Tag: অভিযানে

  • চন্দনাইশ ও সীতাকুণ্ড উপজেলায় পৃথক অভিযানে ৪ ইয়াবা কারবারি আটক

    চন্দনাইশ ও সীতাকুণ্ড উপজেলায় পৃথক অভিযানে ৪ ইয়াবা কারবারি আটক

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের চন্দনাইশ ও সীতাকুণ্ড উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৪ ইয়াবাকারবারিকে আটক করেছে র‌্যাব-৭। এসময় তাদের কাছ থেকে ৩০ হাজার ৯শ ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    আজ শনিবার (৭ নভেম্বর) সকালে র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টার মধ্যে পৃথক অভিযান দুটি পরিচালিত হয়। এসব অভিযানে মাদক পাচারে ব্যবহৃত একটি মিনি ট্রাক ও ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।চন্দনাইশ সীতাকুণ্ড অভিযান

    র‌্যাব জানায়, গতকাল সকাল সাড়ে ৯টার সময় সীতাকুন্ড উত্তর বাঁশবাড়িয়া কানন গোমস্তার জামে মসজিদের সামনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে দুটি মোটরসাইকেলকে থামানোর নির্দেশ দেন।

    র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল রেখে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে কক্সবাজারের লারপাড়ার শহর মুল্লুকের ছেলে মো. ইসমাইল (২৩) ও চকরিয়া পাহাড়িয়াপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে রাকিবুল ইসলাম রাহাত (২৪)কে আটক করে র‌্যাব সদস্যরা।

    পরে তাদের ব্যবহৃত মোটরসাইকেল দুটির সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ১১ হাজার ৬শ ৮০ পিস ইয়াবা উদ্ধার করে দুজনকে আটক দেখায় র‌্যাব।

    একই দিন পৃথক আরো একটি ইয়াবার চালান জব্দ করে র‌্যাব-৭। শুক্রবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ খানহাট এলাকার ছিদ্দিক বাছুরা শপিং কমপ্লেক্স সামনে একটি মিনি ট্রাক ধাওয়া করে আটক করে র‌্যাবের আভিযানিক টিম।

    এ অভিযানে ১৯ হাজার ৩শ ৫ পিস ইয়াবা উদ্ধার হয়। এসময় মো. ফারুক (২৯) ও মো. সেলিম (২৪) নামে দুই ইয়াবা কারবারিকে আটক করে এবং ইয়াবা পাচারে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করে র‌্যাব।

    পৃথক দুটি অভিযানে ৪ ইয়াবা কারবারি আটকের তথ্যটি নিশ্চিত করে র‌্যাবের সহকারি পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, দুটি অভিযানে উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত আলামতসহ আটক ইয়াবা কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ১৩ হাজার ইয়াবাসহ আটক ৩

    গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ১৩ হাজার ইয়াবাসহ আটক ৩

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের চান্দগাঁও এবং কর্ণফুলি থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

    এসময় তাদের কাছ থেকে ১৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক। আটককৃতরা হলেন মো. তারেক (২০), মো. বাবলা (২৫) ও মো. ইব্রাহিম (২৪)।

    মহানগর গোয়েন্দা পুলিশের অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মির্জা সায়েম মাহমুদ পৃথক অভিযানে ৩ জনকে আটক করার তথ্যটি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় কর্ণফুলী থানার নতুন ব্রীজ সংলগ্ন এলাকায় একটি মিনি ট্রাকে তল্লাশী চালানো হয়। ট্রাকটিতে ৮ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এসময় তারেক ও বাবলা নামে দুজন ইয়াবা কারবারিকে আটক করার পাশাপাশি ইয়াবা পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাকটিও জব্দ করা হয়।

    অন্যদিকে আজ সোমবার (৫ অক্টোবর) নগরীর চান্দগাঁও থানার মোড় থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ মো. ইব্রাহিম (২৪) নামে এক যুবককে আটক করে নগর গোয়েন্দা পুলিশ।

    আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবা ও জব্দ ট্রাকসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • হালদায় অভিযানে জব্দ ঘেরাও জাল/জরিমানা ৪০ হাজার

    হালদায় অভিযানে জব্দ ঘেরাও জাল/জরিমানা ৪০ হাজার

    ২৪ ঘণ্টা ডট নিউজ। হাটহাজারী প্রতিনিধি : দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ হাজার মিটার ঘেরাও জাল জব্দ করা হয়।

    সেই সাথে অবৈধ ভাবে বালি উত্তোলনের দায়ে ইঞ্জিন চালিত দুই নৌকাকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

    গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার (১২ জুন) হাটহাজারী উপজেলার ধলই ও নাঙ্গলমোড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমিন।

    জানা যায়, আজ দুপুর ৩ ঘটিকার সময় হালদা নদীর ধলই ইউনিয়ন অংশে অভিযান চালিয়ে এক হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়। এর আগে দুপুর ২ ঘটিকার সময় হালদা নদীর নাঙ্গলমোড়া ইউনিয়নে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে বালু উত্তোলনের দায়ে ইঞ্জিন চালিত দুইটি নৌকাকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

    এছাড়া আজ বেলা ১২ টার দিকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে উত্তর মাদার্শার এস.এল.মেডিকোকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, করোনায় প্রশাসনের ব্যস্ততার সুযোগ নিয়ে অনেকে হালদায় ঘেরা জাল বসানো এবং অবৈধভাবে বালু উত্তোলনের সুযোগ খুজলেও হালদায় প্রশাসনের নজর সব সময় রয়েছে।

    হালদা নদী রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

    ২৪ ঘণ্টা/মো. পারভেজ/আর এস পি

  • হাটহাজারী’তে ভ্রাম্যমাণ আদালতের অব্যাহত অভিযানে জরিমানা গুনল ৬ দোকানি

    হাটহাজারী’তে ভ্রাম্যমাণ আদালতের অব্যাহত অভিযানে জরিমানা গুনল ৬ দোকানি

    ২৪ ঘণ্টা ডট নিউজ। হাটহাজারী প্রতিনিধি : বৃষ্টি আর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতিতেও বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রেখেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

    উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমিন আজ সোমবার (২৭ এপ্রিল) উপজেলার হাটহাজারী পৌরসভা এবং ইছাপুর বাজারের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন।

    এসময় নিত্য প্রয়োজনীয় পণ্য (আদার) দাম বৃদ্ধি এবং মূল্য তালিকা না টাঙানোর কারণে ৬ দোকানিকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

    ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন সাংবাদিকদের জানান, করোনা নিয়ে প্রশাসনের ব্যস্ততা এবং মাহে রমজানকে কাজে লাগিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির চেষ্টা করলেও দাম নিয়ন্ত্রণে প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

    ২৪ ঘণ্টা/মো. পারভেজ/আর এস পি

  • সিআরবিতে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

    সিআরবিতে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর সিআরবি সাত রাস্তা এলাকায় অভিযান চালিয়ে ৮শ পিস ইয়াবাসহ মো. ছৈয়দ নুর প্রকাশ ফাহিম (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

    বুধবার বিকেল সাড়ে ৫টার সময় গোপন সূত্রের খবরে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। ফাহিম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আক্তারিয়া পাড়ার মোজাম্মেল বাড়ির মৃত লাল মিয়ার ছেলে।

    নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পরিদর্শক দেবপ্রিয় দাশ তথ্যটি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।