Tag: অভিযোগ

  • চট্টগ্রামে দুটি আবাসিক হোটেল থেকে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার ১৯

    চট্টগ্রামে দুটি আবাসিক হোটেল থেকে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার ১৯

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকার দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ৭ নারীসহ ১৯ জনকে গ্রেফতার করা হয়।

    শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে চান্দগাঁও থানাধীন সাতকানিয়া গেস্ট হাউজ ও নিউ চান্দগাঁও গেস্ট হাউজ নামের দুটি আবাসিক হোটেলে এ অভিযানটি পরিচালিত হয়।

    নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দিন বলেন, একাধিক অভিযোগে শুক্রবার রাতে আবাসিক হোটেল দুটিতে আকস্মিক অভিযান পরিচালিত হয়।

    এসময় অনৈতিক কর্মকাণ্ডের যোগান দাতা সুজন দাশ, প্রফুল্ল দাশ ও তানভীরসহ অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ৭ নারী ও ৯জন পুরুষকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মানবপাচার আইনে নগরীর চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান আসিফ মহিউদ্দিন।

  • সীতাকুণ্ডের সাবেক এক মেম্বারের অত্যাচারে অতিষ্ঠ ৫ পরিবার,সংবাদ সম্মেলনে অভিযোগ

    সীতাকুণ্ডের সাবেক এক মেম্বারের অত্যাচারে অতিষ্ঠ ৫ পরিবার,সংবাদ সম্মেলনে অভিযোগ

    সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকার সাবেক মেম্বার ও স্থানীয় কেশবপুর গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে জসীম উদ্দিনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভিটে মাটি হারানোর আতংকে আছে একই এলাকার ৫ পরিবার।

    এ ঘটনার প্রতিকার চেয়ে আজ মঙ্গলবার (২৬ নভেম্বের) মঙ্গলবার দুপুর ২টায় সীতাকুণ্ড প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগিরা।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঐ এলাকার সিরাজ মিয়ার স্ত্রী শাহানাজ আক্তার। তিনি লিখিত বক্তব্য বলেন তারা ৫ পরিবার ১৯৯১ সালে স্থানীয় মুন্সিমিয়ার দখলে থাকা সওজের জায়গা সত্ব কিনে নিয়ে বসবাস শুরু করেন। পরবর্তীতে ২০১৭ সালে সওজের কাছ থেকে লিজ নেন তারা।

    ২০১৩ সালে তাদের পার্শ্ববর্তী জমির আলী নামক এক ব্যক্তির জায়গা কিনে স্কেল স্থাপন করেন জসীম মেম্বার। এরপর থেকে শাহানাজসহ আশপাশের পরিবারের উপর অত্যাচার শুরু করেন তিনি।

    সর্বশেষ গত ২৬ আগষ্ট নিজের জায়গা ভরাট করতে গিয়ে জসীম এমনভাবে বালি ফেলেন যে ১০ ফুট উচ্চতার ঐ বালির স্তুপ থেকে পার্শ্ববর্তী আবু জাফর, মৃত আবুল বশর, কুদ্দুস আলী, শাহানাজ আক্তারদের ঘরে বালি ও পানি ঢুকে পরিবারগুলো খুবই কস্টে দিনতিপাত করছে।

    এসব ঘটনার প্রতিবাদ করলে জসীম উল্টো হুমকি দিচ্ছেন তাদের এবং নানাভাবে ঘরের উপর ইট, লোহার পাতসহ নানান সরঞ্জাম ছুড়ে অত্যাচার করছে।

    সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন রেহেনা বেগম, সখিনা বেগম, সাহাব উদ্দিন, ফাতেমা বেগম ।

  • প্রেমের টানে বাড়ি ছাড়লো মেয়ে, পিতার অভিযোগ অপহরণ

    প্রেমের টানে বাড়ি ছাড়লো মেয়ে, পিতার অভিযোগ অপহরণ

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : বোয়ালখালীতে প্রেমের টানে প্রেমিকের সাথে বাড়ি ছেড়ে পালিয়েছে মেঘলা মহাজন (২২) নামের এক কলেজ ছাত্রী। তবে এ ঘটনায় মেঘলা মহাজনের পিতা মেয়েকে অপহরণে অভিযােগ এনে থানায় মামলা দায়ের করেছেন।

    জানা যায়, উপজেলার পশ্চিম শাকপুরা গ্রামের স্বপন মহাজনের স্নাতকোত্তর পড়ুয়া মেয়ে মেঘলা মহাজনের সাথে একই এলাকার আবদুল শুক্কুরের ছেলে শাহদাত হোসেনের(২৮) দেড় বছরের প্রেমের সর্ম্পক। দুই জনই প্রাপ্ত বয়স্ক হওয়ায় গত ১৩ নভেম্বর আদালতে হাজির হয়ে বিবাহ সম্পন্ন করেন।

