Tag: অজ্ঞাত লাশ

  • মিরসরাইয়ে অজ্ঞাত ব্যক্তির পচন ধরা লাশ উদ্ধার

    মিরসরাইয়ে অজ্ঞাত ব্যক্তির পচন ধরা লাশ উদ্ধার

    মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:: চট্টগ্রামের মিরসরাইয়ে পানির ছড়া থেকে অজ্ঞাত ব্যাক্তি (৪৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড় জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন নালির দুয়ার এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়ক সংলগ্ন খালের পানিতে মৃত ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশ কে জানানো হয়। থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিচয় সনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাশাপাশি উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

    জোরারগঞ্জ থানার পুলিশ উপ পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, নিহতের শরীরে ইতিমধ্যে পচন ধরেছে। প্রাথমিক সুরতহাল অনুযায়ী ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি কোন মৎস্য খামারের শ্রমিক হবে। রাতে রাস্তার পাশে হাঁটার সময় তথা সম্ভব গাড়ির ধাক্কায় ছড়ার পানিতে পড়ে গিয়ে মারা যেতে পারে। নিহতের শরীরে তেমন কোন দাগ নেই শুধু ডান চোখে ভ্রুএর উপর হালকা আঘাতের চিহ্ন রয়েছে।

    স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজাউল করিম জানান, জানান, ছড়ার পানিতে লাশ পাওয়ার খবর শুনেছি। তবে পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় লোকজন পরিচয় নিশ্চিত করতে পারেনি।

    জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। পরিচয় সনাক্ত ও মৃত্যুর কারন জানতে তদন্ত চলছে।মিরসরাইয়ে অজ্ঞাত ব্যক্তির পচন ধরা লাশ উদ্ধার।

  • সীতাকুণ্ডের কুমিরায় জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

    সীতাকুণ্ডের কুমিরায় জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে সাগরে জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাত নারীর (৪৫) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশের নেতৃত্ব মানবিক সংগঠন গাউছিয়া কমিটি টিম।

    শুক্রবার (২০ জানুয়ারী) বিকাল সাড়ে ৫টার সময় উপজেলার কুমিরা ইউনিয়নের কুমিরা-সন্দ্বীপ ফেরিঘাট এলাকার সাগর থেকে লাশটি উদ্ধার করা হয়।

    নৌ পুলিশ সুত্রে জানা গেছে, কুমিরা ফেরিঘাট ব্রীজের নিচে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

    বিষয়টি নিশ্চিত করে কুমিরা নৌ পুলিশের এসআই মোঃ চাঁন মিয়া বলেন, খবর পেয়ে ব্রীজের শেষ মাথার নিচে জোয়ারের পানিতে এক নারীর ভেসে আসা লাশ গাউছিয়া কমিটির সদস্যদের সহযোগিতায় উদ্ধার করি। বিষয়টা থানায় অবহিত করা হয়েছে। লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে শরীরের কাপড় দেখে ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন ছিল ওই নারী। সুরতহাল প্রতিবেদন তৈরীর পর লাশটি চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

  • কর্ণফুলীর কেইপিজেডে পাওয়া অজ্ঞাত লাশের সন্ধান চায় পুলিশ

    কর্ণফুলীর কেইপিজেডে পাওয়া অজ্ঞাত লাশের সন্ধান চায় পুলিশ

    চট্টগ্রাম কর্ণফুলী থানাধীন কেইপিজেডের লেকে পাওয়া অজ্ঞাত এক লাশের পরিচয় জানতে চায় পুলিশ।

    গত সোমবার (৪ জানুয়ারি) দুপুরে পাওয়া লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হলেও এখনো তার পরিচয় সনাক্ত হয়নি।

    এরমধ্যে লাশের ছবিসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ছবি প্রকাশিত হলেও কোন ধরনের খোঁজ-খবর কিংবা পরিচয় জানা যায়নি।

    পুলিশ সুত্র জানিয়েছেন, লেকের পানিতে ভাসমান লাশের অনেকাংশ পঁচে গিয়েছিল। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ২৪ বছর। গায়ের রং কালো, শারীরিক গঠন মাঝারি, উচ্চতা অনুমান ৫ ফুট ৪ইঞ্চি। লাশের পরনে ছিল নীল রঙের অন্তর্বাস এবং বাম হাতে একটি রাবারের ব্রেসলেট ছিল।

    কর্ণফুলী থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে চমেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। ছবি দেখে কেউ লাশের পরিচয় সনাক্ত করতে পারলে কর্ণফুলী থানার ০১৩২০-০৫২৯৭৪, ০১৩২০-০৫২৯৮০, ০১৭৭৭-৫০০৭৭৪ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন শাহমীরপুর জামতলা পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. নাছির উদ্দিন।

