Tag: রাউজান

  • রাউজানে স্বাস্থ্য বিধি উপেক্ষাসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর দায়ে হোটেল মালিককে অর্থদণ্ড

    রাউজানে স্বাস্থ্য বিধি উপেক্ষাসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর দায়ে হোটেল মালিককে অর্থদণ্ড

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে স্বাস্থ্য বিধি উপেক্ষা করাসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর দায়ে আল মদিনা নামের একটি খাবার হোটেলের মালিক আব্দুস সালামকে ২০ হাজার টাকা অর্থ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    বুধবার বিকেলে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের অন্যতম বানিজ্যিক কেন্দ্র নোয়াপাড়া পথেরহাট বাজারে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। এ সময় তিনি মদিনা হোটেলে ১৫ দিন আগের বাসি ভোজ্য তেল দিয়ে বাহারী ইফতারি তৈরী, শৌচাগারের সঙ্গে লাগোয়া স্যাত স্যাতে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর বিষয়ে হোটেল মালিককে সতর্ক করেন এবং দোকানে ভিড় জমিয়ে ইফতারি ও খাবার বিক্রি করবেননা এই শর্তে দোকান মালিক থেকে মুচলেকা নেন। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশদর্শী চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ সাথে ছিলেন। অভিযানের সময় পুলিশ এবং আনসার ব্যাটালিয়ানসের সদস্যরা সহযোগিতা করেন।

    রাউজানউপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, স্বাস্থ্য বিধি অমান্য এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর দায়ে আল মদিনা নামের একটি খাবার হোটেলকে অর্থদণ্ড দেওয়া হয়। করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় অবশ্যই সবাইকে সরকারের নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

    ২৪ ঘণ্টা/নেজাম

  • রাউজানে পুলিশের অভিযানে পলাতক আসামী গ্রেফতার

    রাউজানে পুলিশের অভিযানে পলাতক আসামী গ্রেফতার

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে পুলিশের অভিযানে মোঃ শেখ আলমগীর (৪৮) নামের এক পলাতক আসামী গ্রেফতার হয়েছে। আসামী আলমগীর রাউজান পৌরসভার ১ নং ওয়ার্ডের পশ্চিম গহিরা ইউনিয়নের মোঃ মুছার পুত্র।

    রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন জানান, ৫ মে বিকেল ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এস.আই)অজয় দেব শীলের নেতৃত্বে অভিযান চালিয়ে চট্রগ্রাম মেট্রোপলিটন এলাকায় মিমি সুপার মার্কেটের পাশের একটি গলি হতে আসামীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাউজান থানার মামলা নং-১৫(০৪)২১। সে দীর্ঘদিন ধরে পলাতক অবস্থায় ছিল।

  • রাউজানে ৪০ জন কৃষকের মাঝে কৃষি ঋণ বিতরণ

    রাউজানে ৪০ জন কৃষকের মাঝে কৃষি ঋণ বিতরণ

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ কৃষি ব্যাংক রাউজান শাখা কর্তৃক মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়।

    বুধবার (৫ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি ঋণ কমিটির সভাপতি জোনায়েদ কবীর সােহাগের সভাপতিত্বে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, রাউজানের সাংসদ এ.বি.এম ফজলে করিম চৌধুরী।

    ব্যাংকের রাউজান শাখার ব্যবস্থাপক মােঃ লােকমান হাছানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক মােঃ শফিউল আজম,রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, বাংলাদেশ কৃষি ব্যাংক মুখ্য আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আবুল মােবারক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, কৃষি কর্মকর্তা সাব্বির আহমদ। কৃষকদের মধ্যে বক্তব্যে রাখেন মোঃ আবুল হাশেম। উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা (উন্নয়ন শাখা) সঞ্জীব কুমার সুশীল, সমাজসেবা কর্মকর্তা মুনির হোছাইন।

    প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ফজলে করিম চৌধুরী বলেন, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তাই রাউজানের কোথাও কাউকে কৃষি জমি খনন কিংবা ভরাট করতে দেওয়া হবেনা। তিনি আরো বলেন, কোথাও যেন এক ইঞ্চি জমি অনাবাদি না থাকে সে ব্যাপারে সবাইকে উদ্যোগী হতে হবে।
    আলোচনা সভা শেষে উপজেলার ৪০ জন কৃষকের মাঝে বিশ লক্ষ টাকার ঋণ বিতরণ করা হয়।

    ২৪ ঘণ্টা/নেজাম

  • রাউজানে সড়ক দুর্ঘটনায় বাইক আরোহী নিহত

    রাউজানে সড়ক দুর্ঘটনায় বাইক আরোহী নিহত

    নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় রুবেল দত্ত (২২) নামের এক বাইক আরোহী নিহত হয়েছে। রবিবার (২ মে) রাত সাড়ে আটটার দিকে উপজেলার রাউজান নোয়াপাড়া সেকশন ১ সড়কের ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কালী বাড়ি গেইট সন্মুখস্থ স্থানে এই দুর্ঘটনা ঘটে।

