ওবায়দুল হক মানিক, আরব আমিরাত প্রতিনিধি:::করোনাভাইরাসের তাণ্ডবে সংযুক্ত আরব আমিরাতের নিম্ন ও মধ্যবর্তী আয়ের অসহায় অভাবী প্রবাসীদের সংকটে আবুধাবির বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটসহ এগিয়ে এসেছে প্রবাসী বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আবুধাবীতে বাংলাদেশ সমিতি, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি, আওয়ামী যুবলীগ, বিএনপি, দুবাইয়ের বাংলাদেশ সমিতি, বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটি, দুবাইয়ের বিজনেস এসোসিয়েশন, দুবাই যুবলীগ, দুবাই আল্ আবির বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সমিতি সারজা, বিএনপি শারজা কমিটি, বাংলাদেশ সমিতি ফুজিরা, রাস আল খাইমার বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ, বঙ্গবন্ধু পরিষদ আল আইন, আল আইন বিএনপিসহ অন্যান্য সংগঠন।
আওয়ামীলীগ যুবলীগ ইউএই কেন্দ্রীয় কমিটি, বিএনপি ইউএই কেন্দ্রীয় কমিটিসহ আমিরাতের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অভাবী প্রবাসীদের বিশেষ করে লক ডাউনে থাকা প্রবাসীদের জন্য খাদ্য সহায়তাসহ নানা সহযোগিতায় এগিয়ে এসেছেন।
তবে অভাবী প্রবাসীদের সংখ্যার তুলনায় এসব সাহায্য-সহযোগিতা মোটেই যথেষ্ট নয়। আরো সাহায্য-সহযোগিতা দরকার। অভাবী প্রবাসীদের পাশে আমিরাতের প্রবাসী বড় বড় ব্যবসায়ীসহ সরকারের আরো সাহায্য সহযোগিতা দরকার বলে মনে করেন প্রবাসের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে আমিরাতে শুক্রবার (১৭এপ্রিল) পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬,৩০২ জন, সুস্থ হয়েছেন ১১৮৮ জন ও মোট মৃত্যু বরণ করেছেন ৩৭ জন।আক্রান্তের মাঝে অর্ধশতাধিক বাংলাদেশী আছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তিন জন বাংলাদেশী করোনায় মারা গেছেন।
তবে ইতিমধ্যে আমিরাতজুড়ে হার্ট অ্যাটাক/স্টোকসহ অন্যান্য রোগে বেশ কয়জন বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধা মারা গেছেন।
এদিকে আমিরাতের বানিজ্যিক রাজধানী দুবাইতে জীবাণুনাশক স্প্রে করার সময় আরো ১সপ্তাহের জন্য বৃদ্ধি করা হল। অর্থাৎ দুবাইতে আগামী আরো এক সপ্তাহ পর্যন্ত(২৫ এপ্রিল পর্যন্ত,) সবাইকে ২৪ ঘন্টা ঘরে থাকতে হবে।