Tag: অব্যাহত অভিযান

  • কোচিং এর বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত : ২ কোচিংকে জরিমানা

    কোচিং এর বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত : ২ কোচিংকে জরিমানা

    চট্টগ্রাম নগরীর কোচিং সেন্টার বন্ধে অভিযান অব্যাহত রেখেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। আজ রবিবার নগরীর লালখান বাজারের হাই লেভেল রোডে অভিযান চালিয়ে দুটি কোচিং সেন্টারকে জরিমানা করে সতর্ক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

    এছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেখা যায় প্রায় সকল ধরনের কোচিং বন্ধ রয়েছে। বিভিন্ন কোচিং এবং প্রাইভেট হোম প্রতিষ্ঠান গেইটে সরকারী নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে সাইনবোর্ড টানিয়ে রাখা হয়েছে।

    জেলা প্রশাসনের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

    প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর লালখান বাজারের হাই লেভেল রোডে দুটি কোচিং খোলা রাখার দায়ে প্রাইভেট হোমের মালিক মো মোস্তাফিজুর রহমান ও লিডিং কোচিং সেন্টারের মালিক তানজীনুল করিম নামের দুই ব্যক্তিকে জরিমানা করা হয়। তাছাড়া ভবিষ্যতে সরকারী আদেশ অমান্য করবেনা মর্মে ভূল স্বীকার করায় সতর্ক করে দেওয়া হয়।

    জেলা প্রশাসনের চলমান অভিযানের কারনে অনেক কোচিং সেন্টার তাদের সকল কার্যক্রম সরকারী নির্দেশনা অনুযায়ী বন্ধ রাখছে। এমনকি তারা সাইনবোর্ডের মাধ্যমে নিজেদের অবস্থান জানাচ্ছে। সাইনবোর্ড থাকলেও ম্যজিস্ট্রেট কোচিং সেন্টারগুলো বাইরে থেকে তালাবদ্ধ পাওয়া যায়।

    এর আগের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয় এবংং তিনজনকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়।