২৪ ঘন্টা ডট নিউজ : ডেস্ক : বাংলাদেশ বনগবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এর বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডসহ বাস্তবায়নাধী বিভিন্ন প্রকল্প কাজের পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।
গত ২১ জানুয়ারি বাংলাদেশ বনগবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) পরিদর্শনে আসলে তাকে স্বাগত জানান বিএফআরআই এর পরিচালক ড. মো: মাসুদুর রহমান, বিভাগীয় কর্মকর্তা ড. রফিকুল হায়দার, মো: জাহাঙ্গীর আলমসহ অন্যান্য গবেষকগণ।
পরে অতিরিক্ত সচিব জলবায়ু ট্রাস্টফান্ডের অর্থায়নে বিএফআরআই এর প্রশাসন বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব মোকাবিলায় বাংলাদেশ বনগবেষণা ইনস্টিটিউট এলাকায় অবকাঠামো সমূহ উন্নয়ন’ শীর্ষক প্রকল্পগুলো পরিদর্শন করেন।
এর মধ্যে নির্মাণকৃত রাস্তা, ইনস্টিটিউটের পূর্ব পাহাড়ের উত্তর পার্শ্বে নির্মাণকৃত আরসিসি রিটেইনিং ওয়াল, পশ্চিম পাহাড়ের পানিশোধনাগারের পার্শ্বে এবং পূর্ব পাহাড়ের উত্তর পার্শ্বে নির্মাণকৃত ২টি ব্রিক রিটেইনিং ওয়াল, প্রশাসনিক ভবন এবং বনজ সম্পদ ভবনের পার্শ্বে নির্মাণকৃত ২টি গাইডওয়াল এবং পূর্ব পাহাড়ের উত্তর পার্শ্বে নির্মাণকৃত আরসিসি ড্রেন তিনি পরিদর্শন করে সনোতাষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে প্রকল্পের বাস্তবায়নকৃত কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন বিএফআরআই চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা (প্রশাসন) ও প্রকল্প পরিচালক মো. জাহাঙ্গীর আলম। এসময় বিস্তারিত কার্যক্রম পিপি অনুযায়ী সুসম্পন্ন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং অবশিষ্ট কাজ প্রকল্পের নির্দিষ্ট সময় চলতি বছরের ২০ জুনের মধ্যে সম্পাদনের জন্য প্রকল্প পরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন বিএফআরআই এর পরিচালকগণ, বনজ সম্পদ বিভাগের বিভাগীয় কর্মকর্তা, বীজ বাগান বিভাগের সিনিয়র রিসার্চ অফিসার ও ইনস্টিটিউটের নির্বাহী কর্মকর্তা।