Tag: আইসোলেশন সেন্টার

  • রাউজান আইসোলেশন সেন্টারে অক্সিজেন প্রদান করলো যুক্তরাষ্ট্রের চট্টগ্রাম প্রবাসী সংগঠন

    রাউজান আইসোলেশন সেন্টারে অক্সিজেন প্রদান করলো যুক্তরাষ্ট্রের চট্টগ্রাম প্রবাসী সংগঠন

    নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : সারা বিশ্বে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবপূর্ণ সময়ে মানবিকতার টানে বৃহত্তর চট্টগ্রামে স্বাস্থ্য উপকরণ ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে বিভিন্ন হাসপাতাল ও আইসোলেশন সেন্টারে সহযোগিতার হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থানরত চট্টগ্রামের প্রবাসীদের সংগঠন helping hand for chittagonian inc.usa।

    সংগঠনের উদ্যোগে চট্টগ্রামের অন্যান্য জেলা-উপজেলায় মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় চট্টগ্রামের রাউজানে ৫০ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টারে দুটি উন্নত মানের অক্সিজেন প্রদান করা হয়।

    ৪ আগষ্ট (মঙ্গলবার) আইসোলেশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে উন্নত প্রযুক্তির এই অক্সিজেন হস্তান্তর অনুষ্ঠানে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন আইসোলেশন সেন্টারের স্বপ্নদ্রষ্টা, রাউজানের সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী।

    এ সময় তিনি মানবিক উদ্যোগে হাত বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানরত চট্টগ্রামের প্রবাসী ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্টানে বক্তব্য রাখেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, যুক্তরাষ্ট্র প্রবাসীদের মানবিক কাজের চট্টগ্রাম বিভাগের প্রধান সমন্বয়ক, উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুছ গণি চৌধুরী, রাউজান পৌরসভার প্যানেল মেয়র, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, সাংবাদিক ও কলামিস্ট মুছা খান, পুলিশ পরিদর্শক এম এ মতিন, মুক্তিযোদ্ধা কামাল হায়দার, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, তছলিম উদ্দিন, মুছা আলম খান চৌধুরী, যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাছের, জাহাঙ্গীর আলম, আবু ছালেক, ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, মোহাম্মদ আসিফ, ফয়সাল মাহামুদ, মোহাম্মদ এরশাদসহ আরো অনেকেই।

    ২৪ ঘণ্টা/এম আর

  • রাউজান আইসোলেশন সেন্টারে চিকিৎসা উপকরণ প্রদান করলেন মেজবাহ উদ্দিন আকবর

    রাউজান আইসোলেশন সেন্টারে চিকিৎসা উপকরণ প্রদান করলেন মেজবাহ উদ্দিন আকবর

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানের সুলতানপুরে ৫০ শয্যার আইসোলেশন সেন্টারের জন্য চিকিৎসা সামগ্রী প্রদান করেছেন রাউজান উপজেলা জাতীয় পার্টির পক্ষে দলের নেতা সুলতানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মেজবাউদ্দিন আকবর।

    ২২ জুলাই (বুধবার) আইসোলেশন সেন্টারে চিকিৎসা সেবাদান কর্মসূচিতে থাকা বেসরকারি সমন্বয়ক পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের হাতে এসব সামগ্রী প্রদান করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জানে আলম জনি, মনির উদ্দিন আকবর, মিনহাজ উদ্দিন,তসলিম উদ্দিন,জাহাঙ্গীর আলম,মোহাম্মদ সেলিম, নেওয়াজ উদ্দিন আকবর, ইমরান হোসেন প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর/নেজাম

  • রাউজানে সাংসদপুত্রের উদ্যোগে বহুল প্রতীক্ষিত আইসোলেশন সেন্টারের উদ্বোধন মঙ্গলবার

    রাউজানে সাংসদপুত্রের উদ্যোগে বহুল প্রতীক্ষিত আইসোলেশন সেন্টারের উদ্বোধন মঙ্গলবার

    নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :
    চট্টগ্রামের রাউজানে বহুল প্রতীক্ষিত আইসোলেশন সেন্টারের যাত্রা শুরু হচ্ছে আগামীকাল ১৫ জুলাই মঙ্গলবার।

    টেলিকনফারেন্সের মাধ্যমে রাউজানবাসীর করোনাকালীন চিকিৎসা সেবার নব দিবগন্তের বার্তা নিয়ে যাত্রা শুরু করতে যাওয়া এই আইসোলেশন সেন্টারের উদ্বোধন করবেন
    রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী (এম.পি)।

    রাউজানের সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে, রাউজানবাসীর সহযোগিতায় আইসোলেশন সেন্টারের কাজের সর্বশেষ প্রস্ততি সম্পন্ন হয়েছে। দীর্ঘ ১ মাসের ও বেশি সময় ধরে চলমান নানা প্রস্তুতির পর সুলতানপুর ৩১শয্যা বিশিষ্ট হাসপাতালের আইসোলেশন সেন্টার এখন পুরোদমে প্রস্তুত।

    ১৩ জুলাই সোমবার পরিপূর্ণ এই আইসোলেশন সেন্টারটি প্রস্ততির শেষ পর্যায়ের কাজের পর্যবেক্ষণ করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ, রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দীন পারভেজ, চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের রেজিস্টার ডা.ফজল করিম বাবুল সহ রাউজান উপজেলা উত্তর-দক্ষিণ ছাত্রলীগ এবং সেন্ট্রাল বয়েজ অব রাউজানের নেতৃবৃন্দ।

    উল্লেখ্য করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে রাউজানসহ চট্টগ্রামে এই বৈশ্বিক মহামারির প্রাদুর্ভাব মোকাবেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে সারা দেশে প্রশংসিত হন রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী ও সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী। সর্বশেষ করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় করোনা আক্রান্তরা যাতে নিজ এলাকায় সঠিক স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারে সেই লক্ষ্যে উপজেলা সদরের সুলতানপুর ৩১ শয্যা হাসপাতালকে পরিপূর্ণ আইসোলেশন সেন্টার নির্মাণে উদ্যোগ নেন সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী।

    রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর দিক নির্দেশনায় দীর্ঘ এক মাসের প্রস্তুতি শেষে বহুল প্রতীক্ষিত এই আইসোলেশন সেন্টারটির আনুষ্টানিক যাত্রা শুরু হচ্ছে মঙ্গলবার।

    ২৪ ঘণ্টা/এম আর

  • আল মানাহিলের ৮০ শয্যার আইসোলেশন সেন্টার চালু

    আল মানাহিলের ৮০ শয্যার আইসোলেশন সেন্টার চালু

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও আল মানাহিল ফাউন্ডেশনের উদ্যোগে কমিউনিটি পুলিশিং, চট্টগ্রাম এর সার্বিক সহযোগিতায় বন্দর নগরী চট্টগ্রামের হালিশহরস্থ আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতালে চালু করা হল কোভিড-১৯ আইসোলেশন সেন্টার।

    আজ মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১ টায় বন্দর নগরী চট্টগ্রামের হালিশহরস্থ আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতালে স্থাপিত এই আইসোলেশন সেন্টারের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান।

    সিএমপি ও আল মানাহিল ফাউন্ডেশনের য়ৌথ উদ্যোগে স্থাপনকৃত ৮০ শয্যা বিশিষ্ট এই আইসোলেশন সেন্টারে কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তিরা সার্বক্ষণিক চিকিৎসা সুবিধা পাবেন। সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম সংযুক্ত থাকবে প্রতিটি বেডে।

    এছাড়াও গুরতর অসুস্থ রোগীদের চিকিৎসায় রয়েছে হাইফ্লো নেসাল ক্যানুলা। রোগীদের যাতায়াতের জন্য সার্বক্ষনিক ভাবে প্রস্তুত থাকবে এম্বুলেন্স। করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবকালীন সময়ে শুরু থেকে সিএমপি ও কমিউনিটি পুলিশিং এর সাথে সমন্বয় করে দায়িত্বশীল ভূমিকা পালন করছে আল মানাহিল ফাউন্ডেশন।

    করোনা ভাইরাসে আক্রান্তদের নমুনা সংগ্রহ, যাতায়াতে এ্ম্বুলেন্স সেবা প্রদান, করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের দাফন ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

    কমিউনিটি পুলিশিং, চট্টগ্রাম এর সার্বিক সহযোগিতায় স্থাপনকৃত এই আইসোলেশন সেন্টার বন্দর নগরীর জনসাধারনের চিকিৎসা সেবায় ও করোনা ভাইরাস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সিএমপি কমিশনার আশাবাদ ব্যক্ত করেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সদস্য সচিব, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি, চট্টগ্রাম; হেলাল উদ্দিন বিন জমির উদ্দিন, চেয়ারম্যান, আল মানাহিল ফাউন্ডেশন; মাওলানা ফরিদ উদ্দিন, প্রধান নির্বাহী, আল মানাহিল ফাউন্ডেশন সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইসোলেশন সেন্টারে কর্মরত ডাক্তার, নার্স ও আল মানাহিল ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ এবং কমিউনিটি পুলিশিং, চট্টগ্রাম এর নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ১৫ শয্যার আইসোলেশন সেন্টার উদ্বোধন

    সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ১৫ শয্যার আইসোলেশন সেন্টার উদ্বোধন

    কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ১৫ শয্যার আইসোলেশন সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

    আজ রবিবার (৫ জুলাই) বেলা ১১ টায় ফিতা কেটে এটির উদ্বোধন করেন চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

    সম্প্রতি বিজয় স্মরণী বিশ্ববিদ্যালয় কলেজে ১৫ বেডের আইসোলেশন সেন্টারটির অনুমোদন দেয় স্বাস্থ্য অধিদপ্তর। পর্যায়ক্রমে এটি ৫০ শয্যায় পরিণত করা হবে বলে জানান সাংসদ দিদার।

    উক্ত আইসোলেশন সেন্টার ও চিকিৎসা কেন্দ্রে ৬ জন এমবিবিএস ডাক্তার, ৯ জন নার্স এবং ৫৪ জন প্রশিক্ষিত স্বাস্থ্য কমী সেবা প্রদান করবেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুদ্দীন রাশেদ, হাসপাতালের উদ্যোক্তা ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নাজীম উদ্দীন এবং বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব মীর কামাল উদ্দিন, সমাজ সেবক জসিম উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক খায়রুল আজম জসিম, ইউপি সদস্য আলমগীর মাসুম, মাঈন উদ্দিন, কামাল উদ্দিন, রিপন, অহিদুল আলম সালাউদ্দিন, ছাত্র লীগ নেতা শাহীন, সাইফুল, আমজাদ,রানা রাকিন এবং জাফর চৌধুরী, বক্কর, রাশেদ, তুষার প্রমুখ।

    আইসোলেশন সেন্টারটিতে সার্বিক সহযোগিতা করেছেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

    চেয়ারম্যান নাজীম উদ্দিন বলেন, বৈশ্বিক করোনা মহামারির এই সময়ে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার লক্ষ্যে ভাটিয়ারী বিজয় স্মরণী কলেজ ক্যাম্পাসকে আইসোলেশন সেন্টার ও চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যেগ নিয়েছি। এতে করে এতদ অঞ্চলের করোনা আক্রান্ত রোগীদের তথা সীতাকুণ্ডবাসীদের জন্য নতুন আরেকটি চিকিৎসার দ্বার খুলে গেলো।

    ২৪ ঘণ্টা/এম আর

  • বাকলিয়ায় ১০০ শয্যার আইসোলেশন সেন্টার করা হবে : ডা. শাহাদাত

    বাকলিয়ায় ১০০ শয্যার আইসোলেশন সেন্টার করা হবে : ডা. শাহাদাত

    চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেন বলেছেন,মানবতার কল্যাণে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তাই সমাজের ধনী ও বিত্তশালীদের এগিয়ে এসে কোভিড আক্রান্ত মানুষের শ্বাস কষ্ট লাগবে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। দেশের মানুষ এক কঠিন সময় পার করছে। একদিকে করোনা আক্রান্ত হয়ে অক্সিজেনের অভাবে মৃত্যুবরণ করতে হচ্ছে। অন্যদিকে ত্রাণ ও সরকারি সাহায্যের নাগাল পাওয়া তো দূরের কথা তার উপর গ্যাস- পানি-বিদ্যুৎ এর দ্বিগুন বিলে সাধারণ জনগণ আজ দিশাহারা। এই অবস্থায় সরকারের মন্ত্রী-এমপিরা যারা জনগণের প্রতিনিধি হিসেবে দাবি করে তারা নীরব ভূমিকা পালন করে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। জনকল্যাণে কোন কথাই তারা বলছে না। সর্বক্ষেত্রে দুর্নীতি ও দুঃশাসন।

    ডা.শাহাদাত হোসেন আরও বলেন, দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে রাজনীতির উর্ধ্বে উঠে সকলকে মানবতার সেবায় এগিয়ে আসতে হবে। কোভিড রোগীদের পাশে দাড়াতেই বাকলিয়ায় কুইন্স কমিউনিটি সেন্টারে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বিনা চিকিৎসায় যেন কোন রোগী যেন মারা না যায় তাই ১০০ শয্যার আইসোলেশন সেন্টার গড়ে তোলা হবে।

    আমরা শীঘ্রই এই কমিউনিটি সেন্টার কে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবার উপযোগী করেই গড়ে তোলে এবং শিগগিরই তা ঘোষণা দেওয়া হবে।

    ডা. শাহাদাত হোসেন আরও বলেন, প্রতিবাদ করায়ই কি আজ অপরাধ? মাদক ব্যবসায় প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো চট্টগ্রাম মহানগর মেধাবী তরুণ ছাত্রদল নেতা মীর ছাদেক অভিকে।

    তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

    আজ বুধবার (২৪ জুন) দুপুরে বাকলিয়ায় ১০০ শয্যার আইসোলেশন সেন্টার করার জন্য কুইন্স কমিউনিটি সেন্টার পরিদর্শন কালে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী,ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন।

    এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি অধ্যাপক নুরুল আলম রাজু, ড্যাব, চট্টগ্রাম জেলা সভাপতি
    অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক, ড্যাব, চট্টগ্রাম মহানগর সভাপতি ডা. মো: আব্বাস উদ্দীন, ড্যাব চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক,ডা. মো: বেলায়েত হোসেন ঢালী,চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল, ইসলাম, মহানগর বিএনপির স্বাস্হ্য ও পরিবারকল্যাণ বিষয়ক সম্পাদক,ডা. এস এম সারোয়ার আলম, মহানগর বিএনপি নেতা ইব্রাহিম বাচ্চু, ইসমাইল বাবুল, আলমগীর নূর, অ্যাডভোকেট তারিক আহমেদ, আলী ইউসুফ,হাজী মোঃ ইউসুফ, মোঃ আলমগীর, হাজী নবাব খান, আব্দুল্লাহ আল সগীর, হাজি ইমরান উদ্দিন, হাজী নাসির উদ্দিন, কাউন্সিলর আরিফুল ইসলাম ডিউক, জসিম উদ্দিন, সোলজার হোসেন লেদু, মুজিবুর রহমান, আবুল কালাম আবু, মোহাম্মদ সিরাজ, আব্দুর রহিম, মহানগর যুবদল নেতা মোহাম্মদ ইলিয়াস,নাসির উদ্দিন চৌধুরী নাসিম, আজিজুল হক মাসুম, মোহাম্মদ ফারুক, মুস্তাকিম মাহমুদ, মোহাম্মদ মুসা, মোঃ ফরিদ, ছাত্রদল নেতা মোঃ জহির, কুতুবউদ্দিন উদ্দিন রাজু, মোহাম্মদ জাহাঙ্গীর, মাহাবুব সিদ্দিকী, সজ্জাত প্রমুখ নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ভাটিয়ারীতে শীঘ্রই চালু হচ্ছে ৫০ শয্যার আইসোলেশন সেন্টার

    ভাটিয়ারীতে শীঘ্রই চালু হচ্ছে ৫০ শয্যার আইসোলেশন সেন্টার

    কামরুল ইসলাম দুলু : করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে সীতাকুণ্ডের ভাটিয়ারীর বিজয় সরণি বিশ্ববিদ্যালয় কলেজকে বানানো হচ্ছে ৫০ বেডের আইসোলেশান সেন্টার ও চিকিৎসা কেন্দ্র।

    আগামী কয়েকদিনের মধ্যেই এখানে রোগী সেবা কার্যক্রম শুরু করা হবে জানালেন উক্ত হাসপাতালের উদ্যোক্তা ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নাজীম উদ্দীন।

    তিনি বলেন, বৈশ্বিক করোনা মহামারির এই সময়ে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার লক্ষ্যে ভাটিয়ারী বিজয় সরণি কলেজ ক্যাম্পাসকে আইসোলেশান সেন্টার ও চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যেগ নিয়েছি। এতে করে এতদ অঞ্চলের করোনা আক্রান্ত রোগীদের তথা সীতাকুণ্ডবাসীরদের জন্য নতুন আরেকটি চিকিৎসার দ্বার খুলে যাচ্ছে। এই মানবিক ও কঠিন কাজে সার্বিক সহযোগিতা করেছেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

    এছাড়াও পাশে আছেন আলহাজ্ব মীর কামাল উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুদ্দীন রাশেদ।এছাড়াও আছেন ইউপি সদস্য আলমগীর মাসুম, মাঈন উদ্দিন ও রিপন।

    উক্ত আইসোলেশান সেন্টার ও চিকিৎসা কেন্দ্রে ৬জন এমবিবিএস ডাক্তার, ৯ জন নার্স এবং ৫৪ জন প্রশিক্ষিত স্বাস্থ্য কমী সেবা প্রদান করবেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • আইসোলেশন সেন্টারে ঈদ সালামীর টাকা প্রদান, রাউজানের দুই শিক্ষার্থীর মানবিকতা

