রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের হোয়ারাপাড়া গ্রামে করোনাকালীন সময়ে দুই শতাধিক পরিবারে মানবিক উপহার প্রদান করেছে অগ্রসর ফান্ড-জাপান।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথের মন্ডপের মহাবোধি চত্ত্বরে শারীরিক দূরত্ব নিশ্চিত করে প্রদান এই উপহার সামগ্রী প্রদান করা হয়।
রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের হোয়ারাপাড়ার কৃতি সন্তান, আন্তর্জাতিক চিকিৎসা বিজ্ঞানী জাপান প্রবাসী অধ্যাপক ড. সুমন বড়ুয়া ও তার সহধর্মিণী অধ্যাপক স্মৃতি বড়ুয়ার উদ্যোগে অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ ও অগ্রসার ফাণ্ড-জাপানের যৌথ পরিচালনা এবং বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সম্মিলনীর সার্বিক সহযোগিতায় বৃহত্তর হোয়ারাপাড়া গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রামের হিন্দু, বৌদ্ধ ও মুসলিম ধর্মাবলম্বীর দুই শত পরিবারকে উপহার স্বরূপ নগদ এক হাজার টাকা করে প্রদান করা হয়।
উপহার বিতরণ অনুষ্ঠানে আর্শীবানী প্রদান করেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি শ্রীমৎ সুনন্দ মহাথের।
বক্তব্য রাখেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক সুমিত্তানন্দ থের, শিক্ষক সমীরণ বিকাশ বড়ুয়া, সমাজ হিতৈষী স্বপন কান্তি বড়ুয়া।
জ্ঞানেন্দ্রিয় ভিক্ষুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সুমেধানন্দ, আওয়ামী লীগ নেতা ডা.স্বপন বড়ুয়া।
একই দিন সংগঠনের উদ্যোগে কুমিল্লা জেলার বরুড়া থানার লগ্নসার গ্রামে ও সিলেট জেলার আখালিয়া নয়াবাজার এলাকায় মানবিক উপহার প্রদান করা হয়।
২৪ ঘণ্টা/এম আর/নেজাম