Tag: অভিযান

  • চায়ে রং মিশিয়ে বিক্রি, জরিমানা ১ লাখ

    চায়ে রং মিশিয়ে বিক্রি, জরিমানা ১ লাখ

    চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন ইস্পাহানি গেইট, একে খান এলাকার ইয়ং কনজুমার ফুড প্রোডাক্টস কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    সোমবার (২৯ জানুয়ারি) সিটিজি চা ব্রান্ডের ওই চায়ের কারখানায় অভিযান পরিচালনাকালে চায়ে রং মেশানোর বিষয়টি হাতেনাতে প্রমাণ পায় চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।

    জিজ্ঞাসাবাদে মালিক ইউনুস মিয়া জানান, ফেসবুকে কালারের বিজ্ঞাপন দেখে তিনি কালার সংগ্রহ করেন। ঐ কালার (রং) ১৫ গ্রাম করে প্রথমে ৫ কেজি চায়ের সঙ্গে মেশান এরপর সেই ৫ কেজি চা ৫০ কেজি চায়ের সঙ্গে ব্লেন্ডিং করে ফ্যানে শুকিয়ে প্যাকেটজাত করেন।

    তিনি ২০২২ সাল থেকে চায়ের ব্যবসা করে আসছেন। তিনি জানান তার প্যাকেট করার লাইসেন্সও নেই।

    দোষ স্বীকার করে ইউনুস জানান, তিনি ভোক্তার সঙ্গে প্রতারণা করেছেন।

    অভিযান পরিচালনা করেন চা বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমিন।

    উপস্থিত ছিলেন পাহাড়তলী থানার পুলিশ, চা বোর্ডের ভূমি নিয়ন্ত্রণ কর্মকর্তা দিদারুল মওলা, বিপণন কর্মকর্তা আহসান হাবীব।

    এ সময়ে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। তার প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। সব চা জব্দ করা হয় এবং তার লাইসেন্স বাতিল করা হবে যাতে সে আর চায়ের ব্যবসা করতে না পারে।

  • বঙ্গোপসাগরে কোস্টগার্ডের অভিযান : অস্ত্রধারী ৫ ডাকাত আটক, উদ্ধার ৭ জেলে

    বঙ্গোপসাগরে কোস্টগার্ডের অভিযান : অস্ত্রধারী ৫ ডাকাত আটক, উদ্ধার ৭ জেলে

    চট্টগ্রাম ডেস্ক : বঙ্গোপসাগরের টেকনাফের মোহনায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড।

    সোমবার (১২ অক্টোবর) গভীর রাত ৩টার সময় টেকনাফ থানাধীন নোয়াখালীপাড়া হতে ১২ নটিক্যাল মাইল দূরে সমুদ্র থেকে তাদেরকে আটক করা হয়।

    এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় ২টি একনলা বন্দুক, ৮ রাউন্ড কার্তুজ, ১০ টি বিভিন্ন ধরনের বার্মিজ ধারালো অস্ত্র।

    তাছাড়া ডাকাতি কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয় এবং ওই নৌকায় ডাকাতদের হাতে জিম্মি থাকা ৭ বাংলাদেশী জেলেকে উদ্ধার করে কোস্টগার্ড। উদ্ধারকৃত জেলেরা সকলেই টেকনাফের নোয়াখালীপাড়ার বাসিন্দা।

    আটক ডাকাতরা হলেন, মো. বাকগুল্লা (২২), মো. শুকুর (২০), রবি আলম (২২), নুরুল আমিন (৩০) ও শফি আলম (২০)। এরা সবাই মায়ানমারের আকিয়াব জেলার আড়িপাড়া অঞ্চলের বাসিন্দা।

    বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা এম হায়াত ইবনে সিদ্দিক বলেন, বঙ্গোপসাগরের টেকনাফ থানা এলাকায় জেলেদের জিম্মি করে ডাকাতি হচ্ছে এমন খবরে অভিযানে নামে কোস্টগার্ড পূর্ব জোন টেকনাফ বিজিসি স্টেশনের একটি টিম।

    গভীর রাত ৩টার সময় সমুদ্রে ভাসমান একটি ইঞ্জিন চালিত নৌকার গতিরোধ করে ৫ জন অস্ত্রধারী ডাকাতকে আটক করা হয় এবং একই নৌকা থেকে ৭ জেলেকে উদ্ধার করা হয়।

    তাছাড়া উদ্ধারকৃত বাংলাদেশী জেলেদের ডুবে যাওয়া একটি নৌকা উদ্ধার করার কথা জানিয়েছে কোস্টগার্ডের এ কর্মকর্তা।

    তিনি বলেন, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উদ্ধার জেলে এবং জব্দকৃত অস্ত্র ও অন্যান্য মালামালসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

    ২৪ ঘণ্টা,রাজীব

  • সামাজিক দূরত্ব নিশ্চিতে অব্যাহত রয়েছে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান (ভিডিও)

    সামাজিক দূরত্ব নিশ্চিতে অব্যাহত রয়েছে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান (ভিডিও)

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনায় জনসচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

    জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসানের নেতৃত্বে আজ নগরীর বাকলিয়া, সদরঘাট, কোতোয়ালী, রিয়াজ উদ্দিন বাজার, কদমতলী , ডবলমুরিং, আগ্রাবাদ কর্ণফুলী মার্কেট, বেপারী পাডা ছোট পুল, বডপুল, হালিশহর এলাকায় জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালিত হয়।

    এ সময়, করোনা পরিস্থিতিতে, এবং মাহে রমজান উপলক্ষে বাজার তদারকির অংশ হিসেবে নগরীর কদমতলী ফলের পাইকারি আড়তে অভিযান চালায় প্রশাসন। ভিডিও লিংক : ফলমন্ডির ফল পরিবহণে বোঝাই হচ্ছে সামাজিক দূরত্ব ছাড়াই

    এসময় সামাজিক দূরত্ববজায় না রেখে কোন প্রকার সুরক্ষা সামগ্রী ও মুখে মাস্ক ছাড়া শ্রমিকদের দিয়ে পরিবহনে ফল উঠা নামা, ফলের পাইকারি দোকানে ফলের মূল্যের তালিকা না টাঙ্গানো, অধিক দামে ফল বিক্রি করার অপরাধে ৯ টি মামলায় মোট বিশ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।

    ভবিষ্যতে বাধ্যতামূলক ভাবে ফলের দোকানে মূল্যের তালিকা টাঙ্গাতে হবে এবং অধিক মূল্যে ফল বিক্রি করা থেকে বিরত থাকতে আড়তদারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

    অন্যদিকে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তাহমিনা সারমিনের নেতৃত্বে আজ নগরীর পাঁচলাইশ, খুলশী, বায়েজিদ, চাঁদগাও ,চকবাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।

    এ অভিযানে, বাজার তদারকির অংশ হিসেবে, মুদির দোকানে মূল্যের তালিকা না টাঙানো, সামাজিক দূরত্ব বজায় না রেখে হ্যামলেট ছাড়া মোটর সাইকেল চালানো, একের অধিক মোটরসাইকেল আরোহী বহন করার অপরাধে ৩ টি মামলায় ৩ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

    পৃথক দুটি অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত থেকে ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

    ২৪ ঘণ্টা/শারমিন সুমি/ আর এস পি

  • হালদা নদীর মোহনায় অভিযান, নিষিদ্ধ জাল ধ্বংস

    হালদা নদীর মোহনায় অভিযান, নিষিদ্ধ জাল ধ্বংস

    ২৪ ঘণ্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : দক্ষিণ এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীর মোহনায় অভিযান চালিয়ে ৮টি নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছেন বোয়ালখালী উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আক্তার।

    আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকেল পর্যন্ত হালদা নদীর মোহনার বোয়ালখালী অংশে নৌ পুলিশে সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

    উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আক্তার জানান, দক্ষিণ এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে মা মাছের অবাধ চলাচল ও প্রজনন নিশ্চিত করতে জেলা মৎস্য কর্মকর্তা মহোদয়ের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

    অভিযানে ৮টি নিষিদ্ধজাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/ পূজন সেন/ আর এস পি

  • করোনা’য় হরিলুট! ১৮০ টাকার মাস্ক ১৫শ টাকায় বিক্রি, মজুদ পিপিই ও চায়না কিট

    করোনা’য় হরিলুট! ১৮০ টাকার মাস্ক ১৫শ টাকায় বিক্রি, মজুদ পিপিই ও চায়না কিট

    ২৪ ঘণ্টা ডেস্ক নিউজ || করোনা সংক্রমনে যেখানে সারাদেশ ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেখানে দেশের এক শ্রেনীর মুনাফা লোভী ব্যবসায়িরা বিপুল মুনাফা লাভের জন্য করোনা চিকিৎসায় ব্যবহৃত সব সুরক্ষা সামগ্রী মজুদ করে

