Tag: অনুদান

  • ইয়েমেনে অনুদান নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত ৭৮

    ইয়েমেনে অনুদান নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত ৭৮

    ইয়েমেনের রাজধানী সানার এক স্কুলে রমজান উপলক্ষে একটি দাতব্য প্রতিষ্ঠানের অর্থ বিতরণের সময় পদদলিত হয়ে অন্তত ৭৮ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন। এদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার দেশটির কর্মকর্তাদের বরাতে এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওতে সানার বাব-আল-ইয়েমেন এলাকার বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যায়। মুসলিমদের পবিত্র মাস রমজান প্রায় শেষ। সামনে তাদের ঈদ। এই উৎসবের খরচ মেটাতে অনেকে অনুদান নিতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন।

    বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, স্কুলটিতে জনপ্রতি মাত্র ৯৫৪ টাকা (৯ মার্কিন ডলার) অনুদান নিতে শত শত মানুষ ভিড় জমায়। পরে পদদলিত হয়ে এই প্রাণহানির ঘটনা ঘটে।

    ২০১৫ সালে সরকার উৎখাতের পর থেকে সানা শহরটি হুতি বিদ্রোহীদের দখলে আছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অনুদান বিতরণে দায়ী ব্যক্তিদের আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত করা হচ্ছে।

    ২০১৫ সালে ক্রমবর্ধমান সংঘাতে ইয়েমেন বিধ্বস্ত হয়। ওই সময় হুতি বিদ্রোহীরা দেশের পশ্চিমাঞ্চলের বড় একটি অংশের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এতে তৎকালীন প্রেসিডেন্ট আবদরাব্বুহ মনসুর হাদি বিদেশে পালিয়ে যান এবং সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলোর একটি জোট তার শাসন পুনরুদ্ধারে চেষ্টা চালায়। এ নিয়ে কয়েক বছর ধরে দেশটিতে সামরিক অচলাবস্থা চলছে।

    হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি সামরিক জোটের এই সংঘাতে দেড় লাখের বেশি মানুষের প্রাণহানি হয়। এ ছাড়া দেশটির মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ, অর্থাৎ ২ কোটি ৩০ লাখের বেশি মানুষ সাহায্যের মুখাপেক্ষী হয়ে পড়ে।

  • নিজের নির্বাচনী এজেন্টের মেয়ের চিকিৎসায় ৩ লক্ষ টাকা অনুদান দিলেন শিক্ষা উপমন্ত্রী নওফেল

    নিজের নির্বাচনী এজেন্টের মেয়ের চিকিৎসায় ৩ লক্ষ টাকা অনুদান দিলেন শিক্ষা উপমন্ত্রী নওফেল

    একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে এজেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী রতন দত্ত এর কন্যা চট্টগ্রাম সরকারি সিটি কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী সুপর্ণা দত্তের কিডনি প্রতিস্থাপন জন্য ৭ লক্ষ টাকা প্রয়োজন জানতে পেরে ব্যক্তিগত তহবিল থেকে নগদ তিন লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    সোমবার (০১ ফেব্রুয়ারি) সকালে উপমন্ত্রী’র চশমা হিলের বাসভবনে উপস্থিত হয়ে রতন দত্তের জ্যেষ্ঠ কন্যা সুকন্যা দত্ত অনুদানের টাকা গ্রহণ করেন।

    এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, শাওন ঘোষ।

    এই সময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সমাজের বিত্তবানদের সুপর্ণা দত্ত এর চিকিৎসায় সহযোগিতা কামনা করেন এবং তাঁর পক্ষ থেকে আরো সহযোগিতা করার হবে বলে আশ্বস্ত করেন।

  • ফটিকছড়ি কোভিড ১৯ হাসপাতালে অনুদান দিলেন শেখ শাহজাহান

    ফটিকছড়ি কোভিড ১৯ হাসপাতালে অনুদান দিলেন শেখ শাহজাহান

    ফটিকছড়ি প্রতিনিধি:ফটিকছড়ি সদরের ২০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য প্রকল্পকে (ইউনিট-২) বিশেষায়িত কোভিড-১৯ হাসপাতালে রুপান্তরের জন্য উপজেলা প্রশাসনের আপদকালীন ফান্ডে ১ লাখ টাকা অনুদান প্রদান করলেন ইহয়াউস্সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী।

    সোমবার দুপুরে তার অনুদানগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিনের হাতে হস্তান্তর করা হয়।

    এ সময় ইউএনও সায়েদুল আরেফিন শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