    নিহত রুবেল দত্ত ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মঙ্গলী মার দীঘির পাড়ের রুকু বৌদ্যের বাড়ীর অজিত দত্তের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে রুবেল পরিবারের বড় সন্তান।

    নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, রুবেলের পিতা অজিত বিশ্বাস সিএনজি অটোরিক্সা চালিয়ে সংসারের চাকা সচল রেখেছেন। দরিদ্র পরিবারে জন্ম নেওয়ায় ২০১৬ সালে এসএসসি পাশের পর পড়াশোনার পাঠ চুকিয়ে প্রথমে চট্টগ্রাম নগরীতে একটি ফার্মেসীতে চাকুরি হয় তার। পরে সেখান থেকে নিজ এলাকার
    মগদাই বাজারের মুছা ফার্মেসীতে মাসিক বেতনে চাকুরি নেন। যা বেতন পেতেন তা দিয়ে অভাবের সংসারে বাবার সাথে হাল ধরেছেন । গত ২ মে রোববার রাত আটটার দিকে ফার্মেসীতে কাজ করার সময় রুবেল দোকানে আসা একটি ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধির (এমআর) বাইক নিয়ে দোকানের জন্য ঔষধ ক্রয় করার কথা বলে দোকান থেকে নোয়াপাড়া পথের হাটের উদ্দেশ্যে বাইক নিয়ে রওনা দেন। রাত সাড়ে আটটার দিকে বাইক নিয়ে কালিবাড়ী সন্মুখস্থ এলাকা অতিক্রম করার রাউজান মুখী একটি মুরগীর খাদ্য বোঝাই ট্রাকের (চট্টমেট্রো-ড-১১-৩২৭৬) সাথে ধাক্কা লেগে গাড়ী থেকে ছিটকে গিয়ে ট্রাকের চাকার চাপে পিষ্ট হয়ে পা ও কোমরে মারাত্নকভাবে আঘাতপ্রাপ্ত হয় রুবেল। এ সময় প্রচুর রক্তক্ষরণ হওয়ায় ঘটনাস্থল থেকে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে নোয়াপাড়া পথের হাটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিনটার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। এ সময় চমেক হাসপাতালে রুবেলের স্বজনরা বিলাপে ফেটে পড়েন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

    খবর পেয়ে পূর্ব গুজরা তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এস আই) মোঃ ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে ছুটে গিয়ে ট্রাকের চালক মিল্টন পাল (৩৫)সহ ট্রাকটি আটক করেন। তার বাড়ী আনোয়ারা উপজেলার হাইলদর ইউনিয়নের ছোটখাইন গ্রামে।

    লাশের ময়না তদন্ত শেষে সোমবার বিকেল ছয়টার দিকে রুবেলের লাশবাহী গাড়ী গ্রামে প্রবেশ করলে সেখানে স্বজনদের বিলাপে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতাড়না হয়। পরে রাতে লাশের সৎকার প্রক্রিয়া সম্পন্ন হয়।

    পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য বোরহান উদ্দিন রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

    রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুণ বলেন, পশ্চিম গুজরায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।

    দুর্ঘটনাস্থল থেকে ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

  • রাউজানের নোয়াজিষপুরে প্রধানমন্ত্রীর উপহার পেল ৫’শ নারী পুরুষ

    রাউজানের নোয়াজিষপুরে প্রধানমন্ত্রীর উপহার পেল ৫’শ নারী পুরুষ

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানের নোয়াজিষপুরে ইউনিয়নে প্রধানমন্ত্রী শেথ হাসিনার আর্থিক অনুদান উপহার পেয়েছে ৫’শ নারী-পুরুষ।

    শনিবার (১ মে) বিকেল সাড়ে ৩ টায় ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফজলে করিম চৌধুরী এমপি।

    নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন সরোয়ার্দী সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, সমবায় কর্মকর্দা মুজিবুর রহমান, নোয়াজিষপুর ইউনিয়ন আ. লীগের সভাপতি মোসলেম উদ্দিন চৌধুরী।

    এসময় আরও উপস্থিত ছিলেন, তাজউদ্দিন সোলেমান, দীল মোহাম্মদ, মেহেদী রাজু, জিয়া মেম্বার, নাহিদুল করিম, অভি, রাহুল সহ অনেকে।

    সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে অতিথিরা ইউনিয়নে আগত নারী পুরুষের মাঝে আর্থিক অনুদান তোলে দেন।

  • রাউজানে তিনশ পরিবার পেল প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা

