নীলফামারীর সৈয়দপুরে অজ্ঞান অবস্থায় উদ্ধারকৃত অজ্ঞাতনামা বৃদ্ধটি অবশেষে মারা গেছেন।
২৯ সেপ্টেম্বর রবিবার দুপুরে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেছেন। মৃতের মরদেহ নীলফামারী মর্গে সংরক্ষিত রয়েছে। মৃত. বৃদ্ধের কোন পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর শুক্রবার সন্ধায় শহরের দারুল উলুম মাদরাসা মোড় থেকে এলাকাবাসী অজ্ঞান অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে। এসময় চিকিৎসক তার অবস্থা অত্যন্ত গুরুত্বর বলে জানান।
এতে উদ্ধারকারীরা তাৎক্ষনিক বৃদ্ধের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে প্রচার করলেও তার কোন ওয়ারিশ না আসায় পরিচয় জানা যায়নি। দুই দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রবিবার দুপুরে অবশেষে তিনি মারা যান। এমতবাস্থায় বৃদ্ধের মরদেহ ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে প্রেরণ করা হয়।