Tag: আইআইইউসি

  • বাঁশবাড়িয়া সৈকতে নিখোঁজ দুই শিক্ষার্থীর মৃতদেহ মিললো তিন ঘণ্টা পর

    বাঁশবাড়িয়া সৈকতে নিখোঁজ দুই শিক্ষার্থীর মৃতদেহ মিললো তিন ঘণ্টা পর

    সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ তিন ঘণ্টা পর উদ্ধার হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর এবং কুমিরা ফায়ার সার্ভিস।

    রাত দশটার দিকে স্থানীয়রা লাশ দুইটি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

    এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে গোসল করতে নেমে আলী হাসান মারুফ (২৩) ও এনায়েত চৌধুরী (২২) নামে কুমিরাস্থ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিখোঁজ হন। উদ্ধার হওয়া শিক্ষার্থী মারুফের বাড়ি কুমিল্লা। সে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ্ বিভাগে ছাত্র। এনায়েত চৌধুরীর বাড়ি ভৈরব। সে কোরআনিক সাইন্স বিভাগের ছাত্র। তারা উভয়েত তৃতীয় সেমিস্টারে অধ্যায়নরত ছিলেন।

    কুমিরা ফায়ার সার্ভিসের অফিসার ফিরোজ ভূঁইয়া বলেন, সৈকতে নিখোঁজ দুই শিক্ষার্থীর খোঁজে আমরা কিছুক্ষণ সাগরে অভিযান চালিয়ে অফিসে ফিরে যায়। রাত দশটার দিকে খবর আসে সমুদ্রে দুটি মৃতদেহ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে থানায় হস্তান্তর করি।

  • পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেছে আইআইইউসি’র শিক্ষক আজিজুল হক

    পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেছে আইআইইউসি’র শিক্ষক আজিজুল হক

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর শিক্ষক মুহাম্মদ আজিজুল হক, ইউনিভার্সিটি সাইনস ইসলাম মালয়েশিয়া (ইউএসআইএম) থেকে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেছেন।

    গত ১২ আগষ্ট অনুষ্ঠিত ১১৭তম সিনেট সভায় অনুমোদনের মাধ্যমে “এন এনালাইসিস অব ইংলিশ লেক্সিক্যাল বরোয়িংস ইনটু বাংলা ইন বাংলাদেশ” অভিসন্দর্ভের জন্য তাঁকে পিএইচ.ডি ডিগ্রি প্রদান করা হয়।

    তাঁর অভিসন্দর্ভের তত্বাবধায়ক ছিলেন ড. ফারিজা পুতেহ-বেহাক (মালয়েশিয়া), ড. হাযলিনা বাহার“ন (মালয়েশিয়া), অধ্যাপক ড. রফিকুল ইসলাম মোলা (বাংলাদেশ) এবং অধ্যাপক ড. জাহাঙ্গীর বিন সরোয়ার ( বাংলাদেশ)। দেশে ও বিদেশে বিভিন্ন নামী জার্নালে মুহাম্মদ আজিজুল হকের উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে।

    মুহাম্মদ আজিজুল হক বর্তমানে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। তিনি চট্টগ্রামের লোহাগাড়া থানার অন্তর্গত পদুয়া ইউনিয়নের মরহুম মাওলানা হাবিবুর রহমান এবং মমতাজ বেগমের চতুর্থ পুত্র।

    ২৪ ঘণ্টা/কামরুল/রাজীব

  • বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুমিরাস্থ আইআইইউসি’র বিশেষ কর্মসূচি

    বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুমিরাস্থ আইআইইউসি’র বিশেষ কর্মসূচি

    সীতাকুণ্ড প্রতিনিধি : স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিরাস্থ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে।

    গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ আগস্ট শনিবার ফজর ও যোহর নামাজ শেষে আইআইইউসি কেন্দ্রীয় মসজিদে শহীদ স্মরণে বিশেষ দোয়া, জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন এবং সকাল এগারটায় ভাচুর্য়াল আলোচনা ও দোয়া অনুষ্ঠান।

    এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন আইআইইউসি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর কে. এম. গোলাম মহিউদ্দিন।

