Tag: রাউজান

  • রাউজানে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবিদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

    রাউজানে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবিদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবি দিবসে মোমবাতি প্রজ্জলন কর্মসূচির মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা।

    মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ও রাউজান উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

    উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি কামরুল ইসলাম বাহাদুর, আওয়ামী লীগ নেতা এস এম বাবর, মাহবুল আলম, জসিম উদ্দিন চৌধুরী, তসলিম উদ্দিন চৌধুরী, হাসান মোহাম্মদ রাসেল, সৈয়দা আফরোজ রেহেনা, বাবর উদ্দিন, ইমরান হোসেন ইমু, মুন্সি জয়নাল আবেদীন, সাজ্জাদ হেসেন,রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ,বেলাল হোসেন সিফাত, জাহেদ, সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা।

  • রাউজানের ডাবুয়ায় আশ্রয়ন প্রকল্পের ঘর প্রদানের জন্য ভুমিহীন পরিবারের যাছাই-বাছাই সম্পন্ন

    রাউজানের ডাবুয়ায় আশ্রয়ন প্রকল্পের ঘর প্রদানের জন্য ভুমিহীন পরিবারের যাছাই-বাছাই সম্পন্ন

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: রাউজানের ডাবুয়া ইউনিয়নের ভূমিহীন দরিদ্র পরিবারদের মাঝে ৩য় দফায় আশ্রয়ন প্রকল্পের ঘর প্রদানের জন্য ঘর পেতে আগ্রহী পরিবারগুলোকে যাছাই-বাছাই কার্যক্রম সম্পন হয়েছে।

    মুজিব বর্ষ উপলক্ষে রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী উপজেলার জমি আছে ঘর নেই এমন ৫০ টি দরিদ্র পরিবারকে সেমি পাকা ঘর নির্মাণ তাদের পূনঃবাসন করেছেন।

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে রাউজানের হলদিয়া ইউয়িনের এয়াছিন নগর, ডাবুয়া, সুড়ঙ্গা, রাউজান পৌরসভার ফকির তকিয়া, পূর্ব রাউজান, রাউজান ইউনিয়নের পূর্ব রাউজান, কদলপুর ইউনিয়নের জয়নগর পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া এলাকায় আশ্রয়ণ প্রকল্প নির্মান করে ৪ শত ৮৮ জন ভূমিহীন পরিবারেরকে ৪শত ৮৮টি সেমি পাকা ঘর নির্মান করে পুনঃবাসন করেছেন।

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের অগ্রাধিকার প্রকল্পের আওতায় মুজিব বর্ষ উপলক্ষে ৩য় ধাপে রাউজানের আরো দরিদ্র ভূমিহীন পরিবারের সদস্যদের পুনঃবাসন করার জন্য আশ্রয়ন প্রকল্পের নির্মান কাজ শুরু করা হবে। এই লক্ষ্যে উপজেলার দরিদ্র ভূমিহীন পরিবারের সদস্যদের যাছাই- বাছাইয়ের কাজ শুরু হয়েছে।

    ২৫ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার ডাবুৃয়া ইউনিয়নের দরিদ্র ভূমিহীন পরিবারের সদস্যদের যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন হয়।

    ডাবুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাছাই-বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, ডাবুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী, ডাবুয়া হলদিয়া ভূমি অফিসের কর্মকর্তা রাশেদ, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, মিটু শীল, জসিম উদ্দিন, শীতল শীল, আবুল কালাম, আজাদ হোসেন সিকদার, নাজিম উদ্দিন, ওবাইদুল হক চৌধুরী মাহমুদ প্রমুখ ।

  • উরকিরচরের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ সিরাজুল ইসলামের ইন্তেকাল

    উরকিরচরের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ সিরাজুল ইসলামের ইন্তেকাল

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানের ১২ নং উরকিরচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উরকিরচর ইউনিয়ন আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ সিরাজুল ইসলাম আজ ১২ টার সময় নগরীর মেট্রোপলিটন হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি ৩ ছেলে ২ মেয়ে নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    তাঁর মৃত্যতে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এম পি, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দীন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক এস এস জাহাঙ্গীর আলম সুমন, সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজান এর আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন ইমন সহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ শোক প্রকাশ ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

    আজ রাত ৯ টার সময় মরহুমের নিজ বাড়ির মসজিদ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

