Tag: অবস্থান কর্মসূচি

  • প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে কাজে যোগ দিলেন চমেকের নার্সরা

    প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে কাজে যোগ দিলেন চমেকের নার্সরা

    প্রশাসনের সঙ্গে বৈঠকের পরে অবস্থান কর্মসূচি বাতিল করে কাজে যোগ দিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নার্সরা।

    মঙ্গলবার (৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে প্রশাসনের আশ্বাসে তারা পুনরায় কাজে যোগ দেন।

    এর আগে, রাত ৯টার দিকে নার্সদের সঙ্গে বৈঠকে বসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

    বৈঠক শেষে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, দায়িত্বরত অবস্থায় এক নার্সকে মারধরের ঘটনায় তদন্ত কমিটির মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

    তিনি বলেন, গত তিন দিন ধরে নার্সরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এর মধ্যে এমন ঘটনা অপ্রীতিকর।

    এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য তদন্ত কমিটি গঠন করা হবে জানিয়ে তিনি আরও, এই কমিটির মাধ্যমে ভবিষ্যতের কর্মপন্থা ঠিক করা হবে। সত্যিকার অর্থে কোনো ছাত্র কিংবা ইন্টার্ন চিকিৎসক মারধরের ঘটনায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

    এর আগে মঙ্গলবার বিকেলে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে এক নার্সকে মারধরের জেরে আন্দোলনে নামেন নার্সরা। প্রায় আড়াই ঘণ্টা ধরে হাসপাতালের মেইন গেটে বন্ধ করে তারা আন্দোলন করেন।

    তাদের অভিযোগ চট্টগ্রাম মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী হাসপাতালের ২৬নং ওয়ার্ডে এক নার্সকে মারধর করেছেন। এর প্রতিবাদে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।

  • রাস্তা সংস্কারের দাবীতে পীরগঞ্জে অবস্থান কর্মসূচি

    রাস্তা সংস্কারের দাবীতে পীরগঞ্জে অবস্থান কর্মসূচি

    গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরশহরের পশ্চিম চৌরাস্তা (বটতলা) হতে ব্র্যাক পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক সংস্কারের দাবীতে অবস্থান কর্মসূচী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    পীরগঞ্জ এলাকাবাসীর আয়োজনে শনিবার (৪ জুলাই) সকালে বটতলায় প্রায় ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচী চলাকালে বক্তব্য দেন, সিপিবি’র উপজেলা সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু সায়েম, উপজেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম মোল্লা, সাবেক পৌর কাউন্সিলর সমশের আলী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপজেলা আহ্বায়ক নূরনবী চঞ্চল, রাস্তা সংস্কার আন্দোলন কমিটির আহবায়ক দুলাল সরকার, ছাত্র ইউনিয়ন নেতা আবু সালেহ সিহাব প্রমূখ।

    পরে সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুল হক, পৌর মেয়র কশিরুল আলম এসে সড়কটি দ্রুত সংস্কারের আশ্বাস দেন।

    কর্মসূচীতে এলাকাবাসী ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা অংশ নেয়।

    কর্মসূচী চলাকালে বক্তারা বলেন, ওই সড়কে পশু হাসপাতাল, পল্লী বিদ্যুত অফিস, টেলিফোন অফিস, ব্র্যাক অফিস, মহিলা কলেজ, ইকো পাঠশালা, আরএম বালিকা উচ্চ বিদ্যালয়, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেন্টমেথিউজ ইংলিশ মিডিয়াম স্কুল, ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ সহ অনেক জনগুরুত্বপূর্ণ অফিস অবস্থিত।

    এ ছাড়াও উপজেলার দৌলতপুর, জাবরহাট, বৈরচুনা এবং সেনগাঁও ইউনিয়ন বাসীকে এ সড়ক দিয়েই উপজেলা সদরে প্রবেশ করতে হয়। সড়কটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। অথচ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় মরণ ফাঁদে পরিণত হয়েছে সড়কটি। ফলে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসী সহ পথচারীদের।

    উল্লেখ্য, এ সড়ক সংস্কারের দাবীতে এর আগেও সড়কে ধানের চারা রোপন করা সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

    ২৪ ঘণ্টা/এম আর