Tag: অস্ত্র ও ইয়াবা

  • আমানবাজারে র‌্যাবের অভিযান : অস্ত্র ও ইয়াবাসহ সন্ত্রাসী লিটন গ্রেফতার

    আমানবাজারে র‌্যাবের অভিযান : অস্ত্র ও ইয়াবাসহ সন্ত্রাসী লিটন গ্রেফতার

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারী থানার আমানবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. সরোয়ার কামাল প্রকাশ লিটন (৪২) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব।

    এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন ও ৭৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    গতকাল ২১ এপ্রিল মঙ্গলবার রাত সোয়া ৯ টার সময় আমান বাজারস্থ হাটহাজারী রোড, রহমান মার্কেটের ২য় তলায় অভিযান চালিয়ে এ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সরোয়ার হাটহাজারী থানা এলাকা উত্তর ফতেয়াবাদ গ্রামের মো. আবদুর রহিমের ছেলে।আমানবাজারে সন্ত্রাসী গ্রেফতার

    গ্রেফতারের তথ্যটি ২৪ ঘণ্টা ডট নিউজকে নিশ্চিত করেন র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন। তিনি বলেন, গ্রেফতার সন্ত্রাসীর বিরুদ্ধে এর আগেও হাটহাজারী থানায় ৪টি মামলা রয়েছে। অবৈধ অস্ত্র ব্যবহার করে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে এবং সে মাদক ব্যবসার সাথেও জড়িত।

    উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ইয়াবাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামী সরোয়ারকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • পাঁচলাইশের ত্রাস ‘ইয়াবা শামসু’ গ্রেফতার : অস্ত্র ও ইয়াবা উদ্ধার

    পাঁচলাইশের ত্রাস ‘ইয়াবা শামসু’ গ্রেফতার : অস্ত্র ও ইয়াবা উদ্ধার

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বায়েজিদ ও পাঁচলাইশ থানা এলাকার ত্রাস হিসাবে পরিচিত শামসুল আলমকে (ইয়াবা শামসু)কে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশিয় এলজি ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

    শনিবার রাতে নগরীর জিইসি মোড় এলাকা থেকে অস্ত্র ও ইয়াবা নিয়ে শামসুকে গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী।

    তিনি বলেন, গ্রেফতার শামসু চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকান্ড ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। অস্ত্র ও মাদক আইনে তাকে কোর্টে চালান করা হয়েছে।

    সূত্রে জানা যায়, গ্রেফতার শামসু জীবন নির্বাহের তাগিদে ৩০ বছর আগে যশোরের কাঁশিপুর ঝিকিরগাছা গ্রাম থেকে নগরীর দেওয়ানহাট ব্রিজের নিচে রিকশা মিস্ত্রি আবেদ আলীর সরকারি পরিত্যক্ত জায়গায় অবস্থান করে নেন। ১৭ বছর আগে ষোলশহর রেলস্টেশনের একটি কলোনিতে সে বসবাস শুরু করেন।

    কয়েক বছর না যেতে না যেতেই সেখানে সে নানা অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েন। তার অপরাধ কর্মকাণ্ডে তার তিন সন্তান শাহ আলম, শামসু ও সেলিমও যুক্ত হয়।

    গাঁজা ও ইয়াবা ব্যবসাসহ ছিনতাইয়ের মত নানা কর্মকাণ্ডে অতিষ্ট হয়ে এলাকার মানুষ তাদের বিতারিড় করে। এরপর ছিন্নমূল বাংলা বাজার এলাকায় সরকারি পরিত্যক্ত জমিতে টায় নিয়ে ধীরে ধীরে মাদক ব্যবসার বিস্তার শুরু করে।

    পুলিশের সোর্স পরিচয় দিয়ে মাদকের ব্যবসা করে টোকাই শামসু বনে যায় কোটিপতি। এরপর বিয়ে করে বার্মা কলোনির কুলছুমা বেগমের মেয়ে জেসমিন আক্তার ঝর্ণাকে। ওই পরিবারের বিরুদ্ধেও মাদক ব্যবসার অভিযোগ আছে।

