Tag: অগ্নিসংযোগ

  • চট্টগ্রামে বাসে আগুন

    চট্টগ্রামে বাসে আগুন

    চট্টগ্রাম নগরের গরীবুল্লাহ শাহ মাজার এলাকায় একটি মিনিবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    সোমবার (৩০ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে। ধারণা করা হচ্ছে, চলমান রাজনৈতিক সহিংসতার জেরে এ আগুন লাগানোর ঘটনা ঘটেছে।

    চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার খান খলিলুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। ধারণা করা হচ্ছে মিনিবাসটিতে কেউ আগুন লাগিয়ে দিয়েছে।

    এর আগে রাত সোয়া ৮টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা।

  • ভেস্ট পরে আগুন দেওয়া সেই যুবক শনাক্ত

    ভেস্ট পরে আগুন দেওয়া সেই যুবক শনাক্ত

    বিএনপির মহাসমাবেশের দিন রাজধানীতে প্রেস লেখা ভেস্ট পরে গাড়িতে আগুন দেওয়া সেই যুবককে শনাক্ত করেছে পুলিশ। তার নাম রবিউল ইসলাম নয়ন। তিনি ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মো. হারুন অর রশিদ।

    সোমবার (৩০ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য দেন তিনি।

    হারুন অর রশিদ জানান, ২৮ অক্টোবর ওই অঞ্চলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে। ২০১৩-১৪ সালে সহিংসতার সঙ্গেও জড়িত ছিল নয়ন।

    ডিবি পুলিশের প্রধান জানান, ঘটনার দিনের সংঘর্ষের সময় ফুটেজ দেখেই সেই যুবককে শনাক্ত করা হয়। এখন তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

    ডিবি থেকে গণমাধ্যমে সরবরাহকৃত ফুটেজ ও ছবিতে দেখা যাচ্ছে, সেই যুবকের গায়ে কালো জ্যাকেট। বুকে প্রেস লেখা। মুখভর্তি দাড়ি। চোখে চশমা। গায়ে সাদা শার্ট। পায়ে কেটস।

    পুলিশের ভাষ্যমতে, ঘটনার দিন সেই যুবক জ্যাকেট পরিহিত অবস্থায় একজনের মোটরসাইকেলে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় আগুন দেন।

  • বোয়ালখালীতে আ.লীগের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলা-অগ্নিসংযোগ

    বোয়ালখালীতে আ.লীগের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলা-অগ্নিসংযোগ

    ২৪ ঘন্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বোয়ালখালীতে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলা-অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।

    বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার আরকান সড়কের আমতল এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে এ ঘটনা ঘটেছে।

    উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম মিজানুর রহমান জানান, রাতে নির্বাচনী কার্যালয়ে বসে নৌকার কর্মী সমর্থকরা শুক্রবারের নির্বাচনী প্রচার প্রস্তুতি নিয়ে আলাপ আলোচনা চলছিল।

    এ সময় হঠাৎ ৭-৮টি মোটর সাইকেল নিয়ে কয়েকজন যুবক নির্বাচনী কার্যালয় লক্ষ্য করে কয়েকটি ককটেল ছুঁড়ে মারে এবং দ্রুত সটকে পড়ে। ভাগ্যক্রমে কেউ হতাহত হননি।

    দুর্বৃত্তরা ‘জিয়ার সৈনিক’ স্লোগান দিয়ে এ হামলা চালিয়েছে। তারা যাওয়ার সময় বেশ কয়েক রাউণ্ড ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্কের সৃষ্টি করে বলে জানান তিনি।বোয়ালখারী আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

    উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকারম বলেন, ‘আবুর ওপর হামলা কেন? জিয়ার সৈনিক’ স্লোগান দিয়ে এ হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। ককটেল হামলার ঘটনায় একটি মোটর সাইকেলও পুড়ে গেছে।

    আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাত সাড়ে ৯টার দিকে বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

    ঘটনাস্থল থেকে বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী জানান, দুটি অবস্ফোরিত ককটেল পাওয়া গেছে। এছাড়া বিস্ফোরিত ককটেলের কিছু নমুনা দেখা গেছে। আগুনে একটি মোটর সাইকেল পুড়ে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।