Tag: অভিনন্দন

  • সাংসদ দিদার আঃলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য হওয়ায় তাঁতীলীগের অভিনন্দন

    সাংসদ দিদার আঃলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য হওয়ায় তাঁতীলীগের অভিনন্দন

    সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম বাংলাদেশ আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত হওয়ায় চট্টগ্রাম উত্তর জেলা তাঁতীলীগের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

    সাংসদ দিদারের বাসভবনে শুভেচ্ছা বিনিময়েকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা তাঁতীলীগের আহবায়ক ফয়েজ আহমেদ বাদল, যুগ্ম আহবায়ক সেলিম খান মেম্বার, মোঃ সোলাইমান, সদস্য সচিব লায়ন রুপক কান্তি দেব অপু, সীতাকুণ্ড উপজেলা তাঁতীলীগের আহবায়ক ইউছুপ আলী লিটন, যুগ্ম আহবায়ক মোঃ মহিউদ্দিন সদস্য সচিব গিয়াস উদ্দিন টিটু, আশরাফউজুমান রণি,পারভেজ বাবু,জিয়া উদ্দিন,আবু বক্কর,মোং হারেস,মোং নাজিম উদ্দিন,মোং হেলাল,মোং ওসমান,ইব্রাহিম আলী তুহিন,আজাদ হোসেন, আকতার হোসেন,মোং আলাউদ্দিন, মোঃ সালাউদ্দিন, মোঃ জেবল হোসেন জেবু,সাইদুল হাসান টিপু প্রমুখ।

    এসময় এমপি দিদারুল আলম জেলা কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন,সহযোগী সংগঠনগুলো শক্তিশালী হলে শেখ হাসিনার কোন ভয় নাই। তাঁতীলীগের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার জন্য সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যাক্ত করেন।

    ২৪ ঘণ্টা/দুলু

  • উপজেলা পরিষদ এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতিকে সানপ্লাস গ্রুপের শুভেচ্ছা

    উপজেলা পরিষদ এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতিকে সানপ্লাস গ্রুপের শুভেচ্ছা

    ডেস্ক নিউজ : উপজেলা পরিষদ এসোসিয়েশন চট্টগ্রাম জেলার নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হওয়ায় আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীকে অভিনন্দন জানিয়েছে চ্যানেল জি ২৪ টিভি ও সানপ্লাস গ্রুপ।

    আজ মঙ্গলবার (১০ নভেম্বর) লাল গোলাপের একটি ফুলেল তোড়া দিয়ে নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানান চ্যানেল জি ২৪ এর এম ডি ও সানপ্লাস গ্রুপের ব্যবস্তাপনা পরিচালক ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ফেডারেশন অব বোড মেম্বার নূর মোহাম্মদ মধু।

    তিনি শিক্ষা অনুরাগী সমাজসেবক ও দরিদ্র মানুষের প্রিয় ব্যাক্ত্বি এবং বিশিষ্ট রাজনৈতিক নেতা তৌহিদুল হক চৌধুরীকে উপজেলা পরিষদ এসোসিয়েশন চট্টগ্রাম জেলার সভাপতি নির্বাচিত করায় সংশ্লিষ্ট নির্বাচকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    উল্লেখ্য : সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে আনোয়ারা থেকে বিনাপ্রতিদ্বদ্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তৌহিদুল হক চৌধুরী। এর আগেও তিনি একই উপজেলার চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।

    গত শনিবার (৭নভেম্বর ) বিকালে নগরীর এম.এ আজিজ স্টেডিয়ামের কনফারেন্স হলে চট্টগ্রাম জেলার সকল উপজেলা চেয়ারম্যানের সম্মতিক্রমে আগামী ৫ বছরের জন্য উপজেলা পরিষদ এসোসিয়েশন চট্টগ্রাম জেলার সভাপতি নির্বাচিত হন তৌহিদুল হক চৌধুরী।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • বাইডেন ও কমলাকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

    বাইডেন ও কমলাকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    রবিবার (৮ নভেম্বর) পাঠানো বার্তায় নবনির্বাচিত এ দুই নেতাকে অভিনন্দন জানান তিনি।

    প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    প্রসঙ্গত, পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। তিনি পেয়েছেন ২৮৪ ইলেক্টোরাল ভোট। বাইডেনের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার কথা। আর ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন কমলা হ্যারিস। এই জয়ের ফলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট, প্রথম অশ্বেতাঙ্গ ভাইস এবং প্রথম এশীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • রাজনৈতিক জীবনের ৫০ বছর পূর্তিতে রাজাপাকসে’কে প্রধানমন্ত্রীর অভিনন্দন