    আইআইইউসি’র প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠেয় এই ভাচুর্য়াল আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন আইইউসি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ।

    আরো বক্তব্য রাখবেন বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ দেলাওয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখবেন আইআইইউসি’র রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম পিএসসি (অব:)।

    আলোচনা শেষে রয়েছে ১৫ আগস্ট শহীদদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • কুমিরাস্থ আইআইইউসি’র শিক্ষার্থীদের জন্য টিউশন ফি কিস্তিতে পরিশোধের ঘোষণা

    কুমিরাস্থ আইআইইউসি’র শিক্ষার্থীদের জন্য টিউশন ফি কিস্তিতে পরিশোধের ঘোষণা

    সীতাকুণ্ড প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে সীতাকুণ্ডের কুমিরাস্থ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ২০২০ সালের বসন্তকালীন সেমিস্টারের সকল শিক্ষার্থীর টিউশন ফি’র উপর বিশ শতাংশ বিশেষ ওয়েভার এবং কিস্তিতে পরিশোধের ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

    আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞাপ্ততিতে এ ঘোষণার কথা জানানো হয়।

    করোনা পরিস্থিতির কারণে অভিভাবক ও শিক্ষার্থীদের আর্থিক অবস্থা বিবেচনা করে আইআইইউসি এই বিশেষ অফার প্রদান করেছে।

    শিক্ষার্থীরা ২৬ জুলাইয়ের মধ্যে প্রদেয় টাকার প্রথম কিস্তি চলিশ শতাংশ, ২০ আগস্ট দ্বিতীয় কিস্তি বিশ শতাংশ এবং ১৫ অক্টোবরের মধ্যে তৃতীয় কিস্তি চলিশ শতাংশ পরিশোধ করলে প্রত্যেক কিস্তিতে টিউশন ফি’র উপর বিশ শতাংশ ওয়েভার পাবে।

    উলেখ্য, আগে থেকেই সিবলিংস, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের ফলাফলের উপর এবং মুক্তিযোদ্ধার সন্তানকে পঁচিশ শতাংশ থেকে শতভাগ যে ওয়েভার দেয়া হচ্ছিল তা বহাল থাকবে।

    উল্লেখিত ক্যাটাগরি সমূহ এবং সদ্য ঘোষিত বিশ শতাংশ বিশেষ ওয়েভারের মধ্যে যা সর্বোচ্চ তা সংশিলষ্ট শিক্ষার্থীর জন্য প্রযোজ্য বলে বিবেচিত হবে।

    বিস্তারিত জানার জন্য শিক্ষার্থীদের আইআইইউসি’র ওয়েবসাইট দেখতে এবং হিসাব শাখায় যোগাযোগ করতে বলা হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • আইআইইউসির আরো এক শিক্ষক করোনায় আক্রান্ত

    আইআইইউসির আরো এক শিক্ষক করোনায় আক্রান্ত

    সীতাকুণ্ড প্রতিনিধি:সীতাকুণ্ডের কুমিরাস্থ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)’র বিজনেস স্টাডিজ অনুষদের ডীন ড. মেহাম্মাদ মাহবুবুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

    বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তার শরীরে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে প্রথমে চট্টগ্রামের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা করা হয় এবং সেখান থেকে জানানো হয় তার শরীরে করোনা ভাইরাস নেই। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।

    বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকায় নমুনা পরীক্ষা করলে তার করোনা টেষ্ট পজিটিভ আসে বলে জানিয়েছেন সেখানকার দায়িত্বরত চিকিৎসক।

    প্রসংগত গত ৫ মে কম্পিউটার সাইন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এ নিয়ে আইআইইউসিতে দুইজন শিক্ষক করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • আজ থেকে কুমিরাস্থ আইআইইউসিতে অনলাইনে পরীক্ষা শুরু

    আজ থেকে কুমিরাস্থ আইআইইউসিতে অনলাইনে পরীক্ষা শুরু

    সীতাকুণ্ড প্রতিনিধি:আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) অটাম’১৯ সেমিষ্টার ফাইনাল অনলাইনে পরীক্ষা আজ শনিবার (৬জুন) থেকে শুরু হবে।

