Tag: অভিনেত্রী

  • পল্লবীর পর এবার ঝুলন্ত মরদেহ মিলল অভিনেত্রী বিদিশার

    পল্লবীর পর এবার ঝুলন্ত মরদেহ মিলল অভিনেত্রী বিদিশার

    ভারতীয় অভিনেত্রী পল্লবীর পর এবার কলকাতার মডেল-অভিনেত্রী বিদিশা দে’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ মে) সন্ধ্যায় কলকাতার নাগেরবাজারের রামগড় কলোনির বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

    ভারতীয় একটি সংবাদমাধ্যমে পুলিশ জানিয়েছে, গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে বিদিশার মরদেহ। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।

    বিদিশার দেহের পাশ থেকে মিলেছে একটি সুইসাইড নোটও। ২১ বছর বয়েসী মডেল বিদিশা আত্মহত্যা করেছেন না কি তার ম্ত্যৃুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখছে নাগেরবাজার থানা পুলিশ।

    ময়নাতদন্তের জন্য এ অভিনেত্রীর মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

    বিদিশার প্রতিবেশীরা জানিয়েছেন, দেড় মাস আগে ওই এলাকার ভাড়া বাড়িতে উঠেন বিদিশা ও তার পরিবার। মৃত্যুর কারণ নিয়ে তাদের কাছেও ধোঁয়াশা রয়েছে।

    এর আগে গত ১৫ মে গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় টিভি অভিনেত্রী পল্লবী দের ঝুলন্ত মরদেহ।

    পরবর্তীতে পল্লবীর বাবা পুলিশের দ্বারস্থ হয়ে অভিনেত্রীর লিভ-ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে সাগ্নিককে গ্রেফতার করা হয়।

    ২৪ ঘন্টা/রাজীব

  • শ্বেতার শরীর দুর্বল, লো প্রেশার, ভর্তি হাসপাতালে

    শ্বেতার শরীর দুর্বল, লো প্রেশার, ভর্তি হাসপাতালে

    অসুস্থতা নিয়ে ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর শরীর দুর্বল এবং ব্লাড প্রেশারের মাত্রা কম। ব্যস্ত শিডিউলের কারণে পর্যাপ্ত বিশ্রাম নিতে না পারাই অসুস্থতার কারণ।

    এনডিটিভি, বলিউড হাঙ্গামাসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। এক বিবৃতিতে শ্বেতার টিম জানিয়েছে, লাগাতার ভ্রমণের কারণে অভিনেত্রী পর্যাপ্ত বিশ্রাম নিতে পারেননি এবং এর সঙ্গে যুক্ত হয়েছে আবহাওয়া পরিবর্তন। টিম আরও জানিয়েছে, দ্রুতই শ্বেতা সুস্থ হয়ে উঠবেন এবং কাজে ফিরবেন।

    শ্বেতাকে সম্প্রতি অ্যাডভেঞ্চার রিয়েলিটি শো খাতরোঁ কে খিলাড়ির ১১তম মৌসুমের চূড়ান্ত পর্বে দেখা যায়। প্রতিযোগী ছিলেন শ্বেতা, অর্জুন বিজলানি, বিশাল আদিত্য সিং, বরুণ সুদ ও দিব্যাঙ্কা ত্রিপাঠি। অর্জুন বিজলানি এই শো-র ট্রফি জিতেছেন।

    এন-কে

  • করোনায় মারা গেছেন অভিনেত্রী বিজরী বরকত উল্লাহর বাবা

    করোনায় মারা গেছেন অভিনেত্রী বিজরী বরকত উল্লাহর বাবা

    করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতুল্লাহর বাবা মোহাম্মদ বরকত উল্লাহ। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পরিবার সূত্রে জানা গেছে। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

    মোহাম্মদ বরকত উল্লাহ ছিলেন বাংলাদেশ টেলিভিশনের এক সময়ের জনপ্রিয় প্রযোজক। তার স্ত্রী দেশের নন্দিত নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকত উল্লাহ।

