Tag: অস্ত্র ব্যবসায়ী

  • চট্টগ্রামে ২ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার, সরঞ্জামাদি জব্দ

    চট্টগ্রামে ২ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার, সরঞ্জামাদি জব্দ

    চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিশেষ দুইটি আগ্নেয়াস্ত্রসহ ২ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়।

    শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন পশ্চিম খুরসীয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন ওই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. রোকন (৪১) ও কক্সবাজার টেকনাফের মৃত আমীর হোসেনের ছেলে মো. সিরাজুল হক (৩২)।

    র‌্যাব জানায়, অভিযানে তাদের হেফাজতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদি রয়েছে বলে স্বীকার করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী রান্নাঘর থেকে তাদের নিজ হাতে বের করে দেয়া দেশীয় তৈরি ২ টি আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র তৈরীর বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করা হয়।

    জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজসে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উদ্দেশ্য করে অপরাধ সংঘটনের জন্য দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি, বিক্রয়সহ নানাবিধ অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

    র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারি পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার বলেন, ‘গ্রেফতার আসামিদের উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এবং জব্দকৃত সরঞ্জামাদি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’