২৪ ঘণ্টা ডট নিউজ। জেলা সংবাদ : নোয়াখালীর বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ড তারিন কটেজের সামনে থেকে আটক করা হয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ওয়াসিম (২৪)।
ইয়াবা সেবনের অপরাধে সরঞ্জামাদিসহ রবিবার বিকেলে তাকে আটক করা হয়। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা অভিযুক্তকে ৩ মাসের সাজা প্রদান করেন।
উপজেলা ছাত্রলীগ নেতা ওয়াসিম একই উপজেলার চরএলাহী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পেশকার বাড়ির মৃত মতিউর রহমানের ছেলে বলে জানা গেছে।
ওয়াসিমের সাজার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি) সুপ্রভাত চাকমা। এদিকে এ অপরাধের দায় ছাত্রলীগ নেবে না উল্লেখ করে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না বলেন, তার (সাজাপ্রাপ্ত ওয়াসিম) অপরাধের দায় সে নিজেই বহন করবে।
২৪ ঘণ্টা/আর এস