Tag: অমিত শাহ

  • ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা আক্রান্ত

    ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা আক্রান্ত

    ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা আক্রান্ত হয়েছেন। রবিবার এক টুইট বার্তায় তিনি একথা জানিয়েছেন।

    টুইট বার্তায় অমিত শাহ জানান, উপসর্গ দেখা দেয়ায় করোনা পরীক্ষা করানোর পর ফল পজিটিভ আসে। তার শারীরিক অবস্থা এমুহূর্তে স্থিতিশীল হলেও চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে নেয়া হয়েছে তাকে।

    গত কয়েকদিনে যারা তার সংস্পর্শে এসেছেন তাদের আইসোলেশনে থাকার এবং করোনা পরীক্ষা করানোর অনুরোধ করেন অমিত শাহ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা আটক

    প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা আটক

    ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন পাসের প্রতিবাদে যখন উত্তাল ভারত তখন পুলিশের হাতে আটক হয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি।

    আজ শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ির সামনে থেকে শর্মিষ্ঠা মুখার্জিকে আটক করা হয়।

    বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, শুক্রবার দুপুরে ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন পাসের প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ির সামনে দিল্লি কংগ্রেসের নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ করছিলেন শর্মিষ্ঠা মুখার্জি। এ সময় পুলিশ তাকে গ্রেফতার করে। তার সঙ্গে দলটির অন্তত ৫০ মহিলাকে আটক করে পুলিশ।

    উল্লেখ্য, প্রধান শর্মিষ্ঠা দিল্লি কংগ্রেসের মহিলা ইউনিটের প্রধান। নিজের আটকের কথা টুইটারে নিজেই জানিয়েছেন শর্মিষ্ঠা মুখার্জি।

    তিনি টুইটে লেখেন, আমাদের আটক করে মন্দির মর্গ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

    প্রসঙ্গত বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী দিল্লিসহ অন্তত দশটি রাজ্যের তেরোটি শহর।

    বিক্ষোভ দমাতে দেশটির রাজধানী দিল্লিসহ কয়েকটি রাজ্যে বিভিন্ন নিষেধাজ্ঞা ও ১৪৪ ধারা জারির পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে।

    বৃহস্পতিবার ১৪৪ ধারা ভাঙার শপথ নিয়ে রাজ্যে রাজ্যে রাজপথে নেমে এসেছে কয়েক লাখ প্রতিবাদী জনতা। এসময় পুলিশের গুলিতে বেঙ্গালুরু ও লখনৌ রাজ্যে তিনজন নিহত হয়েছেন।

    এছাড়াও বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, বৃহস্পতিবার দিল্লিতে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়। এর মধ্যে রয়েছেন বিরোধীদলীয় নেতা ডি রাজা, সীতারাম ইয়েচুরী, নীলোৎপল বসু, বৃন্দা করত, অজয় মাকেন, সন্দ্বীপ দিক্ষিত প্রমুখ। পূবের কলম।

  • অমিত শাহকে রক্ত দিয়ে চিঠি নারী শুটারের

    অমিত শাহকে রক্ত দিয়ে চিঠি নারী শুটারের

    নিজের রক্ত দিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন দেশটির আন্তর্জাতিক শুটার বর্তিকা সিং। তিনি চিঠিতে দাবি করেন, নির্ভয়ার ধর্ষণকারীদের নিজ হাতে ফাঁসি দেবেন। সেই সুযোগটি করে দিতে।

    তিনি চিঠিতে লেখেন, ‘এই দেশে একটি বার্তা পৌঁছবে যে মহিলারাও ফাঁসি দিতে পারেন। এতে সমাজে পরিবর্তন আসবে এবং মহিলাদের উপরে বাড়তে থাকা অপরাধেও লাগাম টানা যাবে।’

    নির্ভয়া মামলায় আসামিদের ফাঁসি দেওয়ার বিষয়ে ১৮ ডিসেম্বর দিল্লি হাইকোর্টে শুনানি হবে। আসামিরা হলেন- পবন, মুকেশ, অক্ষয় এবং বিনয়।

    নির্ভয়ার মা জানান, ফাঁসি থেকে বাঁচতে ওই চারজন আসামি সমস্ত চেষ্টাই করছে। তার আশা ১৮ ডিসেম্বর হাইকোর্ট শেষ রায় জানাবে এবং মৃত্যুদণ্ড তাড়াতাড়ি দেওয়া হবে।

    এদিকে ফাঁসির ভয়ে ইতোমধ্যেই খাওয়া ছেড়ে দিয়েছেন ৪ সাজাপ্রাপ্ত আসামি। তাদের সমস্ত গতিবিধির উপরেই নজর রাখা হচ্ছে। জেলের আধিকারিকরাও তাদের সঙ্গে কথা বলছেন। দিনে দুবার তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তিহার জেলে গত কয়েক দিন ধরেই ফাঁসির মহড়াও চলছে।