Tag: অস্ত্রসহ যুবক

  • চট্টগ্রামের পতেঙ্গায় অস্ত্রসহ যুবক গ্রেফতার

    চট্টগ্রামের পতেঙ্গায় অস্ত্রসহ যুবক গ্রেফতার

    চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি অস্ত্র ও গুলিসহ মো. মোবারক হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

    গ্রেফতার মোবারক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ছদাকা ইউনিয়নের শিকদার পাড়ার গুরা মিয়ার বাড়ির মোস্তাফিজুর রহমানের ছেলে। আজ শনিবার সকালে পতেঙ্গার টিকে গ্রুপ মোড়ের ওমেরা ট্যাংক টার্মিনাল এলাকা থেকে অস্ত্রসহ পতেঙ্গা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

    পতেঙ্গা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাবুল আকতার গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, অস্ত্র বিকিকিনির উদ্দ্যেশে এক যুবক বর্ণিত স্থানে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে অভিযানে গেলে পুলিশ দেখে মোবারক পালানোর চেষ্টা করে।

    ধাওয়া দিয়ে তাকে গ্রেফতার করার পর তার দেহ তল্লাশী করে একটি দেশীয় অস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতার মোবারকের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।