    বিটিভির বেশ কয়েকটি কালজয়ী ধারাবাহিক নাটকের প্রযোজনা করেছিলেন মোহাম্মদ বরকত উল্লাহ। তার প্রযোজিত তিনটি সারা জাগানো নাটকগুলো হচ্ছে – ‘কোথাও কেউ নেই’, ‘ঢাকায় থাকি’ ও ‘সকাল সন্ধ্যা’।

    বিটিভি ছাড়াও দীর্ঘদিন বেসরকারি চ্যানেল বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান হিসাবে কাজ করেছেন তিনি ।

    করোনা আক্রান্তের পর স্বাস্থ্যের অবনতি ঘটলে মোহাম্মদ বরকত উল্লাহকে রোববার রাতে তাকে গ্রীনলাইফ হাসপাতালে ভর্তি করা হয়।

    এ বিষয়ে সে সময় ফেসবুকে এক স্ট্যাটাসে মেয়ে বিজরী লেখেন, ‘আমার বাবাকে আইসিইউতে নেয়া হয়েছে। তিনি ভেন্টিলেশন সাপোর্টে আছেন। উনার করোনা ধরা পড়েছে। সবার দোয়া চাই।’

    সোমবার সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এই কিংবদন্তি প্রযোজকের মৃত্যু হয়। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • মডেল ও অভিনেত্রী শখের দ্বিতীয় স্বামী ব্যবসায়ি রহমান জন!

    মডেল ও অভিনেত্রী শখের দ্বিতীয় স্বামী ব্যবসায়ি রহমান জন!

    ২৪ ঘণ্টা বিনোদন ডেস্ক : বিভিন্ন গণমাধ্যমে কয়েকদিন ধরেই গুঞ্জন ছড়িয়ে পড়েছে দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ দ্বিতীয় বিয়ে করেছেন। তবে এ খবর গুঞ্জন নয় ঘটনাটা সত্যি এমন তথ্য জানিয়েছে শখের পরিবারের ঘনিষ্টজনরা

    করোনা ভাইরাসের কারণে দেশ জুড়ে চলছে সাধারণ ছুটি। আর এমন পরিস্থিতিতেই গত ১২ মে ব্যবসায়ি প্রেমিক রহমান জনের সাথে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। বর ও কনের একান্ত কিছু কাছের মানুষের উপস্থিতে বিয়ে সম্পন্ন হয়েছে।

    এর আগে গত ১৫ মে অনেকটা গোপনেই এই তারকা বিয়ে করেছেন বলে বিভিন্ন গণমাধ্যম একটি প্রতিবেদন প্রকাশও হয়। আজ রবিবার বিয়েতে উপস্থিত ছিলেন অভিনেত্রীর পরিবারের এমন এক ঘনিষ্ঠজন তথ্যটি নিশ্চিত করেছেন।

    তিনি জানিয়েছেন, বেশ গোপনেই বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়েতে উপস্থিত ছিলেন বর ও কনের একান্ত কাছের মানুষেরা।

    জানা যায়, শখের নতুন স্বামীর নাম রহমান জন। তার সঙ্গে দীর্ঘদিনের পরিচয় ও প্রেম ছিলো শখের৷ জন পেশায় একজন ব্যবসায়ী। তবে তিনি আগে মডেলিং করতেন। ঈদের পর করোনার দুর্যোগ কেটে পরিস্থিতি স্বাভাবিক হলে বড় পরিসরে বিয়ের অনুষ্ঠান করা হবে বলে জানা গেছে।

    তবে আনিকা কবির শখের ব্যক্তিগত মুঠোফোনটি বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি ফলে অভিনেত্রীর কাছ থেকে কোনো তথ্য এখনও জানতে পারেনি কোন গণমাধ্যম।

    প্রসঙ্গত, ২০১৫ সালের ৭ জানুয়ারি অভিনেতা নিলয় আলমগীরকে ভালোবেসে বিয়ে করেছিলেন শখ। সেই বিয়ে দুই বছরের মাথায় ভেঙে যায়।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • না ফেরার দেশে অভিনয় শিল্পী ফেরদৌসী আহমেদ লীনা