    গত ২০ মার্চ অটাম’১৯ সেমিষ্টার ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারণে গত ১৭ মার্চ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    গতকাল অনুষদের শিক্ষক, কর্মকর্তারা অফিস করা শুরু করেছেন। সচল হতে শুরু করেছে প্রশাসনিক সকল কার্যক্রমও। এদিকে শিক্ষার্থীরা প্রথমদিকে অনলাইন পরীক্ষা দিতে রাজি না হলেও পরবর্তীকে বৃহৎ স্বার্থের দিকে বিবেচনা করে পরীক্ষা দিতে সম্মতি দিয়েছেন।

    শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানায়, আমরা জানি না এই মহামারীর শেষ কোথায়, আর কবে নাগাদ শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দেয়া হবে সেটাও জানিনা। আমরা এমনিতেই সেশনজটে আটকে আছি। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন সমস্যার কারণে প্রায় ১ মাস বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল, এখন আবার করোনার কারণে বন্ধ। নানান দিকে বিবেচনা করে আমরা একমত হয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে। তবে আমাদের চাওয়া পাওয়া বিশ্ববিদ্যালয়ের কাছে, আমাদের পরীক্ষা গ্রহনের ক্ষেত্রে একটু নমনীয় মনভাব থাকা চাই, না হলে আমরা অনেক বেশি সমস্যার সম্মুখীন হবো।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • আইআইইউসি’র শিক্ষার্থীদের অনলাইন ক্লাস চলছে পুরোদমে

    আইআইইউসি’র শিক্ষার্থীদের অনলাইন ক্লাস চলছে পুরোদমে

    সীতাকুণ্ড প্রতিনিধি ::: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর
    শিক্ষার্থীদের অনলাইন ক্লাস চলছে পুরোদমে।

    বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুসারে আইআইইউসি প্রশাসনের তত্ত্বাবধানে পর্যায়ক্রমে বিভাগীয় ক্লাসগুলো অনুষ্ঠিত হচ্ছে। যেসব ছাত্র-ছাত্রী অনলাইন
    ক্লাস করতে পারেনি তারা সংশিষ্ট শিক্ষক, অফিসিয়াল ওয়েবসাইট ও ফেইসবুক পেইজে সংরক্ষিত ক্লাসগুলো ও ক্লাস ম্যাটেরিয়াল্স ডাউনলোড করতে পারবে বলে আইআইইউসি’র রেজিস্ট্রারের পক্ষ থেকে জানানো হয়েছে।

    গত ৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ১ম সেমিস্টারের শিক্ষার্থীদের অনলাইন ক্লাস শুর“ হয়।

    ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের সমন্বিত সিদ্ধান্তের আলোকে এই একাডেমিক কার্যক্রম আইআইইউসি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর কে. এম. গোলাম মহিউদ্দীন নিজেই মনিটরিং করছেন।

    এ ছাড়াও বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় চেয়ারম্যানগণ, নির্ধারিত শিক্ষকগণ, কো-অর্ডিনেটর এবং আইটি ডিভিশনের কর্মকর্তাগণ এ ব্যাপারে শ্রমনিষ্ঠ সহযোগিতা প্রদান করে যাচ্ছেন।

    ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মাসরুল মাওলার নেতৃত্বে সংশিষ্ট বিভাগের উল্লেখযোগ্য সংখ্যক অনলাইন ক্লাস ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

    এদিকে আইআইইউসি’র রেজিস্ট্রারের পক্ষ থেকে আরো জানানো হয় যে, ইউজিসি’র পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কোন বিশ্ববিদ্যালয় ফাইনাল ও ভর্তি পরীক্ষার আয়োজন করতে পারবেনা এবং সরকারের ঘোষণা অনুসারে ১৪ এপ্রিল পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আইআইইউসি’র অনুনোমোদিত পেইজগুলোতে মনগড়া পোস্ট দেখে বিভ্রান্ত না হয়ে আইআইইউসি’র অফিসিয়াল পেইজ ও ওয়েবসাইটের সঠিক তথ্য অনুসরণ করার জন্য শিক্ষার্থীদের অনুরোধ জানানো হয়েছে।

