Tag: অতিরিক্ত সচিব

  • করোনায় অতিরিক্ত সচিবের মৃত্যু

    করোনায় অতিরিক্ত সচিবের মৃত্যু

    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮২ ব্যাচের ছাত্র, অতিরিক্ত সচিব (পিআরএল ভোগরত) কৃষিবিদ তৌফিকুল আলম (৫৯) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

    শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।

    কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ মো. খায়রুল আলম প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন।এছাড়াও সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

    উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৪ জন মারা গেছেন। ফলে করোনায় মোট ৪৩২ জনের মৃত্যু হয়েছে।এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬৯৪ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০ হাজার ২০৫ জনে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • বিনা চিকিৎসায় অতিরিক্ত সচিব গৌতম আইচের মৃত্যু

    বিনা চিকিৎসায় অতিরিক্ত সচিব গৌতম আইচের মৃত্যু

    কিডনির জটিলতায় অসুস্থ অতিরিক্ত সচিব গৌতম আইচের মৃত্যু হয়েছে। তার পরিবারের অভিযোগ, করোনা পরিস্থিতির মধ্যে তাকে নিয়ে একের পর এক হাসপাতাল ঘুরতে হয়েছে তাদের।

    শেষ পর্যন্ত বৃহস্পতিবার (০৭ মে) কোভিড-১৯ রোগীদের জন্য নির্দিষ্ট কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় গৌতম আইচকে।

    এরপর শনিবার (০৯ মে) দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
    গৌতম আইচের মেয়ে সুস্মিতা আইচ সংবাদমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

    সুস্মিতা নিজেই একজন চিকিৎসক। সরকার ৩৩৩ হটলাইন নম্বর থেকে যে স্বাস্থ্য সেবা দিচ্ছে, সেখানেই দায়িত্ব পালন করছেন তিনি।

    সংবাদমাধ্যমকে সুস্মিতা বলেন, কোভিড-১৯ এর কোনো উপসর্গ না থাকলেও অন্য কোনো উপায় না পেয়ে অনেক কষ্টে বাবাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করাই।

    আফসোস করে তিনি বলেন, বাবার আইসিইউ সাপোর্টটা খুব দরকার ছিল, কিন্তু তা পাওয়া যায়নি। বাবার চিকিৎসাই হল না, তিনি মারা গেলেন। আমি ডাক্তার হয়েও কিছু করতে পারলাম না।
    গৌতম আইচ দীর্ঘদিন ধরে কিডনির নানা জটিলতায় ভুগছিলেন।

    ডা. সুস্মিতা বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হলেও তিনি কোভিড-১৯ এ আক্রান্ত কিনা, তা জানার চেষ্টাও করা হয়নি।

    ২৪ ঘন্টা/এম আর

  • বিএফআরআই পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

    বিএফআরআই পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

    ২৪ ঘন্টা ডট নিউজ : ডেস্ক : বাংলাদেশ বনগবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এর বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডসহ বাস্তবায়নাধী বিভিন্ন প্রকল্প কাজের পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।

    গত ২১ জানুয়ারি বাংলাদেশ বনগবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) পরিদর্শনে আসলে তাকে স্বাগত জানান বিএফআরআই এর পরিচালক ড. মো: মাসুদুর রহমান, বিভাগীয় কর্মকর্তা ড. রফিকুল হায়দার, মো: জাহাঙ্গীর আলমসহ অন্যান্য গবেষকগণ।

    পরে অতিরিক্ত সচিব জলবায়ু ট্রাস্টফান্ডের অর্থায়নে বিএফআরআই এর প্রশাসন বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব মোকাবিলায় বাংলাদেশ বনগবেষণা ইনস্টিটিউট এলাকায় অবকাঠামো সমূহ উন্নয়ন’ শীর্ষক প্রকল্পগুলো পরিদর্শন করেন।

    এর মধ্যে নির্মাণকৃত রাস্তা, ইনস্টিটিউটের পূর্ব পাহাড়ের উত্তর পার্শ্বে নির্মাণকৃত আরসিসি রিটেইনিং ওয়াল, পশ্চিম পাহাড়ের পানিশোধনাগারের পার্শ্বে এবং পূর্ব পাহাড়ের উত্তর পার্শ্বে নির্মাণকৃত ২টি ব্রিক রিটেইনিং ওয়াল, প্রশাসনিক ভবন এবং বনজ সম্পদ ভবনের পার্শ্বে নির্মাণকৃত ২টি গাইডওয়াল এবং পূর্ব পাহাড়ের উত্তর পার্শ্বে নির্মাণকৃত আরসিসি ড্রেন তিনি পরিদর্শন করে সনোতাষ প্রকাশ করেন।

    পরিদর্শনকালে প্রকল্পের বাস্তবায়নকৃত কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন বিএফআরআই চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা (প্রশাসন) ও প্রকল্প পরিচালক মো. জাহাঙ্গীর আলম। এসময় বিস্তারিত কার্যক্রম পিপি অনুযায়ী সুসম্পন্ন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং অবশিষ্ট কাজ প্রকল্পের নির্দিষ্ট সময় চলতি বছরের ২০ জুনের মধ্যে সম্পাদনের জন্য প্রকল্প পরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন।

    পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন বিএফআরআই এর পরিচালকগণ, বনজ সম্পদ বিভাগের বিভাগীয় কর্মকর্তা, বীজ বাগান বিভাগের সিনিয়র রিসার্চ অফিসার ও ইনস্টিটিউটের নির্বাহী কর্মকর্তা।

  • অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করেছেন রাউজানের মহসিন চৌধুরী

    অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করেছেন রাউজানের মহসিন চৌধুরী

    অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করেছেন রাউজানের কৃতি সন্তান মহসিন চৌধুরী।

    তিনি এতদিন যুগ্ম সচিব পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

    আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১৫৬ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে আদেশ জারি করা হয়েছে। অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করায় রাউজানের বিভিন্ন সংগঠন মহসিন চৌধুরীকে অভিনন্দন জানান।

    কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মুসলিম চৌধুরী অতিরিক্ত সচিব মহসিন চৌধুরীর বড় ভাই।