Tag: অজ্ঞাত

  • সীতাকুণ্ডে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

    সীতাকুণ্ডে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

    সীতাকুণ্ডে চলন্ত ট্রেন থেকে পড়ে এক অজ্ঞাত যুবকের (১৮) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার সীতাকুণ্ড রেল স্টেশন থেকে ১ কিলোমিটার দুরে শেখ পাড়া এলাকায় এঘটনা ঘটে।

    জানা যায়, চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে ঘটনাস্থলে মারা যায় যুবকটি। তার নাম পরিচয় পাওয়া যায়নি।

    বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড রেলওয়ে থানার এসআই মোঃ খোরশেদ আলম বলেন, সীতাকুণ্ড স্টেশন থেকে এক কিলোমিটার দুরে রেললাইন থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

    তিনি চট্টগ্রামগামী একটি ট্রেন থেকে পড়ে যায় বলে স্থানীয়রা জানান। আমরা লাশটি উদ্ধার করে ডিএনএ পরিক্ষার জন্যে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

    ২৪ ঘন্টা/কামরুল দুলু

  • বোয়ালখালীতে এক ব্যক্তির লাশ উদ্ধার

    বোয়ালখালীতে এক ব্যক্তির লাশ উদ্ধার

    ২৪ ঘণ্টা বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার সারোয়াতলী ইউনিয়নের পূর্ব খিতাপচর গ্রামের কালীপ্রসন্ন সড়ক সেতুর নিচে এ লাশ পড়েছিলো। তবে লাশের পরিচয় জানা যায়নি।

    সোমবার (৫ অক্টোবর) সকালে স্থানীয়রা খবর দিলে পুলিশ এ লাশ উদ্ধার করে।

    বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আবুল কালাম জানান, বোয়ালখালী-পটিয়া সীমান্তবর্তী বোয়ালখালী খালের কালীপ্রসন্ন সেতুর নিচে একটি পিলারে গোড়ায় উপুর হয়ে ছিলো।

    লাশের পড়নে কাপড়চোপড় নেই। বয়স অনুমান ৩৮-৪০ হবে। লাশে পচন ধরে গেছে। লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

    ২৪ ঘণ্টা/পুজন সেন/রাজীব

  • সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় পেট্টোল পাম্পের হিসাব রক্ষকের মৃত্যু

    সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় পেট্টোল পাম্পের হিসাব রক্ষকের মৃত্যু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি || সীতাকুণ্ডের ভাটিয়ারীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আজগর আলী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

    গতকাল শনিবার রাত সাড়ে ৯ টার সময় উপজেলার মাদামবিবির হাটের জাহানাবাদ এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে।

    নিহত আজগর আলী মাদাম বিবিরহাটস্থ সোনারগাঁও পেট্টোল পাম্পের হিসাব রক্ষক বলে জানা গেছে।

    জানা যায়, তিনি রাতের ডিউটিতে আসার সময় রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার বাড়ী রাউজান থানা এলাকায় বলে জানা যায়।

    বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই আশরাফুল ইসলাম।

    ২৪ ঘণ্টা/ কামরুল দুলু/ আর এস পি

  • বার আউলিয়া মসজিদের পুকুরে ভাসছে অজ্ঞাত যুবকের লাশ

    বার আউলিয়া মসজিদের পুকুরে ভাসছে অজ্ঞাত যুবকের লাশ

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারী-মুরাদপুর সড়কের নতুনপাড়া বার আউলিয়া মসজিদের পুকুরে ভাসছে অজ্ঞাত এক যুবকের লাশ। স্থানীয়রা বিষয়টি বায়েজিদ থানা পুলিশকে অবহিত করলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পুকুরের পানি থেকে লাশটি উদ্ধার করে।

    আজ ২২ মার্চ রবিবার দুপুর ২টার সময় পুলিশ ওই মসজিদের পুকুর থেকে লাশটি উদ্ধার করে। তাৎক্ষনিক লাশের পরিচয় জানাতে না পারলেও পুলিশ লাশের শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন পায়নি জানিয়ে নিহতের বয়স আনুমানিক ২৫ বছর হতে পারে এবং পরনে গেঞ্জি ও কালো প্যান্ট ছিলো বলে জানায়।

    মসজিদের পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেছেন বায়েজিদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার।

    তিনি জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে জানা যাবে মৃত্যুর কারণ। তাছাড়া পুলিশ নিহত যুবকের স্বজনদের খোঁজার চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানান তিনি।

  • পাহাড়তলী আমবাগানে ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে যুবকের মৃত্যু

    পাহাড়তলী আমবাগানে ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে যুবকের মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর পাহাড়তলী আমবাগান রেল ক্রসিং এলাকায় ট্রেনের ইঞ্জিনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।

    বুধবার ১৫ জানুয়ারি দুপুর পৌনে ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতের বয়স আনুমানিক ৩২ থেকে ৩৫ বছর ধারণা করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় কেউ শনাক্ত করতে পারেনি।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিলন কান্তি জানান, বাংলাদেশ রেলওয়ের একটি ইঞ্জিন বগি আমবাগান এলাকার ডক থেকে বের হয়ে চট্টগ্রাম স্টেশনের দিকে যাচ্ছিল। ইঞ্জিনটি আমবাগান রেল ক্রসিং এলাকায় গেলে সেখানে অসাবধানতাবশত ইঞ্জিনের নিচে কাটা পড়ে এক যুবক। এতে ঘটনাস্তলেই তার মৃত্যু হয়।

    খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে যুবকের মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

  • সীতাকুণ্ডে অজ্ঞাত নামা এক যুবতীর লাশ উদ্ধার

    সীতাকুণ্ডে অজ্ঞাত নামা এক যুবতীর লাশ উদ্ধার

    ২৪ ঘন্টা ডট নিউজ।সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত নামা (২১) এক যুবতীর লাশ উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ।

    সোমবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদার হাট কে.এম হাই স্কুলের উত্তর পাশে রেলওয়ে কলোনীর সংলগ্ন থেকে এই লাশটি উদ্ধার করে। দুপুরে চট্টগ্রাম থেকে একটি সি আইডি টিম ঘটনাস্থলে আসেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে সলিমপুর ইউনিয়নের ফৌজদার হাট কে.এম হাই স্কুলের উত্তর পাশে রেলওয়ে কলোনীর সংলগ্ন একটি কলা বাগানের পার্শ্বে একটি যুবতীর লাশ দেখতে পায় এলাকবাসী।

    পরে সীতাকুণ্ড থানাকে খবর দিলে এস. আই জুলফিকার হোসেন ঘটনস্থলে আসেন। বিকালে সি আইডি টিম তদন্ত শেষে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতলে প্রেরণ করেন।

    সীতাকুণ্ড থানার এস এম জুলফিকার হোসেন জানান, সোমবার সকালে ফৌজদার হাট এলাকায় এক যুবতীর লাশ পড়ে আছে বলে খবর পেয়ে আমি ঘটনাস্থলে যায়। যুবতীর লাশটি আনুমানিক (২১) বলে ধারণা করা হচ্ছে। গলায় উড়না দিয়ে পেছিয়ে গিট দেওয়া আছে।

    তিনি বলেন, কে বা কারা যুবতীকে হত্যা করে এখানে ফেলে রেখে চলে গেছে। পরে চট্টগ্রামের সি আইডির একটি টিম এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। সি আইডি তদন্ত শেষে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

  • বাঁশখালীর জঙ্গল থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

    বাঁশখালীর জঙ্গল থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের বাঁশাখালী উপজেলার জঙ্গল থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। রবিবার সকালে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের মুমিন এস্টেট নামক পাহাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

    স্থানীয়রা ধারণা করছেন লাশটি কোন পাগল মহিলার হতে পারে। তার মাথার এক পাশে থেঁতলানো ও বিচ্ছিন্ন পা দেখে মনে হচ্ছে ১০-১২দিন আগে বণ্যহাতির পায়ের নিচে পিষ্ট হয়ে ওই তরুণীর মৃত্যু হয়েছে।

    বাঁশখালী থানার ওসি মো. রেজাউল করিম মজুমদার জানান, আজ রবিবার সকাল সোয়া ১০টার সময় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুকুরিয়া বৈলগাঁও চা বাগান থেকে দুই কিলোমিটার দূরে গভীর জঙ্গলে গিয়ে বাঁশখালী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। মৃত ওই তরুণীর পরনে রঙ্গিন কাপড় পড়া ছিলো। তবে লাশের পরিচয় স্থানীয়রা কেউ জানাতে পারেনি।

    মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সকাল সাড়ে ১১টার সময় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

  • বন্দরের ১৩ নম্বর জেটি সংলগ্ন কর্ণফুলি নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

    বন্দরের ১৩ নম্বর জেটি সংলগ্ন কর্ণফুলি নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম বন্দরের ১৩ নম্বর জেটি সংলগ্ন কর্ণফুলি নদী থেকে অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ১৩ ডিসেম্বর শুক্রবার সকাল সোয়া ১০টার সময় পুলিশ লাশটি উদ্ধার করে।

    লাশের পড়নে কোন কাপড় ছিলো না। বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

    তথ্যটি নিশ্চিত করে বন্দর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু সালেহ বলেন, বন্দর ১৩ নম্বর জেটি সংলগ্ন কর্ণফুলি নদীতে ভাসমান অবস্থায় একটি মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    মরদেহটির কোন পরিচয় জানা যায়নি উল্লেখ করে এ পুলিশ কর্মকর্তা জানায় এ ঘটনায় বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

  • সীতাকুণ্ডের কুমিরা থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

    সীতাকুণ্ডের কুমিরা থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

    সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডের কুমিরা থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। 

    এর আগে মহিলার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা কুমিরা ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য আলাউদ্দিনকে জানায়। তিনি পুলিশকে বিষয়টি অবহিত করলে এসআই মজিদ ঘটনাস্থলে গিয়ে লাশটা উদ্ধার করেন।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, ধারণা করা হচ্ছে মহিলার লাশটি তিন থেকে চার দিন আগের। তার পায়ে একটি বড় জখমের চিহ্ন রয়েছে এবং যেখানে পায়ের তালুর অর্ধেকটা অংশ নেই।

    সীতাকুণ্ড মডেল থানার এসআই মজিদ ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

    ধারনা করা হচ্ছে মহিলাটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার পরিবার আত্মীয় স্বজনের যদি কাউকে পাওয়া না যায় তাহলে লাশ আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।