২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে ভাটিয়ারীতে অটোরিকশা চাপায় ওমর আলী নামের ৫ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলা ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটস্থ খাদেমপাড়া নেভি রোড এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সকালে মায়ের হাত ধরে মাদ্রাসায় যাওয়ার সময় নেভি রোড এলাকায় একটি দ্রুতগামী ইঞ্জিন চালিত অটো রিক্সা শিশু ওমর আলীকে চাপা দেয়। এসময় আহতবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০ টায় চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শিশু ওমর আলী মাদামবিবিরহাটস্থ হযরত শাহজাহানীয়া মাদ্রাসার শিশু শ্রেণীতে কয়দিন আগে ভর্তি হয়। সে কুমিল্লা জেলার চান্দিয়া থানার নওয়াবপুর ইউনিয়নের বড়করাই গ্রামের নজরুল ইসলাম (নবী মাঝির) ছেলে। তারা মাদামবিবিরহাট নেভি রোড় এলাকায় আবদুল সবুর এর ভাড়াবাসায় বসবাস করছে।
খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই কায়মুল ইসলাম নিহতের বাড়িতে গিয়ে ঘটনার তদন্ত করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন।