Tag: অভিভাবক

  • হযরত নজির আহমদ শাহ মাদ্রাসায় অভিভাবক সমাবেশ সম্পন্ন

    হযরত নজির আহমদ শাহ মাদ্রাসায় অভিভাবক সমাবেশ সম্পন্ন

    ২৪ খবর ডেস্ক : ঐতিহ্যবাহী ফটিকছড়ি ধর্মপুর সুন্নী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হযরত নজির আহমদ শাহ(রাঃ) নূরানি মাদরাসার ইবতেদায়ী সমাপনী পরীক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ ১৪নভেম্বর বৃহস্পতিবার মাদ্রাসা হলে অনুষ্টিত হয়।

    এতে বক্তব্য রাখেন সমাজ সেবক আলহাজ্ব এ কে এম বখতিয়ার।

    উপস্থিত ছিলেন অত্র মাদরাসার সম্মানিত পরিচালনা কমিটি সভাপতি মৌলনা মুছা কাদেরী সমাজসেবক ইউনুচ চৌধুরী আইয়ুব, মাষ্টার মৌলনা শফিউল আজম ইলিয়াস ‘আলহাজ্ব মৌলনা মহিনউদ্দীন মৌলনা কুতুবউদ্দীন, মৌলনা হাফেজ আবু সালেহ, মৌলনা ইউনুচ কাদেরি মৌলনা, হাফেজ মোস্তাফা হোসাইন, মৌলনা শহিদুল্লাহ্, হাফেজ নেজাম, হাফেজ জসিম মাষ্টার, পেয়ারু ইসলাম, মাষ্টার নাছির, জামসেদ, মাষ্টার জসিম উদ্দীন ও মজাহার রিয়াদ প্রমুক।।

  • চবিতে বাবাকে নিয়ে ভর্তি পরীক্ষা দিয়ে লাশ নিয়ে ফিরল মেয়ে

    চবিতে বাবাকে নিয়ে ভর্তি পরীক্ষা দিয়ে লাশ নিয়ে ফিরল মেয়ে

    সকালে জীবিত বাবাকে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে যায় পরীক্ষার্থী তিন্নি দাশ। ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ৪র্থ দিনে পরীক্ষায় অংশগ্রহণও করেন এ পরীক্ষার্থী।

    বুধবার দুপুর ১টায় পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার উদ্দ্যেশে বাবাকে নিয়ে দুপুর দেড়টায় শাটল ট্রেনে উঠে তিন্নি। তখনও সে জানতো না বাবার সাথে কাটানো এটাই তার শেষ মুহুর্ত্ব।

    শাটল ট্রেনেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে বাবা মৃণাল দাশ। দ্রুত ট্রেন থেকে নামিয়ে তাকে নিয়ে যাওয়া হয় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে। ততক্ষনে তিন্নির বাবা মৃণাল দাশ চলে যায় না ফেরার দেশে। মেয়ের স্বপ্ন পুরণ করতে এসে নিজেই পারি জমিয়েছেন স্বর্গরাজ্যে। মৃত্যু কালে তিনি ২ মেয়ে ও ১সন্তান রেখে গেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম চলছে শোকের মাতম।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, মেয়েকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে অভিভাবক হিসেবে সকালে ক্যাম্পাসে নিয়ে যায় মেয়ের বাবা মৃণাল দাশ। পরীক্ষা চলাকালীন সময়ে ক্যাম্পাসের আশে পাশে মেয়ের অপেক্ষায় ছিলেন।

    পরীক্ষা শেষে মেয়েকে নিয়ে বাড়ি ফেরার উদ্দ্যেশে শাটল ট্রেনে উঠলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে ওই অভিভাবককে দ্রুত বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান ডাক্তার মোহাম্মদ আবু তৈয়ব পরীক্ষার্থীর অভিভাবকের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন। তিনি ধারণা করছেন, হিট স্ট্রোকে তার পিতার মৃত্যু হয়েছে। নিহত মৃণাল দাশের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানালেন এ চিকিৎসক।

    হিট স্ট্রোকে নিহত মৃণাল দাশের গ্রামের বাড়ি সাতকানিয়ার আমিলাইশ ইউনিয়নে এবং চট্টগ্রাম নগরীর এনায়েত বাজারের রেওলয়ে কলোনির বাসিন্দা বলে জানা গেছে।

  • স্কুল কলেজ ফাঁকি দিয়ে সিআরবিতে আড্ডা, থানায় ২৬ ছাত্রছাত্রী

    স্কুল কলেজ ফাঁকি দিয়ে সিআরবিতে আড্ডা, থানায় ২৬ ছাত্রছাত্রী

    স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে স্কুল চলাকালীন সময়ে নগরীর সিআরবি পার্কে আড্ডা দেওয়ার অভিযোগ পেয়ে অভিযানে নামে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম।

    আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর সিআরবি এলাকায় পরিচালিত পুলিশের এ অভিযানে নগরীর বিভিন্ন স্কুল কলেজে পড়ুয়া ২৬ ছাত্রছাত্রীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে আটক ছাত্রছাত্রীদের অভিভাকেদের থানায় ডেকে নিয়ে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয় তাদের।

    আটককৃতদের মধ্যে ১৬ জন ছাত্র ও ১০ জন ছাত্রী রয়েছে বলে জানায় কোতোয়ালি থানা পুলিশ।

    বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, অনেক অভিযোগ রয়েছে স্কুল কলেজের পাঠদানের সময় স্কুল-কলেজ ফাঁকি দিয়ে ছাত্র-ছাত্রীরা নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে, পার্কে ও বন্ধুদের নিয়ে বিভিন্ন স্থানে আড্ডায় সময় পার করে।

    এভাবে স্কুল কলেজ ফাঁকি দিতে দিতে একসময় এসব ছাত্র-ছাত্রীরা নেশাসহ বিভিন্ন বিপদগামী হয়ে উঠে। আর আড্ডায় বন্ধুদের খরচ মেঠাতে বিভিন্ন কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ে। আজ রবিবার দুপুরে টানা ২ ঘন্টা অভিযান চালিয়ে নগরীর সিআরবি এলাকায় পার্কে আড্ডা দেওয়া অবস্থায় অভিযানে ২৬জনকে আটক করা হয়। পরে আটককৃতদের অভিভাবকদের ডেকে থানায় এনে তাদের বুঝিয়ে দেয়া হয়।

    তিনি বলেন, সন্তানদের খোঁজ রাখার দায়িত্ব অভিভাবকদের। তিনি আটক ছাত্র-ছাত্রীদের থানা নিয়ে অভিভাবকদের ডেকে নিয়ে বুঝাতে সক্ষম হয়েছে জানিয়ে স্কুল কলেজের সময় যেন ক্লাশ ফাঁকি দিয়ে আড্ডা না দেয় সেজন্য তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানান।