২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে মো. রফিক (৫৫) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের মৃত্যু নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। নিহত রফিক রাউজান ইউনিয়নের পূর্ব রাউজান এলাকার মৃত মুছা মিয়ার ছেলে।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে রাউজান থানার উপ পরিদর্শক (এসআই) কামালের নেতৃত্বে রাত্রি কালিন টহলরত রাউজান থানা পুলিশ চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের জলিলনগরে একটি অটোরিক্সাকে (চট্টগ্রাম-থ-১১-৬৭৪২) থামানোর সংকেত দেন। এসময় গাড়ীটিকে পুলিশ ডিউটি করার কথা বললে গাড়ীতে যাত্রী থাকায় চালক রফিক ডিউটি করতে অপারগতা প্রকাশ করেন।
তখন গাড়ীর গতি বাড়িয়ে দ্রুত ছুটতে থাকেন রফিক। পুলিশও তার পিছু নিলে সিএনজি চালক রফিক গাড়ীর গতি কমিয়ে সিএনজি রেখেই দৌঁড়ে পালিয়ে গিয়ে একটি খড়ের গাদার নিচে আশ্রয় নেন। পুলিশ গাড়ীটি থানায় নিয়ে আসেন।
পরে খোঁজ নিয়ে সিএনজি চালক রফিকের স্বজনরা তাকে অজ্ঞান অবস্থায় দেখে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে রাউজান ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, শনিবার দুপুরে সিএনজি চালক রফিকের দাফন সম্পন্ন হয়। তবে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছে বলে জেনেছি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মধুসুদন নাথ সাংবাদিকদের বলেন, রাতে পুলিশ সিএনজি অটোরিক্সাকে গাড়ি আটকাবে মনে করে এক অটোরিকশা চালক গাড়ি রেখে দৌঁড়ে পালিয়ে যায় বলে জানতে পেরেছি। এ বিষয়ে পুলিশের কোন সংশ্লিষ্টতা নেই। কেউ অভিযোগও করেনি।
গাড়িটা পরিত্যাক্ত হিসেবে থানায় আনা হয়। সিএনজি অটোরিকশাটি বর্তমানে রাউজান থানা হেফজতে রয়েছে। নিহত রফিক দুই মেয়ে ও দুই ছেলে সন্তানের জনক বলে জানা গেছে।