    আইসোলেশন সেন্টারে ঈদ সালামীর টাকা প্রদান, রাউজানের দুই শিক্ষার্থীর মানবিকতা

    নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাউজানে সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরীর আহবানে সাড়া দিয়ে মানবিক কাজে সহযোগিতার হাত বাড়ালেন গহিরার দুই শিক্ষার্থী, সম্পর্কে তারা আপন ভাই। তাদের একজন মেহেরাজ চৌধুরী সিয়াম গহিরা উচ্চ বিদ্যালয় থেকে সদ্য এস.এস.সি.পাশ করেছেন। আর তার ছোটভাই মিনহাজ চৌধুরী মিরাজ ৫ম শ্রেণীতে অধ্যায়নরত। তাদের বাড়ি ইউনিয়নের রাহাত আলী মুন্সীর বাড়ীতে। দুই ভাই বিগত রমজানের ঈদে ঈদ সালামী হিসেবে প্রাপ্ত পাঁচ হাজার টাকা আইসোলেশন সেন্টার গঠন কাজের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ ও রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের হাতে তুলে দেন। তাদের মানবিকতার মুগ্ধ সবাই।

    এ সময় মানবিক কাজে সহযোগিতার জন্য ভাতৃদ্বয়কে ধন্যবাদ জানান রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।

    এ সময় উপস্থিত ছিলেন- চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী , রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ ভাই, যুবলীগ নেতা আবদুল্লাহ আল মাসুদ, সাবের হোসেন,এবং সেন্ট্রাল বয়েজ অব রাউজান’র সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দীন জামান চিশতিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে আক্রান্তরা যাতে সুচিকিৎসা পান সেই লক্ষ্যেতরুণ প্রজন্মের অন্যতম প্রতিনিধি ফারাজ করিম চৌধুরীর উদ্যােগে রাউজানের সুলতানপুর ৩১ শয্যা হাসপাতালটিকে আইসোলেশন সেন্টার হিসেবে প্রস্তত করা হচ্ছে।

    ফারাজ করিম চৌধুরীর আহবানে সাড়া দিয়ে আইসোলেশন সেন্টার গঠনে সহযোগিতার হাত বাড়াচ্ছে রাউজান এবং বিভিন্ন উপজেলার মানবিক মানুষেরা।

    ২৪ ঘণ্টা/এম আর

  • রাউজানে আইসোলেশন সেন্টারের সার্বিক বিষয়ে পারভেজের সাথে ডাঃ বাবুলের সৌজন্য সাক্ষাৎ

    রাউজানে আইসোলেশন সেন্টারের সার্বিক বিষয়ে পারভেজের সাথে ডাঃ বাবুলের সৌজন্য সাক্ষাৎ

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের রাউজানের সাংসদ, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরীর সন্তান, তরুণ সমাজ সেবক ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে উপজেলার সুলতানপুর ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালটিকে অত্যাধুনিক আইসোলেশন সেন্টার হিসেবে প্রস্তুুতির কাজ শুরু হয়েছে।

    আইসোলেশন সেন্টারের বিষয়ে গতকাল ১৯ জুন রাতে রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডস্থ প্রাকৃতিক সৌন্দর্যময় গিরিছায়ায় রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দীন পারভেজের সাথে সৌজন্য সাক্ষাত করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের রেজিষ্টার এবং রাউজান নোয়াপাড়াস্থ পাইওনিয়র হাসপাতালের চেয়ারম্যান ডা.ফজলে করিম বাবুল।

    এ সময় সাংসদপুত্র ফারাজ করিমের উদ্যোগে, রাউজানবাসীর সহযোগিতায় আইসোলেশন সেন্টার তৈরীর সার্বিক বিষয়ে আলোকপাত করা হয়।

    সাক্ষাৎকালে ডাঃ ফজল করিম বাবুল আইসোলেশন সেন্টারে সর্বাত্নক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

    এ সময় উপস্হিত ছিলেন চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, রাউজান পৌরসভা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেক, উপজেলা যুবলীগ সহ সম্পাদক সাবের হোসেন, রাউজান উপজেলা ছাএলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোঃ নাছির উদ্দীন, রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, ছাএনেতা বেলাল উদ্দীন সিফাত, মোঃ সাকিব, নারায়ণ, নাহিদ প্রমুুখ।

    ২৪ ঘণ্টা/এম আর/নেজাম

  • রাউজানে আইসোলেশন সেন্টার গঠনের প্রক্রিয়া শুরু করলেন সাংসদপুত্র ফারাজ করিম

    রাউজানে আইসোলেশন সেন্টার গঠনের প্রক্রিয়া শুরু করলেন সাংসদপুত্র ফারাজ করিম

    নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম):বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা লক্ষাধিক ছাড়িয়েছে বাংলাদেশে। সারাদেশের মতো রাউজানেও পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। চট্টগ্রাম জেলার সর্বশেষ উপজেলা হিসেবে রাউজানে করোনা অাক্রান্ত শনাক্ত হওয়ায় পর এ পর্যন্ত শতাধিক ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা।

