Tag: আইনশৃঙ্খলা

  • মিরসরাই আইনশৃঙ্খলা পরিস্থিতির সন্তোষজনক উন্নতি-জনমনে স্বস্থি

    মিরসরাই আইনশৃঙ্খলা পরিস্থিতির সন্তোষজনক উন্নতি-জনমনে স্বস্থি

    মিরসরাইয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি গত এক বছরের তুলনায় গত ৩মাসে সন্তোষজনক উন্নতি হয়েছে। এতে কিছুটা স্বস্থি ফিরে এসেছে স্থানিয়দের মাঝে। পূর্বের মতো প্রতিনিয়ত চুরি, ছিনতাই, ডাকাতি, দস্যুতা তেমন একটা নেই বললে চলে।

    গত কয়দিন আগেও যেখানে প্রতিদিন ধারাবহিক ভাবে মোটরসাইকেল, সিএনজি ও দোকান চুরি, ছিনতার সহ লুটপাট হতো গত ৩ মাসে তেমন কোন ঘটনা না ঘটায় আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিবর্তন বা উন্নয়ন হয়েছে বলে ধরে নেয়া যায়।

    চুরি ছিনতাই না থাকায় কিছুটা হলেও স্বস্থির নিস্বাস নিতে পেরে শুকরিয়া প্রকাশ করেছেন স্থানিয় দোকান মালিক, খামারি, ব্যবসায়ি ও সাধারণ মানুষ।

    কারন হিসেবে জানা গেছে, মিরসরাই থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন দ্বায়িত্ব পাওয়ার পর থেকে দৃশ্যপট পরিবর্তন হতে থাকে। গত ৬ মার্চ তিনি বদলি হয়ে মিরসরাই থানায় ভারপ্রাপ্ত কর্মকতার দ্বায়িত্ব পান।

    দ্বায়িত্ব পাওয়ার পর থেকে থানা এলাকায় ওয়ারেন্টভূক্ত দাগী আসামীদের দড়পাকড় শুরু করেন। ৩ মার্চ থেকে গত ১৪ মে পর্যন্ত গত ৩ মাসে তিনি প্রায় ১ শ ৫০ জন আসামী গ্রেপ্তার করে আদালতে পাঠাতে সক্ষম হন।

    এছাড়া তিনি, ১৭ হাজার ২শ ৭৫ পিস ইয়াবা, ১শ৬০ লিটার ছোলাই মদ, ৯ লিটার বিদেশী মদ ও ২ কেজি গাজা উদ্ধার করে সংশ্লিষ্ট আসামীদের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক হাজতে প্রেরণ করেন।

    দাগী চিহ্নীত সন্ত্রাসী ও আসামীদের দড়পাকড়ের কারনে তাদের পোষ্য অনুসারীরা গাঢাকা দিতে বাধ্য হয়েছে। অপরাধীরা গা ঢাকা দেওয়ায় অপরধের মাত্রা কমেছে বলে মত প্রকাশ করেন স্থানীয়রা।

    মিরসরাইয়ের সাহেরখালী ইউনিয়নের উপকুলিয় এলাকা সাহেরখালী বেড়ি বাঁধের দোকান মালিক জয়নাল আবেদিন জানান, গত ৩ মাস আগেও এখানে প্রতিনিয়ত চুরি ও লুটপাট চলতো। কিন্ত এখন এখানে দোকানিরা খুব সুখে শান্তিতে তাদের ব্যবসায় পরিচালনা করছে। কেনাকাটা না থাকলেও শান্তি, চুরির ভয় নেই। চিহ্নীত চোরদের এখন এলাকায় দেখা যায় না।

    মিঠানালা পাত্তার পুকুর এলাকার মুদি দোকানি এনায়েত হোসেন আরিফ জানান, বাজার এলাকায় স্থানিয় উঠতি বয়সের কিশোরগ্যাং এর সন্ত্রাসীরা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করে অরাজগতা চালাত। ৩ মাস আগেও বাজারের মধ্যে বোমা ফাটিয়ে ভিতিকর পরিস্থিতি তৈরি করেছিল। কিন্তু গত ৩মাস এরা গাঢাকা দিয়েছে।

    মিরসরাই ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, আমি মিরসরাই থানায় যুক্ত হওয়ার পর থেকে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক ১শ ৫০জন আসামী গ্রেপ্তার করেছি। তার মধ্যে নিয়মিত মামলার আসামী ৬৫জন, জিআর ৩২জন, সি আর ২২ জন, সাজা প্রাপ্ত জিআর ২জন, সাজা প্রাপ্ত সিআর ২জন ও মাদক মামলায় ১৬জন কে গ্রেপ্তার করি।

    এছাড়া প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত মিরসরাই থানা পুলিশের ৮টি টহল টিম পুরো থানা সারা রাত নির্ঘুম ডিউটি করে। চিহ্নীত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও পুলিশি সচেতনতার কারনে অপরাধ প্রবণতা নিয়ন্ত্রনে আনতে পেরেছি বলে মনে করছি।

    স্থানিয় জনপ্রতিনিধি ও সচেতন মহলের সহযোগীতা পেলে মিরসরাই থানাকে অপরাধ মুক্ত রাখতে পারবো বলে আশা করছি।

    মিরসরাই সার্কেল এএসপি লাবিব আব্দুল্লাহ জানান, আমি গত দেড় বছর আপনাদের দুই থানার দ্বায়িত্বে আছি। তবে এটা সত্য যে মাঝখানদিয়ে হঠাৎ করে চুরি, ছিনতাই, ডাকাতি ও দস্যুতার ঘটনা বেড়ে গিয়েছিল। আমরা নিয়ন্ত্রনে চেষ্টা করেছি, মহাসড়কে চালককে জিম্মিকরে গাড়ি ডাকাতির ঘটনায় কসবা থেকে গাড়ি উদ্ধার করতে সক্ষম হয়েছি।

    কক্সবাজার থেকে সিএনজি উদ্ধার করেছি, বেশ কয়েকটি মোটর সাইকেল উদ্ধার করেছি। কাজের প্রয়োজনে মিরসরাই থানায় পরিবর্তন আনা হয়েছে।

    বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজ করতে অনেক আগ্রহী, সে অনেক পরিশ্রমী, অনেক আসামীকে চিহ্নীত করে গ্রেপ্তার করেছে।

    বর্তমানে তার সুফল পাওয়া যাচ্ছে, মোটরসাইকেল ও সিএনজি চুরি একপ্রকার বন্ধ রয়েছে। মহাড়কে ডাকাতির ঘটনা ইদের সময়েও ঘটেনাই এটা বিশাল ব্যাপার। বাকি দুচারটা ব্যাতিক্রম ঘটনা যা ঘটে তাও আমরা নিয়ন্ত্রনের চেষ্টা করছি।

    ২৪ ঘন্টা/রাজীব

  • সীতাকুণ্ডে ২০ দিনে ১৭ লাশ, উদ্বিগ্ন এলাকাবাসী

    সীতাকুণ্ডে ২০ দিনে ১৭ লাশ, উদ্বিগ্ন এলাকাবাসী

    চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় হঠাৎ করে অপমৃত্যু বেড়ে গেছে। উপজেলায় গত ১১ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২০ দিনে খুন, দুর্ঘটনা, আত্মহত্যা, পানিতে ডুবে, ক্রস ফায়ারসহ মোট ১৭ জনের মৃত্যু হয়েছে।

    এদের মধ্যে দুজন আত্মহত্যায়, ৪ জন সড়ক দুর্ঘটনায়, বন্দুকযুদ্ধে ৪ জন, অজ্ঞাত লাশ একটি, শিপইয়ার্ডের দুর্ঘটনায় ২জন, ট্রেনে কাটা পড়ে ১ জন এবং ছাদ থেকে পড়ে নিহত ১ জন নিহত হয়। খুন হয় দুজন।

    বিভিন্ন দূর্ঘটনায় আহতও আছে ৩০ জনের অধিক। এসব ঘটনায় থানায় মামলা হয়েছে।

    এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় এভাবে লাশের মিছিলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

    থানা ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সীতাকুণ্ডে হঠাৎই খুন, আত্মহত্যা, দুর্ঘটনায় প্রাণহানি উদ্বেগজনক হারে বেড়েছে। যা এলাকাবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে।

    এএসপি (সীতাকুণ্ড সার্কেল) শম্পা রানী শাহা ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, এটা অবশ্যই উদ্ধেকজনক, তবে আমি আমাদের পুলিশের সব ডিপার্টমেন্ট নিয়ে আইনশৃংখলা বিষয়ে মিটিং করেছি, সামনে পরিস্থিতি আরো উন্নতি হবে।

    এই মূহুর্তে সীতাকুণ্ডের আইনশৃংখলা অবনতি কিনা জানতে চাইলে এএসপি শম্পা রানী শাহা ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আইনশৃংখলা অবনতি নয় স্বভাবিক আছে, সামনে আরো ভালো হবে, এজন্যে আমরা কাজ করে যাচ্ছি।

    জানা যায়, গত ৯ অক্টোবর সন্ধ্যা ৬ টার সময় উপজেলার শেখপাড়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় মহিউদ্দিন (২৮) নামের এক বাই সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মহিউদ্দিন পশ্চিম সৈয়দপুর, অন্তর খালী মসজিদ বাড়ির শাহ আলমের পুত্র।

