Tag: অঘ্নিকাণ্ড

  • রাঙ্গামাটি সুবলং বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড/পুড়ে গেছে অর্ধশত দোকান

    রাঙ্গামাটি সুবলং বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড/পুড়ে গেছে অর্ধশত দোকান

    ২৪ ঘণ্টা ডট নিউজ। জেলা সংবাদ : রাঙ্গামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড’র ঘটনা ঘটেছে। রবিবার বিকেল ৪টার দিকে বরকল উপজেলার সুবলং ইউনিয়নের সুবলং বাজারে এ ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

    এতে বাজারের প্রায় অর্ধশত দোকান পুঁড়ে ছাই অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে বললেন স্থানীয়রা।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- রবিবার বিকেলে বাজারের একটি হোটেল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহুত্বেই আগুনে পুড়ে যায় সাগরিকা নামক হোটেলটি। এরপর আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে আশ-পাশের আরো অর্ধশত দোকান ভস্মিভূত হয়।

    আগুন লাগার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাছাড়া রাঙ্গামাটি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

    আগুন লাগার ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স রাঙামাটি অঞ্চলের সহকারী পরিচালক রতন কুমার নাথ। তিনি বলেন সুবলং বাজারে আগুন লাগার খবর পেয়ে বোটযোগে রাঙামাটি শহর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলের উদ্দ্যেশে রওনা দিয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক জানান-সুবলং বাজারে অর্ধশত দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে সেনাবাহিনীর একটি টিম স্থানীয়দের নিয়ে চেষ্টা অব্যাহত রেখেছে। এদিকে রাঙ্গগামাটি থেকে ফায়ার সার্ভিসের একটি দল বোটযোগে রওনা দিয়েছে বলে তিনি গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

    প্রসঙ্গত: রাঙামাটির বরকল উপজেলাটি কাপ্তাই হ্রদ ঘিরে গড়ে উঠেছে এবং এই উপজেলাটি দূর্গম এলাকা। জেলা সদরের সাথে নৌ-পথেই একমাত্র যোগাযোগের প্রধান মাধ্যম। এই এলাকায় কোন ফায়ার স্টেশন নেই।

    ২৪ ঘণ্টা/আর এস পি