Tag: আইসোলেশনে

  • সুস্থ আছি, হোম আইসোলেশনে আছি,সাতদিন পর আমরাই শুরু করবো-ডা. জাফরুল্লাহ

    সুস্থ আছি, হোম আইসোলেশনে আছি,সাতদিন পর আমরাই শুরু করবো-ডা. জাফরুল্লাহ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। জাতীয় ডেস্ক : গণস্বাস্থ্য কেন্দ্র তাদের নিজেদের উদ্ভাবিত কিটে নমুনা পরীক্ষা করে ডা. জাফরুল্লাহ র করোনা পজিটিভ আসে।

    বুধবার রাতে তার শরীরের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বর্তমানে তিনি সূস্থ আছেন জানিয়ে বলেন,সবচেয়ে ভালো হচ্ছে যতক্ষণ না হাসপাতালে না গিয়ে পারা যায়, ততক্ষণ বাসায় থাকা। হোম আইসোলেশনের থাকা। আমিও হোম আইসোলেশনে আছি।

    এদিকে উদ্ভাবিত কিটের কার্যাকারিতা যাচাইয়ে আজ বুধবারও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আরও ৭শ কিট দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। আগামী সাত দিনে যদি সেখান থেকে কোনো ফল না পাওয়া যায়, তাহলে তারা নিজেরাই গণস্বাস্থ্য হাসপাতালে ট্রায়াল শুরু করে দেবে।

    বুধবার রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ বলেন, আমরা ট্রায়াল শুরু করতে চেয়েছিলাম। কিন্তু সরকার অনুরোধ করেছে আরও ২/৩ দিন অপেক্ষা করতে।

    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আরও ৭০০ কিট দেয়া হয়েছে। তারা আরও সাত দিন কাটাক, তারপর আমরা শুরু করে দেব।

    প্রসঙ্গত : গত রবিবার শরীরের তাপমাত্রা বাড়লে নিজেদের উদ্ভাবিত কিটে পরীক্ষা করে করোনা শনাক্ত হয় ডা. জাফরুল্লাহর।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম ও বান্দরবানে ২ জনের মৃত্যু

    করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম ও বান্দরবানে ২ জনের মৃত্যু

    ২৪ ঘণ্টা ডেস্ক নিউজ। জ্বর, সর্দিসহ করোনা উপসর্গের লক্ষণ নিয়ে একই দিনে চট্টগ্রাম ও বান্দরবান জেলায় ২ জনের মৃত্যুর খবর জানা গেছে।

    জানা যায়, বুধবার (২৯ এপ্রিল) দিনগত রাতে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় পলাশ নামে এক রোগীর মৃত্যু হয়। তিনি চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলি এলাকার বাসিন্দা।

    তথ্যটি নিশ্চিত করে বিআইটিআইডির পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল হাসান চৌধুরী বলেন, একই দিনে বুধবার (২৯ এপ্রিল) দিনগত রাতে বিআইটিআইডি’র আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

    তিনি বলেন, মৃত ব্যক্তিটির শরীরে জ্বর, সর্দিসহ করোনা উপসর্গের লক্ষণ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলাফল আসলে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা জানা যাবে।

    এদিকে একই দিনে চট্টগ্রাম বিভাগের বান্দরবান জেলার সদর উপজেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

    বুধবার (২৯ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার সুয়ালক ইউনিয়নের সুলতানপুর এলাকায় নিজ বাড়িতে ওই নারীর মুত্যু হয়।

    এদিকে ওই নারী শ্বাসকষ্ট নিয়ে মারা গেছে এমন খবরে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে। পরে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়।

    বান্দরবান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল হাসান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে স্বাস্থ্যকর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয় এবং সামাজিক দূরত্ব মেনে ওই নারীর দাফন কাজ সম্পন্ন করে মৃত নারীটির বাড়ির আশপাশে লকডাউন করে রাখা হয়।

    এদিকে করোনা উপসর্গ নিয়ে মৃত ওই নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কক্সবাজার হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছে বললেন জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. আলমগীর।

    তিনি বলেন, নমুনা পরীক্ষার ফলাফল হাতে পেলে জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • চট্টগ্রামে করোনা/ বৃহস্পতিবার সনাক্ত একমাত্র রোগীটি বেঁচে নেই, মৃতের সংখ্যা ৫

    চট্টগ্রামে করোনা/ বৃহস্পতিবার সনাক্ত একমাত্র রোগীটি বেঁচে নেই, মৃতের সংখ্যা ৫

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি || করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

    আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি)র আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    নিহতর বয়স ৬৫ বছর। তিনি চট্টগ্রাম নগরীর সরাইপাড়ার বাসিন্দা। এর আগে গতকাল ১১৯ জনের করোনা পরীক্ষা করে ১৯ জনের মধ্যে চট্টগ্রামের একমাত্র করোনা পজেটিভ ব্যক্তি ছিলেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. আবুল হাসান চৌধুরী। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ওই বৃদ্ধের মৃত্যু হয়।

