Tag: অসুস্থ

  • অসুস্থ কেন্দ্রীয় আ.লীগ নেতা আমিনুল ইসলামের শয্যাপাশে ড. নদভী এমপি

    অসুস্থ কেন্দ্রীয় আ.লীগ নেতা আমিনুল ইসলামের শয্যাপাশে ড. নদভী এমপি

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন হঠাৎ প্রেনক্রিয়াসের ব্যাথাজনিত কারণে অসুস্থতাবোধ করলে শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে তাঁকে চট্টগ্রাম নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়।

    একইদিন রাত সাড়ে ৭টার দিকে ম্যাক্স হাসপাতালে তাঁকে দেখতে যান সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

    এ সময় সাংসদ নদভী আমিনুল ইসলামের শয্যাপাশে বেশ কিছুক্ষণ সময় কাটান এবং চিকিৎসার খোঁজ-খবর নেন। এমপি নদভী কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনের দ্রুত সুস্থতা কামনা করেন।

    উল্লেখ্য, আমিনুল ইসলাম আমিন সাতকানিয়ায় কয়েকটি অনুষ্টানে অংশ নিতে বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে চট্টগ্রাম আসেন। শুক্রবার সকালে হঠাৎ প্রেনক্রিয়াসের ব্যাথাজনিত কারণে অসুস্থতাবোধ করলে একইদিন সকাল ১০টার দিকে তাঁকে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়।

    ২৪ ঘণ্টা/আজাদ

  • মান্না দে’র কফি হাউসের সেই মঈদুল গুরুতর অসুস্থ

    মান্না দে’র কফি হাউসের সেই মঈদুল গুরুতর অসুস্থ

    উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কলকাতার মান্না দে’র কালজয়ী গান কফি হাউসের ‘নিখিলেশ প্যারিসে মঈদুল ঢাকাতে নেই তারা আজ কোনো খবরে’ অন্যতম চরিত্র ঢাকার মঈদুল গুরুতর অসুস্থ। গত ৫ জুলাই তার মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার পর তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

    ১৯৩৬ সালের ১৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের ২৪ পরগনায় জন্মগ্রহণ করেন কফি হাউজের সেই মঈদুল। সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময়ে বন্ধুত্ব হয় সবার সঙ্গে। ১৯৮৩ সালে এই গানটি প্রকাশ হয়। গানটি লেখেন গৌরি প্রসন্ন মজুমদার।
    ১৯৬৪ সালে হিন্দু-মুসলিম দাঙ্গার সময় তিনি ঢাকায় চলে আসেন পরিবার নিয়ে।

    কাগজের রিপোর্টার মঈদুল ঢাকায় এসে সাংবাদিকতা করেছেন দৈনিক আজাদ, ইত্তেফাক, দৈনিক বাংলা, ইনকিলাব, সংবাদ, বাংলার বাণী আর দৈনিক পূর্বদেশে।

    মঈদুলের কফি হাউজের সোনালী বিকেল হারিয়ে গেছে অনেক আগেই। এখন মঈদুলের বিকেল কাটছে হাসপাতালে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • আহমদ শফি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

    আহমদ শফি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

    হেফাজত ইসলাম বাংলাদেশের আমির ও আল-জামিআতুল দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বুধবার (৮ জানুয়ারি) সকালে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

    হেফাজত আমিরের একান্ত সচিব বিষয়টি নিশ্চিত করে বলেন, আল্লামা আহমদ শফী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন।

    গতকাল থেকে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় হেফাজত আমিরকে চট্টগ্রাম নগরীর বেসরকারি সিএসসিআর হাসপাতালে ভর্তির জন্য আনা হয়।

    হাসপাতাল সূত্রে জানা গেছে, আল্লামা আহমদ শফী বর্তমানে ডা. ইব্রাহিমের তত্বাবধানে চিকিৎসাধীন আছেন। স্যালাইন চলছে, তবে আশঙ্কার কিছু নেই বলে জানান চিকিৎসকরা।

    হেফাজতের আমীরের সুস্থতায় জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

    প্রসঙ্গত, ১০৩ বছর বয়সী আল্লামা আহমদ শফী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন।

  • আমিন জুটমিল শ্রমিকরা ১১ দফা দাবিতে অনশনে অটল : অসুস্থ ১০ শ্রমিক

    আমিন জুটমিল শ্রমিকরা ১১ দফা দাবিতে অনশনে অটল : অসুস্থ ১০ শ্রমিক

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : মঞ্জুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবি আদায়ে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তৃতীয় দিনের মত আমরণ অনশন করছে চট্টগ্রামের আমিন জুট মিলের পাটকল শ্রমিকরা। এখনো মেলেনি সংশ্লিষ্ট কোন কর্তৃপক্ষের আশ্বাস। খোঁজ নেয়নি কেউ।

    শ্রমিক নেতারা দাবি করছে গত তিনদিন ধরে চলমান অনশন কর্মসুচিতে অসুস্থ হয়ে পড়েছে ১০ জন পাটকল শ্রমিক। এদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে পাঠানো হয়েছে।

    এর আগে গত মঙ্গলবার থেকে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের উদ্যোগে সারাদেশে অনশন কর্মসূচীর ঘোষণা দিলে সারাদেশের মত আমিন জুট মিলসহ চট্টগ্রামের ৯টি রাষ্ট্রায়ত্ত মিলের শ্রমিকরা এই কর্মসূচি পালন করছেন।

