Tag: অভিযান

  • মইজ্জ্যারটেকে গোয়েন্দা পুলিশের অভিযান : নগদ টাকা ও ইয়াবাসহ গ্রেফতার ১

    মইজ্জ্যারটেকে গোয়েন্দা পুলিশের অভিযান : নগদ টাকা ও ইয়াবাসহ গ্রেফতার ১

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলি থানা মইজ্জ্যারটেক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. জমির উদ্দিন প্রকাশ মিজানুর রহমান (৩২) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ দেড় লক্ষ টাকা উদ্ধার করা হয়।

    রবিবার রাত ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।

    তথ্যটি নিশ্চিত করেন নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. জাহেদুল ইসলাম। তিনি বলেন, গ্রেফতার মিজানুর রহমান কর্ণফুলি থানা চরলক্ষ্যা এলাকার মৃত হামিদুল হকের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আরো খবর : ঈদগাঁহ থেকে ৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার

  • অব্যাহত অভিযানেও পেঁয়াজ বিক্রি হচ্ছে বেশি দামে : আড়তদারকে জরিমানা

    অব্যাহত অভিযানেও পেঁয়াজ বিক্রি হচ্ছে বেশি দামে : আড়তদারকে জরিমানা

    পেঁয়াজের দামে কারসাজিতে জড়িত আড়তদারদের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। অধিক মুনাফায় বেশি দামে পেঁয়াজ বিক্রি না করার প্রতিশ্রুতিও যেন কোন কাজে আসছে না। ভ্রাম্যমান আদালত পরিচালিত বুধবারের অভিযানেও বেশি দামে পেঁয়াজ বিক্রির প্রমান পেয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

    বুধবার নগরীর পাইকারী বাজার খাতুনগঞ্জের মাহিন এন্টারপ্রাইজ নামক একটি আড়তদারকে বেশি দামে পেঁয়াজ বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন।

    অভিযান শেষে তিনি জানান, পেঁয়াজের দরে উদ্ধগতি থামাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলও যৌথ অভিযান পরিচালনা করে।

    অভিযানে পেঁয়াজের বাজারের কারসাজিতে জড়িত সিন্ডিকেটের একটি তালিকাও করা হয়। জরিমানা আদায়, প্রতিষ্ঠান বন্ধসহ কারসাজিতে জড়িত কয়েকজন ব্যবসায়িকে দেয়া হয় সাজা। আরো খবর : পেঁয়াজের দরে কারসাজির তালিকায় অভিযান শুরু

    কিন্তু এরপরও চোরা না শুনে ধর্মের কাহিনী। অসাধু ব্যবসায়িরা পেঁয়াজের বাজারে অস্থিতিশীল তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি টেকনাফ ও কক্সবাজারে পেঁয়াজের বাজারে নিয়মিত মনিটরিংয়ে অসাধু ব্যবসায়িরা এখন কৌশল পরিবর্তণ করে মিশর ও চীনের পেঁয়াজের দামে কারসাজি করার চেষ্টা চালাচ্ছে।

    তৌহিদুল ইসলাম বলেন, মিশর ও চীনের পেঁয়াজ ৪০-৪৫ টাকা আমদানি মূল্য হলে পাইকারিতে ৫০ টাকায় বিক্রি করার কথা। কিন্তু বুধবার অভিযানের সময় দেখা যায় মাহিন এন্টারপ্রাইজ নামক এক প্রতিষ্ঠানে এসব পেঁয়াজ অনেক বেশি দামে বিক্রি করছে। আরো খবর : পেঁয়াজের দামে কারসাজিতে যুক্ত ১৫ জনের সিন্ডিকেট

    এমনকি আমদানি ও বিক্রিত মালামালের সঠিক কোন কাগজ পত্রও তারা দেখাতে পারেনি। ফলে আড়তদারকে ২০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।

    পেঁয়াজের বাজারে যতদিন স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় ততদিন পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।