    ডা.হাসান বলেন, গতকাল বৃহস্পতিবার নগরীর সরাইপাড়ার একজন বৃদ্ধ করোনা শনাক্ত হয়। তিনি বিআইটিআইডিতে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে মারা গেছেন।

    এনিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচ জনে দাড়িয়েছে।

    এদিকে মৃত ব্যক্তির দাফনের দায়িত্ব নিয়েছেন আনজুমান এ মহিদুল ইসলাম। নগরীর অক্সিজেনের আরেফিন নগর এলাকায় তার দাফন হবে বলে জানা গেছে।

    উল্লেখ যে, ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে এখন পর্যন্ত ১১২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে এ পর্যন্ত ৫৫ জন রোগী শনাক্ত হয়েছে।

    ২৪ ঘণ্টা/ কামরুল দুলু/ আর এস পি

  • রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু

    রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। রাঙ্গামাটি প্রতিনিধি || রাঙ্গামাটি জেলা সদরের জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা এক রোগীর মৃত্যু হয়েছে।

    রোববার দিবাগত রাতে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।

    তিনি জানান, ওই ব্যক্তি জ্বর-কাশি নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে আসলে তাকে আইসোলেশনে ভর্তি করানো হয়। তার রক্তের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

    রাঙামাটি জেনারেল হাসপাতাল সূত্র জানিয়েছে, মারা যাওয়া ওই রোগী দীর্ঘদিন ধরে টিবি রোগে ভুগছিলেন। এ অবস্থায় শনিবার রাঙামাটি হাসপাতালে আসলে পরিস্থিতি বিবেচনায় তাকে করোনার আইসোলেশনে ভর্তি করানো হয়।

    এ পর্যন্ত রাঙামাটিতে মোট ৪৬ জনের রক্তের নমুনা সংগ্রহ করে ৩৬টির ফলাফলে কারো শরীরে করোনা সনাক্ত হয়নি।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • উপসর্গ নিয়ে চট্টগ্রামে মারা যাওয়া ২জনের শরীরে করোনা অস্তিত্ব মেলেনি

    উপসর্গ নিয়ে চট্টগ্রামে মারা যাওয়া ২জনের শরীরে করোনা অস্তিত্ব মেলেনি

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় যে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে তাদের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। পরীক্ষার পর দুজনের কারো শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়েনি।

    গতকাল ৬ এপ্রিল সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, রবিবার বিকালে করোনা উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয় সীতাকুণ্ডের মুক্তিযুদ্ধ কমান্ডার আমিন উল্লাহ (৬০)। সোমবার বিকেল ৩টার কিছু পরে আইসোলেশন ওয়ার্ডেই তার মৃত্যু হয়।

    এর আগে রোববার সন্ধ্যায় গলা ব্যাথা ও সর্দি-কাশি নিয়ে আনেয়ারা থেকে আসা এক রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আইসোলেশনে ভর্তি হয়। চিকিৎসাধিন অবস্থায় একইদিন রাতে যুবকটির মৃত্যু হয়।

    তিনি বলেন, দুজনের নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) পাঠানো হয়েছিলো।

    সেই ফলাফল সোমবার (০৬ এপ্রিল) রাত ১০ টার দিকে জানানো হয়েছে। তাদের কারও শরীরেও করোনার অস্তিত্ব পাওয়া যায়নি।

    ২৪ঘণ্টা/ আর এস পি

  • চমেক হাসপাতালের আইসোলেশনে শ্বাসকষ্ট ও গলাব্যথা নিয়ে যুবকের মৃত্যু

    চমেক হাসপাতালের আইসোলেশনে শ্বাসকষ্ট ও গলাব্যথা নিয়ে যুবকের মৃত্যু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালের আইসোলেশনে থাকা এক যুবক মারা গেছে।

    জানা গেছে, গতকাল রবিবার সন্ধ্যায় শ্বাসকষ্ট ও গলাব্যথা নিয়ে চমেক হাসপাতালে ভর্তি হয় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বানিন্দা মৃত আবুল কালামের ২২ বছর বয়সী ছেলে শরীফ মোহাম্মদ।

    হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরেই করোনা ভাইরাস সন্দেহে রোগীকে হাসপাতালটির করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করানো হয়। রবিবার রাতে হাসপাতালের আইসোলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

    ইতিমধ্যে তার নমুনা সংগ্রহ করে ফৌজদারহাট বিআইটিআইডিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।