    পিপিই সংকটে একের পর এক আক্রান্ত হচ্ছেন চিকিৎসকরা। অথচ মাস্ক, হ্যান্ড গ্লোবস, স্যানিটাইজার, পিপিইসহ করোনা কালে প্রয়োজন এমন সকল সামগ্রী মজুদ রেখে বেশি দামে বিক্রি করছে মুনাফালোভীরা।

    মাত্র ১৮০ টাকার একটি মাস্ক এন নাইন্টি ফাইভ নাম দিয়ে বিক্রি হচ্ছে ১৫শ টাকায়। এ যেন দুর্যোগের সুযোগে হরিলুট।

    বৃহস্পতিবার সন্ধ্যায় (১৬ এপ্রিল)
    রাজধানীর বাংলামোটরের জহুরা স্কয়ার মার্কেটের এবিসি করপোরেশন নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে করোনার কিট ও পিপিইর বিশাল মজুদ পাওয়া গেল এখানে। সঙ্গে আছে মাক্স, হ্যান্ড গ্লোবস, স্যানিটাইজারসহ চিকিৎসায় ব্যবহৃত সব সুরক্ষা সামগ্রী।

    এসব সামগ্রী উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে প্রতিষ্ঠানটির পরিচালকসহ ৩ জনকে।এন নাইনটি ফাইভ মাস্ক

    পুলিশ জানায়, প্রতিষ্ঠানটিতে নকল এন৯৫ মাস্ক তৈরি হচ্ছে এমন খবরে এ অভিযান চালানো হয়।

    ডিএমপি রমনা জোন এডিসি আজিমুল হক জানান, আমাদের চেকপোস্টে একব্যক্তি অভিযোগ করে তাকে ২০টি মাস্ক ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

    এ অভিযোগের প্রেক্ষিতে আমরা এখানে অভিযান পরিচালনা করি তার মালিককে ধরতে সক্ষম হয়েছি।

    এখানে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে মাস্ক, পিপিইসহ সুরক্ষা সরঞ্জাস এবং চায়না মেডিকেল কিট উদ্ধার করেছি। এসব সামগ্রী তারা চড়া মূল্যে বিক্রি করছে।

    প্রতিষ্ঠানটির কাছে এসব সুরক্ষাসামগ্রী আমদানি ও মজুদের পক্ষে সুনির্দিষ্ট কোনো কাগজপত্র পাওয়া যায়নি। অবৈধ মজুদের দায়ে প্রতিষ্ঠানটির পরিচালকসহ আটক ৩ জনের বিরুদ্ধে কালোবাজারীর অভিযোগে নিয়মিত মামলা করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

    এ ঘটনায় আরো কেউ জড়িত কিনা জানতে তদন্ত শুরু হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • মিরসরাইয়ে পৃথক অভিযান : ইউএস প্রবাসি ও মাছ ব্যাবসায়ীর জরিমানা

    মিরসরাইয়ে পৃথক অভিযান : ইউএস প্রবাসি ও মাছ ব্যাবসায়ীর জরিমানা

    ২৪ ঘন্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে আমেরিকা থেকে আসা এক প্রবাসী হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা না মানায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপর দিকে মাছে ক্ষতিকর ও বিষাক্ত রং মিশানোর অপরাধে তিন মাছ ব্যবসায়িকে ৫ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে গত ৫ দিন পূর্বে আসা এক আমেরিকান প্রবাসী হোম কোয়ারেন্টাইন না মেনে বাজারে আসায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই সময় ওই প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। উপজেলার সকল পর্যটন ও দর্শনীয় স্থান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, মিরসরাইতে হোম কোয়ারেন্টাইনে থানা মোট আট জনের মধ্যে দুই জনের মেয়াদ সম্পন্ন হয়েছে এবং তারা মিরসরাই বাসাবাড়ি ছেড়ে নিজ বাড়িতে ফিরে গেছেন। পলাতক রয়েছেন একজন।

    অন্য আরো ছয় জন কোয়ারেন্টাইনের নির্দশনায় আছেন। তবে মেয়াদ সম্পন্ন হওয়ার একদিন আগেই এক ব্যাক্তি বিয়ের পিড়িতে বসেছেন। আর নির্দেশ না মানায় একজনকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    অপরদিকে মাছে বিষাক্ত রং ও ফরমালিন জাতিয় ক্ষতিকর পদার্থ মেশানোর অপরাধে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে বারইয়ারহাট পৌরসভার মাছ বাজারে।

