ইয়েমেনের রাজধানী সানার এক স্কুলে রমজান উপলক্ষে একটি দাতব্য প্রতিষ্ঠানের অর্থ বিতরণের সময় পদদলিত হয়ে অন্তত ৭৮ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন। এদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার দেশটির কর্মকর্তাদের বরাতে এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওতে সানার বাব-আল-ইয়েমেন এলাকার বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যায়। মুসলিমদের পবিত্র মাস রমজান প্রায় শেষ। সামনে তাদের ঈদ। এই উৎসবের খরচ মেটাতে অনেকে অনুদান নিতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, স্কুলটিতে জনপ্রতি মাত্র ৯৫৪ টাকা (৯ মার্কিন ডলার) অনুদান নিতে শত শত মানুষ ভিড় জমায়। পরে পদদলিত হয়ে এই প্রাণহানির ঘটনা ঘটে।
২০১৫ সালে সরকার উৎখাতের পর থেকে সানা শহরটি হুতি বিদ্রোহীদের দখলে আছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অনুদান বিতরণে দায়ী ব্যক্তিদের আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত করা হচ্ছে।
২০১৫ সালে ক্রমবর্ধমান সংঘাতে ইয়েমেন বিধ্বস্ত হয়। ওই সময় হুতি বিদ্রোহীরা দেশের পশ্চিমাঞ্চলের বড় একটি অংশের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এতে তৎকালীন প্রেসিডেন্ট আবদরাব্বুহ মনসুর হাদি বিদেশে পালিয়ে যান এবং সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলোর একটি জোট তার শাসন পুনরুদ্ধারে চেষ্টা চালায়। এ নিয়ে কয়েক বছর ধরে দেশটিতে সামরিক অচলাবস্থা চলছে।
হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি সামরিক জোটের এই সংঘাতে দেড় লাখের বেশি মানুষের প্রাণহানি হয়। এ ছাড়া দেশটির মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ, অর্থাৎ ২ কোটি ৩০ লাখের বেশি মানুষ সাহায্যের মুখাপেক্ষী হয়ে পড়ে।