Tag: অনুমোদনহীন ওষুধ

  • লাজ ফার্মায় বিপুল পরিমাণ অনুমোদনহীন ওষুধ, জরিমানা ২৯ লাখ

    লাজ ফার্মায় বিপুল পরিমাণ অনুমোদনহীন ওষুধ, জরিমানা ২৯ লাখ

    সরকারের অনুমোদন ছাড়া ক্যানসারের ওষুধ, ইনজেকশনসহ বিভিন্ন রোগের প্রায় ৭০ ধরনের ওষুধ বিক্রি করছিল লাজ ফার্মা। সরকারের ভ্যাট, ট্যাক্স ফাঁকি দিয়ে ল্যাগেজে এসব ওষুধ এনে বিক্রি করত। এছাড়া তাদের ড্রাগ লাইসেন্সের মেয়াদ শেষ হলেও তা বাড়ায়নি।

    এসব অনিয়মের অভিযোগে সোমবার বিকালে থেকে প্রতিষ্ঠানটির রাজধানীর কাকরাইল শাখায় অভিযান শুরু করে র‌্যাব। বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    অভিযান পরিচালনা করছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। তিনি বলেন, ‘ক্যানসারের ওষুধ, এন্টিবায়োটিক, ইনজেকশনসহ বিভিন্ন রোগের প্রায় ৭০ ধরনের ওষুধ পাওয়া গেছে। সরকার তথা ওষুধ প্রশাসনের অনুমোদনহীন এসব ওষুধ দেশে বিক্রির অনুমোদন নেই। এমন বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। এসব ওষুধের বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। তাদের কাছ থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ কিনেছে এমন দুই ক্রেতাও অভিযান চলাকালে উপস্থিত হয়। তারা আমাদের কাছে লিখিত অভিযোগও করেছেন।’

    প্রতিষ্ঠানটির ড্রাগ লাইসেন্সের মেয়াদ ছিল না জানিয়ে পলাশ বলেন, ‘তাদের ওষুধ বিক্রির যে ড্রাগ লাইসেন্স তা মেয়াদোত্তীর্ণ ছিল। অনেক সময় দেখা যায়, দেশের বাইরের অনেক ওষুধের অনুমোদন সরকার দেয় না। তারা সরকারের ট্যাক্স, ভ্যাট ফাঁকি দিয়ে ল্যাগেজে এসব ওষুধ এনেছে। এটা একটা বড় অপরাধ তারা করেছে।’

    অপর এক প্রশ্নের জবাবে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘অনুমোদন না দেবার বিভিন্ন কারণ থাকতে পারে। যেমন- এসব ওষুধ দেশের তাপমাত্রার সঙ্গে যায় না, আবার মানুষের শরীরের সঙ্গে যায় না। এমন অনেক কারণে সরকার এসব ওষুধের অনুমতি দেয় না। তারা সরকারের এসব সিদ্ধান্তের ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে দেশের বাইরে থেকে এসব ওষুধ এনে বিক্রি করছে। কারণ, তারা নিজেদের অনেক প্রভাবশালী মনে করে।’

    এসব অভিযোগে প্রতিষ্ঠানটির ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, ইনচার্জসহ সাতজনকে মোট ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • অনুমোদনহীন ওষুধ সংরক্ষণে রেখে জরিমানা দিল ৫ ফার্মেসী

    অনুমোদনহীন ওষুধ সংরক্ষণে রেখে জরিমানা দিল ৫ ফার্মেসী

    ভারত ও ফ্রান্সের অনুমোদনহীন ওষুধ বিক্রির উদ্দ্যেশে ফার্মেসীর ফ্রিজে সংরক্ষণ রাখার দায়ে জরিমানা দিয়েছে ৫ ফার্মেসী।

    আজ সোমবার চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় জেলা প্রশাসনের উদ্দ্যেগে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে এসব ফার্মেসী থেকে জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরজাহান আক্তার।

    তিনি জানান, জামালখান এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার সময় বেশ কয়েকটি ফার্মেসীতে বিক্রির উদ্দ্যেশে ফ্রিজে সংরক্ষণে ছিলো অনুমোদনহীন বিদেশী ওষুধ। তাছাড়া ফার্মেসীতে ওষুধ সংরক্ষণে নানান গাফিলতি চোখে পড়ে।

    ৫টি ফার্মেসীকে মোট ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রাথমিকভাবে এসব ফার্মেসীর কর্মকর্তাদেরকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেয়া হয়।

  • ডায়াবেটিকস্ ফুড’ নামে অনুমোদনহীন ওষুধ বিক্রি, একজনকে অর্থদন্ড

    ডায়াবেটিকস্ ফুড’ নামে অনুমোদনহীন ওষুধ বিক্রি, একজনকে অর্থদন্ড

    চট্টগ্রামের রাউজানে ‘ডায়াবেটিকস্ ফুড’ নামের অনুমোদনহীন ওষুধ বিক্রী করায় পরিচালকসহ পাঁচজনকে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

    পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে সোর্পদ করার পর ভ্রাম্যমান আদালত ‘ডায়াবেটিকস্ ফুড’ নামের অনুমোদনহীন ওষুধের পরিচালক বাবুল আকতারকে ৫০ হাজার টাকার অর্থদন্ড দেন এবং চট্টগ্রামের আর কোথাও এই অনুমোদনহীন ওষুধ বিক্রি করবেনা মর্মে মুচলেকা নেয়া হয়।

    স্থানীয় লোকজন জানান, ‘ডায়াবেটিকস্ ফুড’ নামে একটি চক্র রাউজানের উরকিরচর ইউনিয়নে গত মঙ্গলবার সকালে স্থানীয় উরকিরচর মোহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসায় একটি ক্যাম্প করে মানুষকে ডায়াবেটিকস্ রোগ থেকে নিরাময়ের কথা বলে ‘মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট’ কৃষি মন্ত্রণালয় সোহানবাগ, সাভার, ঢাকা লেখা মোড়ক সম্বলিত অনুমোদনহীন ডায়াবেটিকস্ ফুড নামে মাশরুমের গুঁড়ি বিক্রি করছিল।

    এ সময় বিষয়টি নিয়ে স্থানীয় অনেকের মনে সন্দেহ সৃষ্টি হলে তারা ইউপি সদস্যকে বিষয়টি অবহিত করেন। পরে ইউপি সদস্য ও এলাকার লোকজন এসে ওষুধ বিক্রির সাথে জড়িত পাঁচজনকে নোয়াপাড়া পুলিশ ফাঁড়িতে সোর্পদ করা হয়।

    পুলিশ মাগুরা জেলার মাগুরা সদরের মৃত আবুল কাশেমের ছেলে ও ‘ডায়াবেটিকস্ ফুড’ পরিচালক বাবুল আকতার, তার সহযোগী শরিফুল ইসলাম, নাজমুল হাছান, কানিজ ফাতেমা, সোনিয়া খাতুনকে ভ্রাম্যমান আদালতে সোর্পদ করে।

    রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ পরিচালক বাবুল আকতারকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেন এবং তাদের কাছ থেকে মুচলেকা নেন।