    না ফেরার দেশে অভিনয় শিল্পী ফেরদৌসী আহমেদ লীনা

    ২৪ ঘণ্টা ডট নিউজ। বিনোদন ডেস্ক || দেশের সকল অভিনয় শিল্পীদের কাঁদিয়ে প্রিয়জনদের রেখে না ফেরার দেশে পারি জমালেন অভিনয় শিল্পী ফেরদৌসী আহমেদ লীনা। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

    শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতা রওনক হাসান।

    তিনি বলেন, লিনা আপা অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। ওনার দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। আপার আত্মার শান্তি কামনা করছি। দেশের টেলিভিশন ও চলচ্চিত্রে এই জনপ্রিয় অভিনয় শিল্পী ফেরদৌসী আহমেদ লীনার অনেক ভূমিকা ছিল।

    আগামীকাল বাদ দুপুরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

    ফেরদৌসী আহমেদ লীনা ১৯৭৫ সালে একটি বাটার অয়েলের বিজ্ঞাপন এর মধ্য দিয়ে তিনি মিডিয়া জগতে পা রাখেন।

    ১৯৭৮ সালে তিনি ‘কালো কোকিলা’ নাটকে প্রথম অভিনয় করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র বুলবুল আহমেদ পরিচালিত ‘রাজলক্ষী শ্রীকান্ত’। এই ছবিতে তিনি অভয়া চরিত্রে অভিনয় করেছিলেন।

    তার অভিনীত সর্বশেষ ছবি চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’। এতে তিনি নায়ক শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন।

    এছাড়া ফেরদৌসী আহমেদ লীনা বিভিন্ন টিভি চ্যানেলের নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে তার অভিনীত জনপ্রিয় নাটকগুলো হলোঃ ‘গুলশান এভিনিউ’, ধারাবাহিক নাটক ‘ঘটক বাকি ভাই’ ‘নন্দিনী’, ও ‘নীল জোছনায় কালো সাপ’।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • করোনা : লকডাউনে গৃহবন্দি নায়িকা হিনা খান ক্লান্ত, কান্না ভাইরাল

    করোনা : লকডাউনে গৃহবন্দি নায়িকা হিনা খান ক্লান্ত, কান্না ভাইরাল

    ২৪ ঘণ্টা ডট নিউজ। বিনোদন ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমনরোধে বিশ্বের অধিকাংশ দেশেই চলছে লকডাউন। অন্যান্য সকলের ন্যায় গৃহবন্দি হয়ে পড়েছে সেলিব্রেটিরাও।

    তবে গৃহবন্দি থেকেও যার যার অবস্থান থেকে সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ভক্তদের সাথে তাদের নিজেদের দৈনন্দিন কার্যকলাপ ভাগাভাগি করে নিচ্ছেন।

    কেউবা দিচ্ছেন মজার খবর আর কেউবা শেয়ার করছের কষ্টের কথা। এবার তেমনই এক কষ্টের কথা নিয়ে পোস্ট করেছেন অভিনেত্রী হিনা খান।

    তিনি জানিয়েছেন, করোনা সঙ্কটে কাজের বুয়া ছুটিতে থাকায় এবং বাইরের সকল কাজ বন্ধ হওয়ায় গৃহবন্দি মেয়েকে দিয়ে ঘরের কাজ করাচ্ছেন তার মা। তার মায়ের সকল কাজের সহযোগী হিসেবে কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন অভিনেত্রী।

    সম্প্রতি মজার একটি ভিডিও পোস্ট করছেন হিনা। সেখানে দেখা যাচ্ছে ঘরের ডোরম্যাট ধুতে গিয়েই একেবারে নাজেহাল তিনি। চোখের জল, নাকের জল মিশে একাকার!

