Tag: অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া

  • সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া করোনায় আক্রান্ত

    সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া করোনায় আক্রান্ত

    প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া।

    ৬ দিন আগে করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে বাসায়ই তার চিকিৎসা চলছিল।

    রোববার (১৪ জুন) সকালে শরীর কিছুটা খারাপ হওয়ায় সোহরাওয়ার্দী হাসপাতালেই ভর্তি হন তিনি।

    শনিবার রাতে তিনি নিজেই গণমাধ্যমকে এসব তথ্য জানান।

    শারীরিক অবস্থা সম্পর্কে উত্তম কুমার জানান, জ্বর ছাড়া আর কোনো উপসর্গ আপাতত নেই। অক্সিজেন সিচ্যুরেশন ভালো আছে। সিটি স্ক্যান পরীক্ষায় বাইল্যাটেরাল নিউমোনিয়ার ধরা পড়েছে।

    প্রসঙ্গত, এর আগে ওই হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী মিলিয়ে প্রায় ১০০ জন করোনাতে আক্রান্ত হন। তাদের মধ্যে অনেকেই ইতোমধ্যে সুস্থ হয়ে পুনরায় হাসপাতালে কাজে যোগ দিয়েছেন।

    ২৪ ঘণ্টা/এম আর