Tag: অবৈধ

  • সীতাকুণ্ডে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন

    সীতাকুণ্ডে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন

    সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে পরিবেশের ছাড়পত্র বিহীন একটি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে।

    আজ বুধবার (১০ ফেব্রুয়ারী) সকাল থেকে উপজেলার ৫নং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অনন্তপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর।

    সকাল ১১টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলমান অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সহ-পরিচালক আফজারুল ইসলাম।

    অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, সহকারী কমিশনার(ভূমি) রাশেদুল ইসলাম, সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার নুরুল আলম দুলাল, সদর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ শাহ আলম।

    অভিযানে সহযোগীতা করেন র‌্যাব ৭, চট্টগ্রাম জেলা পুলিশ, সীতাকুণ্ড মডেল থানা পুলিশ, ফায়ার সার্ভিসের দমকল বাহিনী টিম এবং আনসার সদস্যবৃন্দ।

    উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ নুর জাহান গ্রুপের মালিকানাধীন ইটভাটা বাড়বকুণ্ডের অনন্তপুর এলকায় পাহাড় কেটে অবৈধভাবে ইট তৈরীর কারখানা গড়ে তোলে।

    এ ব্যাপারে জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান বলেন, মহামমান্য হাইকোর্টের নির্দেশে অবৈধ ইটভাটা উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

    এদিকে নুরজাহান ব্রিকফিল্ডে অভিযান চালানোর টের পেয়ে মালিক ও শ্রমিকরা পালিয়ে যায়। যার ফলে কাউকে জরিমানা করা যায়নি তবে ইটভাটার মালামাল জব্দ করা হয়।

    ২৪ ঘণ্টা/কামরুল ইসলাম দুলু/রাজীব

  • ফটিকছড়িতে অবৈধ ইটভাটায় ভ্রামমান আদালতের অভিযান, জরিমানা

    ফটিকছড়িতে অবৈধ ইটভাটায় ভ্রামমান আদালতের অভিযান, জরিমানা

    ২৪ ঘন্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রামমান আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

    আজ ২৩ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার পাইন্দং ইউনিয়নে অবস্থিত জনতা ব্রিক ফিল্ডে এই অভিযান পরিচালিত হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫(১) ধারায় ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। আদায়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।

    ভ্রামমান আদালত অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জানে আলম। এ সময় ফটিকছড়ি থানা পুলিশের এস আই জালাল আহম্মদের নেতৃত্বে একটি টিম ও উপজেলা ভূমি অফিসের নাজির আবু তাহেরসহ অন্যান্যরা ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট জানে আলম ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষে সকল ধরনের অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

  • ফটিকছড়িতে অবৈধ বালি মহালে অভিযান : উত্তোলনে ব্যবহৃত মেশিন ও যন্ত্রপাতি জব্দ

    ফটিকছড়িতে অবৈধ বালি মহালে অভিযান : উত্তোলনে ব্যবহৃত মেশিন ও যন্ত্রপাতি জব্দ

    ২৪ ঘন্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ির ধর্মপুরে সর্তা খালের অবৈধ বালি মহালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

    গতকাল ৭ জানুয়ারী (মঙ্গলবার) বিকেলে ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জানে আলমের নেতৃত্বে উপজেলার ধর্মপুর ইউনিয়নের কমিটির হাট, কুলাল পাড়া ও আন্ধার মানিক এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

    ৩টি অবৈধ বালি মহালে ভাম্যমান আদালতের অভিযানে ৪টি জীপ গাড়ি, ২০হাজার ঘনফুট বালি ও বালি উত্তোলনে ব্যবহৃত ১টি মেশিন জব্দ করা হয়েছে।

    উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. জানে আলম ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, মঙ্গলবার বিকালে ধর্মপুর ইউনিয়নের সর্তা নদীতে অবৈধ বালি উত্তোলনের খবর পেয়ে বালি মহাল গুলোতে অভিযান পরিচালনা করা হয়।

