২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : সাবেক গণপরিষদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অন্যতম সহচর মরহুম আব্দুল্লাহ আল হারুনের স্ত্রী বেগম খালেদা হারুন আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আজ দুপুর ১২ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়ে, অসংখ্য আত্নীয় স্বজন, গুণগ্রাহী রেখে যান। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা লুবনা হারুণের মাতা।
মরহুমার নামাজে জানাজা আগামীকাল সকাল ১০টায় জমিয়াতুল ফালাহ মসজিদে প্রথম জানাজা এবং বাদ জুমা রাউজান গহিরায় ২য় জানাজা অনুষ্ঠিত হবে।