    লকডাউন অবস্থায় ঘর পরিষ্কার থেকে শুরু করে রান্না, বাসন মাজা সবই করছেন। আর ডোরম্যাট পরিষ্কার করতে গিয়ে কান্নারত নায়িকার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই সেটি ভাইরাল হয়েছে।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেত্রী নাসরিন

    অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেত্রী নাসরিন

    বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী নাসরিন গুরতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে তিনি মনোয়ারা হাসপাতালে প্রফেসর শামসাদ জাহান শান্তার চিকিৎসাধীন আছেন।

    দীর্ঘদিন ধরে নাসরিন পেটে টিউমার সমস্যায় ভুগছিলেন। তা এখন আয়তনে অনেক বড় হয়ে গেছে। এখনই অপারেশনের মাধ্যমে টিউমার অপসারণ করা না হলে মারাত্মক সমস্যায় পড়বেন বলে জানিয়েছেন নাসরিনের চিকিৎসক।

    নাসরিন বলেন, ‘আমার সমস্যাটা এখন ভয়াবহ। ২/১ দিনের মধ্যেই অপারেশন করাতে হবে। শরীরে আবার রক্তশূন্যতা চলছে। তাই অনেক রক্তের প্রয়োজন। এরইমধ্যে কয়েক ব্যাগ রক্ত পুশ করা হয়েছে। শরীরের জন্য আরও রক্ত প্রয়োজন। আমার জন্য সবাই দোয়া করবেন।

    একজন অতিরিক্ত শিল্পী হিসেবে নাসরিনের চলচ্চিত্রে অভিষেক হলেও তার ব্যাপক পরিচিতি আসে কৌতুক অভিনেতা দিলদারের জুটি হয়ে। এরপর নানামুখী চরিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেন। কখনও বোন, কখনও ভাবি, কখনও সহ-নায়িকা, নায়িকা, আবার কখনও প্রতি-নায়িকার চরিত্রে নাসরিন ক্রমশই উজ্জ্বল হয়ে ওঠেন। একজন নৃত্যশিল্পী হিসেবেও অনেক কদর রয়েছে তার।

    চলচ্চিত্রে এমন একটা সময় ছিল যখন প্রতিটি সিনেমাতেই আইটেম গানে তিনি ছিলেন অপরিহার্য। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত সত্তা চলচ্চিত্রে অনন্য অভিনয়ের জন্য নাসরিন শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেত্রী হিসেবে বাচসাস পুরস্কার অর্জন করেন। বর্তমানে নাসরিন দুই সন্তানের জননী। স্বামী রিয়েল খানও চলচ্চিত্র অভিনেতা।

  • মডেল থেকে অভিনেত্রী শর্মি ইসলাম

    মডেল থেকে অভিনেত্রী শর্মি ইসলাম

    একটি পোশাকের ব্রান্ড মডেল হওয়া নড়াইলের লোহাগড়ার মেয়ে শর্মী ইসলাম টিভি অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেন লিটু করিমের অন্তরালে বিষাদ নাটক দিয়ে।

    টিভিতে তার ক্যারিয়ার মাত্র এক বছরের। এই সময়ে তিনি ওয়েব সিরিজ, ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, দুটি টেলিফিল্ম এবং ১২টি নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে ধারাবাহিক নাটকও রয়েছে। ঈদের নাটক হিসেবে তিনি কাজ করেছেন ছয়টি নাটকে। এর মধ্যে রয়েছে যদি থাকে নসিবে, বন্ধন, বিএসসি তালেব, গফুরের বিয়ে, কল্পনায় ভালোবাসা এবং লাভ লেইনের পান।

    শর্মী ইসলাম বলেন, চলচ্চিত্রে অভিনয়ের জন্য বেশ কয়েকজন খ্যাতিমান নির্মাতাই তাকে অফার দিয়েছেন। কিন্তু সেগুলোতে তিনি তেমন একটা সাড়া দেননি। কেন দেননি জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘অভিনয়ে পরিপক্কতা লাভের পর আমি চলচ্চিত্রে অভিনয় করতে চাই।’ তিনি শৈশব থেকেই উদীচী শিল্পী গোষ্ঠীতে কাজ করে আসছেন। মঞ্চেও কাজ করেন। সুতরাং তার অভিনয়ের পাটাতন নড়বড়ে বলা যাবে না। তবে তিনি চলচ্চিত্রে অভিনয় করার মানসিক প্রস্তুতি গ্রহণ করছেন বলে জানালেন।