    এতে মো. সবুজ, মো. কাওছার ও আইন উদ্দিন নামে তিন মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। তবে এই মূহুর্তে মাছ বাজারে মোবাইলকোর্ট পরিচালানা করায় সমালোচনা করছেন সচেতন মহল। কারন মাছ বাজারে মোবাইল কোট পরিচালনা করায় গণ জামায়েতের ঘটনা ঘটে।

    এব্যাপারে জানতে চাইলে ইউএনও রুহুল আমিন বলেন মানুষের কাজ সমালোচনা করা। কাজ করলেও সমালোচনা করবে না করলেও সমালোচনা করবেন। কিন্তু আমাদের কাজ আমাদের করতে হবে।

    ২৪ ঘন্টা/আশরাফ/আরএসপি

  • আনোয়ারায় সরকারি জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

    আনোয়ারায় সরকারি জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

    ২৪ ঘন্টা ডট নিউজ। আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার পিএবি সড়ক সংলগ্ন চাতরী চৌমুহনী বাজারে সড়কের দু’পাশে সরকারি জায়গায় নির্মিত অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপদ বিভাগ।

    রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সড়ক ও জনপদ বিভাগের উপসচিব মনোয়ারা বেগমের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

    প্রায় চার ঘন্টার এ উচ্ছেদ অভিযানের ফলে দখলে থাকা সরকারি জায়গা দখল মুক্ত করা হয়। এতে প্রায় শতাধিক দোকান পাট ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

    উচ্ছেদ অভিযান পরিচালনাকালে উপসচিব মনোয়ারা বেগম বলেন, বঙ্গবন্ধু টানেলের সংযোগ সড়ক বৃদ্ধি করার লক্ষে পিএবি সড়কের চাতরী চৌমুহনী বাজারে সরকারি জায়গায় সড়কের আশেপাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হয়।

  • ফটিকছড়িতে অবৈধ ইটভাটায় ভ্রামমান আদালতের অভিযান, জরিমানা

    ফটিকছড়িতে অবৈধ ইটভাটায় ভ্রামমান আদালতের অভিযান, জরিমানা

    ২৪ ঘন্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রামমান আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

    আজ ২৩ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার পাইন্দং ইউনিয়নে অবস্থিত জনতা ব্রিক ফিল্ডে এই অভিযান পরিচালিত হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫(১) ধারায় ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। আদায়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।

    ভ্রামমান আদালত অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জানে আলম। এ সময় ফটিকছড়ি থানা পুলিশের এস আই জালাল আহম্মদের নেতৃত্বে একটি টিম ও উপজেলা ভূমি অফিসের নাজির আবু তাহেরসহ অন্যান্যরা ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট জানে আলম ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষে সকল ধরনের অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

  • পাবলিক প্লেসে ধূমপান ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে জরিমানা

    পাবলিক প্লেসে ধূমপান ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে জরিমানা

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলায় পৃথক দুটি অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে এক ব্যবসা প্রতিষ্ঠানকে এবং পাবলিক প্লেসে ধূমপান করার অপরাধে ২ ধুমপায়ীকে জরিমানা করেছে ম্যাজিস্ট্রেট।

    আজ ৯ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলা পরিষদ এলাকা এবং উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা এলাকায় পরিচালিত পৃথক অভিযানের নেতৃত্ব দেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান।

    তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, বুধপুরা এলাকায় অভিযানের সময় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে নিমতলী স্টোর এর মালিক জাহাঙ্গীর আলমকে ২৫ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। তাছাড়া পটিয়া উপজেলা পরিষদ এলাকায় পাবলিক প্লেসে ধূমপান করার অপরাধে মো. সোলাইমান ও তপন দাশকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

    জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান।

  • ফটিকছড়িতে অবৈধ বালি মহালে অভিযান : উত্তোলনে ব্যবহৃত মেশিন ও যন্ত্রপাতি জব্দ

    ফটিকছড়িতে অবৈধ বালি মহালে অভিযান : উত্তোলনে ব্যবহৃত মেশিন ও যন্ত্রপাতি জব্দ

    ২৪ ঘন্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ির ধর্মপুরে সর্তা খালের অবৈধ বালি মহালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