    ২৪ ঘণ্টা/এম আর/জুনায়েদ

  • ৫ হাজার টাকা করে যাচ্ছে দেশের সব মসজিদে

    ৫ হাজার টাকা করে যাচ্ছে দেশের সব মসজিদে

    ২৪ ঘণ্টা ডট নিউজ। ধর্ম ডেস্ক : করোনা ভাইরাসের কারণে লকডাউন ও সরকারি বিধি নিষেধ থাকায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে মুসল্লিদের দানের ওপর নির্ভর মসজিদগুলো। ফলে দৈনন্দিন ব্যয় মেটাতে সমস্যায় পড়ছে মসজিদগুলো।

    করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মধ্যে দেশের দুই লাখ ৪৪ হাজার ৪৩টি মসজিদের প্রত্যেকটিতে পাঁচ হাজার টাকা করে ১২২ কোটি ২ লাখ ১৫ হাজার টাকার আর্থিক অনুদানের অনুমোদন দিয়েছে সরকার।

    বুধবার ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক আনিস মাহমুদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী বিরাজমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণসহ নানা কারণে দেশের মসজিদগুলোতে মুসল্লিরা স্বাভাবিকভাবে দান করতে পারছেন না। এতে দানসহ অন্যান্য সাহায্য কমে যাওয়ায় মসজিদের আয় কমে গেছে।

    ফলে মসজিদের দৈনন্দিন ব্যয়নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। বর্তমান বিদ্যমান পরিস্থিতিতে মসজিদের আর্থিক অসচ্ছলতা দূর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মসজিদের অনুকূলে পাঁচ হাজার টাকা হারে অনুদান প্রদানে অনুমোদন করেছেন।

    এর পরিপ্রেক্ষিতে প্রতিটি মসজিদের অনুকূলে এ অনুদান ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট বিভাগ, জেলা কার্যালয়ের পরিচালক/উপ-পরিচালকের ব্যাংক হিসাবে প্রেরণ করা হল।

    সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক/উপ-পরিচালকের সমন্বয়ে অনুদানের অর্থ/চেক বিতরণ করা হবে।

    প্রসঙ্গত, দেশের করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে দেশের সব মসজিদগুলোতে অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • হাটহাজারী সরকারি কলেজ শিক্ষক পরিষদের অনুদান ইউএনও’র তহবিলে

    হাটহাজারী সরকারি কলেজ শিক্ষক পরিষদের অনুদান ইউএনও’র তহবিলে

    ২৪ ঘণ্টা ডট নিউজ। হাটহাজারী প্রতিনিধি : বৈশ্বিক মহামারি (কোভিড-১৯) এর সংক্রমণরোধে দেশের অন্যান্য অঞ্চলের ন্যায় হাটহাজারী’ও লকডাউন।

    চলমান এ লকডাউনে উপজেলার খেটে খাওয়া হত দরিদ্র মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে। ঠিক এমন পরিস্থিতে হাটহাজারী উপজেলার হতদরিদ্র, অস্বচ্ছল, দিনমজুর ও নিম্ন আয়ের কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়াতে সহায়তা স্বরূপ হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন এর ব্যক্তিগত তহবিলে নগদ পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করেছেন হাটহাজারী সরকারি কলেজ শিক্ষক পরিষদ।

    বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে হাটহাজারী সরকারি কলেজ শিক্ষক পরিষদের নেতৃবৃন্দরা ইউএনও এর হাতে এ সহায়তা অর্থ হস্তান্তর করেন।

    এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী সরকারি কলেজের উপাধ্যক্ষ গুল মোহাম্মদ, সহকারী অধ্যাপক সাইফুদ্দিন চৌধুরী, প্রভাষক মোঃ রাসেল জব্বার খান, প্রভাষক মীর মোহাম্মদ জিয়াউল হক, প্রভাষক মোঃ আবু তালেব।

    উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন হাটহাজারী সরকারি কলেজ শিক্ষক পরিষদের অনুদানকে স্বাগত জানিয়ে বলেন, উপজেলার হতদরিদ্র, অস্বচ্ছল, দিনমজুর ও নিম্ন আয়ের কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে যে নগদ অনুদান প্রদান করেছেন তা সত্যিই প্রশংসার দাবিদার এবং অনুকরণীয় বটে।

    এসময় দেশের এই সংকটকালীন মুহুর্তে সমাজের খেটে খাওয়া দিনমজুর অসহায় মানুষের পাশে দাড়াঁতে সমাজের ধনী ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান ইউএনও মোহাম্মাদ রুহুল আমিন।