    রাউজানে তিনশ পরিবার পেল প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে তিনশত পরিবারের মাঝে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

    রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে খাদ্য সহায়তা প্রদানকালে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার ভূমি অতীশ দশী চাকমা,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন,উপজেলা আওয়ামী লীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবুল কালাম, পৌর কাউন্সিলর জানে আলম জনি, এড. দিলীপ চৌধুরী,এড. সমীর দাশ গুপ্ত,জসিম উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু।

    খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, আধা কেজি লবণ দেওয়া হয়। উপজেলা চত্বরে দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে উপজেলার ১৪ ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩০০ পরিবার প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা গ্রহণ করেন।

    ২৪ ঘণ্টা/নেজাম

  • রাউজান পৌর এলাকায় উন্নতমানের ডাস্টবিন বসানোর কার্যক্রম শুরু

    রাউজান পৌর এলাকায় উন্নতমানের ডাস্টবিন বসানোর কার্যক্রম শুরু

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজান পৌরসভার ৯টি ওয়ার্ডের ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য বসানো হচ্ছে উন্নতমানের ডাস্টবিন। গতকাল বিকেলে পৌর এলাকার গহিরা চৌমুহনীতে ডাস্টবিন বসানোর কার্যক্রম উদ্বোধন করেন পৌর মেয়র জমির উদ্দীন পারভেজ।

    এ সময় পৌর মেয়র যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে বসানো ডাস্টবিনে ফেলার জন্য সবার প্রতি অনুরোধ জানান।

    এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর কাজী ইকবাল, বশির উদ্দিন খান, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, যুবলীগ নেতা সিরাজুল মনির শাওন, সাবের উদ্দিন, সবুজ দে ভানু, আজাদ খান, ছাত্রলীগ নেতা তানভীর হাসান চৌধুরী, আরমান সিকদার, নাসির উদ্দিন, সংগঠক মঈনুদ্দীন জামাল চিশতি, বেলাল হোসেন সিফাত, মোঃ জুয়েল, ইমন, তৌহিদ, অন্তু প্রমুখ।

    ২৪ ঘণ্টা/নেজাম

  • রাউজানের পশ্চিম গুজরায় ওয়ান ব্যাংকের যাত্রা শুরু

    রাউজানের পশ্চিম গুজরায় ওয়ান ব্যাংকের যাত্রা শুরু

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নে যাত্রা শুরু করেছে ওয়ান ব্যাংক।

    ৮ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে ব্যাংকের রাউজান শাখার নিয়ন্ত্রণাধীন পি কে সেন হাট উপ-শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

    করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরের আয়োজনে অতিথি ছিলেন পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দীন আরিফ, আওয়ামীলীগ নেতা এডভোকেট দীপক দত্ত, ব্যাংকের সেন্ট্রাল সাপোর্ট এন্ড ব্রাঞ্চ অপারেশন ডিভিশনের এফ এ ভিপি কাজী মোহাম্মদ ফোরকান, রাউজান শাখা ব্যাবস্থাপক মোঃ মুখতিয়ার হোসাইন, উপ শাখার ইনচার্জ মোঃ রিদুয়ানুল হক, বিনাজুরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অমর কান্তি দত্ত, প্রধান শিক্ষক কনক দাশ গুপ্ত, রাউজান প্রেস ক্লাবের সহ সভাপতি সাংবাদিক নেজাম উদ্দিন রানা।

    এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা জগদীশ বড়ুয়া, জামাল উদ্দীন, আবু তৈয়ব,
    ইউপি সদস্য ইসমাইল হোসেন, সাইফুল ইসলাম লিটন, জামাল উদ্দিন, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, টনি বড়ুয়া, পল্টন দেব, মানিক বিকাশ বড়ুয়া, আব্দুল মান্নান সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    ২৪ ঘণ্টা/নেজাম

  • রাউজানে অটোরিকশা চালকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

    রাউজানে অটোরিকশা চালকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: করোনাভাইরাস সংক্রমন বৃদ্ধি পাওয়ায় ও লকডাউন বাস্তবায়নে চট্টগ্রামের রাউজানে সিএনজি অটোরিকশা চালকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা প্রশাসন।

    ৭ এপ্রিল (বুধবার) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।

    মতবিনিময় সভায় চালকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার ভূমি অতীশ দর্শী চাকমা, রাউজান থানার পরিদর্শক (অপারেশন) সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, রাউজান প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক শফিউল আলম, সাবেক সভাপতি সাংবাদিক মীর আসলাম।

    সভায় অটোরিকশা চালকগণ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে লকডাউন পরিস্থিতিতে তাদের সহায়তা প্রদানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানান।

    ২৪ ঘণ্টা/নেজাম

  • কাউখালীর পাহাড় থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর রাউজানের গৃহবধূর মৃত্যু