    ১১ অক্টোবর ৯ নং ভাটিয়ারী ইউনিয়নের মির্জানগর জেলে পাড়ায় গলায় ফাঁস দিয়ে শান্ত জল দাশ (২৫) নামের এক যুবক আত্নহত্যা করে। শান্ত দাশ উক্ত এলাকার সিদাম জল দাশের পুত্র।

    ১২ অক্টোবর কুমিরা ঘাটঘর উপকূলে অবস্থিত “ও ডব্লিউ ডব্লিউ ট্রেডিং এণ্ড শীপ ব্রেকিং” নামে একটি শিপ ইয়ার্ডে গ্যাসে আক্রান্ত হয়ে সাইফুল এবং মাসুদ নামে দুই শ্রমিক নিহত হয়।

    ১৬ অক্টোবর তিনতলার ছাদ থেকে পড়ে আল আমিন (২২) নামের এক যুবক নিহত হয়। বিকাল তিনটার সময় পৌরসদর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল আমিনের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়।

    ১৮ অক্টোবর কুমিরাস্থ ঘাটঘর এলাকায় রাস্তার পাশ থেকে মোঃ শাহ আলম (৫৮) নামের এক ডাক্তারের লাশ উদ্ধার করে পুলিশ, সে ছোট কুমিরা এলাকার মৃত আজিজুল হক মাষ্টারের পুত্র। একইদিন কুমিরা এলাকার পিএইচপি গেইটের সামনে থেকে অজ্ঞাত এক মহিলার (৪০) লাশ উদ্ধার করে পুলিশ। সে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত হয় বলে জানান বাঁশবাড়িয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলাম।

    ১৯ অক্টোবর উপজেলা বারৈয়ারহাটস্থ কলাবাড়িয় নামক স্থানের রেল লাইন থেকে দ্বিখন্ডিত অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। একইদিন সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকায় সড়ক দূর্ঘটনায় সজিব নামে এক যুবক আহত হয়ে পরদিন চমেক হাসপাতালে সে মারা যায়।

    ২১ অক্টোবর সীতাকুণ্ড পৌরসভার ৪নং ওয়ার্ডের প্রেমতলা এলাকায় স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস খেয়ে মিতা দেবী (২১) নামের এক বাক প্রতিবন্ধী গৃহবধূ আত্মহত্যা করে। গৃহবধু মিতা সজল দেবনাথের স্ত্রী।

    ২২ অক্টোবর ভাটিয়ারীর কলেজপাড়া এলাকায় মোবাইল ফোন চুরির অভিযোগ এনে এক নিরিহ যুবককে পিটিয়ে হত্যা করেছে রায়হান নামের পুলিশের এক এসআই। তাকে আটক করেছে পুলিশ। নিহত যুবক এজাহার মিয়া ভাটিয়ারী ৪নং ওয়ার্ডের বালুর রাস্তা এলাকার মফিজুর রহমানের ছেলে।

    ২৩ অক্টোবর উত্তর বাঁশবাড়িয়া এলাকায় র‍্যাব ৭ এর টহল দলের সাথে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি বিনিময়ে চাঞ্চল্যকর ডা, শাহ আলম হত্যাকাণ্ডের মূল হোতা ডাকাত দলের প্রধান নজির আহমেদ সুমন প্রকাশ কালু (২৬) নিহত হয়।

    ২৮ অক্টোবর উপজেলার সলিমপুরস্থ কালুশাহ নগর এলাকায় লরী উল্টে হযরত খাজা কালুশাহ মাজারের দানবাক্সের নাইট গার্ডসহ দুইজন নিহত হয়ে। নিহত নাইট গার্ডের নাম মোঃ আজম, সে কালুশাহ নগর এলাকার আমির হোসেনের পুত্র। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। একইদিন ফৌজদানহাট আবদুল্লাহ ঘাটা এলাকায় নিটল টাটা গাড়ির ওয়ার্কশপে থাকা একটি কাভার্ডভ্যানের কেভিন থেকে দুলাল (৪০) নামের চালকের সহকারীর লাশ উদ্ধার করে ফৌজদারহাট ফাঁড়ির পুলিশ।

    ২৯ অক্টোবর ছোট কুমিরা এলাকায় র‍্যাবের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধের ঘটনায় অন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্য নিহত হয়। নিহত তিন ডাকাতের পরিচয় পাওয়া যায়নি।

    ৩০ অক্টোবর মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামে আবিদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে হাসনাবাদ গ্রামের বাবুল সওদাগরের বাড়ির মহিউদ্দিনের পুত্র।