    রাতভর শীত উপেক্ষা করে চট্টগ্রাম আমিন জুট মিলের গেটে অনশন স্থলে অবস্থান করছেন শত শত শ্রমিক। এতে অসুস্থ হয়ে পড়েছে ১০ শ্রমিক। এরপরও শ্রমিক নেতারা এবারের কর্মসূচি থেকে পিছু হটার কোন সুযোগ নেই উল্লেখ করে দাবি আদায়ের জন্য প্রয়োজনে মৃত্যুকে বরণ করে নিতেও তারা প্রস্তুত বলে জানায়। সমস্যা নিরসনে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন অনশনরত শ্রমিক নেতারা।

    আমিন জুট মিল সিবিএ’র দপ্তর সম্পাদক কামাল উদ্দিন বলেন, দাবি-দাওয়ার বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ বরাবরই উদাসীন। বৃহস্পতিবার অনশনের তৃতীয় দিন চলছে কিন্তু এখনো দাবী আদায়ের কোন আশ্বাস কারো কাছ থেকে পাইনি। এখন পর্যন্ত খবরও নেয়নি উল্লেখযোগ্য কেউ।

    এরমধ্যে বুধবার ও বৃহস্পতিবার মিলে আমাদের ১০ জনের মত শ্রমিক ভাই অসুস্থ হয়ে পড়েছে। ৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে পাঠানো হয়েছে বাকি দুজনের অবস্থা অবনতি হলে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    আমরণ অনশন কর্মসূচীতে শ্রমিক নেতারা বলেন, ২০১৫ সালে ঘোষণা দিয়েও মজুরি কমিশন বাস্তবায়ন না হওয়ায় পরিবার পরিজন নিয়ে অনেকটা মানবেতর জীবন যাপন করছেন শ্রমিকরা।

    মঞ্জুরী কমিশন বাস্তবায়ন, ১১ সপ্তাহের বকেয়া বেতন পরিশোধ, পিএফ’র টাকা প্রদান, বদলি শ্রমিকদের স্থায়ীকরণসহ ১১ দফা শ্রমিকদের ন্যায্য দাবী। যা সরকার মানছেন না। এ জন্য বাধ্য হয়ে আমরণ অনশন কর্মসূচী পালন করছে শ্রমিকরা।

    ন্যায্য দাবী আদায়ের জন্য আমরণ অনশন ধর্মঘটে মিলের সকল শ্রমিক স্বতস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। দাবী আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।

    এদিকে আমরণ অনশন কর্মসূচি চলাকালীন অচলাবস্থার সৃষ্টি হয়েছে চট্টগ্রামের আমিন জুটমিলে। মিলের উৎপাদনবন্ধ হওয়াসহ পণ্যবাহী কোন ট্রাক ও মিল কর্মকর্তারা সকাল থেকে মিলে প্রবেশ করতে পারেনি।

  • মসজিদে নববীর ইমামের ব্যাক্তিগত চিকিৎসকের পাশে সুজন

    মসজিদে নববীর ইমামের ব্যাক্তিগত চিকিৎসকের পাশে সুজন

    মসজিদে নববীর ইমাম শায়খ আলী ইবনে আবদুর রহমান আল হুজাইফি’র ব্যাক্তিগত চিকিৎসক অসুস্থ ডাঃ কাজী হারুনুর রশীদের শারীরিক খোঁজ খবর নিতে গতকাল বুধবার রাতে নাছিরাবাদস্থ তার মেয়ের বাসভবনে উপস্থিত হন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

    ডা. হারুন বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে বাকরুদ্ধ অবস্থায় আছেন। সুজন কিছু সময় সেখানে অতিবাহিত করেন এবং সর্বশেষ পরিস্থিতির খবরা খবর নেন। তাঁর পরিবারের সদস্যরা এ সময় চিকিৎসার অগ্রগতি সম্পর্কে তাকে অবহিত করেন।

    সুজন তার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত করেন এবং দেশবাসীকে তার জন্য দোয়া করার অনুরোধ জানান।

    উল্লেখ্য ডাঃ কাজী হারুনুর রশীদ চট্টগ্রামের রাউজানের গহিরা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৯ সনে প্রথম মদিনা শরীফ গমন করেন। তিনি মসজিদে নববীর ইমাম শায়খ আলী ইবনে আবদুর রহমান আল হুজাইফি’র ব্যাক্তিগত চিকিৎসকের পাশাপাশি মসজিদে নববীর পাশে অবস্থিত হাসপাতালেরও চিকিৎসক ছিলেন। পবিত্র হজব্রত পালন উপলক্ষ্যে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গমন করা হাজীদের তিনি সবসময় সেবা শুশ্রুষা করতেন। তার কাজে সন্তুষ্ট হয়ে সৌদি সরকার তাকে ঐ দেশের নাগরিকত্ব প্রদান করেন। এছাড়া তিনি সৌদি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটিরও সদস্য ছিলেন।

    তিনি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আমন্ত্রণে মসজিদে নববীর ইমাম শায়খ আলী ইবনে আবদুর রহমান আল হুজাইফি’র ব্যাক্তিগত চিকিৎসক হিসেবেও বাংলাদেশে সফরে আসেন। বর্তমানে তিনি কিছুদিন বাংলাদেশে অবস্থান করে পূণরায় সৌদি আরবে ফিরে যাবেন।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোরশেদ আলম, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সদস্য নূরুল কবির, স্বরূপ দত্ত রাজুসহ পরিবারের সদস্যবৃন্দ।