    এর আগে মঙ্গলবার বিকেলে রেয়াজ উদ্দিন বাজারে অভিযান চালিয়ে পেঁয়াজের মূল্যে কারসাজি ও মজুদদারির অভিযোগে ঘোষাল কোয়ার্টার এলাকার জে এস ট্রেডার্সের মালিক মিনহাজুদ্দিন বাপ্পি (২৮) এবং এ হোসেন ব্রাদাসের মালিক আবুল হোসেনকে (৫৫) ১৫ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

    অভিযানে বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সেলিম হোসেন, ভোক্তা অধিকার অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক শাহিদা ফাতেমা চৌধুরী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক উপস্থিত ছিলেন।

  • পেঁয়াজের দরে কারসাজির তালিকায় অভিযান শুরু : আটক দুই, বন্ধ করা হয় প্রতিষ্ঠান

    পেঁয়াজের দরে কারসাজির তালিকায় অভিযান শুরু : আটক দুই, বন্ধ করা হয় প্রতিষ্ঠান

    মিয়ানমার থেকে আমদানিকৃত পেঁয়াজের দামের কারসাজিতে যুক্ত আমদানিকারক, ব্রোকার ও বিক্রেতাদের তালিকা পাওয়ার পর সিন্ডিকেট ভাঙ্গতে অভিযান শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। প্রাথমিকভাবে চট্টগ্রামের পাইকারী বাজার খাতুনগঞ্জ ভিত্তিক তিন আড়তদারকে চিহ্নিত করে অভিযানে নামে জেলা প্রশাসন। 

    জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে নগরীর স্টেশন রোডস্থ নুপুর মার্কেটে অভিযান চালিয়ে পেঁয়াজ আমদানিকারক প্রতিষ্ঠানের দুজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিসি অফিসে আনা হয়। পাশাপাশি একটি আমদানিকারক প্রতিষ্ঠান বন্ধ করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক উপস্থিত ছিলেন।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, সোমবার আমরা খাতুনগঞ্জে অভিযান পরিচালনার সময় বিভিন্ন আড়তদারের কাছ থেকে আমদানি সম্পর্কিত এবং ক্রয়-বিক্রয়ের বেশ কিছু নথিপত্র সংগ্রহ করা হয়। এসব চালান কপির ভিত্তিতে চট্টগ্রামের কয়েকজন পেঁয়াজ আমদানিকারককে চিহ্নিত করে মঙ্গলবার অভিযান শুরু করি।

    তিনি বলেন, শুরুতে খাতুনগঞ্জ বিভিন্ন আড়ত থেকে সংগ্রহ করা কয়েকটি ইনভয়েসের ঠিকানা ধরে নগরীর স্টেশন রোডের নপুর মার্কেটে যায়। সেখানে ওশাল কোয়ার্টারে অবস্থিত এস কে ম্যানশনের দুটি বার্মিজ পণ্যের আমদানিকারকের দোকানে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দোকান মালিকের ছেলে জিজ্ঞাসাবাদে বার্মিজ পণ্যের সাথে সম্প্রতি তারা পেঁয়াজ আমদানির কথা স্বীকার করেন।

    এসময় দোকান মালিককে না পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য দোকানের ম্যানেজার ও মালিকের ছেলেকে আটক করে ডিসি অফিসে আনা হয় এবং প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে দেয়া হয়।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদলের হাতে খাতুনগঞ্জ ব্যবসায়িরা কারসাজির সাথে জড়িত থাকার যে সিন্ডিকেটের তালিকা দিয়েছেন বন্ধ করে দেওয়া প্রতিষ্ঠানটি কক্সবাজার টেকনাফের ওই চক্রের সাথে হাত মিলিয়ে পেঁয়াজ আমদানি করে তা চড়া দামে বিভিন্ন আড়তদারের হাতে তুলে দিচ্ছেন।

    তিনি বলেন, নথিপত্র অনুযায়ী গত ২ নভেম্বর বন্ধ করে দেওয়া প্রতিষ্ঠান ঘুরে তা সোমবার বিভিন্ন মার্কেটের আড়তদারের কাছে পেঁয়াজগুলো সরবরাহ করেছে।