    বাংলাদেশে প্রথম আক্রান্ত ধরা পড়ে চলতি বছরের ৮ মার্চ। এরপর আর থেমে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সিভিল সার্জন কার্যালয় চট্টগ্রামের ১৭ জুনের সর্বশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ৫৭৬৩ জন। চট্টগ্রাম মহানগর সহ সবকটি উপজেলায় সমানতালে দিনের পর দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

    চট্টগ্রামে ইতোমধ্যে করোনা চিকিৎসা সেবায় বেহাল অবস্থা প্রতীয়মান। আই.সি.ইউ, ভেন্টিলেটর ও অক্সিজেনের অভাবে মৃত্যুর মিছিল দিনের পর দিন বেড়েই যাচ্ছে যা উদ্বেগ বাড়াচ্ছে জনমনে। শুধু তাই নয়, ক্রিটিক্যাল ক্রাইসিসের রোগীরা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে হন্য হয়ে ঘুরেও ভর্তি হতে পারছে না। এই দায়িত্ব যেন কারো নয়। অনেকে মনে করছেন অভিভাবকহীন চট্টগ্রাম।

    চট্টগ্রামের এই করুণ পরিস্থিতিতে বিভিন্ন উপজেলার দূরদূরান্তের অসহায় অসুস্থ মানুষগুলো চিকিৎসা সেবা নিয়ে যখন দুর্দশাগ্রস্থ করোনাকালীন এই দুঃসময়ে রাউজানকে নিয়ে সম্পূর্ণ ভিন্নভাবে ভাবলেন রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র ও তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।

    করোনা ক্রান্তিলগ্নের শুরু থেকেই বিভিন্নভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন তিনি। নিয়েছেন একের পর এক মানবিক উদ্যোগ।

    তার প্রশংসনীয় বিভিন্ন উদ্যোগের মধ্যে ছিল রাউজানে কর্মহীন মানুষদের মাঝে ত্রাণ বিতরণ, বিভিন্ন এলাকায় ভ্যানগাড়ী করে বিনামূল্যে মাছ ও শাকসবজি সরবরাহ, পুরো রমজান মাসব্যাপী চট্টগ্রামের প্রতিটি হাসপাতালে প্রতিদিন ২ হাজার ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মাঝে সেহেরীর খাবার সরবরাহ।

    এছাড়াও, হাতে হাতে পৌঁছে দিয়েছেন স্বাস্থ্য সামগ্রী। দায়িত্ব নিয়েছেন রাউজানে মৃত্যুবরণকারী করোনা রোগীদের দাফন ও অন্তষ্টিক্রিয়ার। সবকটি উদ্যোগই ছিল মহৎ। প্রশংসা কুড়িয়েছেন সর্বমহলে।

    এতসব কিছু করার পরও থেমে যাননি তিনি। এবার নিয়েছেন এক নতুন উদ্যোগ। রাউজানে করোনা আক্রান্ত রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পরিপূর্ণ আইসোলেশন সেন্টার তৈরী করার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত বাস্তবায়নে তিনি রাউজানের সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন। যিনি ১০ টাকা দিতে পারবেন তাকেও আহবান করেছেন যিনি ১০,০০০ টাকা দিতে পারবেন তাকেও আহবান করেছেন।

    প্রতিনিয়ত তিনি তার ফেসবুক পেইজে মানুষের কাছে টাকা, স্বাস্থ্য সামগ্রী, অক্সিজেন সিলিন্ডার, বেড ইত্যাদি চেয়ে যাচ্ছেন। কারণ তিনি জানেন এতবড় কর্মযজ্ঞ কখনো একার পক্ষে সম্ভব না। আহবান করেছেন রাউজানের ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের। নিজের মাতৃভূমিতে আক্রান্ত রোগীদের স্বাস্থ্যসেবা দিতে আকুল আবেদন করে যাচ্ছেন। আশার আলো এটাই যে রাউজানের সর্বস্তরের মানুষ ও ডাক্তার, নার্স তাকে দারুণভাবে সাড়া দিয়েছেন। তার ফেসবুক ওয়ালে লক্ষ্য করলেই তা বুঝা যায়। একজন রাজমিস্ত্রি কমেন্ট করে তার একদিনের বেতনের টাকা আইসোলেশন সেন্টারের জন্য দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। অনেকে মন্তব্য করেছেন ফারাজ ভাই এ পর্যন্ত যে কয়টি উদ্যোগই নিয়েছেন সবকয়টিই বাস্তবে রূপ নিয়েছে। এই উদ্যোগও বাস্তবায়িত হবে। স্বাস্থ্যসেবা পাবে রাউজান সহ পার্শ্ববর্তী কয়েকটি উপজেলার অনেক অসহায় রোগী। অক্সিজেনের অভাবে শ্বাসকষ্টে মারা যাবেনা অনেক প্রিয়জন। সেই প্রত্যাশা সকলের।