  • চমেক’র সামনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

    চমেক’র সামনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

    নগরীর পাঁচলাইশ মডেল থানাধীন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেইন গেইটের সামনে রাস্তার উপর একজন ব্যক্তির লাশ (পুরুষ ৬০) পাওয়া গেছে।

    গতকাল রাত নয় ঘটিকার সময় লাশটি পাওয়া যায়।

    মৃত ব্যক্তির ছবি দেখে কেউ শনাক্ত করতে পারলে ভারপ্রাপ্ত কর্মকর্তা, পাঁচলাইশ মডেল থানা (০১৮১৮-১৬৪২১৫) সিএমপি,চট্টগ্রাম অথবা এসআই সজীব কুমার দাস(০১৮৩০-৭৫০৫৪০), পাঁচলাইশ মডেল থানা,সিএমপি বরাবর যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

    এ বিষয়ে পাঁচলাইশ মডেল থানার জিডি নং- ৬৪০, তারিখ- ১১/১২/২০১৯

  • শঙ্খ নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

    শঙ্খ নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুইদন্ডী এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ২২ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে শঙ্খ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

    আনোয়ারা থানা অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, জুইদন্ডী এলাকায় শঙ্খ নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়।

    তিনি বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দুদিন আগে তার মৃত্যু হয়েছে। তার পরনে ছিল শার্ট ও লুঙ্গি। লাশের পরিচয় শনাক্ত ও কারণ জানার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

  • সীতাকুণ্ডের কুমিরায় পাওয়া অজ্ঞাত লাশটি চিকিৎসক শাহ আলমের

    সীতাকুণ্ডের কুমিরায় পাওয়া অজ্ঞাত লাশটি চিকিৎসক শাহ আলমের

    সীতাকুণ্ডের কুমিরাস্থ ঘাটঘর এলাকায় রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে। তার নাম মোঃ শাহ আলম(৫৮), সে ছোট কুমিরা এলাকার মৃত আজিজুল হক মাষ্টারের পুত্র। শাহ আলম পেশায় একজন চিকিৎসক। কুমিরাতে তার একটা চেম্বার রয়েছে।

    গতকাল শুক্রবার সকাল ৮ টার সময় কুমিরা ঘাটঘর এলাকার বাইপাশ সড়কের পাশ থেকে পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে। প্রতিদিনের মত রোগী দেখে রাত ৯টার দিকে চেম্বার থেকে গাড়ি যোগে চট্টগ্রাম শহরে নিজ বাসায় যাওয়ার পথে তিনি খুন হন। পুলিশ ও স্থানীয়দের ধারণা দুষ্কৃতিকারীরা তাকে খুন করে সড়কের পাশে রেখে পালিয়ে গেছে।

    জানা গেছে, ‘উপজেলার বড়কুমিরা ফেরিঘাটস্থ বাইপাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সকালে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী সীতাকুণ্ড থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

    সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) শামীম শেখ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, খবর পেয়ে প্রথমে আমরা ধারণা করেছিলাম সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তিটি মারা গেছে। কিন্তু আমরা ঘটনাস্থলে যাওয়ার পর মনে হচ্ছে তাকে কেউ খুন করে মহাসড়কের পাশে রেখে পালিয়ে গেছে।

    ব্যাক্তিটি দুর্বৃত্তের হাতে হত্যার শিকার হয়েছে কিনা তা জানার জন্য আমরা সিআইডিতে খবর দিলে তারা এসে লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। রিপোর্ট আসার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

    লাশের সনাক্তকারী কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদ চৌধুরী ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, কুমিরা হাইওয়ে সড়কে পাওয়া লাশটি ডাঃ শাহ আলমের। যিনি দীর্ঘ ৩০ বছর সৌদি আরব ডাক্তার ছিলেন, এলাকার মানুষ সেবা দেওয়া জন্য ছোট কুমিরা বাজারে বেবী কেয়ার নামে ক্লিনিক খুলে ছিলেন, রাতে চেম্বার থেকে চট্টগ্রামের বাসায় যাওয়ার পথে তাকে খুন করে রাস্তায় ফেলে য়ায়।

    ইউপি চেয়ারম্যান বলেন, নিহত চিকিৎসক শাহ আলম একজন ভালো মানুষ ছিলেন, তিনি ভালো একজন চিকিৎসক হয়েও চট্টগ্রাম শহরে চেম্বার না করে নিজ এলাকার মানুষকে সেবা দিতে শহর থেকে প্রতিদিন গ্রামে চলে আসতেন। ছোট কুমিরাতে বেবী কেয়ার নামে তার একটি ক্লিনিক রয়েছে।

    স্থানীয় এলাকারবাসীর ধারণা ডা.শাহ আলম কুমিরা থেকে শহরের বাসায় যাওয়ার পথে ছিনতায়কারীদের দ্বারা খুন হন। তবে পুলিশ বলেছে পোষ্টমোটেমের রির্পোট আসার পর বিস্তারিত জানা যাবে।