  • ম্যাজিস্ট্রেট দেখে পালাল মুনাফালোভী, ১১০ থেকে এক লাফে ৭০ টাকায় পেঁয়াজের কেজি

    ম্যাজিস্ট্রেট দেখে পালাল মুনাফালোভী, ১১০ থেকে এক লাফে ৭০ টাকায় পেঁয়াজের কেজি

    পেঁয়াজের বাজারমূল্য মাত্রাতিরিক্ত হওয়ায় চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের নির্দেশে আজ বাংলাদেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে চতুর্থ দফায় অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানের খবর পেয়ে এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে মিয়ানমারের পেয়াজ নিয়ে নতুন উপায়ে কারসাজির সাথে জড়িত মুনাফালোভী কমিশন এজেন্টরা গা ঢাকা দিয়ে মার্কেট থেকে পালিয়ে যায়। অন্যদিকে অভিযান চলাকালীন মাত্র দু ঘন্টার ব্যবধানে মিয়ানমারের পেয়াজ ১১০ টাকা কেজি থেকে তাৎক্ষণিকভাবে ৭০-৭৫ টাকা দরে নেমে আসে।

    আজ রবিবার বিকেল ৪ টা থেকে ৬টা পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। এসময় আমদানিকারকদের কাছ থেকে ক্রয় মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার আইনে খাতুনগঞ্জের চার আড়তদারকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে পুলিশের পাশাপাশি র‌্যাবের সদস্যরাও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

    জানা যায়, অভিযানের সময় দোকানে সংরক্ষিত কাগজপত্র পরীক্ষা করে মিয়ানমারের পেয়াজের দামে কারসাজি ও প্রতারণার প্রমাণ পাওয়ায় মেসার্স খাতুনগঞ্জ ট্রেডিংকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আরো খবর : খাতুনগঞ্জে ফের অভিযান : চার প্রতিষ্ঠানকে জরিমানা

    অন্যদিকে প্রতারণামূলকভাবে মূল্য তালিকা থেকে অধিক দামে পেয়াজ বিক্রি করার অপরাধে মেসার্স হাজী অছি উদ্দিন সওদাগরকে ৪০ হাজার টাকা এবং মিয়ানমারের পেয়াজ আমদানি মূল্যের চাইতে মাত্রাতিরিক্তভাবে ১০০-১০৫ টাকা প্রতি কেজি দরে বিক্রি করার অপরাধে সৌমিক ট্রেডার্স ও বেঙ্গল ট্রেডার্সকে ২০ হাজার টাকা করে জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

    এছাড়া খাতুনগঞ্জের আরো শতাধিক আড়ত পরিদর্শণ করে প্রতিকেজি পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি করার জন্য মুল্য নির্ধারণ করে দিয়ে শেষবারের মতো সতর্ক করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

    প্রায় দুঘন্টার অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের নির্দেশে আজ বাংলাদেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে চতুর্থ দফায় অভিযান পরিচালনা করা হয়। আরো খবর : দেশে আসছে এস আলম গ্রুপের ৫০ হাজার টন পেঁয়াজ!

    তিনি বলেন, অভিযানে খাতুনগঞ্জের শতাধিক আড়ত পরিদর্শন করা হয়। এসব আড়ত পরিদর্শন করে পেয়াজের দামে কারসাজির প্রমাণ পাওয়া যায়। আমদানিকারক, কমিশন এজেন্ট ও আড়তদাররা বাজারে পর্যাপ্ত পেয়াজ মজুদ থাকা সত্ত্বেও দামে কারসাজি করছে।

    আড়তে পর্যাপ্ত পেঁয়াজ থাকার পরও পেঁয়াজের সংকট দেখিয়ে এবং নানা অজুহাতে পেঁয়াজের দর পাইকারিতে কেজি প্রতি ৯০ থেকে ১১০ টাকা করে বিক্রি করছে কিছু আড়তদার। অতচ প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য পড়ছে মাত্র ৪২ টাকা।