    এ সময় বালি ভর্তি ৪টি জীপ, ১টি বালি তোলার মেশিন, কিছু বালি তোলার ফাইপ ও ২০ হাজার ঘনফুট বালি জব্দ করা হয়েছে। বালি উত্তোলনের পাইপ গুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বালিগুলো স্থানীয় ইউপি সদস্য বজল ও আকাশের জিম্মায় রাখা হয়েছে বলে তিনি জানান।

    বলেন, আমাদের উপস্থিতি টের পেয়ে বালি উত্তোলনকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

  • সীতাকুণ্ডে অবৈধ তেলের ডিপুতে আগুন : এ যাত্রায় ৫শ পরিবার রক্ষা

    সীতাকুণ্ডে অবৈধ তেলের ডিপুতে আগুন : এ যাত্রায় ৫শ পরিবার রক্ষা

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে একটি কালো তেলের ডিপোতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের সালেহ কাপেট এলাকায় সালাম চৌধুরীর ডিপোতে এ আগুনের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস দ্রুত গতিতে ঘটনাস্থলে যাওয়ায় প্রানে রক্ষা পায় পাঁচ শত পরিবার ও তাদের মূল্যাবান সম্পদ।

    জানা যায়, উপজেলার ভাটিয়ারি ইউনিয়ন সালেহ্ কাপের্ট এর পশ্চিমে ঘন বসতি এলাকায় স্থানীয় সালাম চৌধুরী প্রায় বিশ ফুট উচ্চতার টিনের ঘেরা দিয়ে এবং ৫০ ফুট উপরে বিষাক্ত কালো দূয়ার চুঙ্গি বসিয়ে কালো তেলের কারখানা গড়ে তুলে।

    প্রতি রাতে এই ডিপোতে পুরাতন জাহাজের ফেলে দেওয়া তেলগুলো এনে রাতভর বিভিন্ন মেডিসিন দিয়ে আগুন জ্বালিয়ে রিপারিং করে। আর এ ডিপোর বিষাক্ত ধোঁয়ায় আশে-পাশে এলাকাবাসি ও শিশুরা বিভিন্ন রোগে আক্তান্ত হচ্ছে।

    বৃহস্পতিবার ভোরে তেল রিপারিং করার সময় আগুন লেগে যায়। সাথে সাথে আগুনের লেলিহান শিখা দ্বিক-বিদ্বিক ছুড়াছড়ি করে। এ সময় স্থানীয়রা আতংকিত হয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস ঘটনার সাথে সাথে ঘটনাস্থলে আসলে স্থানীয় প্রায় পাঁচশত পরিবার প্রাণে রক্ষা পায় এবং মূল্যাবান জিনিসপত্র।

    ঘন বসতি এলাকায় বিপদজনক এই কালো তেলের ডিপোর বিষয়ে একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ দেওয়ার পর প্রশাসন সিলগালা করে দেন। কিন্তু অদৃশ্য কারণে মাস না যেতেই এই অবৈধ কালো তেলের ডিপো শুরু হয়ে যায়।কদমরসুলে তেলের ডিপো

    এ বিষয়ে জানতে চাইলে ডিপো সংলগ্ন রেনুয়ারা বেগম ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ‘প্রশাসন এসে কয়েকবার এই অবৈধ ডিপো বন্ধ করে দিয়েছে, কিন্তু কেন আবার শুরু হয় আমরা জানি না। ডিপোর পাশে বাড়ি হওয়ায় আমরা সারাক্ষণ আতংকে থাকি। বিষাক্ত ধোঁয়ায় আমর ভাইয়ের তিন ছেলে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা এই অবৈধ ডিপোর স্থায়ী উচ্ছেদ চাই।

    সীতাকুণ্ডের কুমিরা ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে ২৪ ঘন্টা ডট নিউজকে  বলেন, ‘আমরা দ্রুত ঘটনাস্থলে যাওয়ায় ডিপোর আশে-পাশে প্রায় পাঁচশত পরিবারকে রক্ষা করি।

    এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নিবার্হী কর্মকর্তা মিল্টন রায় ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ‘আমি শুনেছি এর আগেও ডিপোটি বন্ধ করেছিল প্রশাসন। আগুনের বিষয়টি আমি শুনেছি, ঘটনাস্থল পরিদর্শন শেষে আইনগত ব্যবস্থা নেবো।

  • মেয়রের বাসা থেকে ১৩ টন স্বর্ণ উদ্ধার

    মেয়রের বাসা থেকে ১৩ টন স্বর্ণ উদ্ধার

    চীনে অবৈধভাবে গড়ে তোলা এক স্বর্ণের বাড়ির খোঁজ পেয়েছে পুলিশ। বাড়িটি সাবেক এক মেয়রের।

    সেই মেয়রের বাসা থেকে ১৩ টন স্বর্ণ উদ্ধার করা হয়েছে। চীনের পুলিশ ডানজহোর প্রদেশের সাবেক মেয়র জাং কিউয়ের বাড়ির বেসমেন্ট থেকে এই সোনা উদ্ধার করে। যার পুরোটাই অবৈধভাবে উপার্জন করা স্বর্ণ।

    স্বর্ণ ছাড়াও ওই মেয়রের বাসা থেকে কয়েকশ মিলিয়ন মার্কিন ডলার পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন দেশের মুদ্রাও পাওয়া গেছে যার পরিমাণ প্রায় ৩৪ মিলিয়ন ইউরো।

    দুর্নীতির অভিযোগে মেয়রের বাড়িতে অনুসন্ধান করার আদেশ দেয় দেশটির জাতীয় তত্ত্বাবধান কমিশন।

    এছাড়া, মেয়রের মালিকানায় রয়েছে কয়েকটি বিলাসবহুল বাড়ি। বিশেষজ্ঞদের অনুমান, তার বাড়ি থেকে যে সম্পদ উদ্ধার হয়েছে তা দিয়ে দুইবার গ্রীসকে দেউলিয়া থেকে বাঁচানো যেত।

    উল্লেখ্য, ২০১৩ সালে রাষ্ট্রপতি হিসাবে শিজিনপিং নিয়োগের পর থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে অগ্রাধিকার দিয়ে আসছেন। এ পর্যন্ত দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ২৫৪ জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন তিনি।

  • সুন্দরী ছরার অবৈধ দখল উচ্ছেদ : দখলকারীকে অর্থদন্ড

    সুন্দরী ছরার অবৈধ দখল উচ্ছেদ : দখলকারীকে অর্থদন্ড

    হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার মিরেরহাট সংলগ্ন সুন্দরী ছরায় অভিযান পরিচালনা করে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে।

    আজ শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন। এসময় অবৈধ দখলদার জনৈক তৈয়বকে জনস্বার্থের ক্ষতি সাধিত করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    ইউএনও জানান, কথিত ব্যক্তি বেশ কিছুদিন ধরে এলাকার বর্ষা মৌসুমের পাহাড়ী ঢলের পানি নিস্কাশনের সুন্দরী ছরায় বালু বস্তা দিয়ে ভরাট করে অবৈধ দখল করে আসছিল।

    সংবাদ অবহিত হয়ে প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার ভরাটকারীকে নোটিশ প্রদান করা হয়। সকলের সামনে তার জায়গা পরিমাপ করে বুঝিয়ে দিয়ে লাল গোলাকার চিহ্নিত করে দেয়া হয়।

    তবুও তিনি প্রশাসনের আদেশ অমান্য করে ১৬৪ ফুট দীর্ঘ এবং ১০ফুট প্রস্থ খাল অবৈধ ভাবে বালুর বস্তা দিয়ে দখল করে ছরার পানি নিস্কাশন বাধাগ্রস্থ করে রাখে। ১৬৪০ বর্গফুট খাল দখলমুক্ত করে অভিযুক্ত তৈয়বকে ২০ হাজার টাকা জরিমানা করে তার কাছ থেকে মুছলেকা নেয়া হয়।

    ২৪ ঘন্টা/