    মেঘলা মহাজন স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। নিজ নাম পরিবর্তন করে সুনেহেরা ইসলাম (মেঘলা) ধারণ করেন। তবে এ বিয়ে মেনে নিতে পারেননি মেঘলার পিতা নগরীর ডবলমুরিং থানায় বরের বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনেন।

    অভিযোগ পেয়ে গত শুক্রবার (১৫ নভেম্বর) রাতে পুলিশ মেঘলার শ্বশুড় আবদুর শুক্কুর ও দেবর জয়নাল আবেদিনকে বাড়ি থেকে আটক করে নিয়ে যায় এবং পরদিন আদালতে সোর্পদ করেছে।

    এ ব্যাপারে এডভোকেট সেলিম আনসার রানা ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, প্রাপ্ত বয়স্ক দুই জন নিজেদের ইচ্ছায় আদালতে গিয়ে বিয়ের কাজ সম্পন্ন করেছে, এতে আইনি কোন সমস্যা নেই। তাদের পরিবারকে হয়রানি বা নির্যাতন করলে তা আইন পরিপন্থী।

    ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ কুমার দাশ ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, বোয়ালখালী থেকে দুই জন আসামিকে আটক করা হয়েছিলো। স্বপন মহাজন নামের একজন বাদির সুনির্দিষ্ট অপহরণ মামলায় তাদের আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • মিথিলা সাইবার ক্রাইমে অভিযোগ করেছেন

    মিথিলা সাইবার ক্রাইমে অভিযোগ করেছেন

    অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে নির্মাতা ও পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দিয়েছেন মিথিলা।

    মঙ্গলবার (৫ নভেম্বর) তিনি এই অভিযোগ দেন।
    ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

    তিনি জানান, এই ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন রাফিয়াত রশিদ মিথিলা।

    এর আগে মঙ্গলবার এডিসি নাজমুল ইসলাম তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, দু’জন মানুষের একান্ত ব্যক্তিগত ছবি ভাইরাল করা তাদের স্বাধীনতাকে অবজ্ঞা করা এবং এটা আইনের ব্যত্যয়ও বটে, যা একান্ত ঘৃণাবোধকেই উসকে দেবে এবং এটা জাতি হিসেবে আমাদের অবস্থান উন্নত বলে প্রমাণ করে না।

    সম্মানিত নেটিজেনদের আহ্বান জানাব, এটাকে নিয়ে না ঘাটাতে এবং অন্যের ইস্যু নিয়ে কনসার্ন্ড না হয়ে নিজের পরিবারকে সময় দিন। যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘৃণ্য কাজ করছেন আদতে তারা আইনের লঙ্ঘন করছেন।

    প্রসঙ্গত, গত সোমবার রাতে ফেসবুকের একটি গ্রুপ থেকে ফাহমি-মিথিলার অন্তরঙ্গ ছবি পোস্ট করা হয়। এরপর রাতে একাধিক ছবি ছড়াতে থাকে।

  • সীতাকুণ্ডে মোবাইল চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

    সীতাকুণ্ডে মোবাইল চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

    মোবাইল চোর সন্দেহে আজহার নামে ২৬ বছর বয়সী এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

    আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা ভাটিয়ারী কলেজ রোড এলাকায় ঘটনাটি ঘটে। পিটুনীতে নিহত আজহার ভাটিয়ারী ৪নং ওয়ার্ডের বালুর রাস্তা এলাকার মফিজুর রহমানের ছেলে বলে জানিয়েছেন স্থানীয়রা।

    এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, মোবাইল চুরির সন্দেহে প্রশাসনের এক কর্মকর্তাসহ এলাকার কয়েকজন উত্তেজিত জনতা মিলে আজহারকে পিটিয়ে হত্যা করেছে। কয়েকজন যুবক আজহারের মরদেহটি উদ্ধার করে প্রথমে ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে রাখে। সেখানে শত শত মানুষ যুবকের পরিচয় সনাক্ত করতে ভীড় জমায়।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন বলেন- মোবাইল চুরির অভিযোগে এক যুবকে পিটুনী দিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়রা অভিযোগ করছে একজন পুলিশ সদস্যসহ কয়েকজন মিলে যুবকটিকে পিটিয়ে হত্যা করেছে। তবে ওই পুলিশ সদস্য সীতাকুণ্ড থানার কেউ নয় জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছেন।

    সীতাকুণ্ড থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে নিয়ে গেছে।