    ২০১৭ সালের ১৩ নভেম্বর পুলিশ মাদক ব্যবসায়ী সামশুকে ইয়াবাসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে বর্তমানে বিভিন্ন থানায় ডজন খানেক মামলা রয়েছে। তার অত্যাচারে মাইজপাড়া, রুবি গেট, সিএন্ডবি, হিলভিউ, রহমান নগর এলাকার অর্ধলক্ষাধিক মানুষ অতিষ্ঠ ছিলো বলে এলাকাবাসি সূত্রে জানা গেছে।

  • কুমিরা ঘাটঘর থেকে অস্ত্র ও ইয়াবাসহ সন্দ্বীপের যুবক আটক

    কুমিরা ঘাটঘর থেকে অস্ত্র ও ইয়াবাসহ সন্দ্বীপের যুবক আটক

    সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর এলাকা থেকে ২১ পিস ইয়াবা, ১ টি দেশীয় তৈরী ওয়ান গান ও ২ টি কার্তুজসহ আকবর হোসেন (৩৭) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব ৭।

    গোপন সংবাদে গতরাত সাড়ে ৮ টার দিকে কুমিরা-সন্দ্বীপ ঘাটঘরের পরশমনি হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়।

    আটক আকবর হোসেন সন্দ্বীপের হারামিয়া গ্রামের আলাউদ্দিনের বাড়ির আজিজুল হকের পুত্র। তার বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় একটি অস্ত্র আইনে, (মামলা নং১৯) তাং১৩/১১/১৯ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ( ২০১৮ ধারায় মামলা নং২০) দায়ের করা হয়েছে।

    এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ আলম মোল্লা ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আকবর অস্ত্র ও মাদক নিয়ে বিক্রিয়ের উদ্যেশ্য অবস্থান করছে এমন সংবাদের সূত্রে র‌্যাব তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশী চালিয়ে ২১ পিস ইয়াবা, ১টি দেশীয় তৈরী ওয়ানগান ও ২ টি কার্তুজ উদ্ধার করে।

    পরে উদ্ধার হওয়া ইয়াবা ও অস্ত্রসহ আকবর হোসেনকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

  • রাউজানে পৃথক অভিযানে অস্ত্র ও ইয়াবা উদ্ধার, আটক ৫

    রাউজানে পৃথক অভিযানে অস্ত্র ও ইয়াবা উদ্ধার, আটক ৫

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে পৃথক দুটি অভিযানে পাঁচ জনকে আটক করেছে রাউজান থানা পুলিশ। এ সময় একটি দেশীয় তৈরী অস্ত্র, কার্তুজসহ ইয়াবা উদ্ধার করা হয়।

    আটককৃতরা হলেন, আব্দুর রাজ্জাক প্রকাশ ছোট মনা (২৪), খলিলাবাদ মনু গোমস্তার বাড়ির বাবু শাহাদাতের ছেলে আবু তৈয়্যব (২৬), একই এলাকার খালেক সওদাগর বাড়ির লেদু মিয়ার ছেলে আবু সৈয়্যদ (২১), আমিনুর রহমান মেম্বারের বাড়ির মৃত দিল মোহাম্মদের ছেলে জানে আলম (৫০) প্রকাশ ননাইয়া ও কদলপুর পোস্ট মাস্টার বাড়ির আবুল হোসেনের ছেলে জানে আলম বাদল (২৫)।

    রাউজান থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া দুইটার সময় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের নোয়াপাড়া পথেরহাটের পূর্ব পার্শ্বে মিয়া মার্কেট সংলগ্ন গোল্ডেন পার্ক কমিউনিটি সেন্টারের সামনে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে কিছু লোক অবস্থান করছে এমন সংবাদ পায় পুলিশ।

    এসময় রাউজান থানার উপ পরিদর্শক মৃদুল বড়ুয়া, সহকারি উপ পরিদর্শক আবু সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে গিয়ে শতপিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ।

    একই রাতে ভোর আনুমানিক ৪ টার দিকে নোয়াপাড়া ইউনিয়নের কর্তার দীঘির পাড়স্থ আবুল হাশেমের বাড়ির সামনে এক অস্ত্রধারী যুবক অবস্থান করছে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে যুবকটিকে আটক করে।

    এ সময় তার হাতে থাকা সাদা প্লাস্টিকের বাজারের থলেতে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরী বন্দুক, একটি কার্তুজ উদ্ধার করা হয়।

    রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেফায়েত উল্লাহ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাউজান থানায় মামলা রুজু হয়েছে।