Tag: অনুসন্ধানী টিম ৩৬০ ডিগ্রী

  • কক্সবাজারে যমুনা টিভির অনুসন্ধানী টিমের উপর সন্ত্রাসী হামলা

    কক্সবাজারে যমুনা টিভির অনুসন্ধানী টিমের উপর সন্ত্রাসী হামলা

    কক্সবাজারে যমুনা টিভির অনুসন্ধানী টিম ৩৬০ ডিগ্রির সদস্যদের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে কক্সবাজারের মেয়র মুজিবুর রহমানের নতুন বাহারছড়াস্থ বাসায় স্বাক্ষাৎকার নিতে গেলে হামলার ঘটনাটি ঘটে।

    সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছে ৩৬০’র ক্যামেরাম্যান শাহিনুর আলম সাইফুল ও সিনিয়র প্রতিবেদক সাজ্জাদ পারভেজ। আহত টিভি সাংবাদিক শাহিনুরকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক।

    মেয়রের ব্যাক্তিগত সহকারী এবি সিদ্দিক খোকন

    প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়রের ব্যাক্তিগত সহকারী এবি সিদ্দিক খোকনের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী যমুনা টিভির সাংবাদিকদের উপর হামলা করে। তারা জানায় শুরুতে ক্যামেরম্যানকে মারধর করে সন্ত্রাসীরা। পরে প্রতিবেদক সাজ্জাদ পারভেজ ঘটনাস্থলে পৌছালে তাকেও আটকে রেখে লাঞ্চিত করে সন্ত্রাসীরা।

    হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে যমুনা টিভির অনুসন্ধানী টিম ৩৬০ ডিগ্রির সিনিয়র প্রতিবেদক সাজ্জাদ পারভেজ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, রবিবার রাতে কক্সবাজারের মেয়র মুজিবুর রহমানের সাক্ষাৎকার নিতে গেলে মেয়রের ব্যাক্তিগত সহকারী এবি সিদ্দিক খোকনের নেতৃত্বে কয়েকজন লোক তাদের সাথে বাকবিতন্ডায় জড়ায়। এক পর্যায়ে চিত্রগ্রাহক শাহিনুর ও আমার উপরে হামলা চালায়। শারিরীকভাবে লাঞ্চিত করে রুমে আটকে রাখে।

    পরে বিষয়টি যমুনা টিভির অনুসন্ধানী টিম ৩৬০ ডিগ্রির গাড়ি চালক বুঝতে পারলে তিনি স্থানীয়দের সহায়তায় সেখান থেকে আহতাবস্থায় আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

    এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। ঢাকা থেকে যমুনা টিভির রেসকিউ টিম আসছে বলে জানান সিনিয়র প্রতিবেদক সাজ্জাদ পারভেজ।