    তিনি বলেন, বেশি দামে পেঁয়াজ বিক্রির অপরাধে খাতুনগঞ্জের চারটি আড়তকে মোট এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং প্রতিটি আড়তকে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করতে দর নির্ধারণ করে দেওয়া হয়েছে।

    অভিযান চলমান থাকবে বলে জানিয়ে তিনি বলেন, অভিযানের সময় গা ঢাকা দেওয়া কারসাজির সাথে জড়িত কমিশন এজেন্টদের ব্যাপারে সরেজমিনে খাতুনগঞ্জ থেকে প্রাপ্ত তথ্য অধিক নজরদারির জন্য র‌্যাব ও পুলিশকে দেয়া হয়েছে বলে তিনি জানান।

    প্রসঙ্গত : চলতি বছরের গত ১৪ সেপ্টেম্বর ভারত সরকার পেঁয়াজের রপ্তানিমূল্য ৮৫০ ডলার বেঁধে দেয়। এরপর থেকে বাজারে অস্থিরতা শুরু হয়। ভারতের বৈদেশিক বাণিজ্যবিষয়ক দপ্তর গত ২৯ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়।

    এরপর একেবারে আকাশচুম্বিতে উঠে পেঁযাজের দর। একলাফে পাইকারি বাজারে ভারতীয় আমদানি করা পেঁয়াজের দর ৯০-৯৫ টাকায় পৌঁছে। জেলা প্রশাসন ও বিভিন্ন সংস্থার অভিযান ও নিয়মিত তদারকিতে মাঝে সামান্য দরপতন হলেও ফের লাগামহীন হয়ে পড়েছে পেঁয়াজের বাজার।

    বর্তমানে পাইকারিতে সেঞ্চুরি পেরিয়ে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়।

  • পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে খাতুনগঞ্জে ফের অভিযান : চার প্রতিষ্ঠানকে জরিমানা

    পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে খাতুনগঞ্জে ফের অভিযান : চার প্রতিষ্ঠানকে জরিমানা

    পেঁয়াজের মাত্রাতিরিক্ত মূল্য নিয়ন্ত্রণে চট্টগ্রামের বৃহৎ পাইকারী পেঁয়াজের বাজার খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

    আজ রবিবার বিকেল ৪ টা থেকে অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

    এসময় আমদানিকারকদের কাছ থেকে ক্রয় মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার আইনে খাতুনগঞ্জের চার আড়তদারকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে পুলিশের পাশাপাশি র‌্যাবের সদস্যরাও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

    জরিমানা আদায় করা আড়তগুলোর মধ্যে মেসার্স খাতুনগঞ্জ ট্রেডিংকে ৫০ হাজার টাকা, মেসার্স হাজী অছি উদ্দিন সওদাগরকে ৪০ হাজার টাকা এবং বেঙ্গল ট্রেডার্স ও মেসার্স সৌমিক ট্রেডার্সকে ২০ হাজার টাকা করে জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। আরো খবর : এস আলম গ্রুপের ৫০ হাজার টন পেঁয়াজ!

    এছাড়া খাতুনগঞ্জের আরো বেশ কয়েকটি আড়ত পরিদর্শণ করে প্রতিকেজি পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি করার জন্য মুল্য নির্ধারণ করে দিয়ে শেষবারের মতো সতর্ক করে দেন।

    প্রায় ঘন্টাব্যাপী অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, বাজার মনিটরিংয়ে গিয়ে খাতুনগঞ্জের বিভিন্ন আড়তে পর্যাপ্ত পেঁয়াজ লক্ষ্য করা গেছে। এরপরও পেঁয়াজের সংকট দেখিয়ে এবং নানা অজুহাতে পেঁয়াজের দর পাইকারিতে কেজি প্রতি ৯০ থেকে ৯৫ টাকা করে বিক্রি করছে কিছু আড়তদার। অতচ প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য পড়ছে মাত্র ৪২ টাকা।

