান প্রেসক্লাবে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীত উপলক্ষ্যে আলোচনা সভা

    রাউজান প্রতিনিধি: যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছেন কলম সৈনিকদের একমাত্র সংগঠন রাউজান প্রেসক্লাব।

    ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে বিজয় দিবসের শুভ সূচনা করেন রাউজান প্রেসক্লাব।

    পরে প্রেসক্লাব কার্যালয়ে ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’ শীর্ষক স্মৃতি চারণ অনুষ্ঠিত হয়। রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম রমজান আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম, বিশেষ অতিথি ছিলেন রাউজান টাইমস ও প্রিয় কাগজ পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক জিয়াউর রহমান, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহ-সভাপতি এম জাহাঙ্গীর নেওয়াজ। বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস.এম ইউসুফ উদ্দিন, সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সাংগঠনিক সম্পাদক এম কামাল উদ্দিন হাবিবী, অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আমীর হামজা,নির্বাহী সদস্য আরফাত হোসাইন, শাহাদাত হোসন সাজ্জাদ,মোহাম্মদ আলাউদ্দিন, লোকমান আনসারী, ফটো সাংবাদিক মোহাম্মদ রায়হান প্রমূখ।

    বক্তারা মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগে কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন করলেও স্বাধীনতার মাত্র তিন বছরে বঙ্গবন্ধু সহ স্বপরিবারকে হত্যা ছিল কলংক জনক। এ হত্যাকান্ড ছিল ইতিহাসের জঘন্যতম গণহত্যা। বক্তারা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সফলতা কামনা করেন।