    এ প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, “রাউজানের সাংসদ এ.বি.এম ফজলে করিম চৌধুরী ও তার জ্যেষ্ঠ সন্তান ফারাজ করিম চৌধুরীর প্রচেষ্টায় সুলতানপুর ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালটিকে আইসোলেশন সেন্টার হিসেবে প্রস্তুত করার যাবতীয় কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। এই কার্যক্রমে সহযোগিতায় এগিয়ে আসার জন্য আমরা সকলের প্রতি আহবান জানাচ্ছি।”

    এই কার্যক্রমের অন্যতম সমন্বয়কারী রাউজান উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, “সবকিছু ঠিকঠাক থাকলে আমরা আগামী জুলাই মাসের শুরুতেই আমাদের আইসোলেশন সেন্টারের কার্যক্রম শুরু করতে পারবো। এজন্য আমরা যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছি।”

    ২৪ ঘণ্টা/এম আর

  • ২১ জুন থেকে সিটি হল কোভিড আইসোলেশন সেন্টারে রোগী ভর্তি শুরু

    ২১ জুন থেকে সিটি হল কোভিড আইসোলেশন সেন্টারে রোগী ভর্তি শুরু

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থায়ন ও সামগ্রীক ব্যবস্থাপনায় কোভিড-১৯ সনাক্তদের জন্য চিকিৎসা কেন্দ্র আগ্রাবাদস্থ সিটি কনভেনশন হলে প্রতিষ্ঠিত ২৫০ শয্যা বিশিষ্ট আইসোলেশন হাসপাতালে আগামী ২১ জুন রোববার থেকে রোগী ভর্তি কার্যক্রম শুরুর ঘোষণা দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চিকিৎসক ও নার্সসহ প্রশিক্ষিত জনবল এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে হাসপাতলটির কার্যক্রম শুরুর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

    যারা প্রশিক্ষণ নিয়ে এখানে সেবা দিতে উদ্যেগী হয়েছেন তাদের সাধুবাদ জানিয়ে তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রশিক্ষিত করোনা ভাইরাস মোকাবেলায় নিয়োজিত সম্মুখ যোদ্ধাদের স্বাস্থ্যসুরক্ষায় নিশ্চিদ্র নিরাপত্তাসহ বর্ধিত বেতন ও ঝুঁকিভাতা প্রদান এবং সরকারি প্রণোদনা প্রাপ্তির সকল ব্যবস্থা নিশ্চিত করা হবে।

    তিনি আজ বৃহস্পতিবার সকালে আগ্রাবাদস্থ সিটি হল কোভিড আইসোলেশন সেন্টারে স্বাস্থ্যসেবায় নিয়োজিত ডাক্তার, নার্স ও অন্যাদের সাথে পরামর্শমূলক বক্তব্যে এসব কথা বলেন।

    এ সময় চসিক কাউন্সিলর নাজমুল হক ডিউক, সিটি মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, মেমন মাতৃসদন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. প্রীতি বড়ুয়া, আইসোলেশন সেন্টারের পরিচালক ডা. সুশান্ত বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

    সিটি মেয়র আইসোলেশন সেন্টারটি শুরু হওয়ার আগে এখানে যাদের নিয়োজিত করা হবে তাদের প্রশিক্ষণ কর্মশালায় ১০ জন চিকিৎসক ও স্টোর কিপারের অনুপস্থিতিতে দুঃখ প্রকাশ করে বলেন, করোনা আক্রান্তদের সেবা প্রদানে তাদের অনীহা, শপথ ভঙ্গ ও পেশার প্রতি অবমাননা এবং রাষ্ট্রের প্রতি আনুগত্যহীনতার সামিল। দেশপ্রেম বর্জিত এ অনৈতিক আচরণের জন্য তাদের তাৎক্ষণিকভাবে চাকুরী থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তাদের বাদ দিয়ে নব উদ্যোগ ও সামর্থ্য নিয়ে চসিক সিটি হল কোভিড আইসোলেশন যথাসময়ে সেন্টারটি চালু হওয়ার পর চট্টগ্রাম মহানগরীতে করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় কার্যকর ও ইতিবাচক সুফল বয়ে আনবে।

    তিনি আশা প্রকাশ করেন যে, করোনা সনাক্তরা যাতে এ আইসোলেশন সেন্টার থেকে উপযুক্ত ও যথাযথ সেবা পান, সে ব্যাপারে দায়িত্বরত কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা সর্বাত্নক প্রচেষ্টা চালিয়ে মানবিক ও সামাজিক দায়িত্ব পালনে সচেষ্ট হয়ে সারাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবেন।