    তিনি বলেন, বেশি দামে পেঁয়াজ বিক্রির অপরাধে খাতুনগঞ্জের চারটি আড়তকে মোট এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং প্রতিটি আড়তকে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করতে দর নির্ধারণ করে দেওয়া হয়েছে। অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

    প্রসঙ্গত : চলতি বছরের গত ১৪ সেপ্টেম্বর ভারত সরকার পেঁয়াজের রপ্তানিমূল্য ৮৫০ ডলার বেঁধে দেয়। এরপর থেকে বাজারে অস্থিরতা শুরু হয়। ভারতের বৈদেশিক বাণিজ্যবিষয়ক দপ্তর গত ২৯ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়।

    এরপর একেবারে আকাশচুম্বিতে উঠে পেঁযাজের দর। একলাফে পাইকারি বাজারে ভারতীয় আমদানি করা পেঁয়াজের দর ৯০-৯৫ টাকায় পৌঁছে। জেলা প্রশাসন ও বিভিন্ন সংস্থার অভিযান ও নিয়মিত তদারকিতে মাঝে সামান্য দরপতন হলেও ফের লাগামহীন হয়ে পড়েছে পেঁয়াজের বাজার।

    বর্তমানে পাইকারিতে সেঞ্চুরি পেরিয়ে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়।

  • হালদা নদীতে অভিযান, ৫ হাজার মিটার ভাসা জাল জব্দ

    হালদা নদীতে অভিযান, ৫ হাজার মিটার ভাসা জাল জব্দ

    প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার মিটার ভাসা জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

    আজ শনিবার রাত ৮ টা থেকে ১০টা পর্যন্ত হালদা নদীর হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের পোড় কপালিয়া স্লুইস গেট এলাকায় দু ঘন্টার অভিযানে এসব ভাসা জাল জব্দ করা হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন এ অভিযানের নেতৃত্ব দেন।

    এসময়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। গড়দুয়ারা ইউনিয়নের গ্রাম পুলিশ অভিযানে সহায়তা করেন।

    ইউএনও রুহুল আমিন ২৪ ঘন্টা ডট নিউজকে ভাস জাল জব্দ করার তথ্যটি নিশ্চিত করে বলেন, হালদা নদীতে মা মাছের উপস্থিতিকে লক্ষ্য করে মঃস্যলোভী অসাধু কিছু মানুষ বেপরোয়া হয়ে উঠছে এমন অভিযোগ পেয়ে অভিযানটি পরিচালনা করা হয়। তিনি হালদা নদীর মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

  • আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ নিষিদ্ধ কারেন্ট জাল

    আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ নিষিদ্ধ কারেন্ট জাল

    চট্টগ্রাম আনোয়ারা উপজেলার সাঙ্গু নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।

    আজ শনিবার (২৬ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযানের কর্মসূচী হিসেবে বঙ্গোপসাগরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এই সময় উপজেলার সাঙ্গু নদীতে অভিযান পরিচালনা করলে চর ঘেরা নিষিদ্ধ জাল জব্দ করে জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তারা। জব্দকৃত জালের পরিমান আনুমানিক এক হাজার মিটার যার বাজার মূল্য ৪০ হাজার টাকা। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করে প্রশাসন।

    অভিযানে উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তর ঢাকা পরিচালক মোঃ শফিকুর রহমান, চট্টগ্রাম উপ-পরিচালক মোঃ আব্দুল কুদ্দুস আকন্দ, জেলা মৎস্য কমকর্তা মোঃ মুমিনুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কমকর্তা সৈয়দ হুমায়ূন মোরশেদ, কোস্টগার্ডের কনটিজেন্ট কমান্ডার শফিক, নৌ পুলিশের ইনচার্জ মো.আসাদ, উপজেলা মৎস্য অফিসার জাহেদ আহমেদ ও এনামুল হক।

