Tag: অ্যক্ট প্লাস

  • দর্শকে ভরপুর মাঠে চট্টগ্রামে সাংস্কৃতিক কর্মীদের মিলন মেলা

    দর্শকে ভরপুর মাঠে চট্টগ্রামে সাংস্কৃতিক কর্মীদের মিলন মেলা

    আলোর ঝলকানি বাওয়া স্কুলের মাঠে। পাহাড়ি গানের তালে মঞ্চে নৃত্যরত একঝাঁক নৃত্যশিল্পী। তাদের নাচের মধ্যেদিয়েই শুরু হয় কালচারাল ফেস্টিভ্যাল ২০১৯।

    এরপর মঞ্চে একে একে চলতে থাকে শিল্পীদের, দলীয় নৃত্য ও বিভিন্ন ফ্যাশন হাউজের পোশাকে ফ্যাশন শো। সম্পূর্ণ মাঠ ছিল দর্শকে ভরপুর ছিল ভিড়। সারা প্রাঙ্গনে জুঁড়ে ছিল সাংস্কৃতিক কর্মীদের মিলন মেলা।

    ৩০ অক্টবর সন্ধ্যা ৬ টায় নগরীর মহিলা সমিতি (বাওয়া) স্কুল মাঠে শুধুমাত্র নৃত্য ও ফ্যাশন শো নিয়ে প্রথমবারের মত চট্টগ্রাম কালচারাল ফেস্টিভ্যাল ২০১৯ এর আয়োজন করলো উষানিক মিডিয়া সলিউশেন ও ইভেন্ট ম্যানেজমেন্ট ‘এ্যাক্ট প্লাস’।

    অনুষ্ঠানে অংশগ্রহণ করে চট্টগ্রামের ৪টি ফ্যাশন গ্রুমিং স্কুল ও ১০টি নৃত্য একাডেমি ও শিশু রাজ্যক্ষেত প্রতিষ্ঠান চট্টলকুঁড়ি। এছাড়া ও এই অনুষ্ঠানে আমনত্রিত ছিলো ঢাকার এক ঝক উদীয়মান র‌্যাম্প মডেল। ফ্যাশন শো’র মাধ্যমে শিল্পীরা উপস্থাপন করেন দেশি-বিদেশি নানারকমের পোশাক।

    দেশি পোশাকগুলো মধ্যে ছিল বাঙালি নারী পুরুষের পরিহিত গ্রামীন শাড়ি, পায়জামা পাঞ্জাবি, ধুতি, ডালা শাড়ি, ফতুয়া। আবার বিদেশি পোশাকগুলোর মধ্যে ছিল জিন্স, টপ্স, গাউন, ল্যাহেঙ্গাসহ আরো নানান আধুনিক পোশাক। দেড় শতাধিক শিল্পী অংশগ্রহণ করেন অনুষ্ঠানে।

    চট্টগ্রামের শিশুরাজ্য খ্যাত নামের স্কুল চট্টলকুঁড়ি, ফ্যাশন প্রতিষ্ঠান উইন্ডোস মাল্টিমিডিয়া, কালার কাস্ট, প্রমোট একাডেমি, স্টার ফেয়ার এছাড়া নৃত্য প্রতিষ্ঠান প্রাপন একাডেমি, নটরাজ একাডেমি,সুরঞ্জন বিদ্যাপীঠ, নৃত্যু নিকেতন, নৃত্যুরূপ একাডেমি ফ্রিজম ড্যান্স একাডেমি, ছন্দলীন, নৃত্য রঙ একাডেমী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

    ফ্যাশন ডিজাইনার দের মধ্যে উপস্থিত ছিলেন শিমুল খালেদ, সুলতানা নুর জাহান রোজী, সায়মা সুলতানা, নাবিলা নওশীন,ইরা সহ আমত্রিত অনেকে।

    অনুষ্ঠান সঞ্জালনায় ছিলেন জনপ্রিয় ৪ জন উপস্থাপক ও উপস্থাপিকা শাওন পান্থ, আঁখি মজুমদার, স্মীতা চৌধুরী ও সাবের শাহ। সর্ম্পূণ অনুষ্ঠানটির আয়োজন পরিকল্পনায় ছিলেন সাজ্জাদ বিদ খালেদ সুমন ও শাকিল আবেদিন।