Tag: অতনু মুখার্জী

  • মুজিব শতবর্ষ উপলক্ষে চুয়েট ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অতনু মুখার্জীর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

    মুজিব শতবর্ষ উপলক্ষে চুয়েট ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অতনু মুখার্জীর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : গাছ লাগান,পরিবেশ বাঁচান। মুজিব বর্ষের অঙ্গীকার-দেশ হবে সবুজের সমাহার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সারা দেশে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

    “মুজিব শতবর্ষের আহবান, ৩টি করে গাছ লাগান।” এই স্লোগানকে সামনে রেখে, মুজিব শতবর্ষ এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যের পক্ষ থেকে ছাত্রলীগের প্রতিটি ইউনিটকে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের নির্দেশ প্রদান করা হয়৷

    এই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শাখা ছাত্রলীগের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসাবে চুয়েট শাখা ছাত্রলীগের ১নং সাংগঠনিক সম্পাদক অতনু মুখার্জী নিজ এলাকায় ১৪ জুলাই (মঙ্গলবার) ৩ টি বনজ-মেহগনি,ঔষধি-নিম,ফলজ-সফেদা বৃক্ষরোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচী পালন করে।

    ছাত্রলীগ নেতা অতনু মুখার্জী বলেন, ‘মুজিববর্ষের এমন ক্ষণে বৃক্ষরোপনের উদ্যোগ নিতে পেরে সত্যিই নিজেকে গর্বিত মনে করছি। পরিবেশ সুন্দর করার জন্য,পরিবেশবান্ধব করার জন্য এমন উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহবান জানাই।মুজিববর্ষে মুজিবের আদর্শকে ধারণ করতে হবে। এই প্রত্যয় থাকবে আমাদের। বৃক্ষরোপণ কার্যক্রম সেই আদর্শেরই একটি।’

    ২৪ ঘণ্টা/এম আর/নেজাম