    অভিযানে কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করে।

  • গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতার ১, ইয়াবা উদ্ধার

    গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতার ১, ইয়াবা উদ্ধার

    মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স ঘোষণার বাস্তবায়নে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। প্রায় প্রতিদিনই বিভিন্ন মাদকদ্রব্যসহ আটক হচ্ছে ইয়াবা কারবারি।

    সর্বশেষ শুক্রবার রাত সাড়ে ৯টার সময় নগরীর খুলশী থানাধীন কর্ণফূলী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৭শ পিস ইয়াবাসহ মো. ফারুক দেওয়ান (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

    গ্রেফতার ফারুক কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ হালগড়া এলাকার মৃত মনসুর আলী দেওয়ানের ছেলে।

    তথ্যটি নিশ্চিত করে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) আসিফ মহিউদ্দীন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, কতিপয় যুবক বর্ণিত স্থানে বিক্রির উদ্দ্যেশে ইয়াবা নিয়ে অবস্থান করছে গোপন তথ্যে অভিযান চালানো হয়।

    এসময় ৭শ পিস ইয়াবাসহ ফারুককে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে খুলশী থানায় মাদক আইনে মামলা দাযের করার তথ্যও নিশ্চিত করেন এ পুলিশ কর্মকর্তা।

  • আনোয়ারা চৌমুহনী বাজারে অভিযান, আফ্রিকান মাগুর জব্দ

    আনোয়ারা চৌমুহনী বাজারে অভিযান, আফ্রিকান মাগুর জব্দ

    চট্টগ্রামের আনোয়ারা চাতরী চৌমুহনী বাজারে অভিযান পরিচালনা করে ১২ কেজি আফ্রিকান মাগুর জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

    মঙ্গলবার (২২ অক্টোবর) রাঁত দশটার দিকে উপজেলার বৃহত্তম চাতরী চৌমুহনী কাঁচা বাজারে অভিযানটি পরিচালিত হয়। এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা হুমায়ুন মোর্শেদ।

    তিনি বলেন, রাক্ষসী এই আফ্রিকান মাগুর গুলো অন্য প্রজাতির মাছগুলো ধ্বংস করে থাকে। তাই ধ্বংসকারী মাছ গুলো উৎপাদন নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর। মঙ্গলবার রাতে অভিযানের সময় স্থানীয় মাছ ব্যবসায়িদের কাছ থেকে ১২ কেজি রাক্ষুসে মাছ জব্দ করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়।

    অভিযানে উপস্থিত ছিলেন, মৎস্য অফিসার জাহেদ আহমেদ, এনামুল হক। পরে উদ্ধার হওয়া মাছ গুলো এতিম খানায় বিতরণ করা হয়।

    মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম অর্থাৎ ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ষোষণা করেছে সরকার। এই উপলক্ষে মা ইলিশ সংরক্ষণে আনোয়ারা মৎস্য অধিদপ্তরের কর্মসূচীর অংশ হিসেবে বিভিন্ন হাট-বাজারে অভিযান কর্মসূচি পালন করে উপজেলা মৎস্য অধিদপ্তর।

  • রাইচ মিলে অভিযান, প্লাস্টিকের মোড়ক ব্যবহারের দায়ে অর্থদন্ড

    রাইচ মিলে অভিযান, প্লাস্টিকের মোড়ক ব্যবহারের দায়ে অর্থদন্ড

    রাউজানে একটি অটো রাইচ মিলে ভ্রাম্যমান আদালতের অভিযানে প্লাস্টিকের মোড়ক ব্যবহারের দায়ে অর্থদন্ড প্রদান করা হয়।

    সোমবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় দিকে উপজেলার ফকিরহাট বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বে হাজী সলেমান অটো রাইচ মিলে অভিযান চালানো হয়।

    এ সময় রাইচ মিলে প্লাস্টিকের মোড়ক ব্যবহারের দায়ে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

    ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাট মন্ত্রণালয় চট্টগ্রাম বিভাগের পরিদর্শক কামাল উদ্দিন ও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