    ২৪ ঘণ্টা/মো. পারভেজ/আর এস পি

  • বিশ্বব্যাংক বাংলাদেশকে ৩৫ কোটি ডলার অনুদান দিবে

    বিশ্বব্যাংক বাংলাদেশকে ৩৫ কোটি ডলার অনুদান দিবে

    কক্সবাজারের স্থানীয় জনগণ ও রোহিঙ্গাদের জন্য বাংলাদেশকে ৩৫ কোটি ডলার অনুদান দিচ্ছে বিশ্বব্যাংক। মঙ্গলবার বাংলাদেশের অন্যতম সহযোগী সংস্থাটি এ অনুদানের টাকা অনুমোদন করে। তিন প্রকল্পের আওতায় এই অর্থ খরচ করা হবে।

    বুধবার (১ এপ্রিল) বিশ্বব্যাংকের ঢাকা অফিস গণমাধ্যমকে এ তথ্য জানায়। এই অনুদান স্বাস্থ্যসেবা, লিঙ্গভিত্তিক সহিংসতার প্রতিক্রিয়া, সামাজিক সুরক্ষা, মৌলিক পরিষেবা এবং অবকাঠামোগত উন্নয়নে কক্সবাজার জেলায় ব্যবহার করা হবে।

    বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, বাংলাদেশ প্রায় ১.১ মিলিয়ন রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বিশাল উদারতা দেখিয়েছে। আশ্রয় পাওয়া এই জনগোষ্ঠী টেকনাফ ও উখিয়া উপজেলার স্থানীয় জনসংখ্যার চেয়ে প্রায় তিনগুণ বেশি। স্বাভাবিকভাবেই এটি বিদ্যমান অবকাঠামো এবং সমাজসেবা সরবরাহের ওপর প্রচুর পরিমাণে চাপ সৃষ্টি করছে। এবং স্বাস্থ্য ও দুর্যোগ ঝুঁকি বাড়িয়ে তুলেছে।

    তিনি বলেন, এই অনুদান দেশের পরিষেবা সরবরাহের ক্ষমতা আরও জোরদার করবে। প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রেও স্থিতি বাড়িয়ে তুলবে।

    কক্সবাজার জেলার জন্য ১৫ কোটি ডলারের হেলথ এবং জেন্ডার সহায়তা প্রকল্পটি রোহিঙ্গাসহ ৩ দশমিক ৬ মিলিয়ন মানুষকে স্বাস্থ্য, পুষ্টি এবং পরিবার পরিকল্পনা পরিষেবায় অ্যাক্সেস করতে সক্ষম করবে এবং প্রতিরোধমূলক ও প্রতিক্রিয়াশীল পরিষেবার মাধ্যমে লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলা করতে সক্ষম করবে।

    প্রকল্পটি উন্নত পাবলিক অবকাঠামোতে স্থানীয় লোকসহ প্রায় ৭ লাখ ৮০ হাজার ৮০০ মানুষকে উপকৃত করবে। এর মধ্যে রয়েছে ৩ লাখ ৬৫ হাজার ৮০০ মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা। ১ লাখ ৭১ হাজার ৮০০ জনের জন্য আরও ভালো স্যানিটেশন।

    এ ছাড়া জেলাটির দরিদ্র মোকাবিলায় আরেকটি প্রকল্পের আওতায় খরচ করা হবে ১০ কোটি ডলার। দারিদ্র্য নিরসন কর্মসংস্থান জেনারেশন প্রোগ্রাম ব্যবহার করে হোস্ট সম্প্রদায়ের দরিদ্র ও দুর্বল পরিবারগুলোকে জীবিকা এবং আয়ের সহায়তা দেয়া হবে।

  • পাথরঘাটা বিষ্ফোরণে নিহতদের পরিবারে অনুদানের টাকা তুলে দিলেন মেয়র নাছির

    পাথরঘাটা বিষ্ফোরণে নিহতদের পরিবারে অনুদানের টাকা তুলে দিলেন মেয়র নাছির

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের পাঁচতলা বড়ুয়া ভবনের নিচতলায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিষ্ফোরণের ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারের হাতে ১ লক্ষ টাকা করে আর্থিক অনুদান তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।

    বুধবার দুপুরে চসিক কনফারেন্স হলে ৮ পরিবারকে ১ লক্ষ টাকা করে তুলে দেয়া হয়। এছাড়া স্থানীয় কাউন্সিলর ইসমাইল বালী তার বাবার নামে প্রতিষ্ঠিত আব্দুল রাজ্জাক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেন।