    শর্মী ইসলাম

    যশোহরের এমএম কলেজ থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করা শর্মী বলেন, ‘চলচ্চিত্র বা নাটক বলে কথা নয়, আমার কাছে গল্পটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গল্প পছন্দ হলে পারিশ্রমিক নিয়ে খুব একটা ভাবি না। বাবা মার পরামর্শও আমি যেন ভালো গল্পে কাজ করি। বাবা-মার পর আমার ভালোবাসার স্থান মিডিয়া। এখানেই আমার ঠিকানা গড়ে তুলতে চাই।’

    এক প্রশ্নের জবাবে শর্মী বলেন, ‘টিভির সব নায়কই আমার পছন্দের। তবে বেশি পছন্দ তাকেই, যিনি ভালো অভিনয় জানেন।’ তিনি বলেন, আমার ক্যারিয়ার এক বছর হলেও খুব কম সময়ের মধ্যে আমি সবার নজরে এসে গেছি। আমি মনে করি এটাই আমার বড় স্বার্থকতা এবং পাওয়া। আমার আরেক বড় পাওয়া হলো আমার পারিবারিক পৃষ্ঠপোষকতা।’

    তিনি বলেন, ‘অভিনয়ের মাধ্যমে আমি দর্শক মনে একটা স্থান করে নিতে চাই। এজন্য প্রয়োজন সংশ্লিষ্টদের সহযোগিতা।’

    শর্মি বলেন, ‘আমার কোনো প্রেম নেই, কোনো বয়ফ্রেন্ড নেই। কারণ আমার কাছে একজন বয়ফ্রেন্ডের চাইতে ক্যারিয়ার অনেক গুরুত্বপূর্ণ। আমার ক্যারিয়ারে যে সহায়তা করবে কেবল সেই হতে পারে আমার বয়ফ্রেন্ড।’ প্রসঙ্গত তিনি মিডিয়া জগতের অসুবিধা নিয়েও কথা বলেন। তিনি বলেন, কাজ করতে গিয়ে আমাকে কখনোই কোনো সমস্যায় পড়তে হয়নি। কেউ আমার প্রতি বিরুপ মনোভাবও দেখায়নি। আমি যে ইউনিটে কাজ করি, সেই ইউনিটকে আমি আপন করে নেই। সবার সঙ্গে পরিবারের সদস্যদের মতো থাকি।’

  • চার বছর পর বিয়ের কথা স্বীকার করলেন মম-শিহাব

    চার বছর পর বিয়ের কথা স্বীকার করলেন মম-শিহাব

    নির্মাতা শিহাব শাহীন ও অভিনেত্রী জাকিয়া বারী মমর প্রেম শোবিজের পুরোনো চর্চিত বিষয়। তাদের বিয়ের খবরও বহুবার গুঞ্জন হিসেবে পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

    কিন্তু কখনই বিয়ের কথা স্বীকার করেননি তারা। তবে মিডিয়ার বিভিন্ন অনুষ্ঠান এবং একই বাসায় তাদের বসবাস করার খবরও চাউর হয়। তবুও বিয়ে বা সম্পর্কের কথা অস্বীকার করেন শিহাব-মম।

    এত বছরের জল্পনা-কল্পনার পর অবশেষে বুধবার (২০ নভেম্বর) নিজেদের ফেসবুকে নিজেরাই জানালেন তাদের বিয়ের খবর। নিজেদের চতুর্থ বিয়েবার্ষিকী উপলক্ষে একে অপরকে শুভেচ্ছাও জানান তারা।

    সহকর্মীরা ভালোবাসামাখা শুভেচ্ছাও জানাচ্ছেন শিহাব-মম দম্পতিকে।

    মম তার ফেসবুকে শিহাবের সঙ্গে কেক কাটার ছবি দিয়ে ক্যাপশন লিখেছেন, ‘তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেয়ার জন্য’।