    সিটি মেয়রের নিকট সিটি কলেজের সাবেক
    ছাত্রলীগের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর
    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ছাত্রলীগ বাংলাদেশ বাঙালির স্বাধীন জাতিসত্ত্বা প্রতিষ্ঠার আন্দোলন, সংগ্রাম, লড়াইয়ে ইতিহাস ও ঐতিহ্যের হীরকখন্ডক। সর্বপরি রাজনৈতিক, মানবিক ও সামাজিক সংকট উত্তোরণের অগ্রবর্তি বাহিনী। এ গর্বিত ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে ছাত্রলীগের বর্তমান প্রজন্মের নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আরাধ্য সোনার বাংলা বাস্তবায়নে নিজেদের উৎসর্গ করে মাটি ও মানুষের সাথে মিশে যেতে হবে।

    আজ বৃহস্পতিবার দুপুরে চসিক সম্মেলন কক্ষে সরকারি সিটি কলেজের সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর কালে মেয়র এসব কথা বলেন।

    তিনি আরো বলেন, ঊনসত্তরের গণঅভ্যত্থান, সত্তরের নির্বাচন, প্রলয়ংকরী ঘুর্ণিঝড়-জলোচ্ছাস, মুক্তিযুদ্ধ, সামরিক স্বেরাচারাবিরোধী আন্দোলন-সংগ্রামে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রলীগের অবদানের কথা উল্লেখ করেন। ছাত্রলীগের নেতারাই ’৭৫ পরবর্তী দুঃসময়ে’৭১ এর পরাজিত শক্তির দোসর জামাত শিবির প্রতিরোধে দুঃসাহসী ভূমিকা ও অবদান রেখেছেন। সিটি কলেজ ছাত্রলীগের নেতা তবারক প্রাণ দিয়ে ইতিহাসের অংশ হয়ে আছেন। সিটি কলেজ ছাত্রলীগের সাবেক নেতারা তাদের পূর্বসুরীদের পথ ধরে আজ মানবসেবায় এগিয়ে এসে নিজেদের ধন্য করায় আমি কৃতজ্ঞ। এই মহামারীকালে ছাত্র যুবকদের মানব সেবা এগিয়ে আসার আহ্বান জানান মেয়র।

    ছাত্রলীগের প্রদত্ত চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে অক্সিমিটার, ব্লাড প্রেসার মেশিন, থার্মালমিটার, হুইল চেয়ার, স্টেথেস্কুপ, পোর্টেবল স্ট্রেচার, ১৫০ রোগীর ঔষধ ও জীবানু নাশক লিকুইড।

    এ সময় উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর গোলাম মো. জোবায়ের, সিটি মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, সিটি কলেজ প্রাক্তন ছাত্রলীগের মধ্যে দিদারুল আলম, সৌমিত বড়ুয়া রাসেল, সঞ্চয় মহাজন, মো. আলম, মো. আজাদ খান, মো. শরিফুল ইসলাম, মো. নুর হোসেন অনিক, মো. তৈয়ব খান, মো. আজাদ, অস্থি মজুমদার, মো. আরিফ ও অতি বিশ্বাস প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • রাউজানের হলদিয়ায় আইসোলেশন সেন্টার গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    রাউজানের হলদিয়ায় আইসোলেশন সেন্টার গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশে, উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুলের সার্বিক তত্বাবধানে উপজেলার ১নং হলদিয়া ইউনিয়ন পরিষদ, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সার্বিক সহযোগিতায় আমির হাটস্থ হযরত এয়াছিন শাহ পাবলিক কলেজে করোনা মহামারী প্রতিরোধকল্পে একটি আইসোলেশন সেন্টার গঠনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে ১৬ জুন সকালে অনুষ্ঠিত হয়।

    উক্ত সভায় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের স্ব্যস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এস এম বাবর, রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মাহাবুবুল আলম, হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুনু ভট্টাচার্য্য, প্রবাসী মোহাম্মদ জমির উদ্দিন, ডাক্তার মোঃ কুতুব উদ্দীন, হলদিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ মাহাবুবুল আলম, ১নং হলদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ সরোয়ার উদ্দিন, মোঃ নাছির উদ্দিন, শম্ভু মজুমদার, সবুজ বড়ুয়া, মোহাম্মদ আলী, শামশুল আলম, তহিদুল আলম, মোঃ তৈয়ব উদ্দীন, শাহজাহান, রাউজান উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনছুর আলম, হলদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাসান মুরাদ রাজু, হলদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জাবেদসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    সভায় আইসোলেশন সেন্টার গঠনে হলদিয়া ইউনিয়নের দানশীল বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানানো হয়।

    ২৪ ঘণ্টা/এম আর/নেজাম