    গতকাল ৭ জানুয়ারী (মঙ্গলবার) বিকেলে ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জানে আলমের নেতৃত্বে উপজেলার ধর্মপুর ইউনিয়নের কমিটির হাট, কুলাল পাড়া ও আন্ধার মানিক এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

    ৩টি অবৈধ বালি মহালে ভাম্যমান আদালতের অভিযানে ৪টি জীপ গাড়ি, ২০হাজার ঘনফুট বালি ও বালি উত্তোলনে ব্যবহৃত ১টি মেশিন জব্দ করা হয়েছে।

    উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. জানে আলম ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, মঙ্গলবার বিকালে ধর্মপুর ইউনিয়নের সর্তা নদীতে অবৈধ বালি উত্তোলনের খবর পেয়ে বালি মহাল গুলোতে অভিযান পরিচালনা করা হয়।

    এ সময় বালি ভর্তি ৪টি জীপ, ১টি বালি তোলার মেশিন, কিছু বালি তোলার ফাইপ ও ২০ হাজার ঘনফুট বালি জব্দ করা হয়েছে। বালি উত্তোলনের পাইপ গুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বালিগুলো স্থানীয় ইউপি সদস্য বজল ও আকাশের জিম্মায় রাখা হয়েছে বলে তিনি জানান।

    বলেন, আমাদের উপস্থিতি টের পেয়ে বালি উত্তোলনকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

  • বছরের প্রথম অভিযান চসিকের : ওয়ালটনসহ ১৪ প্রতিষ্ঠানে সোয়া লক্ষ টাকা জরিমানা

    বছরের প্রথম অভিযান চসিকের : ওয়ালটনসহ ১৪ প্রতিষ্ঠানে সোয়া লক্ষ টাকা জরিমানা

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও কাপ্তাই রাস্তার মাথা থেকে মৌলভী বাজার পর্যন্ত আরাকান সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চট্টগ্রাম সিটি করপোরেশন। নতুন বছরের প্রথম দিনে চসিকের পরিচালিত প্রথম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৪ প্রতিষ্ঠানের কাছ থেকে সোয়া লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

    সড়কে উভয় পার্শে নালা ও ফুটপাত অবৈধভাবে দখল করে দোকানের পরিধি বৃদ্ধি করা এবং দোকানের মালামাল স্তুপ করে জনদুর্ভোগ সৃষ্টি করায় এসব প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করে ম্যাজিস্ট্রেট। তাছাড়া এসব অভিযোগে প্রায় দুইশতাধিক দোকানের বর্ধিত অংশ ভাঙ্গা হয় এবং স্তুপকৃত পন্যসামগ্রী অপসারন করা হয়।

    অভিযানের নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস।

    তিনি জানান, নালার উপর দোকানের সামনের অংশ স্থায়ীভাবে বর্ধিত করায় ওই এলাকার ওয়ালটন শোরুমকে দশ হাজার, চান্দগাঁও ডায়াবেটিক সেন্টারকে দশ হাজার, ইউছুফ এন্ড ব্রাদার্সকে দশ হাজার, আল মক্কা হোটেলকে দশ হাজার, খাজা ইলেক্ট্রিককে দশ হাজার, নিউ মক্কা স্টোরকে দশ হাজার, আবদুল জব্বার ইলেক্ট্রোনিক্সকে দশ হাজার, মোস্তাফা মার্কেটের মনছুরকে দশ হাজার, হাবিবুল্লাহকে দশ হাজার, এস.এম ইলেক্ট্রোনিক্সকে দশ হাজার, ডিভিশন ইলেক্ট্রোনিক্সকে দশ হাজার, সিরাজকে পাঁচ হাজার, শোভা জুয়েলার্সকে পাঁচ হাজার ও সাগর স্টোরকে পাঁচ হাজার টাকা সহ সর্বমোট এক লক্ষ পঁচিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

    সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারী, চান্দগাঁও থানা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন।

  • মিস্টি ও দইতে প্রতিশ্রুত ওজনে কম : জরিমানা দিল হাইওয়ে সুইটস

    মিস্টি ও দইতে প্রতিশ্রুত ওজনে কম : জরিমানা দিল হাইওয়ে সুইটস

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : হাইওয়ে সুইটস চট্টগ্রামের লালখান বাজার শাখায় তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় ও জেলা কার্যালয়। এসময় প্রতিশ্রুত ওজন অপেক্ষা কম ওজনে মিষ্টি ও দই বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।