    অন্যদিকে শিহাব তার ফেসবুকের ক্যাপশনে লিখেছেন, ‘চতুর্থ বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জাকিয়া বারী মম’।

    মম পরিচালক এজাজ মুন্নার সঙ্গে ২০১০ সালের ৩১ মার্চ বিয়ে করেন। ২০১১ সালের ২ মার্চ তাদের সংসারে আসে এক পুত্র। ২০১৩ সালের দিকে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। শিহাব শাহীনও আগে এক বিয়ে করেছিলেন।

  • আইসিইউতে নুসরাত জাহান

    আইসিইউতে নুসরাত জাহান

    অসুস্থ হয়ে হাসপাতালের ভর্তি হয়েছেন টলিউড অভিনেত্রী ও বসিরহাটে তৃণমূল কংগ্রেস’র সংসদ সদস্য নুসরাত জাহান।

    গতকাল রোববার রাতে ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালের তাকে ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ’তে (আইসিইউ) রাখা হয়েছে।

    পরিবার সূত্রে জানা যায়, অ্যাজমার কারণেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুসরাত জাহান।

    চিকিৎসকরা জানিয়েছেন, কোনও ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েন নুসরত। সেই ওষুধের পার্শ প্রতিক্রিয়া স্বরূপই তার শ্বাসকষ্ট শুরু হয়েছিল।

    জানা যায়, কিছুদিন ধরেই অসুস্থতা বোধ করছিলেন নুসরাত। অসুস্থতা নিয়েই সংসদ ও চলচ্চিত্রের কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। রোববার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    ডা. সন্দীপ মণ্ডলের অধীনে অভিনেত্রীর চিকিৎসা চলছে। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকেই নুসরাত অসুস্থ হয়ে পড়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

    সোমবার সকাল থেকে নুসরাতের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এখনও তাকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানান চিকিৎসকরা।

  • ফাহমি-মিথিলার অন্তরঙ্গ ছবি ভাইরাল

    ফাহমি-মিথিলার অন্তরঙ্গ ছবি ভাইরাল

    নির্মাতা ও পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ফাঁস হয়েছে।

    সোমবার (৪ নভেম্বর) টেক বিনোদন’ নামের একটি ফেসবুক গ্রুপ থেকে ছবিগুলো ভাইরাল হয়।

    ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেককেই শেয়ার দিতে দেখা গেছে। এ বিষয়ে কথা বলার জন্য ফাহমি ও মিথিলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

    এদিকে, কেউ কেউ বলছেন- ছবিটি হয়তো এডিট করা বা সাজানো। অপরদিকে, আবার অনেকেই বলছেন ছবিটি দেখেই বুঝা যাচ্ছে ছবিটি এডিট করা নয়।

    তবে ছবির বিষয়ে যে যাই বলুক না কেন ইতোমধ্যে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে।

    এডিট বা সাজানোকে উপেক্ষা করে কেউ কেউ আবার এটাও বলছেন- ‘এই অন্তরঙ্গ মুহুর্তগুলো হয়তো কোনো নাটক বা টেলিফিল্মের অংশ। সুতরাং নিশ্চিত না হয়ে এ ধরনের মন্তব্য বা ছবিগুলো ভাইরাল করা ঠিক না’।

    এর আগে শোনা গিয়েছিলো কলকাতার সিনেমা পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। এ দুটি নাম নিয়ে গত ছয় মাসেরও বেশি সময় ধরে টলিউড ও ঢালিউডের বাতাসে নানা গুঞ্জন। তারা নাকি প্রেমের সম্পর্কে রয়েছেন। শিগগিরই তারা বিয়ের পিঁড়িতেও বসবেন। গত মার্চে গায়ক অর্ণবের একটি মিউজিক ভিডিওতে অভিনয়ের সূত্রে মিথিলার সঙ্গে সৃজিতের সখ্যতা গড়ে ওঠে। তারপর থেকেই এমন গুঞ্জন।