Tag: অসহায়দের মাঝে

  • ফটিকছড়ি পৌরসভায় অসহায়দের মাঝে চাউল বিতরণের উদ্বোধন

    ফটিকছড়ি পৌরসভায় অসহায়দের মাঝে চাউল বিতরণের উদ্বোধন

    ফটিকছড়ি প্রতিনিধি:::প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফটিকছড়ি পৌরসভায় গরীব ও হত-দরিদ্রদের মাঝে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

    রবিবার (৩ মে) সকালে ফটিকছড়ি পৌরসভার ২নং কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সায়েদুল আরেফিন এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

    এসময় ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেন, কাউন্সিলর রফিকুল আলম উপস্হিত ছিলেন।

    পৌর মেয়র ইসমাইল হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ দেশে যেন কোনো মানুষ না খেয়ে থাকে। এজন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অসহায়দের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে। ক্রমান্বয়ে মানুষের ঘরে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছানো হবে।

    ২৪ ঘণ্টা/এম আর/জুনায়েদ

  • লোহাগাড়ায় অসহায়দের মাঝে দক্ষিণ জেলা ছাত্রলীগের ত্রাণ বিতরণ

    লোহাগাড়ায় অসহায়দের মাঝে দক্ষিণ জেলা ছাত্রলীগের ত্রাণ বিতরণ

    মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন, অসহায়, দিনমজুর ও দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করলেন ‘চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগে’র নেতৃবৃন্দ। সাধারণ সম্পাদক মো. আবু তাহেরের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২টা থেকে লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

    এইসময় ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগের নেতাকর্মীরা অসহায়,কর্মহীনদের ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন।

    ত্রাণ বিতরণকালে সাধারণ সম্পাদক মো. আবু তাহের বলেন, ‘বর্তমানে বাংলাদেশসহ সারা বিশ্বে এই মহামারী করোনা ভাইরাস আঘাত হেনেছে । পুরো বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা প্রায় ৫১ হাজার, আক্রান্তের সংখ্যা ৮ লক্ষেরও অধিক। আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশে এই ভাইরাস এখনও তেমন বিস্তার ঘটাতে পারেনি। তবে আমাদের সচেতনতায় পারে এই মহামারী রোধ করতে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামারী রোধে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন। ইতোমধ্যে বাংলাদেশের সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থাসহ সুরক্ষা সরঞ্জামও প্রেরণ করেছেন। সুতরাং আপনারা এই ভাইরাসের বিস্তার ঠেকাতে নিজ বাড়িতে অবস্থান করুন। সাথে সরকারি নির্দেশনা মেনে চলুন।

    ত্রাণ বিতরণের সার্বিক দায়িত্বে ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি আকতার হোসেন নাবিল, যুগ্ম সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিন সিকদার সুমন, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন রুবেল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক তারেক চৌধুরী, সহ-সম্পাদক মারুফ খান, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ নেতা সফিউল আলম জুয়েল,রবিউল ইসলাম রুবেল,ওমর ফারুক মো. সাকিব চৌধুরী অভি, মোস্তফিজুর রহমান কলেজ ছাত্রলীগ নেতা নাঈমুল ইসলাম মুরাদ প্রমুখ