    নিহতরা হলেন, পটিয়ার অ্যানি বডুয়া, কক্সবাজারের উখিয়ার নুরুল ইসলাম, সাতকানিয়ার একই পরিবারের ফারজানা আক্তার (মা) ও আতিকুর রহমান (ছেলে), পটিয়ার রিকশাচালক আব্দুর শুক্কুর, মহেশখালীর ভ্যানচালক মো. সেলিম, লোহাগাড়ার মাহমুদুল হক এবং সম্প্রতি ১৩ দিন মৃত্যুর সাথে হাসপাতালে পাঞ্জা লড়ে মৃত্যুবরণ করা পাথরঘাটার আশরাফ আলী রোডের মুসা কলোনির আয়শা মঞ্জিলের চতুর্থ তলার বাসিন্দা অনিল গোমেজ ও ন্যান্সি গোমেজের বড় কণ্যা ডরিন তৃষা গোমেজ (২৩)। নিহতদের পক্ষে তাদের ভাই, স্ত্রী, স্বামী, পিতা এ অনুদানের টাকা গ্রহণ করেন।

    এ ছাড়া দুর্ঘটনার দিন নিহতদের দাফন-কাপন ও সৎকার্য করার জন্য সিটি মেয়রের পক্ষ থেকে ২০ হাজার টাকা এবং নিহতদের পারিবারিক স্থানে নিয়ে যাওয়ার জন্য এ্যাম্বুলেন্স সহায়তা ও আহতদের চিকিৎসার সকল ব্যয় ভার বহন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

    অনুদান প্রদানকালে নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সিটি মেয়র বলেন, পরিবারের যে ক্ষতি হয়েছে তা পূরণ করা সম্ভব নয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই আর্থিক সহায়তা ক্ষুদ্র প্রয়াস মাত্র। তিনি নিহতদের পরিবারে যেকোন প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

    এ সময় চসিক কাউন্সিলর, ইসমাইল বালী, হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, সচিব মো. আবু সাহেদ চৌধুরী, সিটি মেয়রের একান্ত সচিব মো. আবুল হাসেম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক লতিফা আনসারী, চসিক তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, আইটি অফিসার মো. ইকবাল, মো. হাফিজুর রহমান ও মো. আবদুল রশিদ লোকমান উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য : ১৭ নভেম্বর রবিবার সকাল ৯টার দিকে পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের পাঁচতলা বড়ুয়া ভবনের নিচতলায় বিস্ফোরণে দেওয়াল বিধ্বস্থ হয়। এ ঘটনায় ৪ জন পুরুষ ২ জন মহিলা ও একজন শিশুসহ ৭ জন নিহত হয়। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন ছিলো ৯ জন।

    এর মধ্যে গত ২৯ নভেম্বর শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় স্কুল শিক্ষিকা তৃষা গোমেজের মৃত্যু হয়অ নিহতের সংখ্যা বেড়ে দাড়ায় ৮ জনে।

  • মহেশখালীতে ৯৬ জলদস্যুর আত্মসমর্পণ : প্রতিজন পাবে ৫০ হাজার টাকা অনুদান

    মহেশখালীতে ৯৬ জলদস্যুর আত্মসমর্পণ : প্রতিজন পাবে ৫০ হাজার টাকা অনুদান

    কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালীতে ১২ জলদস্যু বাহিনীর ৯৬ সদস্য আত্মসমর্পণ করেছেন। শনিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র ও গুলি জমা দিয়ে তারা আত্মসমর্পণ করেনমহেশখালীর কালারমারছড়া ইউনিয়ন পরিষদ মাঠে কক্সবাজার জেলা পুলিশ এ আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

    কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আশরাফুল আবসার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।

    অনুষ্ঠানে স্বাভাবিক জীবনে ফেরার আশায় আত্মসমর্পণকারী ৯৬ জলদস্যুকে ৫০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।

    কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, একটি বেসরকারি টেলিভিশনের মাধ্যমে কক্সবাজারের উপকূলীয় এলাকার জলদস্যু বাহিনীগুলো আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আগ্রহ প্রকাশ করেন। তাদের এ আগ্রহের প্রতি সাড়া দিয়ে সরকার জলদস্যুদের আত্মসমর্পণের সুযোগ দিতেই আজকের এ অনুষ্ঠনের আয়োজন করেছে।

    জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আত্মসমর্পণকারীদের যথাযথ প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। তবে সন্ত্রাস ও দস্যুতার পথ পরিহার করে স্বভাবিক জীবনে ফিরে আসার জন্য পুলিশ প্রশাসন ও সরকারের তরফ থেকে গতবারের মতো তাদেরকে সর্বোচ্চ আইনি সহায়তাসহ সার্বিক সহায়তা করা হবে।

    মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, এ আত্মসমর্পণের পর মহেশখালী সম্পূর্ণ সন্ত্রাসমুক্ত হবে বলে আশা করা হচ্ছে।