  • আইআইইউসিতে বঙ্গবন্ধুর ছবি ভাংচুর, ছাত্রলীগের অভিযোগ প্রমানিত হয়নি

    আইআইইউসিতে বঙ্গবন্ধুর ছবি ভাংচুর, ছাত্রলীগের অভিযোগ প্রমানিত হয়নি

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের কুমিরায় অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালে বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের যে অভিযোগ ছাত্রলীগ করেছিল তার কোন প্রমান পাওয়া যায়নি তদন্ত কমিটি।

    গত ২৭ জানু্য়ারী আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের কুমিরা ক্যাম্পাসে সংগঠিত অনাকাঙ্ক্ষিত গঠনার পরিপেক্ষিতে ২৯ জানু্য়ারী রাত ৯ টার মধ্যে সকল শিক্ষার্থীকে আবাসিক হল ছেড়ে দেওয়ার নির্দেশনা দেন বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। ছাত্ররা হল ছেড়ে চলে যাওয়ার আগ মুহুর্তে রাত ৮টা ৩০ মিনিটের সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ (প্রস্তাবিত) কমিটির কয়েক জন নেতা প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ছবি ভাংচুর এর অভিযোগ তুলে।

    উক্ত গঠনার পরিপেক্ষিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ এর সহ -আইন বিষয়ক সম্পাদক মোঃ কামাল উদ্দিন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৬০/৭০ জনকে আসামি করে সীতাকুন্ড মডেল থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে সকাল ১০ টায় ঘটনাটি সংঘঠিত হয় বলে উল্লেখ করেন। কিন্তু বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এর ফেইবুক ফেইজে রাত ৮টা ৩০ মিনিট থেকে রাত ৯টার মধ্যে ঘটনাটি ঘটে বলে তারা প্রকাশ করেন এবং মামলার এজাহারে উল্লেখ করা ৪ নং আসামী সাবেক প্রোক্টর ড. কাউছার আহমদ শারীরিক অসুস্থ থাকায় ঐ দিন বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। একই মামলার ৬ নং আসামি সহকারী প্রোক্টর মোঃ নিজাম উদ্দিন সকালে বিশ্ববিদ্যালয়ে অনুউপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কারণে বিকাল ৫ টা ৪৭ মিনিটে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন। এই ঘটনার পরিপেক্ষিতে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ প্রফেসর ড.মোঃ নাজমুল হক নাদভী কে তদন্ত কমিটির কনভেনার ও মোঃ ইকবাল হোসেনকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। উক্ত কমিটিকে গত ২৪ ফেব্রুয়ারি মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দিলেও ১৩ দিন পিছিয়ে ৯ মার্চ তদন্ত প্রতিবেদন জমা দেন ঐ তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদন এ কমিটি তাদের ৯টি পর্যবেক্ষণ তুলে ধরেন।

    তদন্ত কমিটির সুপারিশ উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে কোন শিক্ষার্থীর বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবি প্রদর্শনের সুযোগ নেই। এমতাবস্থায় কেউ রাখলে নিজ দায়িত্বে তা সংরক্ষণ করতে হবে, অন্যথায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি যথাযত সংরক্ষণ না করার কারণে ছবি সংরক্ষণকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন অপরিহার্য। এই লক্ষ্যে তদন্ত কমিটি উক্ত ন্যাক্কারজনক ঘটনার বিষয়ে যথাযথ আইনী পদক্ষেপ গ্রহন পূর্বক উক্ত কক্ষের সাথে সম্পৃক্ত সকলের ফরেনসিক পরীক্ষাসহ অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অপরাধী সনাক্তকরণ ও তাদের দৃষ্টানতমূলক শাস্তির সুপারিশ করেন।

    উল্লেখ্য যে, মামলার এজাহারে যাদের নাম উল্লেখ করা হয়ে তাদের কারো সম্পৃক্তা মেলেনি ঐ তদন্ত প্রতিবেদনে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্টার কর্ণেল মোহাম্মাদ আবুল কাশেম পিএসসি এর কাছে জানতে চাইলে তিনি জানান, তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত প্রতিবেদনে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

