রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে অবৈধ ইটভাটার বিরুদ্ধে চলমান অভিযানের তৃতীয় ধাপে আরো একটি ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি ও কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।
১০ মার্চ (বুধবার) দুপুরে রাউজানের ১২ নং উরকিরচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাকর্দা এলাকায় জাহেদুল ইসলামের মালিকানাধীন এ আলী ব্রিকসে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ ও চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এ সময় হালদা পাড়ে গড়ে উঠা এই অবৈধ ইটভাটার চিমনি ও পোড়ানোর জন্য প্রস্তুত করে রাখা কাঁচা ইট বুলডোজার দ্বারা ধ্বংস করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারি পরিচালক শেখ মোজাহিদ উপস্থিত ছিলেন। অভিযানে র্যাব-৭, রাউজানা থানা পুলিশ, ফায়ার স্টেশন, আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
২৪ ঘণ্টা/নেজাম