    রাজনৈতিক জীবনের ৫০ বছর পূর্তিতে রাজাপাকসে’কে প্রধানমন্ত্রীর অভিনন্দন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে’কে ফোন করে তার রাজনৈতিক জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন।

    প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ‘শেখ হাসিনা আজ সকালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে ফোন করেন এবং তার রাজনৈতিক জীবনের ৫০ বছর পূর্ণ হওয়ায় তাকে (রাজাপাকসে) আন্তরিক অভিনন্দন জানান।

    তিনি বলেন, টেলিফোনে কথোপকথনের সময় দুই প্রধানমন্ত্রীই পারস্পরিক কুশল বিনিময় করেন এবং এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় পূণর্ব্যাক্ত করেন।

    প্রেস সচিব বলেন, দুই নেতা উভয় দেশের জনগনের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • মোছলেম উদ্দিন শপথ গ্রহণ করায় খোরশেদ আলম সুজনের অভিনন্দন

    মোছলেম উদ্দিন শপথ গ্রহণ করায় খোরশেদ আলম সুজনের অভিনন্দন

    সদ্য সমাপ্ত চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ সংসদ সদস্য নির্বাচিত হয়ে গতকাল শপথ গ্রহণ করায় অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কর্তৃক ৫নং মোহরা ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

    তিনি আজ মঙ্গলবার (২১ জানুয়ারী) বিকেলে সৌদি আরবের মক্কা শরীফ থেকে পাঠানো এক বিবৃতিতে এ অভিনন্দন বার্তা প্রেরণ করেন।

    সুজন বলেন ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করা মোছলেম উদ্দিনের সংসদ সদস্য নির্বাচিত হয়ে মহান জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করা সকল রাজনীতিবিদদের জন্য আনন্দের বার্তা বয়ে এনেছে। তার নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে যে গুনগত পরিবর্তনের সৃষ্টি হয়েছে তা সবার জন্য সুফল বয়ে আনবে বলেও মত প্রকাশ করেন তিনি।

    তিনি আরো বলেন, বোয়ালখালীর কালুরঘাট সেতু ছাড়াও নগরীর চাঁন্দগাও, পাঁচলাইশ, পূর্ব ষোলশহর, পশ্চিম ষোলশহর এবং মোহরা ওয়ার্ডের রাস্তাঘাট, অবকাঠামোসহ সার্বিক উন্নয়নেও মোছলেম উদ্দিনের জোরালো ভূমিকা আশা করেন সুজন।

    বিশেষ করে অবহেলিত মোহরা ওয়ার্ডের রাস্তাঘাট উন্নয়ন এবং পানীয় জলের তীব্র সমস্যা সমাধানে ত্বড়িৎ ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান সুজন।

    এছাড়া বৃহত্তর বোয়ালখালী সহ নগরীর সাথে সম্পৃক্ত ওয়ার্ডসমূহের সমন্বয়ে চট্টগ্রাম-৮ আসনকে একটি সত্যিকার অর্থে অর্থনৈতিক অঞ্চলে রূপান্তরিত করতে জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখার আহবান জানান তিনি। তিনি জনগনের কথা ভুলে না গিয়ে জনগনের সুবিধা অসুবিধায় মোছলেম উদ্দিনকে জনগনের পাশে থাকার আহবান জানান।

    তিনি আরো বলেন, এই নির্বাচনে বিএনপি তথা বিরোধী দল ভোটের ফলাফলের বিরুদ্ধে কার্যত কোন ধরনের তথ্য উপাত্ত প্রদর্শন করতে ব্যর্থ হয়ে নান রকম বিভ্রান্তমূলক বক্তব্য উপস্থাপন করছে।

    তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এই নির্বাচনে বিএনপি প্রার্থী প্রথম থেকেই নৌকার প্রার্থীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হচ্ছে দেখে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত ছিল। শেষ পর্যন্ত সরকারের সদিচ্ছা এবং নির্বাচন কমিশনের ঐকান্তিক প্রচেষ্টায় জনগন একটি স্বচ্ছ সুন্দর নির্বাচন প্রত্যক্ষ করেছেন যা গণতন্ত্রের জন্য একটি শুভ সূচনা। এই নির্বাচনে ইভিএম নিয়ে বিএনপির অব্যাহত মিথ্যাচারও ভুল প্রমাণিত হয়েছে বলে মত প্রকাশ করেন সুজন।