  • আইআইইউসি’র ইবি বিভাগের এমএসএস ওরিয়েণ্টশন অনুষ্ঠিত

    আইআইইউসি’র ইবি বিভাগের এমএসএস ওরিয়েণ্টশন অনুষ্ঠিত

    সীতাকুণ্ড প্রতিনিধি : নিজেদের যোগ্য করে গড়ে তুলতে না পারলে দেশ ও বিশ্বকে কিছুই দেয়া
    সম্ভব হবে না আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, নিজেদের যোগ্য করে গড়ে তুলতে
    না পারলে দেশ ও বিশ্বকে কিছুই দেয়া সম্ভব হবে না।

    শুক্রবার নগরীর একটি অভিজাত রেঁস্তোরায় আইআইইউসি‘র ইকনোমিক্স এন্ড ব্যাংকিং বিভাগ (ইবি) আয়োজিত এমএসএস প্রোগ্রামের সপ্তম ব্যাচ-এর নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী এ অভিমত ব্যক্ত করেন।

    তিনি বলেন, জাতি হিসাবে যাতে দাঁড়াতে পারি, সে জন্যে মেরদন্ড ঠিক রাখতে হবে। দেশের অর্থনীতি যাতে ভেঙ্গে না পড়ে, দেশ যেন দেউলিয়া না হয় তার জন্যে অর্থনীতির শিক্ষার্থী ও শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। করোনা ভাইরাস ব্যক্তির মৃত্যু ঘটাচ্ছে, কিন্ত আমাদের মেধা যদি ভাইরাস আক্রান্ত হয় তাহলে পুরো জাতিকে মাশুল দিতে হবে।

    আইআইইউসি‘র ইকনোমিক্স এন্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ড. মোঃ শরীফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আইআইইউসি‘র ট্রেজারার প্রফেসর ড. আবদুল হামিদ চৌধুরী, আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহছানউল্লাহ, সামাজিক বিজ্ঞান অনুষদের
    ডীন প্রফেসর ড. মোহাম্মদ আবদুল মান্নান চৌধুরী এবং ইকনোমিক্স এন্ড ব্যাংকিং বিভাগের এডভাইজার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

    স্বাগত বক্তব্য রাখেন ওরিয়েন্টেশন কমিটির আহ্বায়ক ইবি বিভাগের সহযোারী অধ্যাপক মনির আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এমএসএস প্রোগ্রামের সমন্বয়কারী ও ইবি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আমজাদ হোসেন। নবাগত ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন, হাবিব পিয়াস ও আনিকা মোরশেদ।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইবি বিভাগের এমএসএস প্রোগ্রামের সমন্বয়কারী মোঃ আমজাদ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসি‘র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, জীবনকে অর্থবহ করতে হলে পড়তে হবে। অধ্যয়নে থাকলে লাইফ হ্যাং
    হবেনা। তিনি বলেন, অর্থ অনর্থের মূল বলা হয়ে থাকে। কিন্তু অর্থ হচ্ছে সবকিছুর মূলে, অর্থনীতিতে উচ্চ শিক্ষা লাভের আগে এই কথাটা উপলব্ধি করতে হবে।

    বিশেষ অতিথির বক্তব্যে আইআইইউসি‘র ট্রেজারার প্রফেসর ড. আবদুল হামিদ
    চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর বিশ্বমানের র‍্যাংকিংয়ে আইআইইউসি‘র অবস্থান অনেক মর্যাদার। নৈতিকতার সাথে সমন্বিত শিক্ষা এই বিশ্ববিদ্যালয়কে অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য করে তুলেছে।

    বিশেষ অতিথির বক্তব্যে আইআইইউসি‘র বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহছানউল্লাহ বলেন, সারা বিশ্বে শোষণের হাতিয়ার হলো সুদ। সুদ ধনীকে আরো ধনী করেছে, গরীবকে নিঃস্ব করেছে। সুদের কারবার যারা করে, তারা আল-াহ ও রাসুলের (সাঃ) বির“দ্ধে যুদ্ধ করে।

