Tag: অব্যাহতি

  • সারদায় পুলিশের আরও ৫৮ এসআইকে অব্যাহতি

    সারদায় পুলিশের আরও ৫৮ এসআইকে অব্যাহতি

    শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আরও ৫৮ জন উপ-পরিদর্শক (এসআই) ক্যাডেটকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    সোমবার (৪ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্স এর এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, শৃঙ্খলাভঙ্গের কারণে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ও প্রশিক্ষণরত আরও ৫৮ জন উপ-পরিদর্শক (এসআই) ক্যাডেটকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    সারদা পুলিশ একাডেমি সূত্রে জানা যায়, গত মাসে প্রশিক্ষণরত ৫৯ জন উপ-পরিদর্শককে (এসআই) শোকজ করা হয়। প্রশিক্ষণ ক্লাসে এলোমেলোভাবে বসে হইচই করে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে তাদেরকে এই নোটিশ দেওয়া হয়।

    এর আগে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ৪০তম ক্যাডেট ব্যাচের ২৫২ জন এসআইকে অব্যাহতি দিয়েছিল সরকার। গত ২১ অক্টোবর একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) তারেক বিন রশিদ স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেওয়া হয়।

  • বোয়ালখালী যুবলীগ থেকে সম্পাদক ওসমানকে অব্যাহতি

    বোয়ালখালী যুবলীগ থেকে সম্পাদক ওসমানকে অব্যাহতি

    আওয়ামী যুবলীগ বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক মো.ওসমান গনিকে সংগঠনের দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

    গতকাল রবিবার (৯ জানুয়ারি) দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আ.ম.ম.টিপু সুলতান ও সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ জানুয়ারি অনুষ্ঠিত উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনসুর আহাম্মদের অভিযোগের প্রেক্ষিতে, নির্বাচনে সংগঠনের নিদের্শনা পরিপন্থী কার্যকলাপ ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগে মো. ওসমান গনিকে সংগঠনের দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়।

    ৭ দিনের মধ্যে এ অভিযোগের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাকে চূড়ান্ত অব্যাহতি ও বহিস্কার হিসেবে গণ্য হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

    একই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়েম কবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

    বোয়ালখালী যুবলীগ সাধারণ সম্পাদক মো.ওসমান গনি বলেন, ‘আহলা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পরিবারের সাথে আমার পরিবার বিরোধ দীর্ঘদিনের।

    ওই পরিবার আমার পিতাকে হত্যা করেছিলো। এনিয়ে অপহরণসহ ৪টি মামলা রয়েছে। তাদের সাথে আপোষের কোনো সুযোগ নেই।’

    তিনি আরো বলেন, ‘জনবিচ্ছিন্ন ও বির্তকিত প্রার্থী দেওয়ায় নৌকার পরাজয় হয়েছে। আমাকে সংগঠন থেকে অব্যাহিত দেওয়ার যে সিদান্ত নেওয়া হয়েছে তা দূরভী সন্দেহমূলক। আমি রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়েছি।’

  • ঢাবি’র ৫ শিক্ষককে অব্যাহতি

    ঢাবি’র ৫ শিক্ষককে অব্যাহতি

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) বিভিন্ন বিভাগের ৫ শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

    শিক্ষাছুটি ছাড়া বিদেশে অবস্থান করায় তাদের চাকরিচ্যুত করা হয়েছে বলে একাধিক সিন্ডিকেট সদস্য নিশ্চিত করেছেন।

    চাকরিচ্যুত শিক্ষকরা হলেন- পরিসংখ্যান বিভাগের সাহকারী অধ্যাপক মিসেস রাদিয়া তাইসির, পপুলেশন সাইন্সের ড. মো. কামরুল ইসলাম, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষা ইনস্টিটিউটের সকরারী অধ্যাপক মো. মহসীন এবং সহকারী অধ্যাপক মিসেস ইয়াসমিন আক্তার ও সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক আজমেরী ফেরদৌস।

    তবে এক সিন্ডিকেট সদস্য জানান, চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক আজমেরি ফেরদৌস স্বেচ্ছায় পদত্যাগের আবেদন করেছেন। বাকি শিক্ষকরা শিক্ষা ছুটি শেষ হলেও কাজে যোগদান করেনি। তাদের সবাইকে বিশ্ববিদ্যালয়ের পাওনা পরিশোধ করতে বলা হয়েছে।

    চাকরিচ্যুতের কারণ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এসব শিক্ষক বিদেশে গিয়ে আর ফিরে আসেনি। আমরা তাদেরকে বারবার ফিরে আসতে অনুরোধ করেছি। কিন্তু তারা ফিরে আসেনি। তাই আমরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

    এর আগে একই অভিযোগে গত বছরের নভেম্বর মাসের ২৮ তারিখ পাঁচজন শিক্ষক ও সেপ্টেম্বর মাসের ২৯ তারিখ দুইজন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়।

  • কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে ৩২ জনকে অব্যাহতি

    কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে ৩২ জনকে অব্যাহতি

    বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ৩২ নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    তাদের বিরুদ্ধে ছাত্রদল-ছাত্রশিবিরে যুক্ত থাকা, বিবাহিত এবং ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত থাকাসহ নানা ধরনের অভিযোগ ছিল।

    মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এই সিদ্ধান্তের কথা জানান।

    ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের কতিপয় নেতাদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা প্রমাণসাপেক্ষে ছাত্রলীগ থেকে অব্যাহতি দিয়ে তাদের পদ শূন্য ঘোষণা করা হলো।

    এই বিজ্ঞপ্তির মাধ্যমে অব্যাহতি পাওয়া ২১ জন হলেন— সহ-সভাপতি তানজিল ভূঁইয়া তানভির, আরেফিন সিদ্দিক সুজন, আতিকুর রহমান খান, বরকত হোসেন হাওলাদার, শাহরিয়ার কবির বিদ্যুৎ, সাদিক খান, সোহানী হাসান তিথী, মুনমুন নাহার বৈশাখী, আবু সাঈদ (সাস্ট), রুহুল আমিন, রাকিব উদ্দিন, সোহেল রানা ও ইসমাইল হোসেন তপু; দফতর সম্পাদক আহসান হাবীব; ধর্ম সম্পাদক তাজ উদ্দীন; উপ-দফতর সম্পাদক মমিন শাহরিয়ার ও মাহমুদ আব্দুল্লাহ বিন মুন্সী; উপ-সাংস্কৃতিক সম্পাদক বি এম লিপি আক্তার ও আফরিন লাবনী এবং সহ-সম্পাদক সামিয়া সরকার ও রনি চৌধুরী।

    পৃথক আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের নিন্মোক্ত নেতাদের নিজ আবেদনের পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ থেকে তাদের অব্যাহতি দিয়ে পদ শূন্য ঘোষণা করা হলো।

    এই বিজ্ঞপ্তির মাধ্যমে অব্যাহতি পাওয়া ১১ জন হলেন— সহ-সভাপতি এস এম তৌফিকুল হাসান সাগর, আমিনুল ইসলাম বুলবুল, বি এম শাহরিয়ার হাসান, হাফিজুর রহমান ও এস এম হাসান আতিক; স্বাস্থ্য সম্পাদক শাহরিয়ার ফেরদৌস; উপ-স্বাস্থ্য সম্পাদক রাতুল সিকদার ও শাফিউল সজিব; উপ-প্রচার সম্পাদক সিজান আরেফিন শাওন; উপ-পাঠাগার সম্পাদক রুশী চৌধুরী এবং সহ-সম্পাদক আঞ্জুমানারা অনু।

  • স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোল্লা কাওছারকে অব্যাহতি

    স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোল্লা কাওছারকে অব্যাহতি

    স্বেচ্ছাসেবকলীগের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো অ্যাডভোকেট মোল্লা আবু কাওছারকে। এর আগে যুবলীগের সভাপতির পদ থেকে ওমর ফারুক চৌধুরীকে অব্যাহতি দেয়া হয়েছিল।

    বুধবার রাজধানীর ধানমণ্ডির হোয়াইট হল কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় একথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    তিনি জানান, স্বেচ্ছাসেবকলীগ সভাপতির পদ থেকে মোল্লা আবু কাওছারকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    দুর্নীতি, মাদক ও চাঁদাবাজি করে তারা কেউ ছাড় পাবে না একথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তদন্ত করে দেখা হচ্ছে কারা এসব কর্মকাণ্ডে জড়িত। আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতাও নজরদারিতে আছেন।

    তিনি বলেন, ‘খারাপ লোকের দরকার নেই। ক্লিন ইমেজের নেতা নিয়ে সামনে এগিয়ে যাব।’

    এ সময় বিতর্কিত ও আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের দল থেকে বের করে দেওয়ার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

    ভোলার ঘটনা থেকে বিএনপি ‘ফায়দা’ লোটার চেষ্টা করছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার জনপ্রিয়তাই বিএনপির গাত্রদাহের কারণ। এখন ইস্যু খোঁজার চেষ্টা করে না পেয়ে ভোলা থেকেও বিএনপি ফায়দা তোলার চেষ্টা করেছে। তবে সরকারের দৃঢ় পদক্ষেপের ফলে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে পারেনি।

    ১৪ দলের শরীক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রসঙ্গে তিনি বলেন, মেনন ইউটার্ন নিয়েছেন। তার অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে সেটিও দেখার বিষয়। শরীক দলের জন্য এক নেতার জন্য ১৪ দল ভাঙবে না।

    সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা রেখে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

    তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে। এই সফলতার ধারাকে অব্যহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।