  • রাউজানের হলদিয়ায় লোকালয়ে অজগর সাপ

    রাউজানের হলদিয়ায় লোকালয়ে অজগর সাপ

    রাউজান প্রতিনিধিঃ রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ মুহাম্মদ ওসমানের গোয়াল ঘরে গরুর খাদ্যবস্থার নিচে গভীর বনের অজগর সাপ ধরা পড়ে।

    আজ সকাল ১০ টার সময় ওসমানের বড় ছেলে মিজান (২২) গরুকে খাদ্য দিতে গেলে সাপটি তার দৃষ্টি গোচর হয়, প্রথমে মিজান নক্সিকাঁথাঁ তোয়েলে ভেবে মাথানিচু হয়ে দেখতে গেলে ঝলমল চোখ বিশিষ্ট কি যেন উপর দিকে উঠতে থাকে, তার মতে বিশাক্ত সাপ ভেবে দ্রুত ঐ স্থান ত্যাগ করে, সবাইকে সাপ সাপ বলে চিৎকার করলে পাড়ার ছেলে মেয়ে হাতে লাঠি বল্লম ইত্যাদি নিয়ে সাপ মারতে এগিয়ে আসে।

    এরি সাথে এগিয়ে আসেন পার্শ্ববর্তি বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী হলদিয়া সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, ও বাংলাদেশ সংবাদ প্রতিদিন এর বিশেষ প্রতিনিধি মাওলানা মুহাম্মদ দিদারুল আলম।

    তিনি বলেন, মিজানের মুখে সুন্দর কারুকাজ সম্পন্ন সাপের বিবরণ শুনে, বিশাক্ত গোখড়া বা শঙ্করাজ মনে করে প্রথমে আমি একবার দেখার ইচ্ছে প্রকাশ করি, দেখার পর আমার বুঝার অবকাশ ছিলনা যে এটা অজগর, সাথে আমি উপস্থিত সবাইকে সাপটি সম্পর্কে প্রাথমিক পরিচয় এবং এ সাপ না মারতে নিষেধ করি, কিছুক্ষণের মধ্যে এ সাপটি দেখার জন্য শতাধিক নারী -পুরুষ জমায়েত হতে থাকে। এর পর আমি আমাদের স্থানীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কে জানালে তিনি রাউজান উপজেলা প্রাণী সম্পদ সংরক্ষন কর্মকর্তার সাথে আলাপ করেন এবং রাউজান পৌর মেয়র জমির উদ্দীন পারভেজকে জানান।

    তারা সাপকে না মেরে পাহাড়ে গভীর জঙ্গলে অবমুক্ত করার পরামর্শ দিলে চেয়ারম্যান সাপটি গভীর জঙ্গলে অবমুক্ত করে দেন।

  • রাউজান পৌরসভায় খোলা বাজারে চাউল বিক্রয় কার্যক্রম শুরু

    রাউজান পৌরসভায় খোলা বাজারে চাউল বিক্রয় কার্যক্রম শুরু

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজান পৌরসভায় খোলা বাজারে চাউল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রমের আওতায় পৌরসভার ৯টি ওয়ার্ডে ৬ জন ডিলারের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে ৩০০ জন এই সেবা পাবেন। প্রতি কেজি ৩০ টাকা দরে প্রতিজন পাঁজ কেজি করে চাউল ক্রয় করতে পারবেন।

    রবিবার (২৫ জুলাই) সকালে খোলা বাজারে চাউল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ ও রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা তরুন কান্তি চাকমা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি স্বপন দাশ গুপ্ত, পৌর কাউন্সিলর কাজী ইকবাল, এডভোকেট দীলিপ কুমার চৌধুরী, মহিলা কাউন্সিলর নাসিমা আকতার, পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক আবু সালেক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু প্রমুখ। কর্মসূচির প্রথম দিনে পৌরসভার ৮নং ওয়ার্ড, ৫নং ওয়ার্ড, ৩ নং ওয়ার্ড, ১ নং ওয়ার্ডে খোলা বাজারে চাউল বিক্রয় করা হয়।

  • রাউজানে লকডাউন কার্যকর করতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত, জরিমানা আদায়

    রাউজানে লকডাউন কার্যকর করতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত, জরিমানা আদায়

    নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : করোনা ভাইরাসের প্রার্দুভাব বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত কঠোর লকডাউন কার্যকর করতে পঞ্চম দিনেও বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেছে রাউজান উপজেলা প্রশাসন।

    সোমবার বিকেলে উপজেলার ফকিরহাট, মুন্সিরঘাটায় অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ উপস্থিত ছিলেন। অভিযানে র‍্যাব-৭ সিপিসি-২ হাটহাজারী ক্যাম্পের একটি টিম, আনসার সদস্যরা সহযোগিতা করেন।

    লকডাউনের সময় আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী জোনায়েদ কবির সোহাগ কর্মকর্তা রিক্সা চালক, প্রতিবন্ধী ও সিএনজি অটো রিক্সা চালককে খাদ্যদ্রব্য তুলে দেন।

    অভিযানের খবর পেয়ে অনেক ব্যাবসায়ী তড়িগড়ি করে ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে চলে যান।

    রাউজান উপজেলা নির্বাহী জোনায়েদ কবির সোহাগ বলেন, বর্তমানে দেশে করোনার প্রাদুর্ভাব যে হারে বাড়ছে লোকজন সচেতন না হলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে।
    তিনি সবাইকে লকডাউনকালীন সময়ে জরুরি প্রয়োজন ছাড়া বের না হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, শুরু থেকেই লকডাউন কার্যকরে উপজেলা প্রশাসন মাঠে রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে পেলে আমরা আইনানুগ ব্যাবস্থা নেব।

  • রাউজান উপজেলা চত্বরে উন্নতজাতের চারা রোপন করলেন ইউএনও সোহাগ

    রাউজান উপজেলা চত্বরে উন্নতজাতের চারা রোপন করলেন ইউএনও সোহাগ

    রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে জাতীয় বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির অংশ হিসেবে উন্নত জাতের ফলদ বৃক্ষ রোপন করা হয়েছে।

    ২৪ জুন (বৃহস্পতিবার) উপজেলা পরিষদ চত্বরে উন্নতজাতের সূর্যডিম জাতীয় আম গাছের চারা রোপন করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির সোহাগ। এ সময় উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা (উন্নয়ন শাখা) সঞ্জীব কুমার সুশীল উপস্থিত ছিলেন।

    রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির সোহাগ বলেন, রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় আমরা রাউজানে উন্নতজাতের ফলদ বৃক্ষ রোপন কর্মসূচি অব্যাহত রেখেছি। তারই অংশ হিসেবে উপজেলা পরিষদ সন্মুখস্থ চত্বরে সূর্যডিম নামের উন্নত জাতের আম গাছের চারা রোপন করেছি।

    ২৪ ঘণ্টা/নেজাম

  • রাউজানে আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক’র অগ্রগতি বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

    রাউজানে আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক’র অগ্রগতি বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

    রাউজান প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক এর অগ্রগতি বিষয়ক মাসিক সভা অনুষ্টিত হয়।

    ২৪ জুন বৃহস্পতিবার বিকালে রাউজান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবীর সােহাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়ক সৌমিত বড়ুয়া, জুনিয়র কর্মকর্তা অপু গোস্বামী, পুলক কান্তি সেন, কম্পিউটার অপারেটর সেলিম রেজা, ক্যাশ সহকারী জিতেন্দ্র চাকমা, মাঠ সহকারী অনিক বড়ুয়া, বিপ্লব চাকমা, রিবেল চাকমা, মিতালী চৌধুরী। সভায় ১৪ ইউনিয়নের ২৩ জন মাঠ সহকারী উপস্থিত ছিলেন।

    সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবীর সােহাগ বলেন, তৃণমূল পর্যায়ে সাধারন মানুষের জীবন-মান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক চালু করেছেন। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীন জনপদে অনেক পরিবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে।

    তিনি মাঠ পর্যায়ে কর্মরত প্রকল্পের সহকারীদের উদ্দেশ্যে বলেন, ঋণ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ঋণ গ্রহিতাদের বিষয়ে খোঁজখবর নিয়ে শতভাগ নিশ্চিত হবেন। যাতে প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য সফল হয়।

    ২৪ ঘণ্টা/নেজাম

  • রাউজানে ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ প্রদান উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

    রাউজানে ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ প্রদান উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ৪৮৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্টিত হয়।

    বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে হলদিয়া আশ্রয়ন প্রকল্পে অনুষ্টিত মতবিনিময় সভায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ৪৮৮টি গৃহ প্রদান কিষয়ে সাংবাদিকদের অবহিত করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।

    অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, হলদিয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, কৃষি কর্মকর্তা শাব্বির আহমেদ,সিনিয়র মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকর, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ ই জাহান, সমবায় কর্মকর্তা মুজিব উর রহমান খান।

    রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, সারাদেশের ন্যায় রাউজান উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ৪৮৮টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মুজিববর্ষের উপহার গৃহগুলো আগামী ২০ জুন মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রদান করবেন। সেই লক্ষ্যে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় প্রকৃত অর্থে ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো বাচাই করেছি। গৃহগুলো অত্যন্ত টেকসইভাবে নির্মাণ করা হয়েছে। আশ্রয়ন প্রকল্প এলাকায় শিশু পার্ক, এবাদতখানা নির্মাণ করা হবে।

    প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পর্যায়ক্রমে আরো গৃহ নির্মাণ করা হবে।

    ২৪ ঘণ্টা/নেজাম

  • রাউজানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

    রাউজানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (৩১ মে) বিকেলে রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে মুখোমুখি হয় রাউজান পৌরসভা-১ দল ও পৌরসভা ২। ফাইনালে ১-০ গোলের জয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন পৌরসভা-২ ফুটবল একাদশ।

    খেলা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্টিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সংসদ, রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।
    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই ধরনের টুর্নামেন্ট থেকে একদিন বিশ্বমানের খেলোয়ার উঠে আসবে। যারাই টুর্নামেন্টে ভালো খেলেছে তাদেরকে পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে যাতে আরো বড় পরিসরে নিজেদের মেলে ধরতে পারে সেই সুযোগ দেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা জেনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওসমান গনি রানার সঞ্চালনায় ফাইনাল খেলায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারি কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরী মনিরুজ্জামান, শিক্ষা কর্মকর্তা আব্দুল কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নূর মোহাম্মদ, পৌর কাউন্সিলর বশির উদ্দিন খান, অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত, অ্যাডভোকেট দিলীপ কুমার চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, নুরুল আবচার বাঁশি, মুক্তিযোদ্ধা ইউসুফ খান।

    অনুষ্ঠানে রাউজান উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    জমজমাট ফাইনাল উপভোগ করতে প্রাকৃতিক বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার দর্শক সমাগম ঘটে।

    ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের কাছে প্রাইজমানি,ট্রপি ও পদক তুলে দেন অতিথিবৃন্দ।

    ২৪ ঘণ্টা/নেজাম

  • রাউজানে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

    রাউজানে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়।

    ৩১ মে (মঙ্গলবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ,সিনিয়র মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরী মনিরুজ্জামান , শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আবদুল মতিন প্রমুখ।

  • রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর শাখা-২ এর ত্রাণ সামগ্রী বিতরণ

    রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর শাখা-২ এর ত্রাণ সামগ্রী বিতরণ

    রাউজান প্রতিনিধি: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর ইউনিয়ন শাখা -২এর আওতাধীন ৪নং ওয়ার্ড শাখার উদ্যোগে দেড়শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

    ৭ এপ্রিল (শুক্রবার ) বিকেলে সংগঠনের কার্যালয়ে আয়োজিত ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু মোঃ আক্কাস উদ্দিন মানিক। প্রধান অতিথি ছিলেন চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী।

    বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির রাঙামাটি ও রাঙ্গুনিয়া উপজেলার সমন্বয়কারী মঞ্জুরুল ইসলাম চৌধুরী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক মোঃ আবু তাহের মাস্টার,মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার সমন্বয়কারী আনিসুল খাঁন বাবর, ইউপি সদস্য জানে আলম, মাওলানা সাজ্জাদ হোসাইন। উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তা আবুল হোসেন কালু, জাকির হোসেন টিটু, মোঃ জাহাঙ্গীর আলম, ছালে জঙ্গীর আলম, আলমগীর হোসেন খালেক, কোরবান আলী মিনকু, মঈনুদ্দিন মানিক, মিনহাজ, আকিব, মোঃ রাহাত, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ সাকিবসহ অন্যান্যরা।

    ২৪ ঘণ্টা/নেজাম