    তিনি বলেন, এভাবে অর্থনীতিকে ছেড়ে দেয়া যারেনা, অর্থনীতির লাগাম টেনে ধরতে হবে। জাতিকে দুর্দশা থেকে বাঁচাতে এবং অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে আইআইইউসি‘র অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে বলে তিনি উলে-খ করেন।

    বিশেষ অতিথির বক্তব্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আবদুল মান্নান চৌধুরী বলেন, বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থনীতির প্রধান সমস্যা এখন দুর্নীতি এবং দারিদ্র্য। এই সমস্যা সমাধানে জ্ঞানের প্রধান উৎস সেই শাশ্বত গ্রন্থের গভীর অধ্যয়নে মনোনিবেশ করতে হবে।

    বিশেষ অতিথির বক্তব্যে ইকনোমিক্স এন্ড ব্যাংকিং বিভাগের এডভাইজার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অর্থনীতি আর রাজনৈতিক অর্থনীতি এক কথা নয়। এখন প্রান্তিক জনসংখ্যা খুব দ্রত বাড়ছে আর এটাই অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ। পণ্যের মূল্য কমালে রাজস্ব আয়
    বাড়বে – এই সহজ কথাটি যত তাড়াতাড়ি সবার উপলব্ধিতে আসবে ততই সবার জন্য কল্যাণকর।

    আইআইইউসি‘র অর্থনীতি বিষয়ের কোর্স ডিজাইন অত্যন্ত চমৎকার উল্লেখ করে তিনি বলেন, এটি অধ্যয়ন করে উত্তীর্ণ হতে পারলেই শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের জ্ঞানে সমৃদ্ধ হবে।

  • ২৬ দিন পর খুলেছে আইআইইউসি, শিক্ষার্থীদের মাঝে প্রাণচাঞ্চল্য

    ২৬ দিন পর খুলেছে আইআইইউসি, শিক্ষার্থীদের মাঝে প্রাণচাঞ্চল্য

    কামরুল ইসলাম দুলু : ২৬ দিন বন্ধ থাকার পর আজ ২৪ ফেব্রুয়ারি(সোমবার) সীতাকুণ্ডের কুমিরাস্থ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) ক্যাম্পাস খুলেছে।

    ক্যাম্পাস খোলার প্রথম দিন সকাল থেকে হাজারো শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। প্রিয় ক্যাম্পাসের টানে ফিরে এসেছেন হাজারো শিক্ষার্থী।

    তাদের মাঝে বিরাজ করছে এক বাধভাঙ্গা উচ্ছাস। এদিকে যেকোন অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ক্যাম্পাসের মূল পয়েন্টে পুলিশী ব্যবস্থা জোরদার করা হয়েছে।

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা মনির চৌধুরী বলেন, ২৬ দিন বন্ধ থাকার পর ক্যাম্পাস খুলে যাওয়ায় শিক্ষার্থীদের মাঝে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে। বিভিন্ন বিভাগে ক্লাস পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

    যে কোন পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। উল্লেখ যে, গত ২৯ শে জানুয়ারী বিশ্ববিদ্যালয়ে সংঘটিত র‍্যাগিং, শিক্ষক লাঞ্ছনা, ছাত্র নির্যাতন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম বহির্ভূত কার্যক্রমসহ কিছু শৃঙ্খলাভঙ্গ জনিত ঘটনার পরিপ্রেক্ষিতে আইআইইউসি বন্ধ ঘোষনা করা হয়।

    ১৯ ফেব্রুয়ারি (বুধবার) অনুষ্ঠিত এক জরুরী সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। ক্যাম্পাস খোলা হলেও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল- মিটিং সম্পুর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে আইআইইউসি কৃর্তপক্ষ।

    গত সোমবার (১০ ফেব্রুয়ারি) ক্যাম্পাসের অডিটোরিয়াম হলে এক সংবাদ সন্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

  • এমপি নদভীকে সাথে নিয়ে আইআইইউসি শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করলো ছাত্রলীগ

    এমপি নদভীকে সাথে নিয়ে আইআইইউসি শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করলো ছাত্রলীগ