    একই এলাকার গাউ‌সিয়া সুইটস‌কে মেয়াদ উত্তীর্ণ চ‌কো‌লেট সিরাপ ব‌্যবহার করায় ১০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে সতর্ক করে অধিদপ্তরের কর্মকর্তারা।

    আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত নগরীর ই‌পি‌জেড, খুল‌শি ও পাঁচলাইশ থানায় এ তদার‌কিমূলক অ‌ভিযান প‌রিচা‌লিত হয়।

    অভিযানে হাই‌ড্রোজ, ঘন‌চি‌নি, অননু‌মো‌দিত রং, মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য, বা‌সি খাবার, ছাপা সংবাদপ‌ত্রে র‌ক্ষিত খাদ‌্যদ্রব‌্য, কৃ‌ত্রিম রং মি‌শ্রিত করমচা (নকল চে‌রি) ধ্বংসসহ কম ওজ‌নের বাটখারা জব্দ করা হয়। এছাড়া ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় ১০ প্রতিষ্ঠানকে ১ লক্ষ আঠাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।তদারকিমূলক অভিযান

    অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপ‌রিচালক শা‌হিদা ফা‌তেমা চৌধুরীর নেতৃ‌ত্বে পৃথক এসব অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম বিভাগীয় কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক নাস‌রিন আক্তার, সহকারী প‌রিচালক (মে‌ট্রো) বিকাশ চন্দ্র দাস এবং চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান। অ‌ভিযা‌নের সা‌র্বিক নিরাপত্তায় এ‌পি‌বিএন, ৯ এর সদস্যবৃ‌ন্দ নি‌য়ো‌জিত ছি‌লেন।

    ‌চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, চট্টগ্রা‌ম নগরীর সি‌মেন্ট ক্রসিং বাজা‌রের গাউ‌সিয়া স্টোরকে লে‌বেল বিহীন রং, হাই‌ড্রোজ, ঘন‌চি‌নি বিক্রয়ের জন‌্য সংরক্ষণ করায় ১০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে ব‌র্ণিত দ্রব‌্যা‌দি ধ্বংস করা হয়।পোড়াতেল ও কৃত্রিম রং মিশ্রিত খাবার

    এক্রই এলাকায় অস্বাস্থ‌্যকর প‌রি‌বে‌শে মুর‌গি প্রসেস করায় আলী হো‌সে‌নের মুর‌গির দোকান‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে সতর্ক করা হয়। এছাড়া ওজনে কারচুপি ক‌রে মাছ বিক্রয় করায় সালউদ্দিনের মাছের দোকানকে ৩ হাজার টাকা জ‌রিমানা ক‌রে ৫‌টি কম ওজ‌নের বাটখারা জব্দ করা হয়।

    নগরীর বন্দর‌টিলা এলাকায় পৃথক অপর অভিযানে সংবাদপত্রে খাবার সংরক্ষণের জন্য তাকবীর রেস্তোরাঁকে ৫ হাজার, একই অপরা‌ধে রু‌বেল হো‌টেল‌কে ১০ হাজার টাকা এবং কৃ‌ত্রিম রং মি‌শ্রিত করমচা (নকল চে‌রি) বিক্রয়ের জন‌্য সংরক্ষণ করায় আল আ‌মিন ফল ভান্ডার‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে প্রায় ৪ কিলোগ্রাম নকল চে‌রি ধ্বংস করা হয়।পোড়াতেল ও কৃত্রিম রং মিশ্রিত খাবার

    তিনি বলেন, একই দিনের তদারকিমূলক অভিযান পরিচালিত হয় নগরীর ২নং গেইট এলাকায়। এতে নোংরা পা‌নি‌তে বাসন‌-কোসন ধৌত করায় মোহনা কু‌লিং কর্নার‌কে ৫ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়। এছাড়া নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ, একই ফ্রিজে কাঁচা মাং‌সের সা‌থে অন‌্যান‌্য খাবার সংরক্ষণ ও তেলাপোকাযুক্ত স্থানে খোলা অবস্থায় খাবার সংরক্ষণের জন্য ফিনলে স্কয়ারের সিক্সটিন ক্যাফেকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    জনস্বা‌র্থে এই কার্যক্রম অব্যাহত থাক‌বে বলে জানান জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর ‌চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।