  • রাউজানে মাদক বিরোধী অভিযান, আটক-৬

    রাউজানে মাদক বিরোধী অভিযান, আটক-৬

    চট্টগ্রামের রাউজানে মাদক বিরোধী অভিযানে পৃথক দুটি স্থান থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ।

    আজ শনিবার সংবাদ সম্মেলনে জানানো হয়, গত শুক্রবার রাতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পথের হাট ভরতশ্বরী মার্কেটের সামনে থেকে ৫ কিশোরকে ৫৬ পিস ইয়াবাসহ এবং চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের ঢালারমুখ তালুকদার মার্কেটের সামনে থেকে ১৫ লিটার চোলাইমদ নিয়ে একজনসহ মোট ৬ জনকে আটক করা হয়।

    আটককৃতরা হলেন, নোয়াপাড়া ইউনিয়নের মো. মতিনের ছেলে ইমরান (২০), মো. রুহুল আমিনের ছেলেন মো. জুয়েল (২১), মো. ইদ্রিসের ছেলেন মো. ফারুক (১৯), মো. ফজল কাদেরের ছেলে মো. মুরাদ (২০), মো. শাহ আলমের ছেলে মো. রাশেদ (১৯)। আটককৃতরা সকলে নোয়াপাড়া ইউনিয়নের বাসিন্দা। অপরদিকে ১৫ লিটার মদসহ আটক মো. জামাল (৪২) সন্দ্বীপ থানার পশ্চিম মুছাপুর গ্রামের মৃত এমরান মোল্লার ছেলে।

    এই প্রসঙ্গে রাউজান থানার সেকেন্ড অফিসার নুর নবী ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, গত ১৫ অক্টোবর থেকে বিশেষ অভিযান চলছে। শুক্রবার রাতে পৃথক দুটি অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আজ শনিবার দুপুরে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • ফটিকছড়ি থেকে বিপুল সিগারেট জব্দ, চোরাকারবারী আটক

    ফটিকছড়ি থেকে বিপুল সিগারেট জব্দ, চোরাকারবারী আটক

    চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন বিবিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিগারেট জব্দ করেছে র‌্যাপিড অ্যকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। এসময় র‌্যাবের পক্ষ থেকে এক চোরাকারবারীকে আটক করার তথ্য জানিয়েছে।

    বৃহস্পতিবার বিবিরহাট বাজারের জানে আলম কমপ্লেক্স এর নিচ তলায় মুমু এন্টারপ্রাইজে সকাল ৯টা থেকে তিনঘন্টা ধরে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দেওয়া এসব সিগারেট জব্দ করা হয়।

    আটক চোরাকারবারীর নাম মো. বেলাল উদ্দিন (৫০)। তিনি উপজেলার পূর্ব আজিমপুরের বাসিন্দা মো. ইফনুসের ছেলে।

    র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন ২৪ ঘন্টা ডট নিউজকে তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, মুমু এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানে শুল্ক ফাঁকি দেওয়া এবং এন আর বি ব্যান্ড জাল করা বিপুল পরিমাণ সিগারেট মজুদ রয়েছে এমন তথ্য পেয়ে অভিযানে নামে র‌্যাবের এশটি আভিযানিক দল।

    চট্টগ্রাম কাস্টমসের সরকারী রাজস্ব কর্মকর্তা মো. হাদিয়ার রহমানের সহায়তায় বেলালের মালিকানাধীন গোডাউনে তল্লাশী চালিয়ে ৫ লক্ষ ৬০ হাজার পিস সিগারেট উদ্ধার করা হয়। এসব সিগারেটের কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বেলাল নামে একজনকে আটক করা হয়।

    শুল্ক ফাকি দেওয়া এবং এন আর বি ব্যান্ড জাল করা উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫৬ লক্ষ টাকা জানিয়ে র‌্যাবের এ কর্মকর্তা বলেন, উদ্ধারকৃত সিগারেট সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম কাষ্টমস এন্ড ভ্যাট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।