    কামরুল ইসলাম দুলু : চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দা’ওয়াহ ডিপার্টমেন্টের অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি কে সাথে নিয়ে শুক্রবার বেলা ১১ টায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আইআইইউসি’র নিজস্ব শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

    এর আগে এমপি নদভী আইআইইউসি’র আয়োজনে মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ক্যাম্পাসে উপস্থিত ছিলেন।

    তিনি অনুষ্ঠান শেষ করে ক্যাম্পাস ত্যাগ করার আগে মূহুর্তে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট থেকে মিছিল সহকারে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে স্লোগান দিতে তাকে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

    তখন অধ্যাপক ড. আবু রেজা নদভী এমপি এবং বিশ্ববিদ্যালয় বর্তমান প্রক্টর তাদের সাথে এসে কথা বলেন এবং কোন প্রকার মিছিল ছাড়া শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করার জন্য অনুমতি প্রদান করেন।

    এরপর এমপি অধ্যাপক ড. আবু রেজা নদভীকে সাথে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন তারা। এরপরে ছাত্রলীগ ক্যাম্পাস ত্যাগ করে।

    গত ১০ ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ সংবাদ সম্মেলন এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের রাজনৌতিক কর্মকাণ্ড, মিছিল-মিটিং সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।

  • ২৪ ফেব্রুয়ারি খুলছে আইআইইউসি : ২ ছাত্র স্থায়ী বহিষ্কার, ৮ ছাত্রকে শাস্তি

    ২৪ ফেব্রুয়ারি খুলছে আইআইইউসি : ২ ছাত্র স্থায়ী বহিষ্কার, ৮ ছাত্রকে শাস্তি

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : ২৬ দিন বন্ধ থাকার পর আগামী ২৪ ফেব্রুয়ারি (সোমবার) সীতাকুণ্ডের কুমিরাস্থ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) ক্যাম্পাস খুলছে।

    সম্প্রতি সংঘটিত ঘটনায় দোষী ২ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার এবং ৮ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদের শাস্তি প্রদানের মাধ্যমে বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় খোলার কথা জানানো হয়।

    ১৯ ফেব্রুয়ারি (বুধবার) অনুষ্ঠিত এক জরুরী সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সুপারিশ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত জররী সিন্ডিকেট সভায় পেশ করা হয়।

    সিন্ডিকেট তদন্ত প্রতিবেদনের সুপারিশসমূহ বিশদ পর্যালোচনার পর সর্ব সম্মতিক্রমে দোষী সাব্যস্ত ১০ ছাত্রকে বিভিন্ন মেয়াদের শাস্তিসমূহ প্রদান করে। জরুরী সিন্ডিকেট সভায় আইআইইউসি শিক্ষার্থী উচো অং মারমা ও মোঃ অনিক ইসলামকে স্থায়ী বহিস্কার করা হয়।

    এছাড়া মোঃ মশিউর রহমান ও ওমর ফারুক তুহিনকে ২ বছরের জন্য, হাসান হাবীব মুরাদ, রবিউল হোসেন রনি ও মোঃ শফিউল আলমকে ১ বছরের জন্য এবং এফজাজুল হক অমি, আবদুল্লাহ আল তাশরীফ ও আবদুল্লাহ আল নাঈমকে ১ সেমিস্টারের জন্য বহিস্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

    আগামী ২৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম শুরু হবে এসময় ছাত্র-ছাত্রীদেরকে ক্যাম্পাসে সার্বক্ষণিক পরিচয় পত্র (আইডি কার্ড) বহন ও প্রদর্শনের নির্দেশনা দেয়া হয়।

    গত ২৯ শে জানুয়ারী বিশ্ববিদ্যালয়ে সংঘটিত র‍্যাগিং, শিক্ষক লাঞ্ছনা, ছাত্র নির্যাতন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম বহির্ভূত কার্যক্রমসহ কিছু শৃঙ্খলাভঙ্গ জনিত ঘটনার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল- মিটিং সম্পুর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে আইআইইউসি কৃর্তপক্ষ।

    গত সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা এগারোটায় ক্যাম্পাসের অডিটোরিয়াম হলে এক সংবাদ সন্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।