Tag: অর্ধগলিত লাশ উদ্ধার

  • লোহাগাড়ায় অর্ধগলিত লাশ উদ্ধার : পুলিশ পরিদর্শক রাশেদ’র মানবিকতায় মুগ্ধ সাধারণ মানুষ

    লোহাগাড়ায় অর্ধগলিত লাশ উদ্ধার : পুলিশ পরিদর্শক রাশেদ’র মানবিকতায় মুগ্ধ সাধারণ মানুষ

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : বিস্তীর্ণ ধান ক্ষেতের চারদিকে ঘোর অন্ধকার। সেখানে পড়ে আছে অজ্ঞাতনামা একটি লাশ। পঁচা-দুর্গন্ধে এগিয়ে আসছে না কেউ। খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে ছুটে গেলেন লোহাগাড়া থানার পলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম। তিনি নিজেই ময়লা-দুর্গন্ধযুক্ত কাদা মাটিতে নেমে দ্রুত উদ্ধার করলেন অজ্ঞাতনামা লাশটি।

    ১৩ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় লোহাগাড়া উপজেলা সদরের দয়ার পাড়ার বোয়ালিয়া খালের সন্নিকটের একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।

    লাশটি উদ্ধারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখিছেন, প্রশিক্ষণকালে ওস্তাদরা বলেছিলেন লাশের সেবা করলে কখনো ঠকে না আবার ঠেকেও না। পাশাপাশি সহকর্মী এসআই পার্থ হাওলাদারকেও ধন্যবাদ জানাতে ভূলেননি তিনি।

    এদিকে, কাঁদা ও ময়লাযুক্ত ধানক্ষেত থেকে অর্ধগলিত যুবকের লাশ উদ্ধারের ঘটনাটি সোশ্যাল মিডিয়া ফেসবুকে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন পুলিশ পরিদর্শক রাশেদুল ইসলাম। একজন পুলিশ কর্মকর্তার এ মানবিকতা দেখে লোহাগাড়ার সাধারণ মানুষ খুবই মুগ্ধ হয়েছে।

    ইদানিংকালে আলোচনা-সমালোচনায় পুলিশের খারাপ দিকগুলোই বেশি মুখরোচক হয়ে ওঠেছে। পুলিশ যে জনগণের বন্ধু, আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করার পাশাপাশি তাঁরা যে মানবিক কাজের ক্ষেত্রেও পিছিয়ে নেই তা জনগণ বেমালুম ভুলে যাই। দু-একজনের অপকর্মে পুরো পুলিশ বাহিনীকে সমালোচনায় প্রশ্নবিদ্ধ করি আমরাই। কিন্তু পুলিশ বাহিনীতে রয়েছে হাজারো রাশেদুল ইসলাম । যারা সাধারণ মানুষকে সহযোগিতার মতো মানবিক কাজগুলোও নৈতিক দায়িত্ব বলে মনে করেন।

    দেশে চলমান মহামারী কোভিড-১৯ শুরুর দিকে লকডাউনের কারণে নিম্ন আয়ের মানুষের আয়-রোজগার প্রায় বন্ধ হয়ে যায়। তখন সারাদেশের মত লোহাগাড়ায়ও বেশ কিছু অসহায় মানুষ মানবেতর জীবন যাপন করছিলেন।

    ওই সময় খোঁজ-খবর নিয়ে কখনো নিজের অর্থায়নে আবার কখনো বিত্তবানদের সহযোগীতা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন পুলিশ পরিদর্শক রাশেদুল ইসলাম। নিজের মোবাইল নাম্বারে ফোন করার সাথে সাথেই খাবার নিয়ে ছুটে যেতেন মানুষের কাছে।

    লোহাগাড়া থানায় যোগদানের পর থেকে বিভিন্ন সেবামূলক এবং সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে তরুণদের কাছে ‘রাশেদ ভাই’ হিসেবে পরিচিত লাভ করেছেন তিনি।
    সাধারণ মানুষ মনে করেন রাশেদুল ইসলাম’র মত এভাবে সবাই মানবিক কাজ করলে পুলিশের হারানো ঐতিহ্য আবারো ফিরে আসবে।

    ২৪ ঘণ্টা/রিহাম/আজাদ

  • ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

    ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

    ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ে অর্ধগলিত অবস্থায় (৩০-৩৫) বছর
    বয়সের অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

    সোমবার (১ জুন) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন কহরপাড়া গ্রামের ফেরসাডাঙ্গি ব্রিজের পাশের একটি বাগানের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

    পুলিশ সুত্রে জানাযায়, গত ২-৩ দিন আগেই অজ্ঞাতনামা ওই নারীকে কেউ বা কাহারা হত্যা করে কহরপাড়া গ্রামের একটি বাগানের ভেতর গর্ত করে পুতে রাখে।

    সোমবার স্থানীয় লোকজন বাগানের ভেতর দিয়ে চলাচলের সময় গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য লাশটি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরন করে।

    এবিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম
    জানান, ভিকটিমের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বলেই ধারনা করছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ওই নারীর পরিচয় অনুসন্ধান ও কারা এ হত্যা কান্ডের সাথে জড়িত তা উদঘাটন করা হবে দ্রুতই। পিএম রিপোর্ট এলেও আমরা অনেকটা জানতে পারবো হত্যার বিষয়ে।

    ২৪ ঘণ্টা/এম আর/গৌতম