Tag: অভিযান

  • পেঁয়াজের বাজারে সিন্ডিকেট কাজ করছে-ম্যাজিস্ট্রেট

    পেঁয়াজের বাজারে সিন্ডিকেট কাজ করছে-ম্যাজিস্ট্রেট

    চট্টগ্রামের পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে দ্বিতীয় দিনের মত খুচরা বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। বুধবার ১৬ অক্টোবর সকাল ১১ টায় নগরীর চৌহমুনী বাজারে অভিযান পরিচালিত হয়।

    জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীণ আক্তার ও মাসুদ রানা দ্বিতীয় দিনের অভিযানের নের্তৃত্ব দেন। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে বেঁধে দেওয়া নির্ধারিত মূল্যের চেয়ে ১৫ টাকা বেশি বিক্রি করায় তাদের জরিমানা করা হয়।

    অভিযান শেষে পেঁয়াজের বাজার অস্থিতিশীল করতে একটি সিন্ডিকেট কাজ করছে বলে গণমাধ্যমকে জানিয়েছে ম্যাজিট্রেট। পরে সেখানকার ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে নগরীর পাহাড়তলি বাজারে অভিযান চালানো হয়।

    এর আগে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে মঙ্গলবার দেশের বৃহৎ পাইকারী বাজার খাতুনগঞ্জে অভিযানে যায় ভ্রাম্যমান আদালত।

    অভিযানে গিয়ে দেখা যায়, খাতুনগঞ্জের বিভিন্ন আড়তে পেঁয়াজের বিপুল সরবরাহ রয়েছে। এরপরও আমদানি ক্রয়ের চাইতেও বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ২টি আড়তকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এছাড়াও বিভিন্ন আড়তে পেঁয়াজ বিক্রির দর নির্ধারণ করে দেন জেলা প্রশাসন।

    নির্ধারিত দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করতে বুধবার ২য় দিনে খুচরা বাজারে অভিযানে নামে ভ্রাম্যমান আদালতের টিম।

    অভিযানের নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ২য় দিনের অভিযানে খুচরা বাজারেও পেঁয়াজের কোন ঘাটতি দেখা যায়নি। পর্যাপ্ত পেঁয়াজ রয়েছে।

    বাজার মনিটরিংয়ে গিয়ে দেখা যায় সাধারণ ক্রেতাদের ঠকানোর জন্য একটি অসাধু চক্র সিন্ডিকেট তৈরি করেছে। পাইকারী বাজার এবং খুচড়া বাজারে মনিটরিংয়ের পর বিষয়টি স্পষ্ট।

    তিনি বলেন, এর আগের দিন খাতুনগঞ্জে পাইকারী আড়াতদারদের মিয়ানমারের পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা এবং ভারতের পেঁয়াজ কেজিতে ৬০ থেকে ৬৫ টাকা দর নির্ধারণ করে দিলেও খুচরা বাজারে তার কোন প্রভাবও দেখা যায়নি। বরং বাজারের বিভিন্ন দোকানে মঙ্গলবারের মূল্য তালিকায় ভারতীয় পেঁয়াজ ৮২ থেকে ৮৩ টাকা কেজি দরে এবং মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০ টাকা কেজিতে বিক্রির প্রমাণ পাওয়া যায়।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, বেশি দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। খুচরা বাজারের প্রতিটি দোকানের পাইকারি রশিদ সংগ্রহ করে ছবি তুলে নিয়েছি।

    এছাড়া খুচরা বাজারে বিভিন্ন ব্যবসায়িদের কাছ থেকে পাওয়া তত্য সূত্র ধরেই পাইকারী বাজাওে ফের অভিযানে যাবে বললেন এ ম্যাজিস্ট্রেট।

  • পেঁয়াজের মূল্য স্বাভাবিক রাখতে সীতাকুণ্ডেও অভিযান, জরিমানা

    পেঁয়াজের মূল্য স্বাভাবিক রাখতে সীতাকুণ্ডেও অভিযান, জরিমানা

    খুচরা বাজারে পেঁয়াজের অতিরিক্ত মূল্য নেওয়া হচ্ছে কিনা তা তদারকি করতে এবং পেঁয়াজের মূল্য স্বাভাবিক রাখতে সীতাকুণ্ড উপজেলায় বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

    বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও),ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মিল্টন রায় এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট সৈয়দ মাহবুবুল হক সীতাকুণ্ডের পৌর সদরের বিভিন্ন দোকানে উক্ত অভিযান পরিচালনা করেন।

    অভিযান পরিচালনাকালে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে কয়েকজন অসাধু ব্যবসায়ীকে সতর্ক করা হয় এবং এক আড়ৎদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়৷

    এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মিল্টন রায় বলেন, পেঁয়াজের অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগ পেলে ব্যাবসায়ীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। অসাধু ব্যাবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

  • ব্যবসায়ির বাড়িতে মিলল সোয়া কোটি টাকা ও ইয়াবা

    ব্যবসায়ির বাড়িতে মিলল সোয়া কোটি টাকা ও ইয়াবা

    নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রসুলপুর এলাকার ইউনুস মৃধার ছেলে জামাল হোসেন। মাস্টার কয়েল নামে একটি মশার কয়েল কারখানার মালিক। যার কোনো বৈধ কাগজপত্র নেই। তাছাড়া তার মালিকানাধিন রয়েছে গরুর খামার। কয়েল কারখানা এবং গরুর খামার দুটোরই নেই কোন পরিবেশের ছাড়পত্র।

    ছাড়পত্র ও বৈধ কাগজপত্র থাকার কথাও না কারণ এসব ব্যবসা ছিলো শুধুমাত্র প্রশাসনের চোখ ফাঁকি দিতে। তার আয়ের আসল উৎস মাদক। তার ভাই মোস্তফা কামাল এবং প্রতিবেশী মানিক মিয়ার সহযোগীতায় সে গড়ে তুলেছিলো মাদকের সাম্রাজ্য। এ তথ্য প্রশাসন জানতে পেরে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে জামালের বাস ভবনে হানা দেয় জেলা গোয়েন্দা পুলিশ।

    মাদক ব্যবসার বিষয়টি এতোদিন সকলের অগোচরে থাকলেও জামালকে তার দুই সহযোগীসহ গ্রেফতারের পর তা প্রকাশ পায়। অভিযানের সময় তার বাড়িতে ১ কোটি ২৫ লাখ টাকা ও ২ হাজার ইয়াবা বড়ি জব্দ করে জেলা গোয়েন্দা পুলিশ।

    পুলিশ সূত্রে জানা যায়, জামাল ও মোস্তফার বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার ধাসুরা এলাকায়। আট বছর আগে তাঁরা রসুলপুর এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ করেন। তাঁরা অবৈধ কয়েল কারখানা ও গরুর খামারের আড়ালে ইয়াবার ব্যবসা করে আসছিলেন। মঙ্গলবার ইয়াবার বড় একটি চালান তার বাড়িতে আসছে গোপন তথ্য পেয়ে অভিযানে যায় পুলিশ।

    জেলা পুলিশের উপ-পরিদর্শক মো. মিজান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে স্থানীয় কয়েল ব্যবসায়ী জামাল হোসেন মৃধার বাড়িতে এক লাখ পিছ ইয়াবা ট্যাবলেটের একটি চালান প্রবেশ করবে। এরপর গোয়েন্দা পুলিশ মঙ্গলবার বিকেল থেকে ওই এলাকায় নজরদারি শুরু করে।

    মধ্য রাত থেকে জামাল হোসেন মৃধার চার তলা বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটে তল্লাশি চালায়। এ সময় একটি ট্রাংক থেকে নগদ এক কোটি টাকা এবং আমলমারির ভেতর থেকে আরো পঁচিশ লাখ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে বাড়িটির নিচ তলায় জামাল হোসেনের ব্যক্তিগত অফিস থেকে দুই হাজার পিছ ইয়াবা উদ্ধার হয়।

    রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় বাড়ির মালিক জামাল হোসেন, তাঁর সহযোগী মোস্তফা কামাল ও প্রতিবেশী মানিক মিয়াকে আটক করে পুলিশ।

    পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, আটক ব্যক্তিরা টাকার বৈধ উৎস জানাতে পারেননি। এত টাকা কোথা থেকে এসেছে, সে তথ্যও দিতে পারেননি। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে সব তথ্য বেরিয়ে আসবে। তার বিরুদ্ধে মানি লন্ডারিং ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনে মামলা হবে জানিয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সুপার।

    আরো:: ডোবায় মিলল নিখোঁজ হওয়া ২ বোনের লাশ

  • আইনের বিরুদ্ধে কাজ করে তাদের বিরুদ্ধে অভিযান চলছে

    আইনের বিরুদ্ধে কাজ করে তাদের বিরুদ্ধে অভিযান চলছে

    চলমান অভিযান শুধুমাত্র ক্যাসিনোর বিরুদ্ধে নয়। যারা দেশের আইন অমান্য করে, আইনের বিরুদ্ধে কাজ করে তাদের সবার বিরুদ্ধে এই অভিযান বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

    যারা অনৈতিক ব্যবসা করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

    রোববার সকালে গাজীপুরের সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে ৩৫ ও ৩৬ তম বিসিএস (আনসার) কর্মকর্তাগণের মৌলিক প্রশিক্ষণ ও এমএইচএস সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    তিনি বলেন, প্রধানমন্ত্রী আজ দেশকে যে অবস্থানে নিয়ে গেছেন তা ধরে রাখতে আমাদেরকে অবশ্যই সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সেজন্যই আমরা যে-ই অন্যায় করুক, জনপ্রতিনিধি বা কর্মচারী হোক, তাকেই আইনের মুখোমুখি করব।

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম আসিফ ইকবাল, উপ-মহাপরিচালক নিমাই কুমার দাস সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ।

  • উপজাতী সন্ত্রাসী ও সেনাবাহিনীর সংঘর্ষে ১ সেনা গুলিবিদ্ধ

    উপজাতী সন্ত্রাসী ও সেনাবাহিনীর সংঘর্ষে ১ সেনা গুলিবিদ্ধ

    খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গহীণ অরণ্যে লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী ও উপজাতীয় সন্ত্রাসীদের সাথে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে।

    ২৫ সেপ্টেম্বর বিকালে কুমারী, বটটিলা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়।

    লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. আনিসুর রহমান গুলিবিদ্ধ হয়েছেন। তাকে মানিকছড়ি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ঘটনাস্থল থেকে এক উপজাতীয় সন্ত্রাসীর গুলিবিদ্ধ লাশ, একটি এসএমজি, বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারদ উদ্ধার করা হয়েছে বলে সূত্রে জানা গেছে। নাম জানা না গেলেও একজন সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।

    জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সশস্ত্র সন্ত্রাসীরে অবস্থান নিশ্চিত হলে লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর আনিস ও ক্যাপ্টেন নাসির এর নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে ফেলে। সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিত টের পেয়ে এলোপাতারি গুলি বর্ষন করে সেনাবাহিনীর উপর।

    সন্ত্রাসীদের গুলিতে লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর আনিস আহত হয়। তিনি ডান পায়ে গুলিবিদ্ধ হয়। পরে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থল থেকে উপজাতীয় সন্ত্রাসীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষনিকভাবে তার নাম ও পরিচয় জানা যায় নি। এছাড়াও ঘটনাস্থল থেকে একটি এসএমজি, গুলি উদ্ধার করা হয়েছে।

    এ বিষয়ে জানতে চাইলে মানিকছড়ি থানার অফিসার(তদন্ত) মো. মাসুদ করীম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় একজন সেনাবাহিনীর কর্মকর্তাকে গুলিবিদ্ধ অবস্থায় মানিকছড়ি হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালের চিকিৎসক ডা. মো. মহিউদ্দীন আহত সেনা কর্মকর্তার চিকিৎসা দেন।

    এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ থেমে গেলেও ঘটনাস্থলে সেনা অভিযান চলছে। তবে এ ঘটনায় সেনাবাহিনীর পক্ষ হতে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায় নি।

    আরো:: চকরিয়ার মালুমঘাটে অজ্ঞাত মরদেহ উদ্ধার

    ২৪ ঘন্টা/আলমগীর হোসেন/রাজীব..