Tag: আইসিইউতে

  • করোনা আক্রান্ত সানাই আইসিইউতে ভর্তি

    করোনা আক্রান্ত সানাই আইসিইউতে ভর্তি

    করোনাভাইরাসে আক্রান্ত ভার্চ্যুয়াল জগতে আলোচিত সানাই মাহবুবের শারীরিক অবস্থা আরো খারাপ হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করানো হয়েছে।

    শুক্রবার (৭ আগস্ট) বেলা সোয়া ১২ টায় সানাইয়ের বড় ভাবি শাহিনা আফরোজ মিষ্টি এতথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু আজ সকালে সানাইয়ের অবস্থা আরো বেশি খারাপ হতে শুরু করলে তাকে আইসিইউতি নেয়া হয়।

    এর আগে জানা গেছে, সানাইয়ের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গলাব্যথা ও কাশির সঙ্গে শ্বাসকষ্টও রয়েছে সানাইয়ের। শরীরও বেশ দুর্বল। তার শরীরে করোনা ভাইরাস শনাক্তের পর পরিবারের অন্য সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

    নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ আসার পর সানাই বলেছেন, দুই সপ্তাহ আগে আমার শরীরে করোনার লক্ষণ দেখা দেয়। আতঙ্ক নিয়েই নমুনা পরীক্ষা করিয়েছিলাম। অবশেষে বুধবার ফলাফল এসেছে আমি করোনা পজিটিভ। আমি দোয়া চাই ভয়ংকর এই ভাইরাসের হাত থেকে যেন মুক্ত হতে পারি। আবার যেন কাজে ফিরতে পারি, সুন্দরভাবে জীবনযাপন করতে পারি।

    উল্লেখ্য, দেশীয় শোবিজের আলোচিত নাম সানাই মাহবুব। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা সানাই নাম লিখিয়েছেন চলচ্চিত্রেও। কিন্তু ক্যারিয়ার শুরু পর থেকেই বিভিন্ন সময়ে বিতর্কের শিকার হয়েছেন তিনি।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আয়ার মৃত্যু

    করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আয়ার মৃত্যু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ৬০ বছর বয়সী এক কর্মচারীর মৃত্যু হয়েছে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে। তিনি ওই হাসপাতালের করোনা ইউনিটে চুক্তিভিত্তিক আয়ার দায়িত্বে নিযুক্ত ছিলেন।

    আজ ১ জুন সোমবার সকাল ৮ টার দিকে জেনারেল হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তথ্যটি নিশ্চিত করেছেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব মাসুম।

    তিনি বলেন, গতকাল করোনার উপসর্গ নিয়ে ওই নারী হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।

    আজ (সোমবার) সকাল ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাছাড়া মৃত্যুর আগে তিনি দীর্ঘদিন ধরে এজমায় ভুগছিলেন বলে তিনি জানান।

    জানা গেছে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ওই নারী হাসপাতালের ফ্লু কর্নারে ক্লিনার হিসেবে চাকরি করতেন।

    অসুস্থ হওয়ার আগ পর্যন্ত তিনি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার পাশাপাশি করোনা ভাইরাস (কোভিড-১৯) ইউনিটে রোগীদের কিছু প্রয়োজন হলে গেইটের বাইরে থেকে তা সংগ্রহ করে দিতেন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে মারা গেল করোনা আক্রান্ত নারী

    চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে মারা গেল করোনা আক্রান্ত নারী

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে করোনা আক্রান্ত এক নারী। আজ ২৮ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় তার মৃত্যু হয়।

    তথ্যটি নিশ্চিত করে জেনারেল হাসপাতালে মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব বলেন, মৃত নারী আগে থেকেই কিডনি রোগে ভুগছিলেন। এরমধ্যেই করোনা আক্রান্ত হলে গত ২০ মে তিনি জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন।

    পরে তার অবস্থার অবনতি হলে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)তে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় তার মৃত্যু হয়। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৬২ জনে।

    প্রসঙ্গত : এর আগে ২৭ মে বুধবার পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর সংখ্যা ছিলো ৬১ জন। আক্রান্ত হয়েছে ২ হাজার ২শ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯১ জন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • চট্টগ্রামে ডেঙ্গুতে গৃহবধুর মৃত্যু

    চট্টগ্রামে ডেঙ্গুতে গৃহবধুর মৃত্যু

    চট্টগ্রামে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে শরিফা আক্তার (৩০) নামে এক গৃহবধু।

    শনিবার দিবাগত রাত ১টার সময় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। শরিফা নগরীর ঝাউতলা এলাকায় তার স্বামী মো. ইউছুফকে নিয়ে থাকতেন। তিনি মাদারীপুরের কালকিনি থানার নতুনচর এলাকার আশরাফ ভূঁইয়ার মেয়ে বলে জানা গেছে।

    বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারি রেজিস্ট্রার ডা. ইমন দাশ বলেন, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গৃহবধু শরিফার মৃত্যু হয়েছে।

    তিনি বলেন, গত ৩১ অক্টোবর জ্বরে আক্রান্ত হয়ে চমেক হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি হলে পরীক্ষা নিরিক্ষার পর শরিফার ডেঙ্গু রোগ শনাক্ত হয়।

    এরপর থেকে তাকে নিয়মিত চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১টার দিকে তার মৃত্যু হয়।