Tag: অভিযোগে

  • মিরসরাইতে ভারতীয় নাগরিকের অভিযোগে গ্রেফতার ২ ডাকাত : লুন্ঠিত মালামাল উদ্ধার

    মিরসরাইতে ভারতীয় নাগরিকের অভিযোগে গ্রেফতার ২ ডাকাত : লুন্ঠিত মালামাল উদ্ধার

    ২৪ ঘন্টা ডট নিউজ। আশরাফ উদ্দিন, মিরসরাই : ভারতীয় নাগরিকের অভিযোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বিভিন্ন অংশে গাড়ি ডাকাতি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতের দেয়া তথ্যের ভিত্তিতে ভারতীয় নাগরিকের লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ।

    মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে খইয়াছড়া ইউনিয়নের পূর্ব পোলমোগরা গ্রামের মাসুদ উদ্দিন ও মো.আরাফাতের ঘর থেকে মালামাল গুলো উদ্ধার করা হয়। মালামাল গুলোর মধ্যে রয়েছে একটি ভারতীয় ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইন্সেস, ১২শ ভারতীয় রুপি, ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, উক্ত নাগরিকের কর্মক্ষেত্রের আইড়ি কার্ড ও ব্যবহৃত একটি ব্যাগ।

    জানা গেছে, গত ২৩ নভেম্বর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কলঘর এলাকায় কৌশিক ভট্টাচার্য ও আকিব জাফর নামে দুই ভারতীয় নাগরিককে বহনকারী একটি মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে।

    এসময় ডাকাতদল তাদের কাছ থেকে ল্যাপটপ, থিংক প্যাড, হার্ডডিক্স, ভারতীয় ব্যাংকের একাধিক ডেবিট ও ক্রেডিট কার্ড, মোবাইল সেট, ইবা সফটওয়ারের লাইন্সেস, একটি ভারতীয় পাসপোর্ট, ছয় হাজার ভারতীয় রুপিসহ লক্ষ টাকার মালামাল লুট করে নেয়।

    এ ঘটনায় কৌশিক ভট্টাচার্য বাদি হয়ে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে পুলিশ গত ২৮ নভেম্বর রাতে খইয়াছড়া ইউনিয়নের পূর্বপোলমোগরা গ্রামের মৃত জসীম উদ্দিনের ছেলে মো.মাসুদকে গ্রেফতার করে। পরে তাকে গত ১০ ডিসেম্বর ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে।

    রিমান্ডের প্রথম দিনে সে ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এসময় তার দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে তার ঘরসহ মো.আরাফাত নামে আরেক জনের ঘর থেকে ভারতীয় নাগরিকদের কাছ থেকে লুট করে নেয়া বেশকিছু মালামাল উদ্ধার করা হয়।

    মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) বিপুল দেবনাথ ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, ডাকাত দলের সর্দার মো.আরাফাতের নেতৃত্বে ৫-৬ জন সংঘবদ্ধ হয়ে ভারতীয় নাগরিকদের গাড়িটি ডাকাতির কথা পুলিশের কাছে স্বীকার করে মাসুদ।

    তার দেয়া তথ্যের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ জাহেদুল কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। ডাকাতির সাথে জড়িত অন্যদের গ্রেফতার ও বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান বিপুল দেবনাথ।

  • বায়ু দূষনের অভিযোগে সীতাকুণ্ডের সীমা স্টিলকে জরিমানা

    বায়ু দূষনের অভিযোগে সীতাকুণ্ডের সীমা স্টিলকে জরিমানা

    সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : বায়ু দূষনের অভিযোগে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীস্থ বানুর বাজার এলাকার সীমা স্টিল মিলসকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

    আজ সোমবার (৯ ডিসেম্বর) সকালে শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

    বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে বায়ু দুষনের মাধ্যমে পরিবেশের ক্ষতি করার অপরাধে উক্ত জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুক্তাদির হাসান ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সীতাকুণ্ডের ভাটিয়ারীতে রড তৈরী কারখানা সীমা স্টীল মিলস বায়ু দুষন করছে এমন অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্টানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটাই জানিয়েছেন এ কর্মকর্তা।

  • সীতাকুণ্ডে নিজ ভূমি থেকে বৃদ্ধ মহিলাকে উচ্ছেদ করার অভিযোগে সংবাদ সম্মেলন

    সীতাকুণ্ডে নিজ ভূমি থেকে বৃদ্ধ মহিলাকে উচ্ছেদ করার অভিযোগে সংবাদ সম্মেলন

    সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডে ভাটিয়ারী ইউনিযনের ১নং ওয়ার্ড জাহানাবাদ এলাকার বাসিন্দা বৃদ্ধা এক নিরীহ মহিলাকে উচ্ছেদ করার অভিযোগ উঠেছে।

    মঙ্গলবার বেলা ১১টার দিকে সীতাকুণ্ড প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এর প্রতিকার চেয়ে লিখিত বক্তব্য পাঠ করেন, মৃত নুরুল আলমের স্ত্রী ভুক্তভোগি বৃদ্ধা খতিজা বেগম।

    লিখিত বক্তব্যে তিনি বলেন, চট্টগ্রাম জেলা প্রসাশক আওতাধীন এল এ শাখার মামলা নং ০৭/২০১৭-১৮ইং মুলে গ্যাস পাইপ লাইন আমার ভিটার উপর দিয়ে পড়লেও আমাকে তারা কোনো নোটিশ দেয়নি।

    কিন্তু সিটিজি এল গ্যাস কোম্পানীর কর্মকর্তা কার্তিক, হাসেম, সফিক এবং এনজিও ডর্প সীতাকুণ্ড শাখার রুবেল ও ফরহাদের নেতৃত্বে ১০/১২ জন লোক এসে জোর পূর্বক আমার দীর্ঘ দিনের লাগানো গাছপালা কেটে ফেলাসহ বসত ঘরের পেছনের সেমিপাকা গোসলখানা ও রান্না ঘর ভেঙে ফেলে।

    এখন আমার মুল বসত ঘরও ভাঙার পায়তারা করছে এবং আমার ছেলেদেরকে বিভিন্ন মামলায় জড়ানোর হুমকি দেয়। তারা এল এ শাখার সার্ভেয়ার সেলিম, মঞ্জু ও ইব্রাহীম এর যোগসাজসে মোটা অংকের বিনিময়ে আমার বসত ঘর ও গাছপালার ক্ষতি পুরোনের কোনো নোটিশ না দিয়ে আমার উত্তর পাশ্বের ঘরের মালিক মানিক চৌধুরী ও পূর্ব পাশের্ব নাছির চৌধুরীকে ৬ লাখ ৯০ হাজার ২৯৩ টাকা করে নোটিশ প্রদান করে।

    সুতারাং আমি ক্ষতিগ্রস্ত বৃদ্ধা মহিলা হিসেবে ন্যায্য পাওনা পাওয়ার জন্য প্রধান মন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীদের কাছে হস্তক্ষেপ কামনা করছি।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগি বৃদ্ধার ছেলে কামাল হোসেন বাবলু,শওকত হোসেন, পুত্রবধু ফারজানা আক্তার, স্থানীয় মোঃ সালাউদ্দিন, জানে আলম, মামুন চৌধুরী, তাহের ও জয়নাল আবেদীন প্রমুখ।