    স্থানীয় বাসিন্দা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ বলেন, শ্বাসকষ্টজনিত রোগে শরীফের মৃত্যু হয়েছে। তার লাশ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমি উপজেলা প্রশাসনকে অবহিত করেছি।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, খবর পেয়ে রবিবার রাতেই আমরা ওই এলাকায় গিয়েছি। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ (সোমবার) সন্ধ্যায় বিআইটিআইডি থেকে রিপোর্ট পাওয়া যাবে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • আইসোলেশনেই মারা গেলেন সীতাকুণ্ডের মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্লাহ

    আইসোলেশনেই মারা গেলেন সীতাকুণ্ডের মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্লাহ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে আইসোলেশনে থাকা মুক্তি যোদ্ধা কমান্ডার মো.আলিম উল্ল্যাহ (৭১) মৃত্যুবরণ করেছেন।

    আজ সোমবার বিকাল সাড়ে ৩টার সময় চট্টগ্রাম নগরীর জেনারেল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

    বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়। তিনি বলেন,‘ উনি
    করোনা উপসর্গ নিয়ে গত রবিবার রাতে চট্টগ্রাম নগরীর জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

    আমরা উনার করোনা ভাইরাস শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করেছি,নমুনা হাতে পাওয়ার পর নিশ্চিত হয়ে উনার দাফন কাজ সম্পর্ন করা হবে। আমরা সেটা দ্রুত করার চেষ্টা করছি।

    উনি উপজেলার মুরাদপুর ইউনিয়নের বসরতনগর এলাকার মৃত ছায়েদুর রহমানের পুত্র এবং বিবাহিত জীবনে এক স্ত্রী মৃত্যুবরণ করার পর,বর্তমানে এক স্ত্রী ৪
    পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্যা আত্মীয়-স্বজন রেখে যান।

    জানা যায়, আলিম উল্লাহ গত সপ্তাহ-দশ দিন ধরে সর্দি,কার্শি ও শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে দিন যাপন করছেন। এই উপসর্গ দেখা দেওয়ার পর থেকে উনি নিয়মিত ঔষধ খেয়ে আসছিলেন।

    কিন্তু রবিবার রাতে উনার শ্বাসকষ্ট বেডে যাওয়ায় উনাকে উন্নত চিকিৎসার জন্য
    চট্টগ্রাম নগরীর জেনারেল হসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করান।
    সোমবার বিকালে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় উনি মৃত্যুবরণ করেন।

    এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. নুর উদ্দিন ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা অবস্থায় মুক্তিযোদ্ধা কমান্ডার মৃত্যুবরণ করায় আমরা উনার নমুনা সংগ্রহ করছি। নমুনা হাতে
    আসলে আমরা নিশ্চিত হবো,উনি কি করোনা ভাইরাসে আক্রান্ত ছিল কিনা।’

    এদিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্লাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, উপজেলা চেয়ারম্যান এস.এম আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, সীতাকুণ্ড সার্কেল এএসপি শম্পা রানী সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া, জেলা পরিষদের সদস্য আ. ম. ম দিলসাদ, পৌর মেয়র মুক্তিযুদ্ধা বদিউল আলম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সোমিত্র চক্রবর্তী, সীতাকুণ্ড সমিতির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন, পৌর বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক বেলাল উদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা/ কামরুল ইসলাম দুলু/ আর এস পি

  • জ্বর, কাশি নিয়ে খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি রোগী আইসোলেশনে,অতঃপর মৃত্যু

    জ্বর, কাশি নিয়ে খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি রোগী আইসোলেশনে,অতঃপর মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। খাগড়াছড়ি প্রতিনিধি : জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত এক রোগী গত ৯ মার্চ ভর্তি হয়েছিলো খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে।

    ২৫ মার্চ বুধবার দুপুর ২টার দিকে শ্বাসকষ্ট, গলা ব্যথাসহ তার শারিরীক অবস্থা নিয়ে সন্দেহজনক হওয়ায় তাকে রাখা হয় হাসপাতালটির আইসোলেশনে। রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

    লক্ষণ দেখে সন্দেহ হওয়ায় তার মৃতদেহ থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক।

    খাগড়াছড়ির সিভিল সার্জন নূপুর কান্তি দাশ তথ্যটি নিশ্চিত করে বলেন, জ্বর, কাশিতে আক্রান্ত হয়ে ৩০ বছর বয়সী রোগীটি গত ৯ মার্চ থেকে হাসপাতালে ভর্তি হয়। এরপর তিনি শ্বাসকষ্টে ভুগতে থাকলে সন্দেহ হওয়ায় তাকে দুপুরে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

    তিনি বলেন, তার নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর-এ পাঠানো হবে। রাতেই যথাযথ নিয়ম অনুসরণ করে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে মরদেহ মৃত ব্যক্তির গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

    এদিকে রোগীটির মৃত্যুর পর ওই হাসপাতালে রোগীর চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার, দুই জন নার্স ও এক আয়াকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

    ২৪ ঘন্টা/ আর এস পি