Tag: অনুদান প্রদান

  • শ্রমিক ইউনিয়নের তহবিলে অনুদান দিলেন শিক্ষা উপমন্ত্রী

    শ্রমিক ইউনিয়নের তহবিলে অনুদান দিলেন শিক্ষা উপমন্ত্রী

    চাকতাই-খাতুনগঞ্জ-আসদগঞ্জ-কোরবানীগঞ্জ সাধারণ শ্রমিক ইউনিয়ন কল্যাণ তহবিলে নগদ এক লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে চাকতাই-খাতুনগঞ্জ-আসদগঞ্জ-কোরবানীগঞ্জ সাধারণ শ্রমিক ইউনিয়ন সভাপতি মফিজ উল্লাহ, সাধারণা সম্পাদক শফিক উল্লাহ হাতে তিনি এই অনুদান তুলে দেন।

    এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, সংগঠনের উপদেষ্টা ও ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ চৌধুরী বাহাদুর, ৩৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আতিক উল্লাহ প্রমুখ।

    অনুদান প্রদান কালে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, শ্রমিকদের প্রতি অনুরোধ রাখবো আপনারা অর্থনীতির চাকা সচল রাখতে আন্তরিকতার সাথে কাজ করে যাবেন। সাথে সাথে মালিক পক্ষের প্রতিও আমি অনুরোধ করবো শ্রমিকেরা যাতে তাদের ন্যায্য পারিশ্রমিক পাই, তারা যাতে দুইবেলা পেটভরে খেতে পারে সেই দিকে আপনারা খেয়াল রাখবেন।

    তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মালিক পক্ষের সাথে শ্রমিকের মজুরি নিয়ে যেভাবে দর কষাকষি করেন তা দেখলে মনে হয় তিনিও আপনাদের একজন। বঙ্গবন্ধু কন্যা মা এর স্নেহ – মমতায় সারাদেশের সকল শ্রেণী পেশার মানুষ কে আগলে রেখেছেন। তিনি নেতৃত্ব দিচ্ছেন বলেই দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করতে পারছে।

  • অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে যাওয়া পরিবারকে ফরহাদাবাদ প্রবাসী পরিষদের সহায়তা

    অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে যাওয়া পরিবারকে ফরহাদাবাদ প্রবাসী পরিষদের সহায়তা

    হাটহাজারী উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়ন এর ৭নং ওয়ার্ডস্থ ওয়াহেদ আলী টেন্ডলের বাড়ীতে গত মঙ্গলবার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত নাছির ড্রাইভারের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে ফরহাদাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ।

    বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস গণি চৌধুরী, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক মিজান, ধর্ম বিষয়ক প্রচার সম্পাদক হাফেজ সালাউদ্দীন, সহ-প্রচার সম্পাদক শহীদুল্লাহ দুলু, আবদুর রহিম, ইয়াছিন মুহুরী সহ অন্যান্য সদস্যদের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ বিশ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

    এসময় সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, আমরা আমাদের সংগঠনের মাধ্যমে বিভিন্ন মানবিক কাজগুলো করার চেষ্টা করি। যা দ্বারা মানুষের কিছুটা উপকার হয়।ইতিমধ্যে আমরা বিবাহ, চিকিৎসা, শিক্ষা খাতে ১৪টি ধাপে প্রায় এক লক্ষ আশি হাজার টাকা অনুদান প্রদান করেছি।আজ আমাদের ১৫তম অনুদান হিসাবে বিশ হাজার টাকার এই অনুদান প্রদান করি। আমাদের এই অর্থ মূলতঃ প্রবাসীদের কাছ থেকেই আসে।আরব আমিরাত, কুয়েত, কাতার সহ বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী ভাইদের নিয়ে গঠিত ফরহাদাবাদ প্রবাসী পরিষদের মাধ্যমেই আমরা এই মানবিক কাজগুলো করে থাকি।

    এসময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা করার জন্য মানবিক সংগঠন এবং সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

  • বঙ্গবন্ধু কন্যার অসাম্প্রদায়িক নেতৃত্ব বর্হিবিশ্বে দেশের মুখ উজ্জল করেছে: কংজরী চৌধুরী

    বঙ্গবন্ধু কন্যার অসাম্প্রদায়িক নেতৃত্ব বর্হিবিশ্বে দেশের মুখ উজ্জল করেছে: কংজরী চৌধুরী

    নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি : খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় কমিটির বোর্ড মেম্বার কংজরী চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাম্প্রদায়িক নেতৃত্ব বর্হিবিশ্বে দেশের মুখ উজ্জল করেছে। পাহাড়-সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠিদের প্রতি তাঁর বিশেষ মনোযোগ এসব জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। তিন পার্বত্য জেলায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর নিরলস চেষ্টা এখানকার ‘পাহাড়ি-বাঙালি’ সকল জনগোষ্ঠিকে আশ্বস্ত করেছে। তাই ভবিষ্যতেও স্বাধীনতার প্রতীক নৌকাকেই সরকারে রাখার প্রত্যয় নিতে হবে।

    তিনি বুধবার বিকেলে খাগড়াছড়ি পাবর্ত্য জেলা পরিষদে তাঁর কার্যালয়ে জেলার শতাধিক বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব উপলক্ষে পরিষদের পক্ষ থেকে নগদ অনুদান প্রদানকালে এসব কথা বলেন।

    এসময় পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম-সচিব) মো: নুরুজ্জামান, পরিষদের সদস্য শতরুপা চাকমাসহ পরিষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ জেলার সকল বান্দিাদের গুরুত্বপূর্ন সব ধর্মীয় উৎসবে সামর্থ্য অনুযায়ী অনুদান প্রদান করে থাকে।

    ২৪ ঘণ্টা/রিহাম/প্রদীপ চৌধুরী

  • সীতাকুণ্ডে জেলা পরিষদের পক্ষ থেকে ২০ প্রতিষ্ঠানকে ৪৫ লক্ষ টাকার অনুদান প্রদান

    সীতাকুণ্ডে জেলা পরিষদের পক্ষ থেকে ২০ প্রতিষ্ঠানকে ৪৫ লক্ষ টাকার অনুদান প্রদান

    কামরুল ইসলাম দুলু:চট্টগ্রাম জেলা পরিষদ এর আয়োজনে সীতাকুণ্ডের বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান করা হয়েছে।

    রবিবার (৭ জুন) বেলা ১১ টায় উপজেলার নির্বাহী অফিসার কার্যালয়ে মোট ২০ টি প্রতিষ্ঠানকে জেলা পরিষদের পক্ষ থেকে ৪৪ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।

    উক্ত অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পরিষদ এর সদস্য আলহাজ্ব আ ম ম দিলসাদ।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।

    অনুদান প্রাপ্ত ২০ টি প্রতিষ্ঠান হচ্ছে- কথাকলি উচ্চ বিদ্যালয়, জাফরনগর অপর্নাচরন উচ্চ বিদ্যালয়, সামনীপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, জালাল আহমদ অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুুল, বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় শহীদ মিনার, শ্রী শ্রী রক্ষাকালী মন্দির সোনাইছড়ি ইউনিয়ন ২নং ওয়ার্ড, গফুর শাহ (রাঃ) মাদ্রাসা এতিমখানা, ঢালীপাড়া হাফেজিয়া মাদ্রাসা, শ্রীশ্রী রক্ষাকালী মন্দির মুরাদপুুর ইউনিয়র ২নং ওয়ার্ড, মুরাদপুর জামালিয়া দরবার শরীফ, বাড়বকুণ্ড বৌদ্ধবিহার, মীরসরাই ওয়াহেদপুর সোবহানিয়া মসজিদ, খুলশী কলোনি জামে মসজিদ খুলশী, আলী মিয়া চৌধুরী মসজিদ, বায়তুল হাসান মসজিদ কুমিরা, শিতলাবাড়ী মন্দির, পান্থশালা ধর্মাঙ্কুর বৌদ্ধবিহার, জয়কালীও রক্ষাকালী মন্দির এবং হাসান গোমাস্তা জামে মসজিদ।

    এব্যাপারে চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আ.ম.ম দিলসাদ বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে আমার নির্বাচনী এলাকা সীতাকুণ্ড এবং আংশিক মীরসরাইতে করোনা ভাইরাস প্রদূর্ভাব চলাকালীন সময়ে প্রায় সাতশত পরিবাবের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। চট্টগ্রাম জেলা পরিষদ সবসময় বিভিন্ন দূর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। এবং নিয়মিত সাহায্য সহযোগীতা দিয়ে যাচ্ছে।

    ২৪ ঘণ্টা/এম আর