    কাউখালীর পাহাড় থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর রাউজানের গৃহবধূর মৃত্যু

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : পার্বত্য জনপদ রাঙ্গামাটি জেলার কাউখালীর একটি পাহাড় থেকে শাহানা আকতার (২৮) নামে রাউজানের এক গৃহবধূকে মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়। শাহানা আকতার রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্রপাড়া গ্রামের মান্নান উল্লাহ সিকদার বাড়ির হাছি মিয়া সিকদারের মেয়েও নাতোয়ান বাগিছা এলাকার শমসেন নগরের গুচ্ছ গ্রামের মো. সাঈদুল আলমের স্ত্রী।

    কাউখালী থানা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গৃহবধূ শাহানা আকতারের সঙ্গে প্রতিবেশী
    সুজন বড়ুয়ার স্ত্রীর সঙ্গে সখ্যতা গড়ে উঠে। এক পর্যায়ে দুজন দুজনকে বোন ডাকাডাকি শুরু করে। পরে স্ত্রীর সাথে সম্পর্কের সূত্র ধরে শাহানা আকতারের কাছ থেকে ৩০ হাজার টাকা ধার নেন প্রতিবেশী সুজন বড়ুয়া । পরে পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়।

    নিহতের পরিবারের দাবি, গত রবিবার রাতে শাহানা তার শ্বশুর বাড়িতেই ছিলেন। পরে কোনো এক সময় তাকে ডেকে নিয়ে যাওয়া হয়। গত সোমবার রাত ৯টার দিকে রাঙামাটি জেলার কাউখালী উপজেলার মনাইর টেকনামক এলাকার দুই উপজাতি ছেলে শাহানা আকতারকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে অাঘাতের চিহৃ দেখতে পান তারা। মুমূর্ষু অবস্থায় শাহানা আকতার উপজাতি যুবকদেরকে তার বাপের বাড়ি ও শ্বশুরবাড়ির ঠিকানা দিলে খবর পেয়ে পুলিশ ও তার পরিবার ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই শাহানা আকতার মৃত্যুর কোলে ঢলে পড়ে।

    কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ উল্লাহ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মো. সাঈদুল ইসলামকে আটক করা হয়েছে ।’

    রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুণ বলেন, ‘ গৃহবধুর মৃত্যুর বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে এই কিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আমরা বিষয়টি খতিয়ে দেখব।’

    ২৪ ঘণ্টা/নেজাম

  • রাউজানে ভ্রাম্যমান আদালতের অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা

    রাউজানে ভ্রাম্যমান আদালতের অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে ভ্রাম্যমান আদালতের অভিযানে স্বাস্থ্যবিধি অমান্য, যত্রতত্র গাড়ি পার্কিং, গাড়ীতে অতিরিক্ত পণ্য বোঝাই করার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    ৬ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে উপজেলার ফকিরহাট, মুন্সিরঘাটা ও সূর্যসেন চত্বরে এই অভিযান চালানো হয়।

    দুইঘন্টাব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ উপস্থিত ছিলেন। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

    এ সময় হোটেল মালিক শংকরকে এক হাজার টাকা, জীপ চালক ফরহাদকে এক হাজার টাকা, লাইসেন্স না থাকায় মোটরসাইকেল চালক নয়ন ও হৃদয় বড়ুয়াকে দুই হাজার টাকা, অতিরিক্ত পণ্য বোঝাই করায় জীপ চালক ছবুরকে এক হাজার টাকা এবং সড়কে গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ী রাখায় রাসেলকে বিশ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়।

    রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে। স্বাস্থ্যবিধি ও সরকারের নির্দেশনা যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব।

    ২৪ ঘণ্টা/নেজাম

  • রাউজানে ভ্রাম্যমান আদালতের অভিযান

    রাউজানে ভ্রাম্যমান আদালতের অভিযান

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে ভ্রাম্যমান আদালতের অভিযানে স্বাস্থ্যবিধি অমান্য, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে সাড়ে নয় হাজার টাকা জরিমানা করা হয়।

    শনিবার দুপুর সাড়ে ১২ টা থেকে গহিরা চৌমুহনীতে দেড়ঘন্টাব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ উপস্থিত ছিলেন। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

    এ সময় রাউজান পাবলিক মেডিকেল হলের বিকাশ শীলকে ৫ হাজার টাকা, নীলাচল ক্লথ স্টোরের সাকিবকে দুই হাজার টাকা, স্বাস্থ্যবিধি অমান্য করায় গুলজারকে এক হাজার, এস এম ইসলাম ও অভি বড়ুয়াকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

    রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, অভিযান অব্যাহত থাকবে।

    ২৪ ঘণ্টা/নেজাম