রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে স্বাস্থ্য বিধি উপেক্ষা করাসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর দায়ে আল মদিনা নামের একটি খাবার হোটেলের মালিক আব্দুস সালামকে ২০ হাজার টাকা অর্থ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের অন্যতম বানিজ্যিক কেন্দ্র নোয়াপাড়া পথেরহাট বাজারে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। এ সময় তিনি মদিনা হোটেলে ১৫ দিন আগের বাসি ভোজ্য তেল দিয়ে বাহারী ইফতারি তৈরী, শৌচাগারের সঙ্গে লাগোয়া স্যাত স্যাতে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর বিষয়ে হোটেল মালিককে সতর্ক করেন এবং দোকানে ভিড় জমিয়ে ইফতারি ও খাবার বিক্রি করবেননা এই শর্তে দোকান মালিক থেকে মুচলেকা নেন। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশদর্শী চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ সাথে ছিলেন। অভিযানের সময় পুলিশ এবং আনসার ব্যাটালিয়ানসের সদস্যরা সহযোগিতা করেন।
রাউজানউপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, স্বাস্থ্য বিধি অমান্য এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর দায়ে আল মদিনা নামের একটি খাবার হোটেলকে অর্থদণ্ড দেওয়া হয়। করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় অবশ্যই সবাইকে সরকারের নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
২৪ ঘণ্টা/নেজাম